Tag: কৃষি

  • নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ।

    নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ।

    . নাটোর(নলডাঙ্গা)প্রতিনিধিঃ

    নাটোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি উপকরণ বিতরণ প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

    উদ্ভাবন,ডিজিটাল সেবা,হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের ২৫টি স্টলের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।

    এ সময় শফিকুল ইসলাম শিমুল সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২,৬১০ জন কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর খেসারী ও রাসায়নিক সার এবং ৫০% ভূর্তুকিতে ২টি কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ করেন।

    কৃষি উপকরণ বিতরণকালে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন,ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির সাথে সাথে কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের সর্বদা নিরলসভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।


    সিরাজগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় – ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করে -সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদরের আয়োজনে- মেলায় ১৯ টি স্টল করা হয়েছে।

    শনিবার (৫ মার্চ) সকালে উক্ত মেলা উদ্বোধনের পূর্বে সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার পর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সামনে – কৃষিমেলাটি সুন্দর করে সাজানো ও আলোকসজ্জা করা হয়েছে। – অতিথিগন মেলার শুভ উদ্বোধন করেন, বেলুন উড়িয়ে, ফিতাকেটে, র‍্যালী প্রদর্শন করে।
    এসময় দর্শনার্থীরা, স্থানীয় প্রান্তিক কৃষকদের অনেকে উপস্থিত ছিলেন ।

    মেলাটির শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
    এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ বেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত ও সদর এইও – কৃষিবিদ সাব্বির সিফাত । এ মেলায় স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি , বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।

  • উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে৷ শুক্রবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। মেলা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মেলার আয়োজক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য মহোদয়ের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল, সার ডিলার সমিতির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এস. এম. আমিরুল ইসলাম আরজু প্রমুখ ৷ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল ও মোঃ সাহাবুদ্দি আহমেদ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন৷ আয়োজিত কৃষি মেলায় ১৭ টি স্টল স্থান পায়৷ উদ্বোধনের পরে অতিথিবৃন্দু মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন৷

  • কুয়াশায় বোরোর বীজতলা রক্ষায় রাণীশংকৈল কৃষি কর্মকর্তার পরামর্শ ।

    কুয়াশায় বোরোর বীজতলা রক্ষায় রাণীশংকৈল কৃষি কর্মকর্তার পরামর্শ ।

    সপ্তাহজুড়ে তীব্র শীত ও কুয়াশার কারণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি মৌসুমের বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা।

    চলমান তীব্র শীত ও কুয়াশায় বোরো ধানের বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখাসহ কৃষকদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।

    রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ এই পরামর্শ দিয়েছেন।

    দেশের অন্যান্য স্থানের তুলনায় ঠাকুরগাঁও জেলায় শীতের তীব্রতা, কুয়াশা ও শৈত্যপ্রবাহ বেশি হয়ে থাকে। এই পরিস্থিতি থেকে বোরো বীজতলা ও রোপণ করা চারা রক্ষা করার জন্য পরামর্শগুলো এসেছে।

    কৃষি সম্প্রসারণ অধিদফতর সুূত্র জানায়, শীত ও কুয়াশার কারণে বোরো ধানের চারা ক্রমশ হলদে হয়ে একপর্যায়ে মারা যায়। এই সময়ে যাতে বীজতলা ও চারা ক্ষতিগ্রস্ত না হয় এ জন্য স্বচ্ছ ও পাতলা পলিথিন দিয়ে বীজতলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখতে হবে।

    বীজতলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখতে বলা হয়েছে। প্রতিদিন সকালে আগের পানি বের করে নতুন পানি দিতে হবে। এ ক্ষেত্রে গভীর নলকূপের পানি ব্যবহার করা ভালো।

    শীত ও কুয়াশায় চারা হলুদ হলে প্রতি শতক জমিতে ২৮০ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউরিয়া সার দিয়েও যদি চারা সবুজ না হয় তাহলে প্রতি শতকে ৪০০ গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে। আর পোড়া বা ঝলসানো রোগ দেখা দিলে পানিতে এজোক্সিস্ট্রোবিন বা পাইরাক্লোস্ট্রোবিন জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে দুপুরের পর ছিটিয়ে দিতে বলা হয়েছে।

    এ ছাড়া ৩৫ থেকে ৪৫ দিন বয়সের চারা রোপণ করার পরামর্শ দিয়ে বলা হয়,
    বেশি বয়সের চারা রোপণ করলে শীত ও কুয়াশায় মারা যাওয়ার ঝুঁকি কম থাকে। চারা রোপণের পর ৫ থেকে ৭ সেন্টিমিটার পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। চারা রোপণের সময় শীত ও কুয়াশা বেশি হলে একটু দেরি করে রোপণ করলেও ক্ষতি হবে না। প্রতিদিন সকালে চারায় জমে থাকা কুয়াশা ঝরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

    উপজেলার ধর্মগড়  ইউনিয়নের মন্ডলপারা  গ্রামের কৃষক মুন্জর হোসেন বলেন, ‘তীব্র শীত ও কুয়াশায় বীজতলার চারাগুলো হলুদ রং ধারণ করেছে। কৃষি বিভাগের পরামর্শে বীজতলা পরিচর্যা করছি, কিন্তু চারা সেভাবে বড় হচ্ছে না।’

    রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, কৃষি বিভাগ থেকে ইতিমধ্যে কৃষকদের বিভিন্ন তথ্য প্রদানসহ সহযোগিতা করা হয়েছে। এখন পর্যন্ত শীতের কারণে কোল্ড ইনজুরিতে বোরো বীজতলার তেমন একটা ক্ষতির খবর পাওয়া যায়নি। কৃষি বিভাগের পরামর্শে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখাসহ বিভিন্ন পরিচর্যার পদ্ধতি অনুসরণ করায় কৃষকদের প্রশংসা করেন তিনি।

    শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলার চারা হলদে হয়ে গেলে প্রতি শতক জমিতে ২৮০ গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। এ ছাড়া ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ ও ৬০ গ্রাম জিপসাম সার মিশিয়ে বীজতলায় স্প্রে করতে বলা হয়েছে।

    তিনি আরো জানান, অতিরিক্ত শীতে বীজতলার চারার গোড়া বা পাতা পচা রোগ দেখা গেলে ব্যাভিস্টিন বা মেনকোজেব গ্রুপের যেকোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। যত দিন শৈত্যপ্রবাহ থাকে, তত দিন এ পদ্ধতি প্রয়োগ করলে আশানুরূপ ফল পাওয়া যাবে।

    উল্লেখ্য, এ বছর রাণীশংকৈলে বোরো বীজতলার জন্য ৪ শত ৮’ হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এপর্যন্ত  বীজতলা করা হয়েছে ২৫০ হেক্টর জমিতে। অন্যদিকে, বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ হাজার ১৬৮ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৬৬৭মেট্রিক টন ধান

  • কুলাউড়ায় কৃষিকাজে ব্যবহার জন্য হচ্ছে স্লুইসগেট।

    কুলাউড়ায় কৃষিকাজে ব্যবহার জন্য হচ্ছে স্লুইসগেট।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ অনেক প্রত্যাশা পর কুলাউড়া কাদিপুর ইউনিয়নের ফানাই নদীর উপর নির্মাণ হচ্ছে স্লুইচ গেট।ফানাই নদী পানি কৃষিকাজে ব্যবহারের জন্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি  ৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ মধ্যদিয়ে ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইসগেট নির্মাণ কাজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে আজ।
    সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া এলজিইডির বাস্তবায়নে ও  এসএসডব্লিউআরডিপি-২ প্রকল্পের আওতায় স্লুইচ গেইটের ১০ ভেন্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফুল হক, এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, হোসেন মনসুর, আব্দুল নাহিদ চৌধুরী, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ, ঠিকাদার মুক্তাদিরুল ইসলাম তুহিন প্রমুখ।
    জানা যায় ‘কৌলারশী উপ-প্রকল্পের ১০ ভেন্ট স্লুইচ গেইট নির্মাণ কাজ’ সম্পন্ন হলে উপজেলার কাদিপুর, ভাটেরা, ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভূকশিমইলসহ ৫ ইউনিয়নের কৃষকরা বোরোসহ বিভিন্ন কৃষি মৌসুমে কৃষি কাজে পানি ব্যবহারের সুবিধা ভোগ করবে।
  • নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে অবহিতকরণ।

    নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে অবহিতকরণ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোার্টারঃ  টাঙ্গাইলের নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের সরিষা,ভূট্রা ও সব্জী উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে কৃষক কৃষানীদের প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের কর্মপরিকল্পনা নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়ন বাস্তববায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৮সেপ্টম্বর সকালে নাগরপুর উপজেলা পরিষদ কর্তৃক,বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাগরপুর উপজেলা, সহযোগিতায় উপজেলা ও উন্নয়ন প্রকল্প UGDP স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী দিন ব্যাপি নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মতিন বিশ্বাস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী মোঃসরোয়ার হোসেন,মনির হোসেন সহ ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।