Tag: গ্রেফতার

  • মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার।

    মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
    শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান এর নেতৃত্বে এসআই অনিক চন্দ্র দেব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গোয়াছনগর গ্রামে বসতঘরে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সে শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।
    এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • কুলাউড়ায় যমজ দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযোগে মা গ্রেফতার।

    কুলাউড়ায় যমজ দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযোগে মা গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশের পুকুরে চার বছর বয়সী যমজ দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে।
    আজ রবিবার ২১ জানুয়ারি ২০২৪ইং, সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত হওয়া যমজ দুই শিশু হলো উত্তরভাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ। এ ঘটনায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে শিশুদের মা রিমা বেগমকে (২৬) আটক করেছে পুলিশ। বাচ্চু মিয়া দুবাইপ্রবাসী। ছুটি পেয়ে প্রায় দেড় মাস আগে তিনি বাড়িতে আসেন।
    কুলাউড়া থানার পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বাচ্চু ও রিমা দম্পতির সাত বছর বয়সী তানিশা আক্তার নামের আরেক কন্যাসন্তান আছে। গতকাল শনিবার রাতে খাবার খেয়ে তিন সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। আজ ভোর পাঁচটার দিকে বাচ্চু মিয়া ঘুম থেকে জেগে দেখেন, দুই ছেলে ও স্ত্রী পাশে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে পুকুরঘাটে স্ত্রী রিমাকে ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় শিশু রাদিয়ান ও রাইয়ান পুকুরে ভাসছিল। পরে স্বজনেরা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
    কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম বেলা ১১টার সময় মুঠোফোনে বলেন, রিমা দুই সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। স্বজনেরা বলেছেন, রিমা তিন-চার মাস ধরে মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসাও চলছে। কয়েক দিন আগেও তিনি এক সন্তানকে পুকুরে ফেলার চেষ্টা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে এসআই আবদুল আলিম জানান।
    কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, রিমাকে বাড়ি থেকে আটক করা হয়েছে। দুই সন্তানকে হারিয়ে তিনি শুধু কান্নাকাটি করে যাচ্ছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে মামলা হবে। ময়নাতদন্তের জন্য দুই শিশুর লাশ জেলা সদরে অবস্থিত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
  • রামপালে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে সিরাজুল ইসলাম গ্রেফতার।

    রামপালে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে সিরাজুল ইসলাম গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ৮ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরদার সিরাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে।
    অভিযুক্ত সিরাজুল ইসলাম উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (সরদার বাড়ি) এলাকার মৃত সামসুদ্দীন সরদারের ছেলে।
    বুধবার (১৭ জানুয়ারী) রাতে রামপাল থানা পুলিশ উপজেলার তেলিখালী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করে। এর পূর্বে ভিকটিমের মা মোসাঃ রাবেয়া খাতুন বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।
    রামপাল থানা পুলিশ ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, রামপাল উপজেলার তেলিখালী গ্রামের জনৈক ব্যক্তির দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়া কন্যা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয় ছুটি হলে বাড়িতে ফিরছিলো। গত ১০ জানুয়ারী বিকাল সোয়া ৪ টার সময় ভিকটিমকে অভিযুক্ত সিরাজুল ইসলাম স্থানীয় ফয়সালের মৎস্য  ঘেরের বাসায় নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা করে। কন্যার কাছ থেকে বিষয়টি জানতে পেরেও সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানা পুলিশের স্মরনাপন্ন হন।
    রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বলেন, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা হওয়ার পর থানা পুলিশের সদস্যরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গ্রেফতারকৃত আসামি সিরাজুল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
  • মাধবপুরে চা বাগানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায়  ডাকাত দলের ৯ গ্রেফতার।

    মাধবপুরে চা বাগানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৯ গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। 
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংগঠিত দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের মূলহোতা ও লুণ্ঠিত মালামালসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও মাধবপুর থানার পুলিশ । গ্রেফতারকৃত ডাকাতদের রোবার (১৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহের শুক্কর মিয়ার পুত্র এমদাদুল হক মিলন( রিপন মিয়া) (৩৮), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ নাজমুল ইসলাম নাজমুল (৩১), আবু সাঈদের পুত্র মোঃ হৃদয় মিয়া (২৮), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারাচান্দিড়া গ্রামের মৃত ফজলুল হক এর পুত্র মো: রমজান মিয়া (৩২), একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত তাজুল ইসলাম এর পুত্র মো: রুবেল মিয়া (২৫), শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া(২৭), মাধবপুর পৌরসভার মেরাগাছ এলাকার মো: ছুরুক মিয়ার পুত্র মো: শাব্বাশ মিয়া(২০) ও জাহের মিয়ার পুত্র স্বপন মিয়া(২১) এবং পূর্ব মাধবপুর গ্রামের মো: ছাবেদ আলীর পুত্র মো: শামীম হোসেন ইমরান (২১) । মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দিনব্যাপী মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গত শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে গ্রেফতার করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার( ১২ ডিসেম্বর) মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক থেকে তেলিয়াপাড়া চা বাগানে যাওয়ার ফাঁড়ি রাস্তায় গাছ ফেলে রাত সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপি ডাকাতি সংগঠিত হয়। এসময় ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার এমদাদুল হক মিঠু ও তার পরিবার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সহ ২০/২৫ জনকে অস্ত্রের মুখে আটক করে হাত পা মুখ বেধে সবকিছু নিয়ে যায় ১৫/১৬ সদস্যের ডাকাতদল। পরবর্তীতে ওই ঘটনায় ১৩ ডিসেম্বর বাগানের গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে। মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের পলাতক  সদস্যদের পরিচয় পাওয়া গেছে। বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
  • লক্ষ্মীপুরে ভূমি উপ-সহকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১৫।

    লক্ষ্মীপুরে ভূমি উপ-সহকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১৫।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি।

    মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ করায় লক্ষ্মীপুরে দুই ইউনিয়ন পরিষদের (ভূমি) উপ-সহকারী আরিফুর রহমান (৪৪) ও মোহাম্মদ ওমর ফারুককে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শ্রমিকদের বিরুদ্ধে।

    এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২ শ্রমিককে হোটেল থেকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায় আহত ভূমি কর্মকর্তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অলি উল্লাহ।

    আহত মো. আরিফুর রহমান রায়পুর উপজেলার চর বংশি ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকার বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদের ছেলে। ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী ও বীর মুক্তিযোদ্ধা সুজায়েতর উল্ল্যার ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ বিকৃতভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় ওই হোটেলে খাবার খেতে এসে পতাকার অবমানার প্রতিবাদ করেন ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা ওমর ফারুক। এতে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চড়থাপ্পড় দেওয়া হয় হোটেল ম্যানেজারকে।

    এতে হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর হামলা চালায়। ফারুককে রক্ষা করতে গিয়ে আরিফুর রহমানও হামলার শিকার হয়। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ওই হোটেলের ১২ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।

    লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে

  • কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী রায়হান গ্রেফতার

    কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী রায়হান গ্রেফতার

    মিজানুর রহমান (লাভলু) কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রায়হান আহমদ (২০) কে ২২ বোতল MC Dowell’s ব্রান্ডের ভারতীয় মদ সহ গ্রেফতার করে। থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল বৃহস্পতিবার বিকাল অনুমান ৩টার দিকে উপজেলার লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলপুর এলাকায় স্থানীয় লোকজনের তথ্য ও সহযোগিতায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় থানার এস আই রাম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী রায়হান আহমদ কে গ্রেফতার করেন।জানা যায় উত্তর লক্ষিপ্রসাদ গ্রামের আনিসুল হক এর ছেলে রায়হান আহমদ।থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রায়হান আহমদ কে মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত রায়হান আহমদ এর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সিলেট জেলার বিজ্ঞ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় নিয়মিত ভাবে থানা পুলিশ অপরাধ দমন, ওয়ারেন্ট, পলাতক আসামীদের গ্রেফতার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে বলে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন।

  • মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের (পশ্চিম মাধবপুর গ্রামের) দেলোয়ার আলী’র পুত্র। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (৯ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই নূরুল হক সহ পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য আলী আকবরের বিরুদ্ধে ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।
    মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবরের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার ১৬ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • ঠাকুরগাঁওয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক-৭।

    ঠাকুরগাঁওয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক-৭।

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ও ডিভাইসসহ ঠাকুরগাঁওয়ে সাত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সদরের বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিভাইসসহ সাতজনকে আটকে করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করে।
    এসময় শিক্ষা সংশ্লিস্টরা জানান, এধরনের কর্মকান্ডে মেধাবিরা পিছিয়ে পরছে। অন্যদিকে যারা অসাধু উপায়ে পরিক্ষায় অংশ নিচ্ছে তাদের ভবিষ্যত ধংস হচ্ছে। সে কারনে প্রশাসনসহ সকলকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও শহরের ১৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) সকালের দিকে  গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল মিয়াকে পুলিশ। গ্রেফতারকৃত বিল্লাল মিয়া (৩২) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া  গ্রামের জিতু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া দীর্ঘ দিন পলাতক ছিল।
    মামলা সূত্রে জানা গেছে, মাধবপুর থানাধীন জি আর ২২৬ / ২০১৭ ( মাধবপুর) মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে এক বছর দুই  মাস সশ্রম  কারাদণ্ড রায় প্রদান করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত -০১ হবিগঞ্জ।
    এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল মিয়াকে জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • স্ত্রীকে হত্যার অপরাধে পল্লিচিকিৎসক স্বামী গ্রেফতার।

    স্ত্রীকে হত্যার অপরাধে পল্লিচিকিৎসক স্বামী গ্রেফতার।

    হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় স্ত্রী হত্যার ঘটনায় স্বামী মাজহারুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার (২৯ নভেম্বর) রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার রসুলপুর বাগানবাড়ি এলাকা থেকে নীলফামারী র‌্যাব-১৩, সিপিসি-২ ও র‌্যাব-১১ নারায়নগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। মাজহারুল ইসলাম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন পল্লী চিকিৎসক।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, ‘গত ১৭ অক্টোবর স্ত্রী লাভলী আক্তারকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করে মাজহারুল। এসময় গুরুত্বর অসুস্থ্য লাভলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার কথা স্বীকার করেছে আটককৃত মাজহারুল।