Tag: গ্রেফতার

  • সিরাজগঞ্জে ডিবি পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে ডিবি পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি পুলিশ) ১’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১’শ ৫০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
    মঙ্গলবার (২২জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের চর শৈলাবাড়ী গ্রাম হতে মাদকব্যবসায়ী (১) মোঃ মারুফ মন্ডল (২৮) -পিতা মোঃ শাহজামাল, সাং-ঘোড়াচরা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ। (২) কামরুল হাসান শুভ (৩২)পিতা -এস,এম,কামাল হোসেন, -সাং – চক মোহনবাড়ী, থানা-রায়গঞ্জ, সিরাজগঞ্জ। উক্ত আসামী ২ জনকে জেলা গোয়েন্দা শাখার( ডিবিপুলিশ) পৃথক অভিযানে -এস,আই -মোঃআরিফুল ইসলাম এবং তার সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় -মাদক কারবারি আসামীদের কাছ থেকেন ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন ।

    এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

  • ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামীস্ত্রী গ্রেফতার।

    ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামীস্ত্রী গ্রেফতার।

    রাজশাহীর জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায়, রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিনসহ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহযোগীতায় ইয়াবা ও হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।

    চলতি মাসের (২১ জুন) সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে ভাড়া বাসা থেকে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।

    এসময় মাদক ব্যবসায়ী একরাম আলীর বাড়ি থেকে ২০পিচ ইয়াবা ও ৫০গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ৫,০৬,০০০/- টাকা) এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫,০০০হাজার টাকা উদ্ধার করা হয়। রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেল হাজতে পেরন করা হয়েছে।

  • উল্লাপাড়ার গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতারসহ ২টি গরু উদ্ধার।

    উল্লাপাড়ার গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতারসহ ২টি গরু উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    উপজেলার পৌরশহরের এনায়েতপুর গ্রামের মোতাহার হোসেন উল্লাপাড়া মডেল থানায় গত ১০ জুন ৪৫/৩৮০ ধারায় সন্দেহভাজন অজ্ঞাত নামাদের বিবাদী করে একটি চুরির মামলা দায়ের করেন।

    গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পৌরশহরের ঘোষগাঁতী গ্রামে একটি মেসে ও এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্য মতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ গাড়ীর ড্রাইভার লিটন হোসেনকে আটক করা হয়। পরে ঢাকার গাবতলীতপ অভিযান পরিচালনা করে চুরি চক্রের আরো ২ সদস্যকে আটকসহ দুইটি গরু উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পৌরশহরের ভট্রকাওয়াক গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে দয়াল (৪৫), সড়াতৈল গ্রামের মন্টুর ছেলে মোজাহার (৩৪), শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের মুত আমজাদ হোসেনের ছেলে হাজী জিল্লুর রহমান কসাই ( ৫৩),কায়েমপুর গ্রামের জামাল হোসেনের ছেলে লিটন হোসেন (২৩), জগন্নাতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে খলিল (৩৫), বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত আব্দুস সোবহান আকন্দের ছেলে আমিনুল ইসলাম (৫৫), চরমেটুয়ানি গ্রামের হোসেন মন্ডলের ছেলে বাবু মন্ডল (২৫), এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মোতাহার হোসেন সরকারের ছেলে ঝন্টু (৫০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপগঞ্জ নয়াপাড়া গ্রামের হাজিবুর রাহমানের ছেলে নাজমুল হোসেন (৩৫), নাটোর থানার তেবাড়িয়াহাট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে বাবলু মিয়া (৩৮)

    এ বিষয়ে নিশ্চিত উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান,গরু চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি চক্রের সকল সদস্যকে আটক করে আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার(১৬ জুন) সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

     

  • নওগাঁর মান্দায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২-ভোরের কণ্ঠ।

    নওগাঁর মান্দায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২-ভোরের কণ্ঠ।

    নওগাঁর মান্দায় ডিবি পুলিশ পরিচয়ে চিনতাই করেছে।এ ঘটনায় ছিনতাইকারী দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ।

    জানাযায় গত ১২ ফেব্রুয়ারী রাত্রী সাড়ে ৮ ঘটিকায় কর্মস্থল হতে সারোয়ার হোসেন ও শাহরিয়ার নাইম আশিক বাসায় ফেরার সময় পথের মধ্যে ত্রীমহনী শ্মশান ঘাটের নিকট পৌছলে একদল ছিনতাইকারী তাদের ঘিরে ধরে ডিবি পরিচয় দিয়ে, তাদের হ্যান্ডকাপ লাগানো হবে আটক করা হবেসহ নানা ভয়-ভীতির মধ্যো দিয়ে, তাদের কাছ হতে ২ টি মোবাইল, নগদ টাকা ও বিকাশ হতে সেন্ড মানি করে টাকা টান্সফার করে নেওয়াসহ মোট ৫০ হাজার টাকার মালামাল ছিনতাই করে নেওয়া হয়েছে।

    গতকাল ১৩ ফেব্রুয়ারী ডিবি পুলিশ অভিযোগ পেয়ে সন্ধ্যা ৬ ঘটিকার সময় ডিবি পুলিশের চৌকস দল অভিযান পরিচালনা করে, নওগাঁর মান্দা থানার জোত বাজার এলাকায় ০২ জন ভুয়া ডিবি পরিচয় দিয়ে ছিনতাইকারীদের ছিনতাইয়ে ব্যাবহৃত একটি মোটর সাইকেল ও মালামালসহ আটক করেছে।

    গ্রেফতারকৃতরা হলেন, মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের মীর পাড়া গ্রামের আব্দুল জব্বার মন্ডল এর পুত্র আব্দুল মাজেদ (২৭) ও গোলাম মীর এর পুত্র মাহমুদুল হাসান নিহাল (২২)।

    ডিবি ওসি কে এম শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদের কাছে উদ্ধারকৃত মালামাল পাওয়া গেছে, ২টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা, বাঁকি মালমাল উদ্ধারের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

  • সিরাজগঞ্জের পৃথক অভিযানে ১৫ জুয়ারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের পৃথক অভিযানে ১৫ জুয়ারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে পৃথক তিনটি অভিযানে নগদ টাকা, গাঁজাসহ ১৫ জুয়ারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

    বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মঙ্গলবার রাতে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর ও কালিয়া হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
    আটককৃতরা হলো-কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার শামসুল ইসলামের ছেলে লিখন (৪০), মৃত শাহাজান খানের ছেলে ইমরান শেখ (৩০), মৃত হোসেন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ শহরের মিরপুর মহল্লার আবু বক্করের ছেলে শাহিন (২৫), মৃত আব্দুস সাত্তারের ছেলে বাপ্পী (৩০), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে আমিন শেখ (৪৮), শিবনাথপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে মুর্শিদুল সেখ (৩৪), মৃত আব্দুল বারিকের ছেলে বাবলু মিয়া (৪২), মৃত আব্দুল গণির ছেলে সাইদুল ইসলাম (৩৬), গোলবার হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), সয়দাবাদ ইউনিয়নের পশ্চিম মোহনপুর গ্রামের মোন্তাজ আলী খানের ছেলে মো. শিহাব উদ্দিন (৩০), রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মাহমুদুল হাসান (৪২), হায়দার আলীর ছেলে ফরিদুল ইসলাম (২২), ধানগড়া ইউনিয়নের মৃত ফজল শেখের ছেলে মো. নূরনবী (৩৩) ও কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত সৈয়দ ম-লের ছেলে নজরুল ইসলাম (৫০)।

    সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন সংবাদে মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে কামারখন্দ উপজেলার চর ভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে নগদ ২৫ হাজার ২৬০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
    তিনি আরও বলেন, সন্ধ্যায় শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুরে অবস্থিত সরকারি আশ্রায়ন প্রকল্প এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আরও ৫জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ১শ ৯০ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

    এছাড়াও কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া রাইসমিল এলাকা থেকে ৭ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • কাজিপুরে পুলিশ পরিচয়ে প্রতারনা চেষ্টায় গ্রেফতার,৪ পলাতক,১-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে পুলিশ পরিচয়ে প্রতারনা চেষ্টায় গ্রেফতার,৪ পলাতক,১-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলের খাসরাজবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারনা করতে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ৪ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। গত ২৪ জানুয়ারি রবিবার রাত ১০ টা ৩০ মিনিটে উপজেলার খাসরাজবাড়ি গ্ৰামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র গাজাসেবী আলমগীর হোসেন বাড়িতে এই ঘটনা ঘটে।

    গ্ৰেফতার কৃতরা হালো উপজেলার নাটুয়ারপাড়া গ্ৰামের মৃত বাহেজ উদ্দিন ব্যপারির পুত্র সাইদুল ইসলাম (৪০), ফুলজোড় গ্ৰামের নুরুল ইসলামের পুত্র আল আমিন (১৮), উত্তর তেকানি গ্ৰামের আব্দুর রশিদের পুত্র সজিব রানা (১৮), খাসশুরিবেড় গ্ৰামের জয়নাল আবেদীনের পুত্র সোহাগ রানা (১৮) এছাড়াও রেহাইশুড়িবেড় গ্ৰামের রফিকুল ইসলামের পুত্র তালহা (২০) এবং বাড়ির মালিক গাজাসেবী আলমগীর কৌশলে পালিয়ে যায়।

    নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান অভিযুক্তরা পুলিশের পোশাক পরিধান করে ও পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাড়ির সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে তল্লাশি শুরু করে এবং টাকা মালামাল লুটের চেষ্টা করলে বাড়ির সদস্যদের সন্ধ্যেহ হলে তাদের আটকে রেখে নাটুয়ারপাড়া পুলিশ ফাড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে উল্লেখিত ৪ ভুয়া পুলিশ গ্ৰেফতার করতে সক্ষম হয়।

    এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ ৬ হাজার ৮শত টাকা, পুলিশি জ্যাকেট ও ১ টি মোবাইল সেট উদ্ধার করে। এসময় গাজাসেবী আলমগীর এর বাড়ি থেকে ১শ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমগীর হোসেনের বিরুদ্ধে এবং ৫জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়েরের করে।

    প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতরা কাজিপুর থানা হেফাজতে আছে। কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ জানান, একটি মহল পুলিশের ভাবমুর্তি খুন্ন করার জন্য অবচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন সেটা কখনও ছাড় দেবে না। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

  • বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাাত ডাকাত সরদার গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাাত ডাকাত সরদার গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রামে অবশেষে সেই ৯টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক কুখ্যাত ডাকাত সরদার বেলাল হোসেন হেলাঞ্চী (৪৫) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

    বগুড়ার সনামধন্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়ার দিক নির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এর নেতৃত্বে এসআই চাঁন মিয়া এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স ২৪শে জানুয়ারি রবিবার ঢাকা মিরপুর উত্তর মীরেরবাগ ছাপড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক সেই ধুরন্দর কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার করে। পরে ২৫শে জানুয়ারি সোমবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরন করে।

    এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন পলাতক কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার বিষয়টি নন্দীগ্রাম থানার সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নিকট এক সতর্ক বার্তা। ওয়ারেন্ট ভুক্ত আসামী যতো বড় চতুর কিংবা চালাক হোক, আইন অমান্য করে মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে টেনে বের করা হবে। তাই যত তারাতারি সম্ভব সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আদালতে আত্মসমর্পণ করার জন্য সতর্ক বার্তা প্রদান করেন।

     

  • রাজধানীর আশুলিয়া মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    রাজধানীর আশুলিয়া মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    রাজধানীর সাভার আশুলিয়া মাদ্রাসা ছাত্রী(১১)কে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ মাওলানা তৌহিদ বিন আজহারকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে বুধবার (২০ জানুয়ারি) এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

    গ্রেফতার মাওলানা তৌহিদ বিন আজহার নাটোর জেলা থানার গুরদাসপুরের মৃত মো. আজাহারের ছেলে। তিনি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন।

    পুলিশ জানায় যে, কয়েক দিন আগে মাওলানা তৌহিদ বিন আজহারের স্ত্রী বাসায় ছিলেন না। সেই সুযোগে চা বানানোর কথা বলে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন। এ ছাড়া বিষয়টি অন্য কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরে বুধবার দুপুরে মাদ্রাসায় ক্লাস চলাকালীন কৌশলে পালিয় যায় ওই শিক্ষার্থী। পরে সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ করলে মামলা রুজু হয়। এ ঘটনার পরপর আত্মগোপনে চলে যায় অভিযুক্ত প্রিন্সিপাল। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর কাফরুল থানা এলাকার মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ভুক্তভোগী শিশুকে ওসিসিতে পাঠানো হয়েছে। এ ছাড়া আসামিকে আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে।