Tag: পুরস্কার

  • কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মাইনুল ইসলাম পারভেজ। ৬ বছরের অধিক সময় ধরে ফল চাষের সাথে জড়িত তিনি।
    ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার বু্ড়ি ব্যারেজ সংলগ্ন দুই একর জমি লীজ নিয়ে শুরু করেন পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ। ফল চাষে সফলতার পাশাপাশি এটিএন নিউজ থেকে জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হোন তিনি৷
    লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করতে পারবেন উদ্যোক্তা পারভেজ৷ তবে কোন ধরনের কারণ ছাড়াই গত ৩০ জানুয়ারি বাগানের সব ফল গাছ কেটে ফেলেছেন জমির মালিক আখতারুজ্জামান। এ ঘটনায় ৬২ লাখ ৮০ হাজার টাকার গাছ ও ফলের ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন উদ্যোক্তা পারভেজ৷
    উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ বলেন, গত ৩০ জানুয়ারি গভীর রাতে আমার লিজ নেওয়া ফল বাগানে জমির মালিকের নেতৃত্বে হামলা চালিয়ে ২৭০টি আপেল কুল, ২০০টি মাল্টা, ১০০টি কমলা ও ১,৮০০টি পেয়ারা গাছ কেটে ফেলে। এমন কাজের মাধমে আমাকে সর্বশান্ত করে ফেলা হয়েছে। আমার আর উঠে দাড়ানোর কোন শক্তি রইলো না। পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হলে ১ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন চুক্তি সম্পাদন করি। আবার ফল বাগানের পরিচর্যা শুরু করি।  গত বছরের ১৬ ফেব্রুয়ারী জমির লীজ মূল্য হিসেবে ৯৪ হাজার টাকা জমির মালিককে দেই। সেই সাথে চুক্তি অনুযায়ী ২০২৫ সালে ৯৪ হাজার ও ২০২৬ সালে ৯৪ হাজার টাকা দিতে হবে। কোন কারন না জানিয়ে বাগানে ফলনে ঈর্ষান্বিত হয়ে বাগানের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন তিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি জমির মালিক আখতারুজ্জামান।
  • সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুষ্কা বিতরণ।

    সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুষ্কা বিতরণ।

    দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা, সাংস্কৃ‌তিক ও পুরস্কার বিতরণ করা  হয়েছে।
     শনিবার (৯ মার্চ) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই বা‌র্ষিক ক্রিড়া ও সাংস্কৃ‌তিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
    সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক সামছুল আলম তারেক এর সঞ্চালনায়, সানন্দবাড়ী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।পৃষ্ঠপোষকতায় সানন্দবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দীন।
    বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া  ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দোজাহান আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মান্নান কবিরাজ, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মোস্তফা, সাবেক সদস্য খলিলুর রহমান, সাবেক সদস্য নজরুল ইসলাম আকন্দ, সাবেক সদস্য আবুল হাশেম  শিকদার, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুস সালাম সিকদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ।
    অতিথিবৃন্দের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারেনা। উন্নত দেশগুলো শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের দেশের বর্তমান সরকারের সহযোগিতায় শিক্ষাব্যবস্থা অনেক এগিয়ে যাচ্ছে। সমাজে আলোকিত মানুষ তৈরিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। এছাড়াও বক্তারা ২৬ শে মার্চ এর গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
    দেশের মেয়েরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। সেজন্য শুধু লেখাপড়া নয় ছাত্র-ছাত্রীদের নিয়মিত সকল খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দ। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাতে সক্ষম হবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ্য সংস্কৃতি চর্চা করতে হবে। সুস্থ্য থাকার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। পরিশেষে বাল্যবিবাহ থেকে সকল শিক্ষার্থীদের দূরে থাকার আহবান জানান।
    সানন্দবাড়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী গণ ডিসপ্লে প্রদর্শন করে এবং খেলাধুলা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় যোগদানের মাধ্যমে নানা রকম নৃত্য, গান,আবৃত্তি, সহ বিভিন্ন আয়োজনে মেতে উঠেন শিক্ষার্থীরা।
    আলোচনা শেষে দিন ব্যাপী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
    প্রতিষ্ঠা‌নের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অ‌ভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।
  • এস এম আহসান স্মৃতি পুরস্কার” পেলেন ওসি আশরাফুল আলম।

    এস এম আহসান স্মৃতি পুরস্কার” পেলেন ওসি আশরাফুল আলম।

    মল্লিক জামান, রামপাল প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির “এস এম আহসান” স্মৃতি পুরস্কার-২০২৩ পেলেন বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।
    শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভায় এ পুরস্কার দেওয়া হয়।
    “এস এম আহসান” স্মৃতি পুরস্কার বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন’র হাত  থেকে পুরস্কার গ্রহণ করছেন ওসি আশরাফুল আলম।
    এক প্রতিক্রিয়ায় ওসি এস. এম. আশরাফুল আলম বলেন, পুরস্কার পরিশ্রম করার উৎসাহ আরো বাড়িয়ে দেয়।  রামপাল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর সাধারণ মানুষের খুব কাছে গিয়ে তাদের সেবা দিতে চেষ্টা করেছি। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া, মাদক প্রতিরোধ ও বাল্য বিয়ে প্রতিহত করার জন্য যে কাজগুলো করেছিলাম- তার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার।
    তিনি আরও বলেন, আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিটি মানুষ আমাকে খুব কাছ থেকে পাবে এবং তাদের সমস্যার কথা গুলি বলতে পারবে। তিনি দৃঢ়ভাবে বলেন বাগেরহাটের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিজ কর্মস্থলে সম্পূর্ণ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
    উল্লেখ্য  ওসি আশরাফুল আলম গত (৩ মে) রামপালে যোগদানের পর থেকে তার  দায়িত্ববোধ ও আচরণে সাধারণ মানুষ মুগ্ধ। তার সেবা ও ব্যবহার সকলের হৃদয় জয় করেছে। সৎ, দক্ষ, মানবিক ও কোমল স্বভাবের এই পুলিশ কর্মকর্তা সন্ত্রাস- জঙ্গিবাদ, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনে কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি মানবতার সেবক।
    রামপাল  থানায়  যোগদানের পরপরই অপরাধ দমনের কাজে সহযোগিতার লক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ সব বাজারে বাজার কমিটির সাথে মতবিনিময় করেন এবং  বাজার সিসি ক্যামেরার আওতায় আনেন।
    রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে অপরাধ দমন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
    থানার  অফিসার ইনচার্জ হয়েও সব শ্রেণির মানুষকে আপন করে নেয়ার গুণ রয়েছে তার মধ্যে। তিনি সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোলা মনে। একজন সফল ওসি হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন  রামপাল থানার  সকল শ্রেণি ও পেশার  মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
  • মাধবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

    মাধবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
    হবিগঞ্জের মাধবপুরে ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০-নভেম্বর) দিনব্যাপী মাধবপুর  পৌরসভার ৩নং ওয়ার্ডের আল মনির ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
    প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাদ্রাসার ১শত ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে পাঁচটি গ্রুপে ৫০ জনকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থী আগামী ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পেয়েছে।
    অনুষ্ঠানে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহর সভাপতিত্বে,সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোবারক উল্লাহর সার্বিক ব্যবস্হাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার নেতা হাফেজ আঃ সাত্তার ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কারী নুরুল আমিন আজাদী, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম,হাফেজ কাউসার আহমেদ,সংগঠনটির উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলী, হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান,হাফেজ মুস্তাফিজুর রহমান,হাফেজ মেরাজুল ইসলাম,হাফেজ উমর ফারুক, হাফেজ সাইফুল ইসলাম প্রমূখ।
  • রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। (১৯ ফেব্রæয়ারী ২০২৩) রবিবার দুপুর ৩.০০ টায় চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সভাপতি ও বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার (এম.পি)।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহম্মেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুন অর রশিদ, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক শেখ বেলাল উদ্দিন, শিক্ষক শেখ আঃ মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এর পূর্বে মাননীয় উপমন্ত্রী মহোদয় সকাল ৯.০০ টায় উপজেলার আমতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বাইনতলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

  • উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

    উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার ব্যতিক্রমধর্মী নারী শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদরাসার খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আহসান আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম প্রমুখ।
    অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মো. ছোরমান আলী। অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনা করেন প্রতিষ্ঠনের শারীরিক শিক্ষক রাজু আহমেদ সাহান। পরিচালনা সহযোগিতায় ছিলেন মাদরাসার শিক্ষক ও কর্মচারি বিন্দু।

    এ সময় মাদরাসার শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বালিশ খেলা, চেয়ার খেলা, ডিসপ্লে, চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ-উপমন্ত্রী হাবিবুন নাহার। 

    ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ-উপমন্ত্রী হাবিবুন নাহার। 

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে  ভূঁইয়ারকান্দর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ,  নবীন বরণ এবং এস, এস, সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
    ৪ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪.০০ টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল হোসেন।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,    ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান,  সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলী ভুট্টো, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ।
    ৪ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
    একই সাথে উক্ত বিদ্যালয় থেকে যারা এস, এস, সি পরিক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল তাদেরকে ও সংবর্ধনা দেওয়া হয়।
    উপজেলার ভূঁইয়ারকান্দর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যেগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  • সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

    সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

    সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।


    সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে ।

    বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মোজাককার হোসেন চৌধুরী।

    শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ আহবায়ক রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান এইচ, এম ইদ্রিস আলী।
    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, জাতীয় সংসদ সদস্য ৬৩ সিরাজগঞ্জ -২ অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষা বান্ধব সরকার এ সরকার শিক্ষা প্রসারে ও উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। মেয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি প্রদান এবং উপবৃত্তি দ্বিগুণ করার জন্য ও আরো সুযোগ -সুবিধা বাড়াতে এ সরকার কাজ করে যাচ্ছেন । মেয়েরা সু- শিক্ষিত হলে দেশও জাতি আরো এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার ১ প্যানেল মেয়র মোঃ নূরুল হক, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, প্রমূখ।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, মোছাঃ রেহানা পারভীন, প্রভাষক শেখ মোর্তুজা আল কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন, রাষ্ট্র বিগান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শামীম আরা, উম্মে মাকসুদা গণিত বিভাগের সহযোগী সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গাজী সালাউদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বেগ সোহেল মাহমুদ, পর্দার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন সেখ সহ প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারি ও কলেজের সকল শিক্ষার্থীরা।

    উক্ত বার্ষিক ক্রীড়া ২৩ ইভেন্টে খেলাধূলা ও সাহিত্য -সংস্কৃতির ২০ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • ডিমলায় গণশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। 

    ডিমলায় গণশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। 

    ডিমলায় গণশিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

    নীলফামারীর ডিমলায় ২০২১ শিক্ষাবর্ষে মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    ২২মার্চ (মঙ্গলবার) সকালে  ডিমলা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
    এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
    আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার রাকিবুল ইসলাম৷  এসময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকার মোঃ মোকছেদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম প্রমুখ৷
    আলোচনা সভা শেষে মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের ৩ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৬ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হয়।
  • ওসমানীনগরে ক্রিকেট খেলায় পুরস্কার সয়াবিন তেল!

    ওসমানীনগরে ক্রিকেট খেলায় পুরস্কার সয়াবিন তেল!

    ওসমানীনগরে ক্রিকেট খেলায় পুরস্কার সয়াবিন তেল!


    ক্রিকেট খেলার পুরস্কার হিসাবে ট্রফি বা ক্রেস্টের বদলে স্থান পেয়েছে সয়াবিন তেল। সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ক্রিকেট খেলায় বিজয়ীদের মধ্যে এই অবনিব ও ব্যতিক্রমী পুরস্কার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচের বেতিক্রমী এই পুরস্কার বিতরণ করা হয়। খেলায় ১ম ও ২য় পুরুস্কারসহ কয়েকেটি ক্যাটাগরীতে সকল পুরস্কারই রাখা হয় সয়াবিন তেল।

    আব্দুল্লাহপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনেল ম্যাচে লিজেন্ড অফ বাংলা বাজার এবং জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর নামের দুটি দল অংশগ্রহন করে। দুপুর তিনটার দিকে শুরু হওয়া ক্রিকেট ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেচেঁ নেয় জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর এবং ব্যাটিংয়ে নামে লিজেন্ড অফ বাংলা বাজার। মোট ১৪ ওভারের খেলায় ১৩ ওভার ৫ বল খেলে ১০ উইকেটে ৭৯ রান সংগ্রহ করে লিজেন্ড অফ বাংলা বাজার দল। ৮০ রানের টার্গেটের বিপরীতে মাঠে নামে জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর। ১১ ওভার ৩ বল খেলে ৪ উইকেটে হাতে রেখেই ৮০ রান করে বিজয় অর্জন করে জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর।

    অতিথিগণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন আহমদ। খেলা শেষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালী প্রবাসী মুক্তার আহমদ, দিলোয়ার রহমান, দুবাই প্রবাসী জুবেল মিয়া, সাদিপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য খালিছ মিয়া।

    খেলা শেষে জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর দলের সর্বোচ্চ রান সংগ্রহ করায় কয়েছে আহমদকে আধা লিটার সয়াবিন তেল, সর্বোচ্চ উইকেট নেয়ায় এমদাদ হেসেনকে আধা লিটার সয়াবিন তেল ও শামক হোসেনকে আদা লিটার সয়াবিন তেল পুরষ্কার হিসাবে হাতে তুলে দেন অতিথিরা।

    বিজয়ী দল জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর দলের ১১জন খেলোয়ারকে জন প্রতি ১ লিটার করে সয়াবিন তেল এবং পরাজয়ী দল লিজেন্ড অফ বাংলা বাজার দলের ১১ সদস্যকে আধা লিটার করে সাড়ে ৫ লিটার সয়াবিন তেল পুরষ্কার হিসোবে তাদের হাতে তুলে দেন অতিথিরা। এছাড়া খেলা সুষ্ট ভাবে পরিচালনা করার জন্য আম্পেয়ার হাবিবুর রহমান সেতুল ও আবুল কাশেমকে আদা লিটার করে সয়াবিন তেল উপহার প্রদান করা হয়।

    এদিকে, সয়াবিন তেল পুরষ্কার রাখায় এই খেলাকে ঘিরে এলাকায় এক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়। অভিনব পুরষ্কার সয়াবিন তেল দেখতে স্থানীয়রা খেলার মাঠে ভির জমান।

    সয়াবিন তেল পুরস্কার রাখার প্রসঙ্গে খেলার আয়োজকরা জানান, অস্বাভাবিক ভাবে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ক্রিকেট খেলায় বেতিক্রমী পুরষ্কার হিসাবে ট্রফি বা ক্রেস্টের বদলে সয়াবিন তেল রাখা হয়েছে।