Tag: প্রতিবাদ
-
সুইডেন দূতাবাসে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রামপালে সমাবেশ।
রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃবাগেরহাটের রামপালে সুইডেনের দূতাবাসে মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।২৭ জানুয়ারী ২০২৩ শুক্রবার বাদ জুম্মা ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন তারূন্যের আলো’র উদ্যেগে উপজেলার চাকশ্রী বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।তারূন্যের আলোর সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারূন্যের আলোর সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান,তারূন্যের আলোর যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাহাদি বিল্লাহ, সৈয়দ রাজু আহমেদ,হাফেজ তালিমুল ইসলাম,হাফেজ জিল্লুর রহমান,হাফেজ হাসান,মল্লিক আঃ হাই,মল্লিক জামান সহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা অতিদ্রুত সুইডেনের দূতাবাসকে তলব পূর্বক রাসমুস পালুদানের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহবান জানান। -
সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন।
সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন।
নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি সমিতি ও গ্রামবাসির অংশগ্রহণে ডাহিয়া বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য খয়ের উদ্দিন, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন, বর্তমান ইউপি সদস্য রুবেল হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম প্রমুখ।
বক্তারা ছাত্রলীগ নেতা বকুল হোসেনের কোশিয়ার বাতিল করে প্রকৃত মৎস্যজীবি পরিবারদের দেয়ার জন্য আহবান জানান।
স্থানীয়রা জানান, বিগত দিনে ১ লক্ষ ৩০ হাজার টাকা সরকারী রাজস্ব দিয়ে পুকুরটি ইজারা দেয়া হয়েছিলো। এবার নিয়মনীতি লংঘন করে ডাহিয়া মৌজার পুকুর ঝিনাভাতুরিয়া গ্রামের নওসেরে পুত্র বকুল হোসেন কে দেয়া হয়েছে। যে দাগ ব্যবহার করা হয়েছে। সে দাগ খাস খতিয়ানভুক্ত।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, স্থানীয় এক মৎস্যজীবি পরিবারের আবেদনের প্রক্ষিতে কোশিয়ার করে দেয়া হয়। যদি প্রকৃত মৎস্যজীবি পরিবার বাদ পড়ে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।
-
ভারতে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ।
ভারতে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপীর মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও নবীর সহধর্মিণী মা আয়শা (রাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যেরপ্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।মুসলিম সমাজের বিভিন্ন সংগঠনের ব্যানারেহাজার হাজার স্থানীয় মুসল্লি এ কর্মসূচি পালন করে। এতে প্রায় ঘন্টাব্যাপী শহরের সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকে।সোমবার (১৩ জুন) বিকাল ৩ টার সময় প্রথমে শেখ রাসেল মিনি স্টোডিয়াম হ্যালিপ্যাড মাঠ থেকে মিছিল সহকারে চতুর্দিক থেকে পৌর শহরের অভিমুখে জমায়েত হতে শুরু করে। সকলে একত্রিত হয়ে রাণীশংকৈল,বালিয়াডাঙ্গী, হরিপুর সম্মিলিত উলামা পরিষদের আহবানে শহরের একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা।প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মোড়ে মানববন্ধনে অংশ নিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় মুসুল্লিরা বক্তব্য রাখেন। এতে মসজিদের ইমাম ও সম্মিলিত উলামা পরিষদের ওলামাসহ হাজার হাজার মুসুল্লিগণ অংশগ্রহন করেন। এসময় তারা ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ধিক্কার জানান। নুপুর শর্মা’র বিচারের দাবী জানান তারা।মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাদের প্রিয় নবীকে অপমান এর জন্য, তিনি যেন রাষ্ট্রীয়ভাবে এর তীব্র নিন্দা জানান। যখন গোটা বিশ্ব নবীর অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে । তখন আমাদের উচিত প্রতিবাদ জানানো। সেই সাথে নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালালের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।এ সময় মানববন্ধনে বক্তারা আরো বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপী সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করেছে । তাদের এমন কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ভারতের মত একটি সভ্য রাষ্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে। যা কোনভাবেই মেনে নেয়া সম্ভব নয়। আজ শুধু বাংলাদেশ নয় গোটাবিশ্বে তাদের প্রতি ঘৃণার জন্ম নিয়েছে। এখন পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত প্রদক্ষেপ গ্রহন করেনি।অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানান তারা।এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিবাদ না করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় । মহানবীকে নিয়ে অবমাননাকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরও কঠোরতম কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন মুসলিম সংগঠনের নেতারা।এসভায় তিন দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় ।দাবীগুলো হলে, রাসুলে করিম (সঃ) ও মা আয়শা (রাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রাস্ট্রীয়ভাবে তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা, ভারতীয় রাস্ট্রদুতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো, রাস্টীয়ভাবে ভারতীয় পন্য বর্জন করার ঘোষনা দেয়া হয় ও এ দুই কুলাঙ্গার অপরাধীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদসরুপ ভারত সরকারকে চাপ প্রয়োগ করর আহবান জানানো হয়।পরে মুসল্লিরা মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করেন।প্রসঙ্গত; সম্প্রতি ভারতের একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে এই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দালাল। যা মুসলিম সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে। ইতিমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে। -
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বাগেরহাটের রামপালে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে সম্প্রতি পাশ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও গণমাধ্যম এজেন্ট নবীন কুমার জিন্দাল কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার বিকাল ৫.০০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর উদ্যোগে উপজেলার চাকশ্রী বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বাইনতলা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আনুমানিক দেড় হাজার ধর্মপ্রান মুসলমান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে।স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মল্লিক আঃ হাই, চাকশ্রী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ জিল্লুর রহমান, তারুণ্যের আলোর সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান।প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে কটূক্তি কারী নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার জন্য ভারত সরকারের কাছে আহবান জানান। -
মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন সানন্দবাড়ী ও আশেপাশের আলেম উলামা, নেতৃবৃন্দ এবং এলার ধর্মপ্রাণ মুসলমানগন।
শুক্রবার (১০ জুন) বাদ আসর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সানন্দবাড়ী বাজার জামে মসজিদ এর হতে মিছিল টি বের হয়ে সানন্দবাড়ী বাজারের অলিগলি প্রদক্ষিণ শেষে মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন হাজার হাজার জনতা। তাদের মুখে অগ্নি কন্ঠে প্রতিবাদ জানান। শ্লোগান তোলেন “বিশ্ব নবী অপমান সইবেনা আর মুসলমান”, “নুপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে”,সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়ই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।উৎসুক জনতা ভারতের নুপুর শর্মার ফাঁসি চান।
-
মহানবী(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ।
মহানবী(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ।
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের ন্যায় ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল।
এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বাংলাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ।
এ নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে মহানবী (সাঃ) এর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এরই ধারাবাহিকতায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার (১০ই জুন) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারী ডিমলা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে সর্বস্তরের তৌহিদী জনতা।
জুম্মার নামাজের পর ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ভারতীয় পন্য বর্জন করুন নবীর সম্মান রক্ষা করুন ইত্যাদি স্লোগান দেন সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা। সমাবেশে আগত বক্তারা বলেন, রাসুলকে (সাঃ) কে নিয়ে মিথ্যাচার করেছেন বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে মুসলমানরা আজ জেগে উঠেছে সারা দুনিয়ায়। বক্তারা আরো বলেন, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে মেনে নেওয়া হবে না।
সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারও এর প্রতিবাদ জানাবে। সমাবেশে ডিমলা সদর ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
-
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০’জুন বিকাল ৩টা ৩০মিনিটে মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের গেইট সামনে থেকে বর হয় ঢাকা সিলেট মহাসড়কের প্রদক্ষিণ করে সোনাই নদীর ব্রিজ হইতে উপজেলা পরিষদ গেইট গিয়ে শেষ হয়।
উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওয়াজেদ আলী পরিচালনায় বিক্ষোভ ও সমাবেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের তথ্য ও যোগাযোগ সম্পাদক হাফেজ মোবারক মোল্লা, মাওলানা এহতেশামুল হক, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা ক্কারী নুর উদ্দিন, মাওলানা ইসমাইল,সহ প্রমূখ।
এছাড়া সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান।এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনসহ ভারতীয় পণ্য বর্জন করবে এ দেশের জনগণ।
-
ভারতের বিজেপি নেতা কর্তৃক রাসূল(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ।
ভারতের বিজেপি নেতা কর্তৃক রাসূল(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের ন্যায় নাগরপুরেও বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন ) বাদ জুম’আ নাগরপুর উপজেলা সর্বস্তরের উলামায়ে কেরামদের সার্বিক ব্যবস্হাপনায় সর্বস্তরের তৌহিদী জনতা এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেইট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেইটে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা মো.রফিকুল ইসলাম( দা.বা)
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাও: রফিকুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: মো. রফিকুল ইসলাম আমিনি, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় বক্তরা বলেন- বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।
নেতৃবৃন্দগণ আরও বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। অন্যথায় এর প্রতিবাদ অনেকগুন বাড়বে।
উল্লেখ্য, বিজেপি’র জাতীয় মুখপাত্র নুপুর শর্মা গত সপ্তাহে এক টিভি বিতর্কে মহানবী সা. ও হযরত আয়েশা রা. সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিবাদের মুখে নুপুরের সহকর্মী জিন্দাল টুইটারে মহানবী সা. সম্পর্কে আরো কিছু কটূক্তি করেন। ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে নাগরপুর সরকারি কলেজ মসজিদ এর ইমাম ও খতিব মুফতি সাদিক( দা.বা),দুযাজানী কলেজ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাদী (দা.বা),অধ্যাপক আলহাজ্ব এম.এ.সালাম,অধ্যাপক মোহাম্মদ শামীম আল মামুন সেলিম,অধ্যাপক আলী আকতার,শিক্ষক মো.শওকত আল, মাওলানা মঈন উদ্দিন, হাফেজ লতিফ,মাওলানা ছামিনুর ইসলাম,হোমিওপ্যাথিক চিকিৎসক ডা.ওয়াহাব,বণিক নেতা স্বাধীন,সাবেক ছাত্রনেতা মো.গোলাম মোস্তফা গোলাম ও বিপুল সংখ্যক মিডিয়াকর্মীসহ নাগরপুরের সর্বস্তরের তৌহিদী ধর্মপ্রাণ মুসলিম সমাজ উপস্থিত ছিলেন।
-
লক্ষ্মীপুরে ভূমি কর্মকর্তার দূর্নীতির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন।
লক্ষ্মীপুরে ভূমি কর্মকর্তার দূর্নীতির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন।
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪নং মান্দারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (৯ই জুন) ১১.৩০ঘটিকায় মান্দারী ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এইসময় মান্দারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেনের বিভিন্ন অনিয়ম দূর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, মান্দারী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মাসুদ আলমসহ, ভুক্তভোগী আবুল হাসেম, আবুল বাশার, নুর হোসন, মোস্তফা, আবুল কাসেম ও আবদুল মান্নান প্রমূখ।
ভুক্তভোগীরা বলেন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন মান্দারী ভূমি অফিসে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম দূর্নীতি করে আসছে। খাজনা দাখিলায় অতিরিক্ত টাকা আদায়, মোটা অংকের টাকা চুক্তি করে নামজারী করে দেওয়া। যে সব সেবাগ্রহীতাগণ অনলাইনে নামজারী আবেদন করে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অফিসে জমা দেয় সে সব ফাইল প্রতিবেদনের জন্য তার কাছে আসলে তিনি মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিলে সঠিকভাবে প্রতিবেদন দেয়না। টাকার বিনিময়ে আদালতে মিথ্যা প্রতিবেদন দেয়।
সম্প্রতি মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের মোঃ নুরনবী এলাকার মানুষ চলাচলের দীর্ঘদিনের একটি রাস্তাকে বন্ধ করে দিতে চাইলে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমাণ্য ব্যাক্তিগণ সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করেন। এতে দুই পক্ষ বিচারমেনে সালিশ নামায় স্বক্ষর করেন। কিন্তু কিছুদিন পর আবার নুরনবী বাদী হয়ে আদালতে রাস্তার উপর ১৪৪ধারায় মামলা দায়ের করেন।
উক্ত রাস্তায় স্থানীয় প্রায় ১০টি পরিবারের জমি রয়েছে। কিন্তু মান্দারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন নুরনবীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে একক নুরনবীর জমি বলে আদালতে প্রতিবেদন জমা দেন। মিথ্যা প্রতিবেদনটি আদালতে জমা দিলে তার এসব অনিয়মের চিত্র স্থানীয় লোকজনের নজরে আসে। তার এসব অনিয়ম দূর্নীতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক লোক অংশ গ্রহণ করেন।
এই বিষয়ে মান্দারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন সাংবাদিকদের বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয় টি সঠিক না। দুয়েকজনের নামজারি করে দিলে তাদের কাছ থেকে প্রারিশ্রমিক হিসেব কিছু টাকা নেই। আমি ভূল প্রতিবেদন দিলে তারা নারাজি দিবে। এতে মানববন্ধন করার কি আছে।
-
ছাতকে হযরত মোহাম্মদ (সঃ)এর কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
ছাতকে হযরত মোহাম্মদ (সঃ)এর কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
সুনামগঞ্জের ছাতকে ভারত কতৃক হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮/জুন/ বুধবার জোহরের নামাজের পর শহরের ট্রাফিক পয়েন্টে বিভিন্ন মসজিদের মুসল্লী গন জড়ো হলে তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শহরের চাঁদনী ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান। এসময় মিছিলে উপস্থিত ছিলেন ব্যসায়ী আশরাফুল হক খেলন,আলী আকবর, শ্রমিক নেতা মানিক মিয়া,কবি জানে আলম, ব্যবসায়ী মশাহিদ মিয়া,খালেদ মিয়া,মোহাম্মদ আলী, আবুবকর সিদ্দিক, হানিফ আলী, হাসান আহমদ, জয়নাল আবেদীন, শফিক মিয়া, সজিব মিয়া,ছাদিকুর রহমান প্রমূখ।
বিক্ষোভ মিছিল শেষে দোয়া পরিচালনা করেন চাঁদনী ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান।বিক্ষোভ মিছিল শেষে হুসিয়ারী উচ্চারন করে নেতৃবৃন্দ বলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কতৃক প্রকাশ্য ক্ষমা চাওয়া না হলে তৌহিদি জনতাকে সাথে নিয়ে আগামী শুক্রবার বাদ জুম্মা আবারও একই যায়গায় বিক্ষোভ মিছিল সহ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।