Tag: পীরগঞ্জ
-
পীরগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক।
(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক। এ সময় পালিয়ে যায় আরো ৪ জন।শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায় (৪৫), অন্তর রায় (১৭), অপু রানী (১৫), কবিতা রাণী রায় (৪০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭)।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ৯ জন নারী পুরুষ।এ সময় বিজিবি টহল দল ওই ৫ জনকে আটক করে। পালিয়ে যায় ৪ জন। পলাতকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জঙ্গলীপীর গ্রামের কংকর চন্দ্রের ছেলে সমারু (৩৫), হেকাম উদ্দিনের ছেলে আব্দুর সোবহান (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মধ্য ভবানীপুর গ্রামের মৃত বাহের উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৫৫), মৃত আব্দুল কাফির ছেলে জিয়াউর রহমান (৩০)।আটক হওয়া ৫ জন এবং পালিয়ে যাওয়া ৪ জনের নামে বিজিরি পক্ষ থেকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)ক/১১/২ ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। -
পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের পরিবার বলছে, নেশার টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম সেমন্ত রায় (২০)। তিনি মধ্যপাড়া এলাকার মুকুন্দ রায়ের ছেলে।উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, হেমন্ত রায় দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায় মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। তাঁর পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও স্বাভাবিক পথে ফেরাতে পারেননি। এর মধ্যে পরিবারের সদস্যদের কাছে নেশা করার টাকা চান তিনি। টাকা না পেয়ে গতকাল বুধবার রাতে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। -
পীরগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৪ জন গ্রেফতার।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দুই মানবপাচারকারীসহ চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোরে সীমান্তে ৩৩৩ -এর ৩ এস পিলার এলাকায় পশ্চিম ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পীরগঞ্জ থানায় গ্রেপ্তার দেখানো হয়।আটক হওয়া ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত (৩৬), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪১), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৪) এবং ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৪)।চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে তাদের আটক করা হয়। এদের মধ্যে ওবায়দুর রহমান ও আবায়দুর রহমান মানব পাচারকারী এবং আপর দুই জন সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। -
পীরগঞ্জে ৩’শ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঔষধ ব্যবসায়ী গ্রেপ্তার।
ঠাকুরগাঁও,প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩শ’ পিছ নিষিদ্ধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হামিদুল নামের এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা ভোমরাদহ ইউনিয়নের চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালান। এসময় হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাসী করে ৩’শ পিচ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক হামিদুল উপজেলার খামার সেনুয়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোহাগাড়া বাজারে ওষুধের দোকানের আড়ালে গোপনে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান পুলিশের উপপরিদর্শক রতন।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান, হামিদুল নামের একজনকে নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। -
পীরগঞ্জে শহীদ আঃ জব্বার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম,ইউএনওকে তদন্তের নির্দেশ।
ঠাকুরগাও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটি হাট শহীদ আঃ জব্বার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোদ ওই বিদ্যালয়ের দুইজন শিক্ষক ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে নিয়োগ বাণিজ্য এবং অনিয়মের কথা উল্লেখ করে নিয়োগ প্রদান রোধের আবেদন করেছেন।
অভিযোগ আমলে নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক পীরগঞ্জের ইউএনওকে তদন্তের নির্দেশনা দিয়েছেন। গতকাল রবিবার এ নির্দেশ হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ উদ্দীন।
এর আগে গত ২০ ফ্রেরুয়ারী নাকাটি হাট শহীদ আঃ জব্বার উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ তৈয়বুর রহমান ও হায়দার আলী যৌথ স্বাক্ষর করে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর বিদ্যালয়টিতে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক তৈয়বুর রহমান, হায়দার আলী, মুকুল চন্দ্র সহ আরও কয়েকজন আবেদন করেন। সভাপতি ও প্রধান শিক্ষক ৩৫ লাখ টাকা নিয়ে গোপনে মাসুমা রশিদ নামে এক জুনিয়র শিক্ষককে নিয়োগ প্রদান করেন। নিয়োগ প্রক্রিয়া গোপন করতে এই তিন শিক্ষককে দেওয়া হয়নি প্রবেশপত্র। জানানো হয় নি পরীক্ষা, কবে, কোথায় ও কিভাবে হয়েছে।
নাকাটি হাট শহীদ আঃ জব্বার উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক তৈয়বুর রহমান অভিযোগ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতি ৩৫ লাখ টাকা নিয়ে জুনিয়র একজন শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক পদে গোপনে নিয়োগ দিয়েছেন। নিয়োগ পাওয়া ওই শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা শিক্ষক প্রতিনিধি। বিদ্যালয় পরিচালনা পর্ষদে থাকা কাউকে নিয়োগের বিধান নেই। এছাড়াও ফারুক নামে আরেক শিক্ষকের নিকট ওই পদে নিয়োগের আশ্বাসে ১৭ লাখ টাকা নেওয়ার কথা বলেন তিনি।
আরেক শিক্ষক হায়দার আলী বলেন, প্রধান শিক্ষককে একাধিকবার নিয়োগ পক্রিয়ার বিষয়ে জিজ্ঞাসা করলেও তিনি নিয়োগ হয়নি বলে আমাদের জানিয়েছেন। অথচ এখন দেখতেছি নিয়োগ হয়ে গেছে। এই নিয়োগ আমরা মানিনা, গোপনে নিয়োগ বাণিজ্য বন্ধ করে পুনরায় নিয়োগ প্রদানের জন্য জেলা প্রশাসকের দারস্থ হয়েছি। নিয়োগে লেনদেন, অনিয়ম সংক্রান্ত সকল প্রমাণাদি আমরা ডিসি অফিসে জমা করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পক্রিয়া বৈধ দেখাতে গত ২২ ডিসেম্বর নেকমরদ আলিমুদ্দিন কলেজে নিয়োগ পরীক্ষা দেখানো হয়েছে। এখানে ৬ জন প্রার্থী অংশগ্রহণের কথা থাকলেও ১ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। ওই বিদ্যালয়ের আরও ৩ জন আবেদনকারী ছিল, এটি সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি দপ্তরটি।
তবে নিয়োগ পক্রিয়া স্বচ্ছ দেখাতে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে নিয়োগপত্র দিলেও পরের মাস জানুয়ারিতে স্বপদে যোগদান করে হাজিরা খাতায় স্বাক্ষর করার কথা সহকারী প্রধান শিক্ষক পদে সদ্য নিয়োগ পাওয়া মাসুমা রশিদের। হাজিরা খাতায় দেখা গেছে তিনি মার্চের ৩ তারিখ থেকে নিয়োগ পাওয়া পদে স্বাক্ষর করেছেন। জানুয়ারী এবং ফ্রেরুয়ারী মাসে তিনি নিয়োগপত্র পেলেও বিধি মোতাবেক যোগদান এবং হাজিরা খাতায় স্বাক্ষর না করলে তার নিয়োগপত্র বাতিল হওয়ার কথা বলে জানান পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অনিয়ম ও বানিজ্যের বিষয়ে জানতে চাইলে নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হয়েছে বলে দাবি করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ। তিনি বলেন, নিয়োগ পরীক্ষা পরবর্তী কার্যক্রম বিধি মোতাবেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগপত্র দিবেন এবং প্রার্থীকে যোগদান করাবেন। এরপরেও পরবর্তীতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে এমপিও পাঠানো বন্ধ করে দিবেন বলে আশ্বাস দেন তিনি।
নিয়োগ বানিজ্যের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান নাকাটি হাট শহীদ আঃ জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও সভাপতি আজহারুল ইসলাম। তারা বলেন, অভিযোগ যেহেতু করেছে। তদন্ত হউক।
এদিকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ উদ্দীন বলেন, নাকাটি হাট শহীদ আঃ জব্বার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। নির্দেশনা মোতাবেক শ্রীঘ্রই তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে। নিয়োগ বাণিজ্যের অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
-
পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া।
আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানান জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ।এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – আ.লীগ সমর্থীত নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম , উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ১ নং ভোমরাদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি ৩ বারের ইউপি চেয়ারম্যান হিটলার হক, ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম ।এছাড়া উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হিরা, উপজেলা জাসদের সাধারন সম্পাদক গীতি গমন চন্দ্র রায়।এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। -
হাফিজ উদ্দীন ৫ম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল-পীরগঞ্জ বাসীর গণসংবর্ধনা।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল ) আসনে জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দীন আহমদ ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেয়া হয়েছ। সোমবার দুপুরে পীরগঞ্জ উপজলা জাতীয় পার্টির আয়োজনে দলের অস্হায়ী কার্যালয়ে হাফিজউদ্দীনকেগন সংবর্ধনা দয়া হয়।পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার জাতীয় পার্টি এবং রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগর নেতারা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় নব-নির্বাচিত সংসদ সদস্যসহ রাণীশংকৈল উপজলা আ-লীগের সভাপতি শহিদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম ও জাতীয় পার্টির অন্যান্য নেতারা বক্তব্য রাখন।একইদিন সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা আ,লীগের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা আয়োজন করা হয়। এতে উপজপলা আ,লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি কসিরুল আলম ও শামিমুজ্জামান জুয়েল।সভায় আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহোযাগী সংগঠনের নেতারা নব নির্বাচিত সাংসদকে ফুলের মালা দিয় সংবর্ধনা জানান। -
ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন জয়ী।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১ হাজার ৯৪৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি পেয়েছেন ১লাখ ৬ হাজার ৭৬৮ ভোট।তার নিকটতম ১৪ দলীয় জোট সমর্থিত ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র পেয়েছন ৬৪ হাজার ৮২১ ভোট।এ ছাড়াও বিকল্প ধারা বাংলাদেশের খলিলুর রহমান (কুলা) পেয়েছেন ৬০৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল পাখি) পেয়েছেন ১ হাজার ৬৮৩ ভোট।ভোটগ্রহণ শেষে আজ রবিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো.মঞ্জুরুল হাসান ১২৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।ঠাকুরগাঁও ৩ আসনে ১২৮টি ভোট কেন্দ্রে। এ আসন টি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ।মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। এ আসনের ভোটে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। -
পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক-৩।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে।এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন দিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। -
পীরগঞ্জে সংবাদকর্মী মেরে ফেলার হুমকি,থানায় অভিযোগ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিয়েছে এক ভুমিদস্যুর সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার সেনগাঁও ও জাবরহাট ইউনিয়নের অন্তর্গত আগ্রা গরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ধরধরিয়া বিলের সরকারী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে- এমন খবর পেয়ে বুধবার বেলা ৩ টা দিকে সেখানে যান দৈনিক খবর পত্রের প্রতিনিধি মুনছুর আহম্মেদ, আবু তারেক বাঁধন ( দৈনিক আজকালের খবর) ও ফাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ)।
এরপর সেখানে অবৈধ ভাবে পুকুর খননের কাজে ব্যাবহৃত ভ্যাকু মেশিনের ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় এক ভুমি দস্যুর ভাড়াটে ইয়াকুক আলী ও আব্দুর রশিদ সহ অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জন ব্যাক্তি হাতে রাম দা, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল। ছবি তোলার এক পর্যায়ে ইয়াকুব আলী ঐ তিন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে রাম দা দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করে।
এ সময় অন্যান্যরাও তার সাথে তাল মিলাচ্ছিলেন। এমতাবস্থায় ঐ তিন সাংবাদিক সেখান থেকে ফিরে আসার সময় ইয়াকুব ও আব্দুর রশিদ তাদের পিছন থেকে ধাওয়া করে পথরোধ করে তাদের মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় ভবেশ চন্দ্র, খগেন্দ্র, নীল কুমার সহ আশে পাশের লোকজন এ গিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রকাশ করে যে, এর পর কোথাও সুযোগ মত সাংবাদিকদের পাইলে রাম দা দিয়ে কেটে টুকরা টুকরা করবে। এ ঘটনায় ঐ সংবাদকর্মীরা শংকিত।
এ ঘটনায় সাংবাদিক মুনছুর আহম্মেদ বাদি হয়ে বুধবার সন্ধায় ইয়াকুর আলী ও আব্দুর রশিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।