Tag: গ্রেফতার
-
মাধবপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী গ্রেফতার।
নাহিদ মিয়া,মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন সময় আরো দুই জুয়াড়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়াড়ীদের কাছ থেকে ৮ হাজার ৬শত টাকা খেলায় ব্যবহৃত তাসের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়া, মঙ্গলবার (১৭-অক্টোবর) রাত্রে সাড়ে ৩ টায় খবর পেয়ে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম, এসআই মানিক কুমার সাহার নেতৃত্বে এএসআই জিয়াউর রহমানে’র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলমগীরে টিনশেড বসত ঘরে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৬ শত টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া (৪৫) একই গ্রামের মৃত শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৫), নরুল ইসলাম ছেলে এখলাছ মিয়া (৪০) ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) সর্ব খাটুরা গ্রামের খড়কী গ্রামের দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন (৩০), মৃত্যু রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান (৩৮)।মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, মঙ্গলবার দুপুরে জেলা বিচারক আদালতে সোপর্দ করা হয়েছে।দুই পলাতক জুয়াড়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। -
গোদাগাড়ীতে এক কেজি একশ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার ১৪ অক্টোবর বিকেল ৫ টার সময় হাবাসপুর গ্রামের মোঃ তাহাসান আলীর বসত বাড়ীর সামনে রঘুর মোড়, বেলালের মোড়গামী এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ তাহাসান আলী (২৭) ও মোঃ মামুনুর রশিদ ফিটু(৪৩)নামের দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি একশ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী তাহাসান আলী উপজেলার হাসাবপুর গ্রামের সাজেমান আলীর ছেলে ও মামুনার রশিদ একই উপজেলার দাঁত ঝিকিড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে।মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
-
রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।
রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী রহমত আলী (২০) কে গ্রেফতার করেছে র্যাব।শনিবার (৭ অক্টোবর) দুপুরে র্যাব -৬ এর মিডিয়া সেলের এক প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আটক রহমত আলী রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে।এর আগে গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।রামপাল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে রাকিব হোসেন সজল (২৪) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে আটক করে জেল হাজতে পাঠায়।আটক রাসেল শেখ রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেন এর ছেলে এবং অপর অভিযুক্ত গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী (২০) এ সময় পলাতক ছিল।র্যাবের মিডিয়া সেল জানান, র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে (২০) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র্যাব।এ বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান, র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রহমত আলীকে (২০) আটক করে আজ শনিবার (৭ অক্টোবর) রামপাল থানায় হস্থান্তর করে। আমরা আসামি রহমত আলীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করেছি। -
রামপালে তারচুরি মামলার পলাতক আসামি গ্রেফতার।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করেছে রামপাল থানা পুলিশ।আটককৃতরা হলেন- রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের অহিদ শেখের ছেলে পলাশ শেখ(৪১), বড় দূর্গাপুর এলাকার কুদ্দুস খানের ছেলে মোঃ সোহাগ খান(৩৬), ছায়রাবাদ গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে জাকির হাওলাদার(৩২), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত বাদশা মোড়লের ছেলে মোঃ আব্দুল লতিফ(৫৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মৃত হোসেন আলী ব্যাপারীর ছেলে সেন্টু ব্যাপারী(৪৫)।বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসামিদের আটক করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করা হয়েছে। আজ( ৬ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। -
সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে গোয়েন্দা(ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রাম জেলার কাচিচর স্কুলপাড়া গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে বিপ্লব হোসেন(২৭) ও একই জেলার রাজারহাট থানার মৃত সফর উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৪)।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান,সিরাজগঞ্জ পৌরশহরের বাজার ষ্টেশন সম্পা হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান ও চেকপোস্ট বসানো হয়। ভোর চারটার দিকে গাঁজাবহনকারী পিকআপটি থামানো হলে গ্রেফতারকৃত দুজনের আচরনের সন্দেহ হয়।
এ সময় নীল রংয়ের পিকআপ গাড়ী তল্লাশীকালে ব্যাক বডিতে বিশেষ কায়দায় রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
-
গোদাগাড়ীতে আড়াই লাখ টাকার ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ মোখলেছুর রহমান টুটুল(৩৫) নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার চার আষাড়িয়া(পানিপাড়া) গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটি কাটা ইউনিয়নের কদমহাজীর মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টুটুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের বস্তা ভর্তি ১২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর জন পালিয়ে যায়। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া বিক্রি করে বলে স্বীকারক্তি দিয়েছে।
-
রামপালে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারি মো. আহাদ শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আহাদ উপজেলার রামপাল সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আসলাম শেখের ছেলে।(২৭ জুলাই) বৃহস্পতিবার থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় ঝনঝনিয়া বাজারের মোস্তাকিন মোল্লার চায়ের দোকানের সামনে গাঁজা কেনা-বেচায় লিপ্ত আছে আহাদ। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর শ্রীবাস কুন্ডুর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ৪০(চল্লিশ) গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, গতকাল মাদক নির্মূল অভিযানে গাঁজাসহ ঝনঝনানিয়া এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। -
রামপালে পলাতক আসামি গ্রেফতার।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বা
গেরহাটের রামপালে জি আর ৬৫/০৫ মামলার দীর্ঘ দিনের পলাতক আসামি মো. তাইজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। গ্রেফতারকৃত তাইজুল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের সৈয়দ আলী হাওলাদারের পুত্র।(২৫ জুলাই) মঙ্গলবার থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিজ এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল বড় সন্ন্যাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, তাইজুল ইসলাম একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘ দিন পলাতক ছিল। তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।