Tag: কম্বল
-
বালিয়াডাঙ্গীতে জটিল কঠিন রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্যান্সার, কিডনি ও জন্মগত হৃদরোগে আক্রান্তসহ বিভিন্ন অসহনীয় রোগে ভুগছেন অনেক মানুষ। তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়া এসব অসহায় পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে ৩৩ জন রোগীর মাঝে ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকার চেক এবং ১০০ জনের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি চেক ও কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড অফিসার শফিউল আলম সরকার, উপজেলা আনসার কর্মকর্তা সাহারা বানু, উপজেলা বণিত সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।স্থানীয় সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ জন উপকারভোগীকে ৫০ হাজার টাকার চেক এবং তিনজনকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি শীত নিবারণের জন্য ১০০ জন দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।চেক গ্রহণকারী রোগীদের চোখে-মুখে ছিল কৃতজ্ঞতার ছাপ। একাধিক রোগী জানান, এই অর্থ তাদের চিকিৎসার খরচ চালাতে কিছুটা হলেও সাহায্য করবে। -
মাধবপুরে চা-শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণে জেলা প্রশাসক।
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে শ্রমিকদের মধ্যে কম্বল (শীত বস্ত্র) বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। রবিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুরমা চা-বাগানের ফ্যাক্টরির সামনে ১০০ জন চা-শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ বিন কাসেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, বাগান ব্যবস্থাপক বাবুল সরকারসহ বাগান পঞ্চায়েতের নেতাকর্মীরা। -
লক্ষ্মীপুরে শীতার্ত কোমলমতি শিশুদের মাঝে জামা, কাপড়, বয়স্কদের কম্বল বিতরন।
লক্ষ্মীপুর প্রতিনিধি।
শুক্রবার বিকালে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী রামগতি রোড পার্টি সেন্টারে প্রায় তিন শতাধিক কোমলমতি শিশু, বয়স্ক নারী পুরুষ শীতার্ত মানুষের হাতে এ কম্বল, জামা কাপড় তুলে দেন প্রধান অতিথি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
বিশেষ অতিথি লক্ষ্মীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ,আলমগীর হোসেনের দৈনিক সকালের সময়,
সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনির চৌধুরী, গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক কাজী ওসমান মোর্শেদ, সোহেল হোসেন সময় সংবাদবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক এনামুল হক, আবদুর রহিম আসাদ ও শাহেদুর রহমান রাফি, আহত প্রতিনিধি এমএ আরিফ, সাবেক টিএসআই কামরুজ্জামান, শ্রমিক ইউনিয়ন ইনসাব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম, শ্রমিক দলের নেতা মুরাদ হাসানসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি রানা বলেন, জাতীয় গণমাধ্যম কমিশন প্রায় তিন শত শিশু-কিশোরদের শীতের জামা, কাপড়, কম্বল চকলেট, জুস, বিস্কুট, উপহার নিয়ে, হাজির হওয়ার জন্য গণমাধ্যম কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ওসি মো: আব্দুল মোন্নাফ বলেন, শীতার্ত কোমলমতি শিশু ও মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
-
শাহাজালাল ইসলামী ব্যাংক আড়ানী শাখায় নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা বড়াল নদী ঘেশা হওয়ার সুবাদে ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হাড় কাপানি শীতের ঠান্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। অবশেষে তাদের পাশে দাড়িয়েছেন বাঘা উপজেলার আড়ানী বাজার শাখার শাহজালাল ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) সকাল ১১ টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে উপজেলার আড়ানী বাজার শাখার শাহজালাল ইসলামী ব্যাংক এর ম্যানেজার ফজলে রাব্বি নিজ হাতে জনগনের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেছেন।এ কম্বল পেয়ে আবেগ আপ¦ত হয়েছেন এলাকার গরিব-দুঃখি ও খেটে খাওয়া মানুষ।
আড়ানী বাজার শাখার শাহজালাল ইসলামী ব্যাংক এর ম্যানেজার ফজলে রাব্বি বলেন, গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ও দুঃস্থদের মাঝে ৩০০ পিচ কম্বল বিতরণ করেছি। শাহজালাল ইসলামী ব্যাংক কতৃক আয়োজিত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, আড়ানী বাজারের সুনামধন্য ব্যবসায়ি ছিদ্দিক মোল্লা, আব্দুল আজিজ, স্থানীয় সাংবাদিক ডাক্তার ফজলুর রহমান মুক্তা সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্সচারী বৃন্দ। -
রামপালে ওয়ার্ল্ড ভিশনের কম্বল পেল শিশুরা।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে কম্বল তুলে দেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রাফায়েল রয়, পার্থ সারথী দোবে, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা বিষয়ক অফিসার পল্টন বিশ্বাস প্রমুখ। এসময় শিশুদের মাঝে উপজেলার ৪ টি ইউনিয়নের ৩২৫০ জন শিশুকে উপহারের কম্বল দেয়া হয়। এসব কম্বল পেয়ে খুশি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত শিশুরা। -
মোটা একখানা কম্বল দিলো ৫ বছর আর কাহারো লুগুন কম্বল চাহিবা লাগিবেনি।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:এইলা ঠান্ডার দিনোত ডাকেহেনে মোটা একখান কম্বল দিলো। এইখান কম্বলতো অনেক দামি, ৫ বছর আর কাহারো লুগুন কম্বল চাহিবা লাগিবেনি। জাড়োত অবস্থা খুবেই কাহিল, ছুয়াডাক লেহেনে তাহু এলা ভালো ভাবে থাকবা পারিম। অখুদি হলেও জাড় কম লাগবে।কথাগুলো আনছারা বেগমের। দুই বছরের শিশুকে নিয়ে শীতবস্ত্র নিতে এসে এমন ভাবে অনুভুতিগুলো জানাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের এই নারী।বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উন্নত মানের ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় অসহায় প্রতিবন্ধী, বিধবা ও দু:স্থদের বাছাই করে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামের ভিক্ষুক আফতাব আলী জানান, এই কম্বলটার দাম ৩ হাজার টাকার বেশি। অন্য কম্বল এক-দুবার ধুয়ে দিলে পরে আর ব্যবহার করা যায়না। এই কম্বল অনেক উন্নত, আর কারো কাছে কম্বল চাইতে হবে না।আনছারা বেগম ও আফতাব আলীর মত ৭’শত শীতার্ত মানুষ উন্নত মানের কম্বল পেয়ে খুশি। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারী আশরাফুল ইসলাম, ডাউরেক্টর অব প্রোগ্রাম এন্ড ম্যানেজমেন্ট মিসবাহুল ইসলাম, জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দিন, জমিরিয়া মাদরাসার শিক্ষক মোহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ।উল্লেখ যে, দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রায় ৫ বছরের বেশি সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের জীবন মান উন্নয়নে কাজ করে আসছে। -
রামপালে হাবিবুন নাহার এমপি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার (জানুয়ারি) দুপুর ১২ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামের শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, বেগম হাবিবুন নাহার (এম.পি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশ। -
উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর শাহআলমের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম শাহ আলমের নিজ উদ্যোগে রবিবার বিকেলে কাওয়াক হাসপাতাল চত্বরে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৮’শ কম্বল বিতরণ করেন। ঘন কুয়াশা আর ঝিরঝির বাতাসে হাড় কাঁপানো শীতে কাবু দুস্থ মানুষ একটু উষ্ণতা পাক জনপ্রতিনিধি হিসাবে ও সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল বিতরণের আয়োজন করেন।
শীতবস্ত্র বিতরণের সময় শীতার্ত মানুষের উদ্দেশ্যে শাহ আলম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা খুব কষ্ট করছেন, এই কষ্টকে কিছুটা লাঘব করার জন্য আমার অতি ক্ষুদ্র আয়োজন। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা ও পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগত ভাবে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনের জন্য সহযোগিতা চান ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মমতাজ হাসান রিটু,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
-
তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।
তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।
তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার পৌর সদরে হতদরিদ্র,অসহায়, দুঃস্থ, পিছিয়ে পরা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন ও ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে এবং হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’র অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহবাজ খান সানি, ভিলেজ ভিশন বাংলাদেশের নির্বাহী পরিচালক শরীফ খন্দকার ও ভলান্টিয়ার ডা. রাজু,আজিম উদ্দিন,শাহাদত হোসেন সহ অনেকে।
-
রাণীশংকৈলে বীরাঙ্গনাদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২২ বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নত মানের ভারী চায়না মকম্মল কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুরবেলা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহানের ব্যক্তিগত উদ্যোগে বীরাঙ্গনা শীতার্ত অসহায় পরিবারকে এসব কম্বল দেওয়া হয়।
রাণীশংকৈল মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগমের বাসভবনে উপজেলার অসহায় ২২জন বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নতমানের কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহান, রাণীশংকৈল মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, মোবারক আলী,বাংলাাদেশে টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ।
জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহান বলেন, আমি নিজ উদ্যোগে সেবামূলক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। জীবিকা নির্বাহের জন্য অসহায় মানুষদের আর্থিক সহায়তা করছি। আজ ২২জন বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নতমানের শীতবস্ত্র কম্বল ও মাস্ক দেয়া হলো। প্রতিটি কম্বলের মূল্য প্রায় ৩ হাজার পাঁচশত টাকা।