ওসমানীনগরে পিতাকে হত্যার অভিযোগে পুত্র গ্রেফতার।
সিলেটের ওসমানীনগরে পিতাকে হত্যার অভিযোগে পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার পশ্চিম রোকনপুরের একটি বন্যা আশ্রয়কেন্দ্র থেকে হত্যাকারী জুবেদ মিয়া(২০) কে গ্রেফতার করা হয়। হত্যাকরী জুবেদ মিয়া বাক ও শ্রবণ প্রতিবন্ধি বলে জানিয়েছে পুলিশ।
নিহত লেবু মিয়া(৫০)উপজেলার পশ্চিম রোকনপুর গ্রামের মৃত আসিফ আলীর পুত্র। গ্রেফতারকৃত জুবেদ মিয়া একই গ্রামের লেবু মিয়ার পুত্র।
জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের লেবু মিয়া একই গ্রামের বকফুল নেছাকে বিয়ে করেন। ১০ বছর আগে পারিবারিক কলহে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তিন ছেলেকে নিয়ে স্বামীর ঘর ত্যাগ করেন বকফুল। সম্প্রতি বন্যায় একটি আশ্রয়কেন্দ্রে উঠেন লেবু মিয়ার বোন আয়তুন নেছা। গত ২জুলাই তার ৮ বছরের মেয়ে সায়মা আক্তার চাঁদনীকে(৮) বন্যার পানিতে ধাক্কাদিয়ে ফেলে দেয় জুবেদ মিয়া।
বিষয়টি জেনে পরদিন লেবু মিয়া জুবেদকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুবেদ ৪ জুলাই দুপুরে লেবু মিয়ার বাড়িতে তাকে একা পেয়ে কোড়ালের হাতল দিয়ে এলাপাতাড়ি আঘাত করতে থাকে।
এক পর্যায়ে লেবু মিয়াকে বাড়ির উঠানে বন্যার পানিত ফেলে চলে যায় সে। খবর পেয়ে লেবু মিয়ার ছোট বোন আলাতুন নেছা আহত অবস্থায় লেবু মিয়াকে উদ্ধার করলে জুবেদের মা বকফুল নেছা ও খালা মিলন বেগম সিলেট এম এ জি ওসমানী মেডিকে কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিনগত রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় লেবু মিয়ার মৃত্য হয়। পুলিশের কাছ থেকে লেবু মিয়ার মৃতু্যর বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
এই বিষয়ে শুক্রবার দিবাগত রাতে ওসমানীনগর থানায় জাবেদ মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন লেবু মিয়ার ছোট বোন আয়াতুন নেছা। মামলা দায়েরের পর ওই রাতেই জাবেদ মিয়াকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করে ওসমানীনগর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্য বলেন, লেবু মিয়াকে হত্যার অভিযোগে তার পুত্র জুবেদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় ভাবে জানতে পেরেছি জুবেদ বাক ও শ্রবণ প্রতিবন্ধি। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।