তাড়াশে আগুনে ৫ দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি।
সিরাজগঞ্জের তাড়াশে দিনের ব্যস্ততা শেষে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন রাতের আধারে দুর্বত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই গিয়েছে ৫টি দোকান ও মালামালসহ সব আসবাবপত্র। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারে আগুনের লেলিহান শিখা দেখে আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন আলী জানান, গ্রামের পুর্ব শত্রুতার জের ধরেই দুর্বত্তরা প্রতিপক্ষের দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে ও এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে ওই গ্রামের একটি ১২বিঘা জলাশয়ে দুবর্ৃত্তদের দেয়া কীটনাশকে প্রায় ১৫ লক্ষ টাকা মাছ মরে ভেসেঁ উঠেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহিদুল ইসলাম লাবু জানান, আমিসহ বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আমার মুদিখানার দোকান, আব্বাস আলীর মুদি দোকান, ইব্রাহিম আলী, খালেক মন্ডল ও ফরহাদ আলীর চায়ের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্বাস আলী, ইব্রাহিম আলী, খালেক মন্ডল ও ফরহাদ আলী জানান, আমাদের গ্রামের পুর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছে। তাই ধারনা করছি তারাই হয়তো রাতের আধারে আমাদের দোকানঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।
এ বিষয়ে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্রু জানান, তিনি ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করবেন।