Tag: তাড়াশ

  • তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের ফাংশনিং মডিউল প্রশিক্ষণ।

    তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের ফাংশনিং মডিউল প্রশিক্ষণ।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে ফাংশনিং মডিউল(সি.এফ.এম) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গণ উন্নয়ণ কেন্দ্র’র বাস্তবায়নে ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের উদ্যোগে এবং লিওনার্ড চ্যাশিয়ার’র অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা গঠিত সংগঠনের সদস্যদের ফাংশনিং মডিউল (সি.এফ.এম) বিষয়ে সারাদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    এই প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আতাউর রহমান সরকার, ইনক্লুসিভ এডুকেশন অফিসার অরবিন্দু বর্মণ, কমিউনিটি ফ্যাসিলিটেটর তাসলিমা নাসরিন, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মোতাহার হোসেন,আব্বাস আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

  • তাড়াশে স্বামী নিখোঁজ শুনে স্ত্রীর মৃত্যু অত:পর স্বামীর লাশ উদ্ধার।

    তাড়াশে স্বামী নিখোঁজ শুনে স্ত্রীর মৃত্যু অত:পর স্বামীর লাশ উদ্ধার।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী মর্জিনা খাতুন (৪৮)’র মৃত্যুর পর স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে।

    গত ১৯ তারিখে স্বামী বাচ্চু শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার কথা শুনে শোক সামাল দিতে না পেরে স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী দাফন কাফনের পরের দিন স্বামীর লাশ উদ্ধার করে উপজেলার পৌরসভা এলাকার উলিপুর দীঘি থেকে।

    জানা যায়, জাহাঙ্গীরগাঁতী গ্রামের বাচ্চু শেখ ওই পুকুরে মাছ চাষের রক্ষনাবেক্ষনের জন্য মাসিক চুক্তিতে দায়িত্ব নেন। নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।

    প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর রাতে পুকুরে পাহারা দিতে যান ওই ব্যক্তি। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেনি। অনেক খোজাখুজি করেও তার কোন খোজ পাওয়া যায় নি। এদিকে স্বামীর কোন সন্ধান না পাওয়ায় স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদরোগে অসুস্থ হয়ে মারা যাওয়ার পরের দিন স্বামীর লাশের সন্ধ্যান পাওয়া যায়।

    এক দিকে মা হারানো বেদনায় আবার একইভাবে বাবার মৃত দেহ পাওয়ায় সন্তানদের হাহাজারিতে এলাকাবাসী চোখে পানি ধরে রাখতে পারছেন না।

    তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক জানিয়েছেন, নিখোজঁ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছিল। পুকুরে লাশ ভাসতে দেখে জনগন ফোন দিলে তাকে উদ্ধার করা হয়। পরে কারো  কোন অভিযোগ না থাকায় স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • তাড়াশে মাদক,বাল্য বিবাহ ও জঙ্গী নিমুর্লকরণে বিট পুলিশিং ।

    তাড়াশে মাদক,বাল্য বিবাহ ও জঙ্গী নিমুর্লকরণে বিট পুলিশিং ।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর রবিবার ১২টার দিকে তাড়াশ থানার আয়োজনে দে‌শিগ্রাম ইউ‌নিয়নের বীট পু‌লিশিং সভাপতি আবু জাফর সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়।

    মাদক,বাল্য বিবাহ ও জঙ্গী নিমুর্লকরণে বিট পুলিশিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক।

    ওই ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত থানার এস আই ও বীট পুলিশিং কর্মকর্তা আব্দ‌ুল মতিন’র পরিচালনায় ও এ এস আই মাহবুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি,ইউপি পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রাথর্ী আব্দুল কুদ্দুস সরকার, দে‌শিগ্রাম ইউনিয়ন আ’লীগের পদত্যাগকৃত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞানেদ্রনাথ বশাক ,ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান, ‌আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মা‌কেল, সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম ,উপ‌জেলা আ’লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খা‌লেক তালুকদারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এ অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সকল নেতৃবৃন্দ মাদক,বাল্য বিবাহ ও জঙ্গী নিমুর্লকরণে বিট পুলিশিং এর সকল সদস্যদের এবং এলাকার সচেতন মহলকে এ বিষয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

  • তাড়াশে মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।

    তাড়াশে মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।

    তাড়াশে মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র গেটে মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের রুমে নারিশ ফিডস লিমিটেড’র উদ্দ্যোগে  মৎস্য চাষে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

    মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী ও তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি’র সভাপতিত্বে  দিনব্যাপী  এ প্রশিক্ষণ করা হয়েছে। প্রশিক্ষণ পরিচালনা করেন নারিশ ফিডস লিমিটেড’র এরিয়া ম্যানেজার আলিমুল রাজিব,সিনিয়র কাস্টমার সার্ভিস অফিসার শাহ আজম খান, কাস্টমার সার্ভিস অফিসার মেহেদী হাসান। এতে উপজেলার মৎস্য চাষীগণ উপস্থিত থেকে এ প্রশিক্ষণ গ্রহন করেন।

  • তাড়াশে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

    তাড়াশে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

    তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ ,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সেরাত আলী,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সোহেল আলম খান , সমাজসেবা অফিসার এ, কে, এম মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, কৃষি অফিসার (অতিরিক্তি) আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা আ,ফ,ম নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান,  ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল রাজ্জাক,তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, সাংবাদিক আব্দুল বারি খন্দকার,আশরাফুল ইসলাম রনি,রফিকুল ইসলামসহ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তাগন।

    শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা আনিছুুর রহমান।

  • তাড়াশে বাংলাদেশ ডিজিটাল দিবস ২০২১ উদযাপন।

    তাড়াশে বাংলাদেশ ডিজিটাল দিবস ২০২১ উদযাপন।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ ডিজিটাল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।

    ১২ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় এ সকল কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে এক বিশাল র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে উপজেলা পরিষদ হলরুমে এ দিবস উপলক্ষে আলোচনা সভা  ও পুরুস্কার বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী  আব্দুস সামাদ খন্দকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মনোয়ার হোসেন,প্রাণি সম্পদ অফিসার ডাঃ সোহেল খান,মৎস্য অফিসার মশগুল আজাদ,সমাজসেবা অফিসার এ,কে,এম মনিরুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন,কৃষি অফিসার (অতিরিক্তি) আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা আ,ফ,ম নজরুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান,ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম,তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,তাহিরা হক প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেনসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

    বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আতিথিবৃন্দ।

  • তাড়াশের মাধবপুর জিকেএস স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাংসদকে সংবর্ধনা।

    তাড়াশের মাধবপুর জিকেএস স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাংসদকে সংবর্ধনা।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশের মাধবপুর জিকেএস স্কুলের শিক্ষক শিক্ষার্থীর ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজকে সংবর্ধনা দিয়েছেন। উপজেলার মাধবপুর জিকেএস জুনিয়র বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক মন্ডলী ও ছাত্রীবৃন্দ।

    ১০ ডিসেম্বর সন্ধ্যার আগে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ খন্দকার,সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,সগুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম চৌধুরী,সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,৮টি ইউনিয়ন ও পৌরভার আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক,অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিগণ।

    এই সংবর্ধনা অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জহুরুল ইসলাম সাজ সজ্জিত ভাবে এক বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেন। ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদয়ের নিকট বক্তারা জিকেএস জুনিয়র বালিকা বিদ্যালয়ের উন্নয়নসহ এলাকার উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরেন।

  • তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাই সাইকেল ও চেক বিতরণ।

    তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাই সাইকেল ও চেক বিতরণ।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরের ১ম কিস্তির বরাদ্দকৃত অর্থ দ্বারা সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল এবং শিক্ষা বৃত্তি প্রদানে চেক বিতরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরের ১ম কিস্তির বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার নৃ তাত্বিক পরিবারের ৩০জন উচ্চ মাধ্যমিক শিক্ষাথর্ীকে ৬ হাজার টাকা করে ও ৭জনকে বাই সাইকেল ,১৫জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ২ হাজার ৪শ টাকা করে ও ৩জনকে বাই সাইকেল বিতরণ করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মমিন সহ প্রমূখ।

  • তাড়াশে আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস পালন।

    তাড়াশে আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস পালন।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিনসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে উপজেলার ৫জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

  • তাড়াশে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন।

    তাড়াশে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন।

    তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন,প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” এই প্রতিপাদ্য নিয়ে  ৮ ডিসেম্বর বুধবার সকালে  উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা  প্রশাসন ও জিইউকে বাস্তবায়নাধীন ইনক্লুসিভ এডুকেশন (আইই) প্রকল্প এর যৌথ আয়োজনে উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল  ফেরদৌস এর সভাপতিত্বে  ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয়  প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা আ,ফ,ম নজরুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূুর মামুন, জিইউকে’র মনিটরিং ও ডকুমেন্টশন অফিসার কিশোর কুমার, ইনক্লুসিভ এডুকেশন (আইই) প্রকল্প’র ব্যবস্থাপক আতাউর রহমান, ফাইন্যান্স এ্যান্ড এডমিন অফিসার সঞ্জিত কুমার, ইনক্লুসিভ এডুকেশন (আইই) অফিসার অরবিন্দু বর্মণ, কমিউনিটি ফিল্ড ফ্যাসিলিটেটর তাসলিমা খাতুন, সাজেদুর রহমান তাহেরা হক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংগঠকি সম্পাদক সোহেল রানা সোহাগ,বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক খান, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মোতাহার হোসেন ও সদস্যবৃন্দ। এছাড়াও এতে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহন করেন।