Tag: গ্রেফতার

  • ডিমলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিন্টু গ্রেফতার।

    ডিমলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিন্টু গ্রেফতার।

    ডিমলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু গ্রেফতার হয়েছে ।

    ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট গ্রামে তার ভগ্নিপতি সোলেমান আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। এছাড়া খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেফতার করেছে পুলিশ।
    ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
  • অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দালাল সহ গ্রেফতার-৭।

    অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দালাল সহ গ্রেফতার-৭।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে দালালসহ ৭ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে  আটটায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ২ দালালসহ ৭ জনকে গ্রেফতার করেন। ধৃত ব্যাক্তির হলো, নরসিংদী জেলার রায়পুর উপজেলার রাজপ্রাসাদ গ্রামের চান মিয়ার এর পুত্র মো: মনির (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোনা গ্রামের সামু সরকার এর পুত্র ঘনুরঞ্জন সরকার(২৩), নাসিরনগর উপজেলার সিংহগ্রাম এর রাজকুমার দাস এর পুত্র রাম গোবিন্দ দাস(৩৭) ও তার ছোট ভাই ধর্মদাস(২৩), লালমোহন শাহাজী’র পুত্র সুশীল শাহাজী (২০), মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মো: কামাল মিয়া’র পুত্র মো: হৃদয় মিয়া (২৫) ও মৃত ওলি রহমান এর পুত্র মোঃ মোখলেছুর রহমান (৩০)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
  • সিরাজগঞ্জে ৩৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে ৩৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে মোরছালিম(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

    মঙ্গলবার(১৭ ডিসেম্বর)দুপুরে র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন সোমবার(১৬ ডিসেম্বর) রাতে জেলার যমুনা সেতুর পশ্চিম রেলস্টেশন এলাকায় জুতার ভিতর অভিনব কায়দায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হিরোইন পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৩ শত ৩৪ গ্রাম হেরোইন এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।

    তিনি আরো বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোরছালিন চাঁপাইনবাবগঞ্জের বাজিতপুর নতুনপাড়া গ্রামের ফরজেন আলীর ছেলে।

    এ ঘটনায় আসামিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

     

  • মাধবপুরে তিন ছাত্রলীগকর্মী গ্রেফতার।

    মাধবপুরে তিন ছাত্রলীগকর্মী গ্রেফতার।

    মাধবপুর প্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। ধৃত ছাত্রলীগের কর্মীরা হলো,  মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকার এর পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিম এর পুত্র সাদ্দাম হোসেন (৩০)।
    জানা যায়, ধৃত ব্যাক্তিরা সোমবার গভীর রাতে ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাদের আটক করেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
  • কালিয়াকৈর শিহান হত্যাকারীর ৬ সদস্য গ্রেফতার।

    কালিয়াকৈর শিহান হত্যাকারীর ৬ সদস্য গ্রেফতার।

    গাজীপুর(কালিয়াকৈর)প্রতিনিধিঃ

    প্রতিদিনের মতো ঘটনার দিনও ভোরবেলা হাতে দামী মোবাইল ফোন হাতে নিয়ে শিহানের নিজ কর্মস্থলে যাতায়াত করতেন।ছিনতাইকারীরা ওই দামী মোবাইল ফোনকে টার্গেট করে দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। তাদের কেউ চায়ের দোকানদার, কেউ পরিবহন চালক, কেউ কেউ পেশাদার ছিনতাইকারী।গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫ টা ২০ মিনিট।

    শিহান অফিসে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গেলে সড়কের অপরপাশ থেকে আচমকা এসে শিহানকে পথরোধ করে আটকে দেয় ছিনতাইকারীরা। এসময় হাতের মোবাইলটি ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় শিহান। পরে ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোবাইল, মানিব্যাগ, ঘড়ি, এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রের সদস্যরা। দাঁড়ালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত শিহান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    এ ঘটনার পর নিহতের পিতা তানভির হোসেন নান্নু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
    মামলার পর ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইলের কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয়।

    সর্বশেষ সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জেলার সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন—তাকওয়া পরিবহনের চালক ময়মনসিংহ ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিমউদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজি চালক কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজি চালক কুড়িগ্রাম উলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২), আজমেরী বাসের হেলপার লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) এবং চায়ের দোকানদার ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ছয়জন গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন।

  • মাধবপুরে মাদকসম্রাট কুদ্দুস ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার।

    মাধবপুরে মাদকসম্রাট কুদ্দুস ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ মাদকসম্রাট কুদ্দুস মিয়া (৪৫) ও দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার গুদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রংয়ের প্রাইভেটকারের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদকসম্রাট কুদ্দুস মিয়া এবং তার দুই সহযোগী হৃদয় মিয়া (২৪) ও ইমরান মিয়া (২০) কে গ্রেফতার করেন।
    গ্রেফতারকৃতরা হলেন কুদ্দুস মিয়া মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের মৃত রজব আলীর পুত্র, হৃদয় মিয়া হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোহনপুর এলাকার মুছাব্বির মিয়ার পুত্র ও ইমরান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফ এর পুত্র।
    মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় তিনটি, চুনারুঘাট থানায় দুইটি, বাহুবল থানায় একটি, জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় একটি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা আছে। ধৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।##
    বার্তা প্রেরক
  • মাধবপুরে কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার।

    মাধবপুরে কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার।

    মাধবপুর(হবিগঞ্জপ্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলাসহ একাধিক অস্ত্র, চুরি, ডাকাতি ও অন্যান্য মামলার আসামী কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার করা হয়েছে।
    থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী কুখ্যাত ডাকাত  মোঃ রজব আলীকে গ্রেফতার করে সক্ষম হন। সে চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের
    মৃত মন্নর আলীর ছেলে মোঃ রজব আলী(৫৬)।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত রজব আলীর বিরুদ্ধে মাধবপুর থানাসহ অন্যান্য থানায় একটি খুন, তিনটি ডাকাতি, দুটি অস্ত্র, তিনটি চুরি ও পাঁচটি অন্যান্য মামলা রয়েছে। তিনি আরও বলেন,রজব আলীকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর আবুল কাশেম গ্রেফতার।

    কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর আবুল কাশেম গ্রেফতার।

    কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক কাউন্সিলর মো. আবুল কাশেমকে একাধিক মামলায় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা।

    রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আবুল কাশেম (৫২) কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

    তার বিরুদ্ধে সরকারি বন বিভাগের একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত এসব মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।

  • পিরোজপুরে যুব মহিলা লীগের সভাপতি যুথি গ্রেফতার।

    পিরোজপুরে যুব মহিলা লীগের সভাপতি যুথি গ্রেফতার।

    ডেস্ক নিউজঃ পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের তার নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহর এলাকার মো. আজাদ জোমাদ্দারের মেয়ে। তার বিরুদ্ধে হাতবোমা বিস্ফোরণ ও পিরোজপুর জেলা বি.এন.পি’র দলীয়  কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করে বলেন,হাতবোমা বিস্ফোরণ ও বি.এন.পি’র দলীয় অফিস ভাঙচুর মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক আইনে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     

  • মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে অভিযান পরিচালনা করে সুমন মিয়া(২৮) নামের আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।
    মঙ্গলবার (৩ ডিসেম্বর) মাধবপুর থানা এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করে। সুমন মিয়া শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের রফিক মিয়ার পুত্র।
    ২০২০ সালের একটি জিআর মামলায় সুমন মিয়াকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সুমন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমনকে আজ আটক করতে সক্ষম হয় পুলিশ।
    এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন দণ্ডপ্রাপ্ত সুমন দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।