Tag: ছাত্রলীগ

  • উল্লাপাড়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    উল্লাপাড়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

    গৌরব ঐতিহ্য ও সংগ্রামের মধ্যদিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া- সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

    দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    সকাল ১১ টায় পৌর শহরে এক বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ ও সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার। আলোচনা সভা শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কর্তন করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

  • রামগতিতে ছাত্রলীগ নেতার স্ত্রীকে অপহরণ,চেয়ারম্যানকে জরিয়ে মামলা।

    রামগতিতে ছাত্রলীগ নেতার স্ত্রীকে অপহরণ,চেয়ারম্যানকে জরিয়ে মামলা।

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছাত্রলীগ নেতা মুশফিক মাহমুদের স্ত্রী নিশি মাহমুদকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। এতে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমসহ ৯ জন নামিক ও ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদলতে (রামগতি) মুশফিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

    বাদীর আইনজীবী ফাহাদ ইসলাম জনি আমারজমিনকে জানান বিচারক মোসাম্মৎ নুসরাত জামান মামলাটি আমলে নিয়েছেন। আসামি তন্ময় কুমার দাসের মোবাইল নম্বর সংগ্রহ করে অবস্থান চিহ্নিত পূর্বক নিশি মাহমুদকে উদ্ধারে রামগতি থানার অফিসার ইনচার্জ(ওসি)কে নির্দেশ দিয়েছেন।

    আসামি তন্ময় পটুয়াখালি সদর উপজেলার লাউকাটি গ্রামের নব কুমার দাসের ছেলে। অন্য আসামির হলেন রামগতি উপজেলার চরসীতা গ্রামের প্রদন্ন মজুমদার,নিরাশা মজুমদার, পটুয়াখালির লাউকাটি গ্রামের কমল দাস,নবকুমার দাস,অয়ন দাস,প্রান্ত কুমার দাস,ধনঞ্জয় কুমার দাস।

    বাদী মুশফিক ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও রামগতির চরসীতা গ্রামের এজেডএম মুনছুর আলীর ছেলে।

    মামলা সূত্র জানা যায়,ছাত্রলীগ নেতা মুশফিক নিজ গ্রামের আমিরোদ্ধ মজুমদারের মেয়ে প্রজরি মজুমদার নিশির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতে চলতি বছর ১৫ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। এ প্রেক্ষিতে নিশি ইসলাম ধর্মগ্রহণ করে ও এফিডেভিটের মাধ্যমে তার নাম পরিবর্তন করে নিশি মাহমুদ রাখা হয়। ১১ নভেম্বর নিশির বাবা আমিরোদ্ধ মারা যান।

    বাবার শেষকৃত্য করতে নিশি তার বাবার বাড়িতে যান৷ এতে ওই বাড়িতে ইউপি চেয়ারম্যান জসিমসহ আসামিরা নিশিকে আটকে রাখেন। পরে তাকে অপহরণ করে পটুয়াখালী তন্ময়দের বাড়িতে সাতদিন আটকে রাখা হয়। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মুশফিক পটুয়াখালী তন্ময়ের এলাকায় যান৷ সেখানে মুশফিক জানতে পারে তার স্ত্রীকে আটকে রেখে জোরপূর্বক তন্ময়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

    মুশফিক মাহমুদ বলেন,নিশি আমার বিবাহিত স্ত্রী। চেয়ারম্যান জসিম কারসাজি করে আমার স্ত্রীকে অভিযুক্তদের দিয়ে অপহরণ করিয়েছে। নিশিকে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই। তারা আমার স্ত্রীকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পাঁয়তারা করছে।

    এই বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম আমারজমিনকে বলেন,মুশফিক নিশিকে বিয়ে করতে চেয়েছিল,কিন্তু পারেনি।নিশিকে আমরা পটুয়াখালী নিয়ে বিয়ে দিয়েছি।
    মুশফিক নিশিকে বিয়ে করেছে বিষয়টি আমার জানা নেই। তবে মুশফিক আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে।

    রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান আমারজমিনকে জানান মুশফিক বিষয়টি আমাকে ঘটনাটি জানিয়েছে। তবে আদালতের আদেশ কপি আমার হাতে এসে পৌছায়নি। কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সজিব।

    হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সজিব।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজিবের। সজিব নৌকার এজেন্ট থাকায় নির্বাচনী সহিংসতায় নৌকার প্রতিপক্ষ সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মৃত্যুবরন করেন।

    সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেখানেই তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।জানাযায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

    সজিব রামগঞ্জ উপজেলার নয়নপুর হাজীবাড়ীর মৃত আবদুর চাত্তারের ছেলে।

    সজিব নিহতের দুইদিন পেরিয়ে গেলেও কোন সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

    রবিবার ইছাপুর ইউনিয়নে ভোট চলাকালে নযনপুর কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহানাজ আক্তারের নৌকার এজেন্ট হিসেবে সজিব দ্বায়িত্বরত অবস্থায় নৌকার বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন খানের আনারস মার্কার সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজিব বাধা দিলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।

    এই সময় মাসুদ ও মাহবুব রামদা দিয়ে সজিবকে কোপিয়ে মারাত্বক আহত করে। একইসঙ্গে তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে গুলি ছোড়ে তারা পালিয়ে যায়।

    স্থানীয়রা আহতাবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

  • কাজিপুরে ছাত্রলীগের উদ্যেগে জেলহত্যা দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন।

    কাজিপুরে ছাত্রলীগের উদ্যেগে জেলহত্যা দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন।

     

    কবির মাহমুদঃ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি কাজিপুরে ৩ রা নভেম্বর জেলহত্যা দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কাজিপুর উপজেলা ছাত্রলীগ।

    উপজেলার স্বাধীনতা স্কয়ারে উপজেলা ছাত্রলীগ আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এসময় তিনি বলেন, “প্রজ্জলিত শিখার মতো উজ্জল জাতীয় চার নেতার আত্মত্যাগের দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর আদর্শে অটল থেকে তাঁরা শহীদ হয়েছেন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আদর্শ ধারণ করতে হবে, শহীদদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে”।একই সাথে তিনি শহীদ এম মনসুর আলী পরিবারের সদস্য হিসেবে উপজেলা ছাত্রলীগকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান।

    উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩রা নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং এম মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

  • রামপালে গণটিকার কার্যক্রমে স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছাত্রলীগ।

    রামপালে গণটিকার কার্যক্রমে স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছাত্রলীগ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেছে রামপাল উপজেলা ছাত্রলীগের একাধিক সদস্য।

    সাধারণ মানুষ যাতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের একঝাঁক তরুণ সদস্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী’র নির্দেশনায় স্ব প্রনোদিত হয়ে এ কাজে অংশ গ্রহণ করেছে।

    উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে যে, গণটিকা কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের একাধিক সদস্য অংশগ্রহণ করে।

    ছাত্রলীগের নেতৃত্বে উপজেলার ১০ টি ইউনিয়নের প্রতিটি গনটিকা কেন্দ্রের একটি স্বেচ্ছাসেবী টিম সকাল থেকে কেন্দ্রে অবস্থান নেয় টিকা প্রদান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র গুলোতে অবস্থান করে টিকা গ্রহণেচ্ছু সাধারণ মানুষকে সহায়তা করে।

    উপজেলা ছাত্রলীগের এ কার্যক্রম বিভিন্ন মহলে ব্যাপক প্রসংসিত হয়েছে।

    রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ও রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল তাদের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।

     

  • লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছাত্রলীগের প্রার্থী ফেকবুকে ভাইরাল।

    লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছাত্রলীগের প্রার্থী ফেকবুকে ভাইরাল।

    সোহেল হোসেন’লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরে রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির পদে নিয়ে এক সময়ের ছাত্রদল নেতা এবং বিএনপি পরিবারের সন্তান রাকিবুল হাসান শান্ত মরিয়াহ হয়ে উঠেছে।

    চাহিদা মোতাবেক পদ পেতে জেলা কমিটির দুই নেতার সাথে নানা অপকৌশলে দেন দরবার। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে।

    দলীয় একাধিক সুত্রে জানায়,রামগঞ্জ পৌর সোনাপুর ওয়ার্ড়ের ২০১২ইং সালে গঠিত ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ২০১৪ইং সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনাতে আসে। ২০১৬ইং সালে টাকার বিনিময়ে রামগঞ্জ ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ কিনে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে । নতুন মেরু করনে শান্ত দলীয় গঠনতন্ত্র পরিপস্থী শান্ত ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স করে টেন্ডারবাজিতে বেপোয়া হয়ে উঠে।

    এলাকাবাসী জানায়,রাবিকুল হাসান শান্ত উপজেলার কয়েকজন বিপদগামী ও অর্থলোভী আ‘লীগ নেতার আশ্রয় প্রশ্রয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ বাগিয়ে নেয়। তার পিতা আব্দুল মতিন সোনাপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। সেই সুবাদে রাকিবুল হাসান শান্ত ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হয়। তার বড় ভাই মানিক হোসেন পৌর যুবদলের সহ-সভাপতি, মেজ ভাই মো: নুরনবী জামায়ের রাজনীতির সাথে সম্পৃক্ত, বড় মামা লুৎফর রহমান প্রকাশ এল রহমান ঢাকার তেজগাও থানা বিএনপির সভাপতি, ছোট মামা হাবিবুর রহমান রামগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতির পদ দখল করে রয়েছে।

    রাকিবুল হাসান শান্ত একজন বিবাহিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও উপজেলা ছাত্রলীগের পদ বাগিয়ে নিতে নানা ভাবে তদবির করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড়ের ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদকসহ তৃণমুলের নেতারা অভিযোগ তুলেছেন রাকিবুল হাসান শান্ত একজন অনুপ্রবেশকারী, মাদক সম্রাট হওয়ায় দল থেকে বহিস্কার করার জোর দাবী তুলা হয়েছে।

    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক মিজানুর রহমান বলেন, আমরা ছাত্রদলের দায়িত্বে থাকাবস্থা সোনাপুর ওয়ার্ড় বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মতিনের সুপারিশে রাবিকুল হাসানকে কমিটিতে রেখে ছিলাম।

    এ বিষয়ে অভিযুক্ত রাকিবুল হাসান শান্ত বলেন, স্কুল জীবন থেকে আমি ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকায় সুস্থধারার রাজনীতি করি বলেই শীর্ষস্থানীয় নেতারা আমাকে রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ দিয়েছেন। ওই সময় কেউ কথা না বললেও এখন উপজেলা ছাত্রলীগের কমিটির পদের জন্য লড়াই করায় স্বার্থানেষ্বী একটি মহল আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। এগুলো ভিত্তিহীন পাগলের প্রলোভন মাত্র।এ সব মিথ্যা অপপ্রচার করে বঙ্গবন্ধু আদর্শের সৈনিককে দাবিয়ে রাখা যাবে না।

  • বাগাতিপাড়ায় আ’লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শেখ কামলের জন্মবার্ষিকী পালন

    বাগাতিপাড়ায় আ’লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শেখ কামলের জন্মবার্ষিকী পালন

    নাটোরের বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

    ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়মুর সুলতান।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী।এ ছাড়াও বাগাতিপাড়া উপজেলার ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

  • কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ;ছাত্রলীগ নেতার কব্জি কর্তন।

    কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ;ছাত্রলীগ নেতার কব্জি কর্তন।

    পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করেছে।

    বুধবার রাত নয়টায় তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুলের  ভাই রায়হান(২৫) গুরুতর আহত হয়েছে।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ও রায়হানকে প্রথমে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক  আহত রাকিবুল জানান, বুধবার রাত নয়টার দিকে সে তেগাছিয়া বাজার থেকে মটোরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে তাকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বত্ত। এছাড়াও তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

    এ ব্যাপারে আহত রায়হানের মামা মমিন বিশ্বাস জানান, দু’বছর আগে রাকিবুল রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ নিয়ে একটি মামলা পটুয়াখালী জেলা আদালতে চলমান। ওই মামলা প্রত্যাহারের জন্য রায়হানকে চাপ দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করায় রাকিবুল তার বাহিনী নিয়ে রায়হানকে বুধবার সন্ধ্যায় কুপিয়ে গুরুতর জখম করেছে।

    এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইনুল হাসান বলেন, রাকিবুল ও রায়হান দু’জনের অবস্থাই গুরুতর। এদের দু’জনকেই তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

  • কলাপাড়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম।

    কলাপাড়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম।

    পটুয়াখালীর কলাপাড়ায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসীরা মো.কামরুল হাসান গাজী (৩৫) নামে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম করেছে ।

    আশংকা জনক অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে  ভর্তি করে । পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কামরুল হাসান গাজী চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের আবদুল খালেক গাজীর ছেলে । সে ছাত্রলীগ চাকামইয়া ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি ।

    এ ঘটনায় আহত কামরুল হাসান গাজী টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু মীরা কে  দায়ী করেছেন।

    চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হুমায়ুন কবির কেরামত জানান, পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে ।

    কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে আবির ,জহিরুল ও জনি এ ঘটনা ঘটিয়েছে।

    এ ব্যাপারে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু’র সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

    তবে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, মূলতঃ চাকামইয়া এবং টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যানের অভ্যন্তরীর দ্বন্দের কারনে এ ঘটনা ঘটেছে  বলে তিনি উল্লেখ করেন । এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।