Tag: গ্রেফতার

  • কালিয়াকৈরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরেন্দ্র গ্রেফতার।

    কালিয়াকৈরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরেন্দ্র গ্রেফতার।

    স্টাফ রিপোর্টারঃ
    গাজীপুরের কালিয়াকৈর টাঙ্গাইলের নাগরপুর এলাকায় পুলিশের অভিযানে হরেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।
    গাজীপুর উপজেলার উত্তর গজারিয়া এলাকায় ৭ বছরে কন্যা শিশুকে করা হয়েছে। ধর্ষনের অভিযোগে হরেন্দ্র মনি দাসকে গ্রেফতার করেছে। পুলিশ।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার উত্তর গজারিয়া গ্রামের অখিল চন্দ্র মনিদাসের শিশু কন্যা কোহেলী (৭) কে তার প্রতিবেশী অমুল্য মনিদাসের পুত্র হরেন্দ্র মনি দাস (৩৫) প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে কোহলীকে টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষন করে। এ সময় তার চিৎকারের লোকজন এগিয়ে আসলে হরেন্দ্র দৌড়ে পালিয়ে যায়।
    পরে বাড়ির লোকজন রক্তাক্তবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
    এ ঘটনায় শিশুর মা ফুলতুলি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ হরেন্দ্র কে গ্রেফতার করে।
    কালিয়াকৈর থানা পুলিশের (এস আই) জাহাঙ্গীর হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে হরেন্দ্র কে গ্রেফতার করা হয়।
  • চিরিরবন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু গ্রেফতার।

    চিরিরবন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু গ্রেফতার।

    দিনাজপুর প্রতিনিধিঃ
    দিনাজপুর চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে ভাংচুরের মামলা ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    সোমবার (৩ ফেব্রুয়ারী) আদলতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত শনিবার ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।
    চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বলেন, গত শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানকে বিমান বন্দর থানা ও চিরিরবন্দর থানা পুলিশ তাকে আটক করে। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে একটি রাজনৈতিক ভাংচুরের মামলা ছিলো সে মামলা তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  • সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার।

    সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার।

    সিরাজগঞ্জ-৩ আসন(তাড়াশ-রায়গঞ্জ)এর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আজিজকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-২ এর সদস্যরা। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বি.এন.পি নেতা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারনার সময় আ.লীগের নেতাকর্মী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।এ সময় দলীয় নেতাকর্মীরে মানব প্রাচীরে তিনি আত্মরক্ষা পান। ককটেল ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশতা করে। তার বিরুদ্ধে তাড়াশ উপজেলায় হত্যার চেষ্টা ও বিস্ফোরণ আইনে নাশকতার মামলা রয়েছে।
    মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী)র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-২ এর মিডিয়া অফিসার খান আসিফ(তপু) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় তার বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ হলো রাজধানীর কলাবাগান এলাকায় আত্মগোপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‍্যাব-২ এর সদস্যরা সোমবার(৩ ফেব্রুয়ারী) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নাগরপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক কুদরত আলী গ্রেফতার।

    নাগরপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক কুদরত আলী গ্রেফতার।

    স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের বর্বরচিত ঘটনায় ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদরত আলী (৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    নাগরপুর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা আজ ১৮ জানুয়ারী শনিবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, কুদরত আলীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে।

    অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনের সময় নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম, নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ২।

    নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় নাগরপুরের বাবনাপাড়া গ্রামের বারেকের ছেলে নাগরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) কে জুলাই ২০২৪ এর ২নং  মামলায় গ্রেফতার করা হয়েছে। সে এই মামলার এজাহার ভুক্ত আসামি। পরে, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে সিএনজি চালকেরা পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার-১১।

    লক্ষ্মীপুরে সিএনজি চালকেরা পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার-১১।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি।

    লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সদর থানায় এই মামলা দায়ের করেন।মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরো ৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর আগে রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে পুলিশ। দুপুরে আটক ১১ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সোহেল হোসেন (৩৫),সোহাগ হোসেন (২৮), জহির উদ্দিন (৫৫), মহিউদ্দিন (৫০), ইছমাইল হোসেন (৩৫), মোশারেফ হোসেন (৩১), জিয়াউর রহমান বাবু (৩১), শিপন হোসেন (২৬), বেলাল হোসেন (৪৭), মিরাজ হোসেন (২১) ও মো.কামাল মোল্লা (৫০)। গ্রেফতারকৃতরা পৌরসভার বিভিন্ন ওয়াডের্র বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলা-মারধর ও সরকারী কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। পাশাপাশি গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

    উল্লেখ্য, ফিটনেস ও লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহন চলাচল করছে। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে শহরের বাড়বাড়ির মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এসময় কয়েকটি বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ। এঘটনার জের ধরে সিএনজি চালকরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই পুলিশ কনস্টেবল দৌঁড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয়। অপর পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত সিএনজি চালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে অবরুদ্ধ দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

  • কালিয়াকৈর অস্ত্রসহ ছিনতাইকারি গ্রেফতার-মোটরসাইকেল উদ্ধার।

    কালিয়াকৈর অস্ত্রসহ ছিনতাইকারি গ্রেফতার-মোটরসাইকেল উদ্ধার।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    আজ রাত আনুমানিক চারটা তিরিশ মিনিটে জনৈক সাধন চন্দ্র সূত্রধর পিতা লক্ষণ চন্দ্র সূত্রধর, সাং কামারপাড়া, ডাকঘর কামারপাড়া, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। তার নিজ বাড়ি হতে ব্যক্তিগত টিভিএস কোম্পানির মোটরসাইকেল যার রেজিস্টার্ড নং ঢাকা মেট্রো হ ২৪ -৯৫০৯ যুগে ঢাকা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান ব্রিজের উপর পৌঁছলে হঠাৎ পিছন থেকে একটি মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে গতিরোধ করে তার কালো রংয়ের samsung galaxy মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২৩ হাজার টাকা। ও নগদ ১০ হাজার টাকা জোরপূর্বক ছিনতাই করা কালে তিনি তাদের কাজে বাধা দিলে এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। এবং ছুরি দিয়ে আঘাত করার জন্য উদ্যত হলে, তিনি প্রাণভয়ে ছিনতাইকারীদের সবকিছু নিয়ে যেতে বলেন। ছিনতাইকারীরা ভিকটিম সাধন চন্দ্র সূত্রধরের টাকা-পয়সাও মোবাইল ফোন নিয়ে পালানোর সময় নাউজুর হাইওয়ে থানার টহল অফিসার এস আই আল আমিন হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে একজন ছিনতাই কারি মোহাম্মদ রবিন (৩০),মোহাম্মদ আল আমিন মিয়া সাং বালিয়া, থানা শেরপুর সদর, জেলা শেরপুর। এ/পি,টান কালিয়াকৈর, মাদ্রাসা পাড়া (উজ্জলের বাসার ভাড়াটিয়া), থানা থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। ছিনতাই এর কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, সেজদা কারীদের ব্যবহৃত দুটি মোবাইল সেট, দুইটি ছোরা,ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপস্থিত সামনে এসআই আলামিন হোসেন জব্দ তালিকা করেন। এবং অপর দুইজন ছিনতাইকারী রনি (২৫),পিতা জাফর, সাং কালিয়াকৈর বাজার, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। এবং মজনু (৪০),পিতা সল্লু, সাং টানকালিয়াকৈর, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। তার মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা, নিয়ে পালিয়ে যায়। ধৃত আসামি রবি জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে এবং তার উত্তরটা আমি ঠিকানা প্রকাশ করে। সে জানাই যে, ছিনতাই হওয়া বর্ণিত নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ফোন পলাতক ছিনতাইকারীদের কাছে আছে। পরবর্তীতে নাউ জোর হাইওয়ে থানার অফিসার ইন চার্জ মোঃ রইছ উদ্দিন সঙ্গীও অফিসারদের নিয়ে পলাতক আসামিদের গ্রেফতারের জন্য থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। বর্ণিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন।

  • উল্লাপাড়ায় আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ায় আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহুরুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি অভিযানিক চৌকস দল।

    শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমান এর ছেলে।

    উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার অমৃত সুত্রধর শনিবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন,২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিম পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

    তিনি আরও জানান, মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা জন্য পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। গ্রেফতার হওয়া জহুরুল ইসলাম ১৭ বছর যাবত মালয়েশিয়াতে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতার করে শনিবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

  • মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোহাম্মদ আ: আলীম এর নেতৃত্বে  ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত আ: সোবহান এর পুত্র আব্দুর রাজ্জাক (৩০) ও মৃত আব্দুর নূর এর পুত্র আলমগীর (২৯)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।
  • রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার।

    রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার।

    রবিউল ইসলাম মিনালঃ

    রাজশাহী জেলার বাঘা থানা বিনোদপুর বাজার এলাকায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে পাঁকা রাস্তার হতে গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.৩৫ টায় একজন মাদককারবারিকে ৩ হাজার পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

    আটককৃত অভিযুক্তের নাম মোঃ রবিউল ইসলাম রবিন (২৩)। সে বাঘা থানাধীন পাকুরিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায় রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল আনুমানিক ০৪.২০ টায় বাঘা থানা মীরগঞ্জ বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানা এলাকায় বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে পাঁকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪.৩৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে ১৫ টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ৩০০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করে।

    প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোঃ পারভেজ (৩৬), পিতা-মৃত কালাম, সাং-পারসাওতা, থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

    ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিন ও পলাতক অভিযুক্ত মোঃ পারভেজদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

  • স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামীকে গ্রেফতার।

    স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামীকে গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
    হবিগঞ্জের মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড মারার অভিযোগ ঢাকা থেকে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো: সোহেল রানা’র নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার কমলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসিড নিক্ষেপ মামলার আসামি কুদ্দুস আলী খোকন (৪০) কে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্বাস আলীর পুত্র।
    এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গত ১ লা ডিসেম্বর কুদ্দুস আলী তার দ্বিতীয় স্ত্রী মোছা: শিউলি আক্তার (২৫) কে এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরদিন শিউলি আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের  করেন। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ টি মামলাসহ আরও অনেক মামলা আছে।