সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নো মুজিবের জন্মদিন পালন করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিন পালন উপলক্ষে বিনামূল্যে প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। ৮ আগষ্ট রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নো মুজিবের ৯১তম জন্মদিন পালন উপলক্ষে মুর্যালে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে বঙ্গমাতার জন্মদিন পালন অনুষ্ঠানে মহিলা অধিদফতর এর পক্ষ থেকো ৭ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ,তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন,তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারমান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুলসহ আরো অনেকে।