Tag: তাড়াশ

  • তাড়াশে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।

    তাড়াশে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।

    তাড়াশে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।


    সিরাজগঞ্জের তাড়াশে গণ হত্যা দিবস পালন করা হয়েছে। ২৫ মার্চ শুক্রবার ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।

     

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,বীর মক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম,গাজী এস এম আব্দুর রাজ্জাক,গাজী আব্দুস সোবাহান, গাজী করিম বকসসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন ও সরকারী অধিদফতরের স্ব স্ব কর্মকর্তা বৃন্দ।

  • তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন।

    তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন।

    তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন।


    সিরাজগঞ্জের তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর’র আয়োজনে ২৪ -২৬ মার্চ ৩দিন ব্যাপি এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস,কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,থানা ওসি তদন্ত নুরে আলম,বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক,সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।

  • তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।


    সিরাজগঞ্জের তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী করা হয়েছে। ২২ মার্চ  মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজাবউল করিমের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, ও ইসলামিক ফাউন্ডেশন’র ফিল্ড সুপারভাইজারসহ কর্মর্রত সকল শিক্ষকবৃন্দ।

  • তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জের তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শনিবার বিকাল থেকে রাত ব্যাপি উপজেলার ঘরগ্রামে প্রতিষ্ঠিত তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর আয়োজনে ইয়া-হক দরবার শরীফ মাজারে সংগঠনের সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ওয়ারেছীর সভাপতিত্বে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    “আমরা তরিকার ভাই ভাই আত্মশুদ্ধি করতে চাই-বিশ্বাস ভক্তি শুদ্ধতা সেবা শান্তি মানবতা” এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছর হাজী শাহ শরীফ জিন্দানী (রঃ) ওরশের পরের দিন এখানে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠানে ভক্তদের গামছা দিয়ে বরণ,গুনীজনদের সংবর্ধনা, ভক্তদের অন্ন সেবা ও রাত ব্যাপি বাউল গান পরিবেশন করা হয়েছে ।

    এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক বকুল,ইউপি সদস্য সামেজা খাতুন,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু প্রমুখ।

    এছাড়াও রাজশাহী ,পাবনা ,নাটোর ও সিরাজগঞ্জ থেকে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের ডেপুটি ডিরেক্টার ও সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম তারা, লালন সংসদেও সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী আহমেদ শাকিল, তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর সহ সভাপতি শহিদুল ইসলাম চিশতী,সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ চিশতীসহ অনেকে।

    অনুষ্ঠানের সার্বিকা ত্বত্তাবধানে ছিলেন তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর সাধারণ সম্পাদক আনান বাউল। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইয়া-হক দরবার শরীফ প্রধান সেবক ও তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘ এর প্রতিষ্ঠাতা শাহ সুফি আয়নাল হক আল চিশতী।

  • তাড়াশে সেলাই প্রশিক্ষণের রিফ্রেশিং কোর্স অনুষ্ঠিত।

    তাড়াশে সেলাই প্রশিক্ষণের রিফ্রেশিং কোর্স অনুষ্ঠিত।

    তাড়াশে সেলাই প্রশিক্ষণের রিফ্রেশিং কোর্স অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জের তাড়াশে মহিলাদের সেলাই (দর্জি) প্রশিক্ষণের রিফ্রেশিং কোর্স অনুষ্ঠিত হয়েছে।  ২০ মার্চ   রবিবার সকালে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএস)’র আয়োজনে ও বাংলাদেশ জাতীয় মহিলা কল্যাণ পরিষদ,ঢাকা এর অর্থায়নে দর্জি প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে সপ্তাহ ব্যাপি মহিলাদের সেলাই (দর্জি) প্রশিক্ষণের রিফ্রেশিং কোর্স অনুষ্ঠিত হয়।

    এই প্রশিক্ষণের রিফ্রেশিং কোর্স উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার এ,কে,এম মনিরুজ্জামান মনি। এ সময়  উপস্থিত ছিলেন চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএস)’র পরিচালক আব্দুল মালেক,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,পরিবর্তন সংস্থার উপ-পরিচালক রোকসানা খাতুন,সাংবাদিক আব্দুল বারিক খন্দকার ,এম ছানোয়ার হোসেন সাজু সহ অনেকে।

  • তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয়  শিশু দিবস পালন।

    তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয়  শিশু দিবস পালন।

    তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয়  শিশু দিবস পালন।


    সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  ১০২তম  জন্ম দিন ও  জাতীয়  শিশু দিবস ২০২২ পালন করা হয়েছে।

    ১৭ মার্চ  বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে   এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়।  শুরুতেই উপজেলা পরিষদ  চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে  বঙ্গবন্ধুর  মুর‍্যালে পুষ্পস্তবক অর্পন করে এক বিশাল র‍্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  পরে উপজেলা  পরিষদ মিলনায়তন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা,কেক কাটা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ৬৪ সিরাজগঞ্জ  ৩ (তাড়াশ রায়গঞ্জ) অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান  মনি, আওয়ামী লীগের সভাপতি গাজী আলহাজ্ব আব্দুস সামাদ খন্দকার, সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তা, সাধারণ  সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, থানা অফিসার  ইনচার্জ  ফজলে আশিক, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন,কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,শিক্ষা  অফিসার আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন ও ছাত্র লীগের সভাপতি সম্পাদক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রসহ অনেকে।

  • তাড়াশে দুযোর্গ প্রস্তুতি দিবস উদযাপন।

    তাড়াশে দুযোর্গ প্রস্তুতি দিবস উদযাপন।

    তাড়াশে দুযোর্গ প্রস্তুতি দিবস উদযাপন।


    সিরাজগঞ্জের তাড়াশে ১০ মার্চ জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা করা হয়।

    উপজেলা নিবার্হী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষমনিরুজ্জামান মনি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মনোয়ার হোসেন,শিক্ষা অফিসার আখতারুজ্জামান,মৎস্য অফিসার মশগুল আজাদ, নিবার্চন অফিসার উজ্জল কুমার রায়,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন,বীর মুক্তিযোদ্ধা গাজি আরশেদুল ইসলাম,গাজী আব্দুর রাজ্জাক,গাজী আব্দুস ছোবাহান,গাজী সাইদুর রহমান সাজু, গাজী আব্দুর রহমান,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আব্দুস সালাম,সিনিয়র ফাজিল মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান প্রমূখ।

  • তাড়াশে ব্রাকের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন।

    তাড়াশে ব্রাকের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন।

    তাড়াশে ব্রাকের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন।


    সিরাজগঞ্জর তাড়াশে ব্রাকের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়েছে। ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি উপজেলা প্রশাসনের সাথে এ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করে। এ উপলক্ষে সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাগুড়া বিনোদ ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,ব্র্যাকের এসোসিয়েট অফিসার ‘সেলপ’ ছালমা আক্তার ও পল্লী সমাজের সদস্য,ক্লায়েন্ট ও অন্যান্য নারী সমাজের নেতৃবৃন্দ।

  • তাড়াশে আগুনে ৫ দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি।

    তাড়াশে আগুনে ৫ দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি।

    তাড়াশে আগুনে ৫ দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি।


    সিরাজগঞ্জের তাড়াশে দিনের ব্যস্ততা শেষে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন রাতের আধারে দুর্বত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই গিয়েছে ৫টি দোকান ও মালামালসহ সব আসবাবপত্র। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

    বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারে আগুনের লেলিহান শিখা দেখে আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

    ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন আলী জানান, গ্রামের পুর্ব শত্রুতার জের ধরেই দুর্বত্তরা প্রতিপক্ষের দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে ও এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে ওই গ্রামের একটি ১২বিঘা জলাশয়ে দুবর্ৃত্তদের দেয়া কীটনাশকে প্রায় ১৫ লক্ষ টাকা মাছ মরে ভেসেঁ উঠেছে।

    ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহিদুল ইসলাম লাবু জানান, আমিসহ বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আমার মুদিখানার দোকান, আব্বাস আলীর মুদি দোকান, ইব্রাহিম আলী, খালেক মন্ডল ও ফরহাদ আলীর চায়ের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

    ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ী আব্বাস আলী, ইব্রাহিম আলী, খালেক মন্ডল ও ফরহাদ আলী জানান, আমাদের গ্রামের পুর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছে। তাই ধারনা করছি তারাই হয়তো রাতের আধারে আমাদের দোকানঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।

    এ বিষয়ে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্রু জানান, তিনি ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করবেন।

  • তাড়াশে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।  

    তাড়াশে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।  

    তাড়াশে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।


    সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী  বুধবার সকালে  তাড়াশ পৌরসভার  উদ্যোগে উন্নয়ন  তহবিল হতে কোভিট ১৯ এ কর্মহীন ও হতদরিদ্র ১শ পরিবারের মাঝে পন্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল  ১০ কেজি চাল,৫ কেজি ময়দা,১ লিটার সয়াবিন, ১ কেজি ডাল,১ কেজি লবন,১ কেজি  আলু ও ১ টি সাবান।

    এ সকল খাদ্য সামগ্রী বিতরণ  অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আনোয়ার হোসেন খান, পৌর  সচিব আশরাফ উদ্দিন ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের  আহবায়ক আব্দুর রাজ্জাক,দায়িত্ব প্রাপ্ত কমিশনার আব্দুস সালাম,শামসুল আলম,জালাল উদ্দিন,বকুল হোসেন,সাইফুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেনসহ অনেকে।