Tag: প্রতিবাদ

  • সাংবাদিকের উপর নৌকা সমর্থকদের হামলা;প্রতিবাদে সড়ক অবরোধ!

    সাংবাদিকের উপর নৌকা সমর্থকদের হামলা;প্রতিবাদে সড়ক অবরোধ!

     

    স্টাফ রিপোর্টারঃ সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিরাজগঞ্জের  সাংবাদিকরা নৌকা সমর্থকদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোলে সড়ক অবরোধ করেছে গণমাধ্যম কর্মীরা।

    আজ রোরবার (৭ নভেম্বর) বেলা ১০টার সময় সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ১০টা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে সাংবাদিকরা। সাংবাদিকদের এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিয়ালকোল বাজার বনিক সমিতি এক ঘন্টাব্যাপী দোকানপাট বন্ধ রাখে।

    এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে এসে লাঞ্চিত হবে, তাদের উপর অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হবে এটা কখনোই কাম্য নয়। আওয়ামীলীগ প্রার্থীর স্থানীয় সমর্থক ও কিছু বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। অবিলম্বে ওই হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।

    সাংবাদিক সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু,যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সরকার,সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল,জহুরুল ইসলাম,বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস,এসএ টিভির রহমত আলী,সেলিম শিকদার ও বদরুল আলম দুলাল প্রমূখ।

    প্রায় দেড় ঘন্টা অবরোধের পর পুলিশ সুপার আশ্বস্ত করলে সাংবাদিকরা তাদের অবরোধ তুলে নেন।

    পরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র চার প্রার্থী সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে বলেন,এখানে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে প্রতিদিনই মহরা দিচ্ছে। আওয়ামীলীগ প্রার্থী এক ভোট পেলেও চেয়ারম্যান হবে এমন ঘোষণা দিয়ে আসছে। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহিদুল ইসলাম বাবু, এরশাদ রানা, মঞ্জুর আলম, আব্দুস সালাম।

    প্রসঙ্গত, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেভেল পেয়িং ফিল্ড তৈরির দাবীতে স্বতন্ত্র ৪ প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে আসার পথে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলমকে বাঁধা প্রদান ও হামলা করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকেরা। এ সময় ছবি তুলতে গেলে প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুসহ সাংবাদিকদের উপর হামলা, হুমকি-ধামিক ও অস্ত্র প্রদর্শন করা হয়।

  • সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ী-মন্দির ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন।

    সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ী-মন্দির ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি মন্দির ভাঙচুরের সাথে জড়িতদের শাস্তির দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত হয়েছে।

    ২২ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় পৌর শহরের সুজাপুর এলাকায় রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পার্শ্বে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন বাংলাদেশ ফুলবাড়ী শাখার আয়োজনে এই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির সভাপতি সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,সাবেক সভাপতি সমরেন্দ সরকার, সহ-সভাপতি প্রবীর সাহা,সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী,মনোরঞ্জনসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

    এসময় বক্তারা সারা দেশের হিন্দুদের মন্দির-ঘরবাড়ী ভাংচুর,লুটপাট,অগ্নিসংযোগসহ নিরীহ হিন্দুদের হত্যা বন্ধ সহ দোষীদের শাস্তির দাবী জানান তারা।

  • সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল।

    সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল।

    স্টাফ রিপোটারঃ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়।

    মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে ফিরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহআলমের সভাপতিত্বে এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র এস.এম. আমিরুল ইসলাম আরজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ বকুল, যুবলীগ নেতা রুমনসহ দলীয় নেতৃবৃন্দ।

    প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংঘাত নয়- সম্প্রতিতে দেশ গড়ি। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, উদারচিন্তার একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি।

  • প্রতিমা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।

    প্রতিমা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাংচুর,অগ্নি সংযোগ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উল্লাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পূজা উদযাপন কমিটি এ প্রতিবাদ সভার আয়োজন করেন।

    আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুমার ভৌমিক, সহ-সভাপতি সুজিত কুমার ঘোষ, শিক্ষক দুলাল কুমার দত্ত, গণেশ কুমার দত্ত ও গৌর হরি পাল প্রমুখ।

    প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষ অম্প্রদায়িক চেতনায় বেড়ে ওঠে এবং সম্প্রতি ও সৌহার্দ নিয়ে একই সমাজে বসবাস করে। এক শ্রেণীর ধর্মান্ধ মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার জন্য দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাংচুর, অগ্নি সংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। যে কোন মুল্যে তাদের প্রতিহত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহবান জানান প্রতিবাদ সভায় বক্তারা।

  • কুরআন অবমাননার প্রতিবাদে উত্তাল ওসমানীনগর।

    কুরআন অবমাননার প্রতিবাদে উত্তাল ওসমানীনগর।

    ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে কুমিল্লার নানুয়া দিঘীরপাড়ে পূজামণ্ডপে পবিত্র আল কুরআনের অবমাননার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল জয়ে উঠেছে।

    প্রচণ্ড গরম উপেক্ষা করে আজ শুক্রবার (১৫অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজারে ওসমানীনগর ইসলামী যুব ফোরামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। জুম্মার নামাজের পর তাজপুর বাজার মসজিদ থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ মার্কেটের সম্মূখে ইশফাক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী,আব্দুল হাশিম,একে আজাদ,নুরুল হক টিটু,আব্দুস সামাদ,হামীম আহমদ ও নায়ীম কামালী।

    এদিকে কদমতলা জামে মসজিদ থেকে ‘আহনাফ শিল্পী গোষ্ঠিথর ব্যানারে একটি মিছিল বের করা হয়, তাজপুর মাটিহানী মঙ্গলচন্ডী এলাকাবাসীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

    উপজেলার দয়ামীর বাজারে ‘তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বক্তব্য দেনন,মাওলানা মোসাদ্দিম বিল্লাহ মতছির, দয়ামীর টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টিও সেক্রেটারী মকবুল হোসেন, মাওলানা রায়হান আহমদ,হাফিজ সায়েম আহমদ ও সুমন আহমদ।বক্তারা তাদের পৃথক বক্তব্যে বলেন,কুরআন অবমাননায় মুসলমানের রক্তে আগুন লেগেছে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

  • তাড়াশে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ।

    তাড়াশে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ।

    শাহিনুর রহমান,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেনীর ছাত্রী ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে পেটানোর পরও ক্ষান্ত না হয়ে বাঁশের বেড়া দিয়ে পরিবারকে অবরোধ করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযোগ পেয়ে বাশের বেড়া অপসারণ করেছেন। ১০ অক্টোবর রোববার বিকালে এ ঘটনা ঘটে উপজেলার নওগঁা ইউনিয়নের কালুপাড়া গ্রামে।

    অভিযোগ সুত্রে ও মেয়ের বাবা জানান, গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে মারধর করে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর বখাটে ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০)। পরে তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি অভিযোগ করা হয়। এ ঘটনায় তারা ক্ষীপ্ত হয়ে শনিবার বাঁশের বেড়া দিয়ে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের হতে বাধা দেয় অভিযুক্তরা।

    তাড়াশ থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, রবিবার বিকালের দিকে বাঁশের বেড়া কেটে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বাধামুক্ত করে দেওয়া হয়েছে।

    তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ গত ৪ অক্টোবর স্থানীয় দৈনিক যুগের কথা পত্রিকায় একটি ‘ভুয়া ‘বেলকুচি ফসলি জমি দখল করে পানি প্লান্ট নির্মান, শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
    প্রকৃত ঘটনা হচ্ছে, সরকারি জায়গায় সরকারের দেওয়া প্রোজেক্ট সরকারের টাকায় ওয়াটার প্লান্টের কাজ করা হচ্ছে, ১৯৮৩ সালে সরকার এই জায়গা গুলো একয়ার করে নিয়েছে। আর ১৬ বছর হলো পৌরসভার আওতায় রয়েছে।

    বাংলাদেশ সরকার এই জায়গাগুলো পেরিফেরি করার ফলে সেগুলোর খাজনা খারিজ সহ সবই বন্ধ করে দেওয়া হয়েছে আরও অনেক আগেই।
    তাছাড়া বর্তমানে যে কাজটা শুরু করা হয়েছে সেটা আজ থেকে ৪ বছর পূর্বে অনুমোদন ও জায়গা সিলেক্ট করেছে, এই কাজ শুরু করেছিল সাবেক মেয়র আর বর্তমানে আমি সেটা বাস্তবায়িত করছি। সেই জায়গা নিজের জায়গা দাবী করে অনেকে মানববন্ধন করছে প্রকৃত জায়গার মালিক তারা একজনও না।

    গত ৩০ জুন ওয়াটার প্লান্টের কাজটা শুরু করেছি এবং কাজের শুভ উদ্ভোধনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল মহোদয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ওয়াটার প্লান্টের কাজ শুরু হয়। কিছু সার্থ লোভী মানুষ বেলকুচি পৌরসভা উন্নয়নের কাজে বাধা সৃষ্টির পায়তারা করছে। উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • ছাতকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

    ছাতকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

    ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী শিক্ষক কবির আহমদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সর্বদলীয় প্রাথমিক শিক্ষক ঐক্য ফোরামের ছাতকের উদ্যোগে রবিবার ৩ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক আশিকুর রহমান, মোনায়েম খাঁন, মাওলানা ফিরোজ আহমদ,গোবিন্দ মোহন সরকার, জয়নাল আবেদীন, হেলালুল ইসলাম, মাওলানা শামছুল ইসলাম, মোস্তাক আহমদ, মমিনুর রহমান, নিত্য রঞ্জন দাস, নুরুল ইসলাম, মানিক মিয়া, মুজিবুর রহমান, আবুল খয়ের মো. ইকবাল, আবু সাঈদ মাহমুদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা সালেহ আহমদ কবির, ভাসবী চৌধুরি লিলি, সুলতানা জাহান, জুলহাস উদ্দিন, হুশমত আলী, দুলন কুমার তরফদার, প্রনব দাস মিন্টু, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, মাওলানা আমিরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুহুল ইসলাম পলাশ, নিজাম উদ্দিন, আবু সালেহ নোমান, রেজ্জাদ আহমদ, এএসএম ইমলাম উদ্দিন, মুহাম্মদ রুহুল আমিন প্রমূখ।

     

    শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে প্রথমেই বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা, সহকারী শিক্ষা কর্মকর্তা শুভাষ চক্রবর্তী।

    এ সময় বক্তারা বলেন,কবির আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও মূল আসামীরা এখনও পুলিশের ধরা-ছোয়ার বাহিরে রয়েছে। এদিকে, গত ৩০ সেপ্টেম্বর ক্ষেতের জমি থেকে ঘাস কাটার জের ধরে প্রতিপক্ষের লোকজন জাউয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলীর উপর হামলা চালিয়ে তাকে আহত করে। পৃথক দুটি ঘটনা তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

    উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই জনের ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন শিক্ষক কবির আহমদ। তিনি সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত শিক্ষক কবির আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

    মানববন্ধ শেষে শিক্ষক নেতারা হমালাকারীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

  • রাস্তা দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন।

    রাস্তা দখল করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন।

    জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    গ্রামবাসীর এক মাত্র চলাচল ও শতশত বিঘা জমির ফসল আনানেওয়ার রাস্তা দখল করে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামবাসীর আয়োজনে নন্দলালপুর দক্ষিণপাড়া চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে গ্রাম প্রধান মোঃ রিয়াজুল ইসলাম পাশার সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম,মোহাম্মদ আলী প্রমুখ।

    বক্তারা বলেন,যেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ হচ্ছে সেখানে ৫৪ শতাংশ খাস জমির সিংহভাগই অবৈধ দখলদারদের করায়াত্বে থাকলেও মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে গ্রামবাসীর চলাচল ও কৃষিপণ্য পরিবহনের রাস্তা দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে।

    শাহজাদপুর সহকারী কমিশনার ( ভূমি ) লিয়াকত সালমান সরেজমিন জনগণের চলাচলের জন্য ৩৩ ফুট প্রশস্ত রাস্তা মাপজরিপ করে দিয়ে আসলেও তা উপেক্ষা করে পোরজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু এবং পিআইও আবুল কালাম আজাদ অবৈধ দখলদারদের বাঁচাতেই জনগুরুত্বপূর্ণ এ রাস্তা দখল করে ঘর নির্মাণ অব্যাহত রেখেছেন ।

    এ রাস্তা রক্ষায় গ্রামবাসীর পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর আশায়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও প্রতিকার মিলছে না।

    উৎকোচের বিনিময়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাবু সাংবাদিকদের জানান, ‘সব নিয়ম মেনেই সরকারি ঘর নির্মাণ করা হচ্ছে। উৎকোচের অভিযোগ
    ভিত্তিহীন।
    এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত আছেন বলেই ফোন কেটে দেন।’

    অপরদিকে,চলাচল ও কৃষিপণ্য পরিবহনের জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দখল বন্ধপূর্বক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সেখানে আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

  • কলমগঞ্জের শ্রীগোবিন্দপুর শ্রমিকের ঘর ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ।

    কলমগঞ্জের শ্রীগোবিন্দপুর শ্রমিকের ঘর ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নে ব্যাক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে শ্রী জনক ভর নামের এক চা শ্রমিকের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাগানের সাধারণ চা শ্রমিকরা।

    রোববার(২৬সেপ্টেম্বর)বেলা ১১ টায় কমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের গোবিনপুর লাইনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।প্রায় দুই ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু,চা বাগানের মনু-ধলই ভ্যালি সভাপতি ধনা বাউরী,সাধারন সম্পাদক নির্মল দাস পাইনকা,শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক,নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, চা শ্রমিক নেতা মোহন রবিদাস,চা শ্রমিক ছাত্র নেতা প্রদীপ পাল প্রমুখ।

    এ সময় বক্তারা আলোচনার মাধ্যমে অভিলম্ভে চা শ্রমিকের ঘর ভাঙ্গার সুষ্ঠ সমাধান করে দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিক শ্রীজনম ভর এর ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।মানববন্ধনে চা বাগানের সকল নারী-পুরুষ চা শ্রমিকরা অংশ গ্রহন করেন।

    এর আগে গত শনিবার সকাল ১০ টার দিকে শ্রীগোবিন্দপুর চা বাগানের চা শ্রমিক শ্রী জনক ভর এর নবনির্মিত পাকা ঘর ভেঙ্গে দেয় বাগান কর্তৃপক্ষ। এ সময় ভেঙ্গে ফেলা ঘরের টিন,কাঠসহ মালামাল বাগান কর্তৃপক্ষ নিয়ে যায়।

    চা শ্রমিক শ্রী জনক ভর বলেন,তিনি বাগান ব্যবস্থাপক প্রশান্ত সরকারের মৌখিক অনুমতি নিয়ে চা শ্রমিক বিনাচল কাহারের জায়গায় একটি পাকা ঘর তৈরী করেন। কিন্তু শনিবার পূর্ব কোনো নোটিশ ছাড়াই বাগান ম্যানেজার বাগানের চৌকিদার নিয়ে তার নির্মানাধীন ঘর ভেঙ্গে দেয়।

    এ ঘটনায় সাধারণ চা শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। এতে ফুঁসে উঠা সাধারণ চা শ্রমিকরা। এর প্রতিবাদে রোববার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।