Tag: টাঙ্গাইল

  • টাঙ্গাইল-আরিচা মহাসড়কে সেফটি ট্যাংক নির্মান।

    টাঙ্গাইল-আরিচা মহাসড়কে সেফটি ট্যাংক নির্মান।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল-আরিচা মহাসড়কের মধ্যে সেফটি ট্যাংক নির্মান করেছে রজব সিকদার।

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফায়ারসার্ভিস অফিস সংলগ্ন উত্তর পাশে আর বি টাওয়ারের মালিক মো. রজব সিকদার তার ভবনের পশ্চিম পাশে প্রধান সড়কে সুগভীর ও বিশাল আকারের সেপটি ট্যাংক নির্মান করেছে।

    সরেজমিনে দেখা যায়, ভবন থেকে আঞ্চলিক মহাসড়কের গাড়ারিং (ইটের গাঁথুনি) পর্যন্ত বিশাল সেপটি ট্যাংক নির্মান করেছে। যা সড়ক লেভেল থেকে বেশ উঁচু। উল্লেখ্য এই স্থানটি দূর্ঘটনা প্রবন এবং প্রতিবছর সড়ক দূর্ঘটনায় এখানে প্রাণহীনর ঘটনা ঘটে।

    ব্যস্ততম এ আঞ্চলিক মহাসড়কটি উপজেলার ঘিওরকোল গ্রামের অংশে। রাতের আঁধারে রজব নির্মান করেন, এই গভীর সেপটি ট্যাংক। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন একাধিক বার নিষেধ করার পরেও প্রশাসন কে বৃদ্ধাংগুলি দেখিয়ে, কর্ণপাত না করে কাজটি সম্পূর্ণ করেন তিনি।

    এলাকাবাসীর চাপা গুঞ্জনে শোনা যায়, দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকায় সবাইকে হাত করেছেন তিনি।

    এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের (সওজ)  নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, এই সড়কটি প্রস্থ করনের কাজ চলমান রয়েছে।

    বিষয়টি জানতে পেরে শুরুতেই আমরা মো. রজব সিকদার কে মৌখিক ও লিখিত ভাবে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করি। তিনি আমাদের কথার তোয়াক্কা না করে এমনটি করেছে। আমরা অতিদ্রুত মহাসড়কে সেফটি ট্যাংক নির্মানকারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

  • টাঙ্গাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে গেল স্ত্রী।

    টাঙ্গাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে গেল স্ত্রী।

    টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের ভূঞাপুরে বেকুব চালক স্বামী ফিরোজ মিয়ার পুরুষাঙ্গ ধারালো বটি দা দিয়ে কেটে নিয়ে পালিয়ে গেল স্ত্রী জাকিয়া বেগম।

    বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফিরোজ রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও স্ত্রী জাকিয়া বেগম একই এলাকার জিগাতলা গ্রামের মোঃ জামিলের মেয়ে। তাদের ঘরে ৫ বছর বয়োসি একটি ছেলে সন্তান রয়েছে।এদিকে ঘটনার পর থেকেই স্ত্রী জাকিয়া পলাতক রয়েছে। এছাড়া কর্তনকৃত পুরুষাঙ্গটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার বলেছেন কর্তন হওয়া পুরুষাঙ্গ উদ্ধার করে জোড়া লাগাতে না পারলে রোগী মারা যাওয়ার সম্ভবনা বেশি। প্রতিবেশীরা পলাতক স্ত্রীকে খুঁজে বের করে কর্তন পুরুষাঙ্গ উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

    স্থানীয়রা জানান, প্রায় ১০/১২ বছর আগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ফিরোজ মিয়ার সাথে একই এলাকার জিগাতলা গ্রামের মোঃ জামিলের মেয়ে জাকিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। বিষয়টি মিমাংসার লক্ষে একাধিকবার  গ্রাম্য শালিস হয়েছে। সম্প্রতি গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে ছিলো। সেখানে শালিসে ২০ হাজার টাকা দিতে সম্মত হলেও পরবর্তীতে ৩ লাখ টাকা না দিতে পেরে ফিরোজ স্ত্রীকে আবার নিজ ঘরে ফিরিয়ে আনে। তারপরও তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিলো।

    মঙ্গলবার রাতে ফিরোজ বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে কোন এক সময় স্ত্রী জাকিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়। লজ্জার কারণে বিষয়টি গোপন রাখলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তা প্রকাশ পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

    ফিরোজের মা ফরিদা বেগম বলেন-সকালে ফিরোজকে ঘুমে দেখে আমি তার ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। হঠাৎ সাড়ে ৯ টার দিকে ফিরোজের বৌ আমাকে ফোন দিয়ে বলে, আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে যান। আপনার ছেলে যেন কেমন করছে। একথা বলেই সে ফোন কেটে দিয়ে পালিয়ে যায়। আমার ছেলের সাথে যা করেছে তার উপযুক্ত বিচার চাই।

    এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নাগরপুরে  ঐতিহাসিক ৭ই মার্চ পালন

    নাগরপুরে  ঐতিহাসিক ৭ই মার্চ পালন

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।
    বৃহস্পতিবার ৭মার্চ ২০২৪ সকালে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন  শেষে উপজেলা হলরুমে, আবৃত্তি, কুইজ,কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে  উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল মালেক,নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)এইচ এম জসিম উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,  উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা  নিরেন্দ্র নাথ পোদ্দার, নাগরপুর
    মহিলা কলেজের প্রিন্সিপাল আনিছুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
  • টাঙ্গাইল ৬ আসনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- গোলাম মাসুম প্রধান।

    টাঙ্গাইল ৬ আসনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- গোলাম মাসুম প্রধান।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সুষ্ঠু ও সুন্দর ভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে বলে জানিয়েছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি সোমবার (৮ জানুয়ারি) উপজেলা নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় কালে এসব কথা বলেন।
    এসময় সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ আসনের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিক খেয়াল রেখে আমরা যথাসাধ্য নিজ নিজ দায়িত্ব পালন করেছি। নির্বাচন যাতে নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর  হয় সে দিকে নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয়  নির্দেশনা দিয়েছি। সাধারণ মানুষ উৎসাহ ও আগ্রহ নিয়ে তাদের ভোট প্রদান করেছে। সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করতে পারায় আমি সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল জনসাধারণকে ধন্যবাদ জানাই’।
    উল্লেখ্য, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দুটি উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ১৫৪ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৪,৪২,৪২৬ জন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী কাস্ট (প্রদত্ত) হয়েছে ১,৬২,০০৫ ভোট। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশ আ.লীগ নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট।
    অন্যদিকে, ‘বিএনএম – নোঙর’ প্রতীকের প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট, আব্দুল করিম ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি – একতারা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৪ ভোট, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ‘স্বতন্ত্র – ট্রাক গাড়ি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৫৫৬ ভোট, মো. আনোয়ার হোসেন ‘বাংলাদেশ তরিকত ফেডারেশন – ফুলের মালা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৮৯ ভোট, মো. আবুল কাশেম ‘জাতীয় পার্টি – লাঙল’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৬২৫ ভোট, সৈয়দ মাহমুদুল ইলাহ ‘স্বতন্ত্র – বাঁশি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৮০ ভোট।
  • টাঙ্গাইল ৬ আসনে নৌকার মনোনয়ন পেলেন আহসানুল ইসলাম টিটু।

    টাঙ্গাইল ৬ আসনে নৌকার মনোনয়ন পেলেন আহসানুল ইসলাম টিটু।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন প্রার্থীকে টপকে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
     রবিবার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে পুনরায় নৌকা প্রতীক তুলে দেওয়া হয় আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু এমপি’র হাতে।
    আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়ে সাংসদ  আহসানুল ইসলাম টিটু বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকার প্রতীক দিয়ে পুনরায় আমার উপর আস্থা রেখেছেন।
    নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি মানুষের কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হবে। ইনশা’আল্লাহ পুনরায় এই আসনে নৌকার বিজয়  হবে।
    এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল করেছে দুই উপজেলার আ.লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটার গণ। একই সাথে আহসানুল ইসলাম টিটু এমপি’কে অভিনন্দন জানিয়েছে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা।
    উল্লেখ্য, ১৩৫, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এবার মোট ১৭ জন প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছিলেন।
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়  নাগরপুর দেলদুয়ার উপজেলায় উন্নয়ন মুলক যে কাজ করছেন,তার কাজের মূল্যায়ন হিসেবে পুনরায় নৌকা প্রতীক উপহার দিয়েছেন।
  • টাংগাইলের দেলদুয়ারে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা।

    টাংগাইলের দেলদুয়ারে উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার: টাংগাইলের দেলদুয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন শ্রেনীর উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার সকালে দেলদুয়ার উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী,দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,সহ সভাপতি বাবু এস প্রতাপ মুকুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার , দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুজ্জামান,পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ,ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াস আলী,এলাসিন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মানিক রতন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  • টাঙ্গাইলের পুলিশ সুপারের গরুর হাট পরিদর্শন।

    টাঙ্গাইলের পুলিশ সুপারের গরুর হাট পরিদর্শন।

    টাঙ্গাইলের পুলিশ সুপারের গরুর হাট পরিদর্শন।


    ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী পশুর হাট পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

    বৃহস্পতিবার ( ৭ জুলাই) সন্ধ্যায় হাট পরিদর্শনকালে পশুর হাট ঘুরে দেখেন এবং পশুর ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় গরুর হাটে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ হাট এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে হাট ইজারাদার, ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলেন। তাদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

    হাট পরিদর্শনকালে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, টাঙ্গাইলে ছোট বড় ১০৩ টি গরুর হাট রয়েছে। হাট গুলোর মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী হাট। এই হাটকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ এই হাট থেকে বেশি সংখ্যক পশু বিক্রি হয়। আমি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। হাটের সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

    তিনি আরো বলেন, আমরা হাটের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করেছি। হাটে যাতে মলমপার্টি ও অজ্ঞান পার্টি কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কোন তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মোহাম্মদ শরিফুল হক, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

  • ভূঞাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    ভূঞাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় সেচ্ছসেবী সংগঠন রসুনা ছায়ানীড় সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

    মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মিয়া, ইউনিয়ন সমাজকর্মী আবুল কালাম আজাদআক্তার হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রসুনা ছায়ানীড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ হামিদুর রহমান নয়া মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সদস্য আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম রনি, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাকিম, মোঃ হাবিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ভোলা প্রমুখ।

  • নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা।

    নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ১০ নভেম্বর বেলা ১১ ঘটিকায় আ,লীগের দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃশাহজাহান মিয়ার সভাপতিত্বে সদর ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক লিয়াকত শিকদারের সঞ্চালনায় আওয়ামী লীগের নিবেদিত কয়েকজন নিহত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম প্রধান অতিথি বক্তৃতায় বলে আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদে সকলের বিজয় সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ, সকলেই ঐক্য বদ্ধভাবে কাজ করলে কোন অপশক্তিই আমাদের রোধ করতে পারবে না। এ-সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন নৌকার কান্ডারী জনাব কুদরত আলী উপস্থিত ছিলেন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত প্রত্যেকেই কুদরত সাজত হবে বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফির বোনা এই আশা ব্যক্ত করেন।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সাবেক ভিপি জহুরুল আমিন,উপজেলা আ,লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ মোঃ ফরিদ,সাবেক ভিপি আল মামুন প্রমুখ।

  • নাগরপুরে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন- এমপি টিটু।

    নাগরপুরে উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন- এমপি টিটু।

    আব্দুল্লাহ খিজির স্টাফ রিপোর্টারঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুরের সকল ইউনিয়নে আ’লীগ থেকে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর), উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন কালে এ কথাগুলো বলছিলেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    এদিন ডাংগা শালিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,বীর সলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,পাচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং সহবতপুর- চেচুয়াজানী রাস্তার উদ্বোধন করেন সাংসদ টিটু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সহকারী প্রোকৌশলী( এলজিইডি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, শেখ শামসুল,স্বেচ্ছাসেবক লীগের বাবর আল মামুন,ফারুক হোসেন ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ,সহবতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।