Tag: গ্রেফতার

  • মাধবপুরে ইয়াবাসহ শীর্ষ দুই যুবক গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ শীর্ষ দুই যুবক গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ৩৬০ পিস ইয়াবা সহ মানিক মিয়া (৩২), ও মোঃ হেলাল মিয়া (৩৫) নামে দুইজন মোটরসাইকেল সহ মাদক ব‍্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
    মাধবপুর – চুনারুঘাট সার্কেল এসপি মহসিন আল মুরাদ নেতৃত্বে মঙ্গলবার (৭জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাধবপুর থানার এস আই শুভ দে, এস আই রাজীব রায়, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়েছে   উপজেলা নোয়াপাড়া ইউনিয়ন ইটাখোলা সাহেব বাড়ী গ্রামেস্হ ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব  দিকে সাহেব বাড়ী গেইট হইতে নোয়াপাড়া বাজারগামী পাকা
    রাস্তার উপর পারিবারিক কবরস্থানের সামনে মোটরসাইকেল থেকে ৩৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব‍্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হন।
    গ্রেফতারকৃত দুই আসামী হলো মানিক মিয়া (৩২),পিতা মৃত আবুল হোসেন। মোঃ হেলাল মিয়া (৩৫) পিতা মৃত নেয়াজত মিয়া, একি উপজেলা জগদীশপুর ইউনিয়নের
    উভয় খাটুরা গ্রামের।
    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, পলাতক আসামি মোঃ সোহেল মিয়া (৩৫),গ্রেফতারের চেষ্টা চলছে।তারদের বিরুদ্ধে উল্লেখিত ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
  • মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুর বাজার বাস ষ্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার (৭ জুন) সকালে ৫০০ পিস ইয়াবা সহ জরিনা বেগম (৫০) নামে এক নারী কে গ্রেফতার করেছে পুলিশ।
    থানার পুলিশ পরির্দশক (তদন্ত ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিল ওই নারী।
    গোপন সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাসষ্ট্যান্ডে এলাকার অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে বিজয়নগর উপজেলার দয়ারামপুর গুচ্ছ গ্রামের চান মিয়ার ।
    এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫’শ পিচ ইয়াবা সহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
  • সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
    র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ২ মে রাত ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় রামারচর গ্রামের নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামানে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৫(দুইশত পনের) গ্রাম হেরোইনসহ মোঃ হামিম হোসেন(৩৩)নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও নগদ-৩,৬১০/-(তিন হাজার ছয়শত দশ) টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত হামিম হোসেন(৩৩), রাজশাহী জেলার গোদাগারী থানার মহিশাল বাড়ি মাদারপুর গ্রামের মোঃ সুরমান হকের ছেলে।

    অপর আরেকটি মাদক বিরোধী অভিযানে মোঃ আলতাফ হোসেন(৫৯)নামের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তাড়াশের কোহিত উত্তরপাড়া গ্রামের মৃত রমেশ প্রামাণিকের ছেলে।

    গোপন সংবাদের ভিত্তিতে গত ১ মে রাত সোয়া ৭ টার সময় সিরাজগঞ্জের তাড়াশের উপজেলার সদর ইউনিয়নের কোহিত গ্রামের লুৎফর রহমানের গুদাম ঘরের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আলতাফ হোসেনকে গ্রেফতার করেন র‍্যাব-১২’র সদস্যরা।

    এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ। এ সময় তিনি বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নলডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নলডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নলডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। 


    নাটোরের নলডাঙ্গায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে, নলডাঙ্গা থানা পুলিশ। শনিবার (২৮ মে) বিকেলে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন,উপজেলার ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে মোঃ চাঁন এবং একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আঃ কুদ্দুস আলী।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ চাঁন ও কুদ্দুস আলীকে আটক করে পুলিশ। রাতে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়,পরে ঐ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

  • উল্লাপাড়ায় পৃথক অভিযানে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় পৃথক অভিযানে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় পৃথক অভিযানে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    সিরাজগঞ্জে উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২’র সদস্যরা মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৮ কেজি সাড়ে ৮’শ গ্রাম গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

    এ সময় মাদক ক্রয়বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল সেট নগদ সাড়ে ৯ হাজার টাকা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার ২৪ মে দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান মঙ্গলবার ২৪ মে রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের জৈবনিক রমিছা বেগমের বাড়িতে র‍্যাব-১২’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ কেজি সাড়ে ৮’শ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আশাদুল সেখ(২৫)কে গ্রেফতার করা হয়।সে উপজেলার হাটিকুমরুল গ্রামের মৃত আব্দুল জলিল শেখ।বর্তমানে সে গোলকপুর গ্রামে বসবাস করে।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    একই দিনে রাত পৌনে ২ টার সময় রামারচর গ্রামে ঢাকা-বনপাড়া মহাসড়কের পাশে নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে আরাকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার ভেরামারা থানার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জসীম উদ্দিন(২৭), ফারাকপুর চেয়ারম্যান মোড় এলাকার মৃত-কামাল উদ্দিনের ছেলে মোঃ শাহআলম(৪০) ও বাহিরচর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন(১৯)। চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

    মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • তানোরে মাদকসহ ৮ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তানোরে মাদকসহ ৮ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তানোরে মাদকসহ ৮ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার


    রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে গাঁজা বহনকারী মাইক্রোবাস গাড়িটিও জব্দ করেছে পুলিশ।

    তানোর থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌবাড়িয়া থেকে রাজশাহী গ্রামী একটি মাইক্রোবাস গোল্লাপাড়া বাজারে থামিয়ে তল্লাশি চালানো হয়।

    এসময় গাড়িতে থাকা প্রায় ১১কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া গাড়িতে করে গাঁজা বহনকারী ৬ জন যুবককে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাগচর উথানা গ্রামের আব্দুল লতিফের পুত্র মজিবর রহমান (৩৮), মৃত ইমরান আলীর পুত্র বাবু(২৪), নজরুল ইসলামের পুত্র মনিরুল ইসলাম (৩৫)।

    এছাড়া আরো আসামীরা হলেন,হবিগঞ্জ জেলার রাজুরা ইউপির মৃত মধু মিয়ার পুত্র আহম্মাদ মিয়া(২৫),একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মৃত লনি সরকারের পুত্র উত্তম সরকার(২৫) ও তানোর উপজেলার কলমা ইউনিয়নের বলদী পাড়া গ্রামের মৃত মহির মন্ডলের পুত্র ফরহাদ হোসেন (৩১)।

    এছাড়া ২১লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। মদসহ আটককৃতরা হলেন,উপজেলার কলমা ইউনিয়নের চকরতিরাম মালিপাড়া গ্রামের মৃত গাবরিয়েল মুর্মুর পুত্র ইলিয়াস মুর্মু(৩৮),একই গ্রামের মার্সেল টুডুর পুত্র সোহেল টুডু(২৫)।

    তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ভাবে অভিযান চালিয়ে মাদকসহ আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • উল্লাপাড়ায় অপহৃত মনিরুলকে পুলিশের সহায়তায়  উদ্ধার,গ্রেফতার-১। 

    উল্লাপাড়ায় অপহৃত মনিরুলকে পুলিশের সহায়তায়  উদ্ধার,গ্রেফতার-১। 

    উল্লাপাড়ায় অপহৃত মনিরুলকে পুলিশের সহায়তায়  উদ্ধার,গ্রেফতার-১। 


    উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহায়তায় শনিবার(২১ মে) গভীর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্বসাতবাড়িয়া গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকার ব্রীজের নীচ থেকে অপহরণ হওয়া মনিরুল ইসলাম (২৩)কে উদ্ধার করা হয়েছে।

    মনিরুল ইসলাম উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া (বাগানপাড়া)গ্রামের মোঃআব্দুর রহিমের ছেলে।

    মামলা সূত্রে জানা যায় গত শুক্রোবার (২০ মে)সন্ধায় একই ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাসেল রানা তার সহযোগীদে সহায়তায় মোবাইলে গেম খেলা অবস্থায় বাড়ির পাশ থেকে মনিরুল ইসলামকে অপহরন করে মোটরসাইকেলে নিয়ে যায়।  উল্লাপাড়া মডেল থানা পুলিশ অপহরণের পরিকল্পনাকারী রাসেল রানাকে গ্রেপ্তার করেন।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মনিরুলের বাবা আব্দুর রহিম বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

    আব্দুর রহিম জানান, রাসেল রানা ও তার সহযোগীরা মনিরুলকে শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশ থেকে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে যায়। অপহরণকারীরা প্রথমে মনিরুলকে হাত-পা বেঁধে সলপ রেলওয়ে স্টেশন এলাকার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের পিছনে নিয়ে যায়।পরে নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মনিরুলের বাবার নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওখান থেকে শাহজাহানপুর গ্রামের ফসলী মাঠে নিয়ে মারপিট করে।

    এরপর শনিবার রাতে মনিরুলকে নিয়ে যাওয়া হয় পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া-বেতকান্দি আঞ্চলিক সড়কের পূর্বসাতবাড়িয়া গ্রামের কবরস্থান এলাকার ব্রীজের নিচে। এখানে মনিরুলকে আরেক দফা মারপিটের পর মুঠো ফোনে মুক্তিপণের ৫০ হাজার টাকা নিয়ে পূর্বসাতবাড়িয়া গ্রামের কবরস্থানের পাশে ব্রীজের নিচে আসতে বলে।

    আব্দুর রহিম বিষয়টি উল্লাপাড়া মডেল থানার পুলিশকে জানালে পুলিশ অপহৃত মনিরুলের বাবাকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শনিবার রাত ২ টার দিকে মনিরুলকে উল্লেখিত স্থান থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে এবং অপহরনকারীর প্রধান মোঃ রাসেল রানাকে গ্রেপ্তার করেন।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম জানান, অপহরণের পরিকল্পনাকারী ও দলনেতা মোঃ রাসেল রানাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ হুমায়ুন কবির জানান মামলার রহস্য উদঘাটনের জন্য অপর আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

     

  • তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 


    সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাব-১২’র অভিযান চালিয়ে ৩’শ ২৫ গ্রাম (আনুমানিক মূল্য-৩২ লাখ) টাকার হেরোইনসহ  শীর্ষ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক  ও  মোটর সাইকেল জব্দ করেছে।  ১৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল তাড়াশ উপজেলা সদরে বারুহাসগামী রাস্তার উত্তর-পশ্চিম ওয়াবদার জনৈক মোঃ রমজান আলীর বসত বাড়ীর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ ২৫ গ্রাম (আনুমানিক মূল্য-৩২ লাখ) টাকার হেরোইনসহ শীর্ষ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক  ও  মোটর সাইকেল জব্দ করে । এ সময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল ,৩ টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীরা হলো উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী  গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে  ১) মোঃ জমিন আলী(৩৬) ও  বালসাবাড়ী, স্কুলপাড়ার মোঃ বাবর আলীর ছেলে  ২) মোঃ আবু ওয়াজকুরুনী(৩৫)।

    র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    র‌্যাব-১২’র   মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ বলেন,  এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে  তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।  এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

  • তানোরে হেরোইন সেবনের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৩।

    তানোরে হেরোইন সেবনের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৩।

    তানোরে হেরোইন সেবনের সময় ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ গ্রেফতার-৩।


    রাজশাহীর তানোরে মাদক সেবনের সময় হাতেনাতে উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

    আটককৃতরা হলেন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরনজাই ইউপির কাসারদীঘি গ্রামের সারোয়ার হোসেন শাওন, তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর পুত্র সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের পুত্র হাফিজুর রহমান।

    তানোর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে সাথে নিয়ে একটি বাড়িতে হেরোইন সেবন করছে এমন নির্ভরযোগ্য তথ্যের  ভিত্তিতে ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

    তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন,উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

  • মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ০৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

     বুধবার (১১মে) সকাল ০৬.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে  বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ০৭নং জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর চা বাগানের উজান টিলা নামক স্থানে সাদাপাতি ঘরের সামনে কাচা রাস্তার উপর হইতে সকাল ভারতীয় ০৮ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
    গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ সেলিম মিয়া @ আহাদ মিয়া (৩৮) পিতা-মৃত মিছির আলী, মোঃ স্বপন মিয়া @ কালা স্বপন (২২) পিতা-মোঃ আব্দুল হাই, মোঃ সোহেল মিয়া (২৮) পিতা-মৃত ফজর আলী,  সর্ব সাং-বেঙ্গাডোবা, ০৯নং নোয়াপাড়া ইউপি, থানা-মাধবপুর।
    মাধবপুর অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।