Tag: কমিটি

  • বাঘায় আইন- শৃঙ্খলা  কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় আইন- শৃঙ্খলা  কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
    এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ ,ওসি(তদন্ত) রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ,বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ফিরোজ আহম্মেদ রঞ্জু,বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
  • ওসমানীনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা।

    ওসমানীনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা।

    খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’শ্লোগানকে সামনে নিয়ে সূচনা: বাংলাদেশে অপুষ্টি প্রতিরোধের প্রয়াস প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার,প্রানী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত,তথ্য কর্মকর্তা রুহানী আক্তার,মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসনিম, মেডিকেল অফিসার ডা: সাকিব আব্দুল্লাহ, এস ও এস শিশু পল্লী সিলেটের সহকারী পরিচালক মাজাহারুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উপজেলা সম্বনয়কারী মো: মিজানুল হক,নিউট্রেশন অফিসার ঝন্টু লাল পাল,আই ডি ই প্রতিনিধি শাহিনুর হাসান প্রমুখ।

    সভায় উপজেলার প্রান্তিক জনগোষ্টির মধ্যে পুষ্টি বিষয়ের সচেতনা বৃদ্দির আহব্বানে বক্তারা বলেন,সুস্বাস্থ্য ও সুস্থ মনের অধিকারী হতে হলে পুষ্টিকর সুষম খাদ্যে চাহিদ পূরনে সবাইকে সচেতন হতে হবে। মা ও শিশুর পুষ্টির সাথে সাথে বাড়ন্ত ও কৈশোর বয়সের ছেলে-মেয়েদের পুষ্টির দিকেও গুরুত্ব দিতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির গুরুত্ব অপরিহার্য। করোনার ৩য় ধাপ ওমিক্রন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিধি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

    ওসমানীনগরের প্রতিটি গ্রামের বাসিন্দাদের অপুষ্টি দূরীকরনে সম্মেলিত প্রচেষ্টার বাস্থবায়নে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বাঙলা কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটিকে বাকসাস‍‍’র শুভেচ্ছা।

    বাঙলা কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটিকে বাকসাস‍‍’র শুভেচ্ছা।

    সরকারি বাঙলা কলেজ শিক্ষক প‌রিষদের নব-‌নির্বা‌চিত ক‌মি‌টিকে ফুল দি‌য়ে শুভেচ্ছা জা‌নিয়েছে বাঙলা কলেজ সাংবাদিক স‌মিতি (বাকসাস)।
    রোববার (৯ জানুয়া‌রি) সকালে বাঙলা কলেজ সাংবা‌দিক সমি‌তির সভাপ‌তি নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক জাফর ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
    এ সময় নব-‌নির্বা‌চিত ‌সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী বলেন, এবারের শিক্ষক পরিষদ নির্বাচনে বাকসাস’র ভূমিকা ছিলো প্রশংসনীয়। এছাড়া ক্যাম্পাসে সকল কার্যক্রমে তাদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। বাকসাস’কে ধন্যবাদ জানাচ্ছি। তাদের যেকোন সহযোগিতায় শিক্ষক পরিষদ পাশে থাকবে।
    বাকসাসের সভাপতি নাজমুল হোসেন বলেন, বাকসাস শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণ ও কলেজস্থ নানামুখী কার্যক্রমে সম্পৃক্ত থেকেছে। নতুন শিক্ষক পরিষদকে সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, নতুন এই পরিষদ শিক্ষার্থী-শিক্ষকদের হৃদ্যতাপূর্ণ সমন্বয়ে অনুঘটক হিসেবে কাজ করবে।
    এ সময়ে শিক্ষক প‌রিষদের নব-‌নির্বা‌চিত যুগ্ম-সম্পাদক ড. সিকান্দার আলী ভুঁইয়া, দপ্তর সম্পাদক  সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল হুদা, বিনোদন ও ক্রীড়া সম্পাদক প্রসেনজিৎ গাইন, অধ্যাপক প্র‌তি‌নি‌ধি হিসেবে ড. শা‌হীনারা বেগম, সহকারী অধ্যাপক প্র‌তি‌নি‌ধি নাস‌রীন আক্তার ও প্রভাষক প্রতি‌নি‌ধি আ‌মিনুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।
  • বাঙলা কলেজ শাখা বাঁধনের নতুন কমিটি গঠন। 

    বাঙলা কলেজ শাখা বাঁধনের নতুন কমিটি গঠন। 

    ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাধন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে  ক্যাম্পাসের হল রুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের মো সফরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মাহমুদুল হাসান হাসান।
    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ মাহফুজুর রহমান, সহ-সভাপতি-২ সিনথিয়া আক্তার, সহ-সাধারণ সম্পাদক- হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক-কে.এম জুবায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম , কোষাধ্যক্ষ- লিটন হোসেন, দপ্তর সম্পাদক- আরিফুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক- সুমন হোসেন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক- শেখ তানসেন, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম আকাশ, সিফত ফারজানা মৌনতা, বিল্লাহ হোসেন, সামানিয়া জান্নাতি মুন,লিয়াকত ইসলাম,  জোনাল প্রতিনিধি আসিফ আলমগীর।
    সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসিফ আলমগীর সায়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান, উপধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন।
    এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাধনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈন সরকার বাপ্পি, ঢাকা সিটি জোনের সভাপতি আতিকুর রাহিমসহ প্রমুখ।
    এসময় বক্তারা মানবতার সেবায় বাধনের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বাধন একটি রক্তদাতাদের সংগঠন হলেও মানবতার বিভিন্ন পর্যায়ে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা ভবিষ্যতেও এই মহতি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।
    উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন ‘বাধন’। সেই থেকে বাধন  মুমূর্ষুদের প্রয়োজনে বিনামূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।
  • বড়লেখার রিপন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত।

    বড়লেখার রিপন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত।

    সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গঠিত বাংলাদেশের জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ২০২২-২০২৩ সালের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

    সোমবার ৩ জানুয়ারি সন্ধায় রাজধানী ঢাকা’স্থ নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২০২২-২০২৩ সালের নিসচা কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন।

    ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সন্তান তাহমীদ ইশাদ রিপন।

    উল্লেখ্য, তাহমীদ ইশাদ রিপন নিসচার বড়লেখা উপজেলা সভাপতির দ্বায়িত্ব পালন করছেন, এছাড়া তিনি দীর্ঘদিন নিসচা বড়লেখা উপজেলা শাখার আহবায়ক ও সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন।

    এসময় তাহমীদ ইশাদ রিপন বলেন, কেন্দ্রীয় কমিটিতে আমি কার্যকরী সদস্যপদে নির্বাচিত হবো সেট কখনো ভাবিনি। গতকাল রাত সাড়ে ৭ ঘটিকায় কেন্দ্র থেকে বার্তা আসার পর তাৎক্ষণিকভাবে আবেগে আপ্লূত হয়ে পরেছিলাম।

    তিনি নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি অসংখ্য ধন্যবাদসহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    তিনি আরোও বলেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং নিসচা বড়লেখা উপজেলা শাখাসহ সকল সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, শুধী-শুভাকাঙ্ক্ষী মহোদয়বৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কামনা এবং অতিথের মতো বর্তমান ভবিষ্যতেও দোয়া, ভালোবাসা, পরামর্শ, সহযোগিতা দিয়ে পাশে থাকার প্রত্যাশা কামনা করেন।

  • কলাপাড়ায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তোলপাড়।

    কলাপাড়ায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তোলপাড়।

    পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রধান শিক্ষকের যোগসাজসে সাবেক সভাপতি কমিটি গঠনের সকল নীতিমালা ভঙ্গ করে নিজের স্ত্রী মাহাফুজা বেগমকে সভাপতি করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

    এনিয়ে ক্ষুদ্ধ অভিভাবক মহল অনিয়ম তান্ত্রিক উপায়ে গঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল ও বিদ্যালয়ের নীতিমালা অনুসরন করে ম্যানেজিং কমিটি গঠনের জন্য শিক্ষা মন্ত্রালয়ের সচিব বরাবর আবেদন করেছেন।

    নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক হারুন হাওলাদার বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিছু পদ্ধতি অনুসরন করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব কিছু গোপনে সম্পন্ন করেন। বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির ভোটার তালিকা, তফসিল ঘোষনা, মনোনয়ন পত্র বিতরন সকল প্রক্রিয়া করা হয়েছে গোপনে। এ কারনে তারা নির্বাচনে অংশ করতে পারেননি।
    অপর অভিভাবক মো.হানিফ বলেন, আমার ছেলে ওই বিদ্যালয়ে লেখা পড়া করে। তবে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন কবে হয়েছে, এমনকি কমিটির সভাপতির নাম পর্যন্ত জানিনা। কয়েক দিন আগে শুনেছি গোপনে সাবেক সভাপতি মকবুল দফাদারের স্ত্রীকে কমিটির সভাপতি বানিয়েছে।

    আবদুল ছত্তার হাওলাদার বলেন, এই সদ্য ঘোষিত কমিটি বাতিল করে। বিদ্যালয়ের উন্নয়নের সার্থে সকলকে নিয়ে একটি সুন্দর, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি কমিটি গঠন করা হোক।
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো.দুলাল হোসেন বলেন, বিদ্যালয়ের দপ্তরি আবদুল হক স্বাক্ষর নিতে আমার বাড়িতে আসে। স্বাক্ষর দেয়ার কারন জানতে চাইলে দপ্তরি বলে স্কুলের ম্যানেজিং কমিটি হয়ে গেছে আপনাকে সদস্য হিসাবে রাখা হয়েছে এজন্য স্বাক্ষর লাগবে। আমি হতবাক হয়ে বলেছি কমিটি যখন হয়ে গেছে তাহলে স্বাক্ষর দেয়ার প্রয়োজন কি?

    বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুবির্মল সরকার বলেন, শ্রেনিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের জানিয়ে বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। তবে বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতির নাম জানতে চাইলে তিনি বলেন আমার খেয়াল নাই।
    স্কুলের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, প্রধান শিক্ষক আমাদের ক্লাসে এসে বলেছেন তোমাদের কাছে কোন অফিসার ক্লাসে এসে ম্যানেজিং কমিটির ব্যপারে জানতে চাইলে তোমরা বলবা আমাদের বিদ্যালয় প্রতিবছর যেভাবে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয় সেভাবেই হয়েছে।

    বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ জান্নাতি বলেন, স্যার ক্লাসে এসে কমিটি গঠনের ব্যাপারে এসব কথা শিখিয়ে দিয়েছেন। এবং তোমরা বাড়ি যাবার পথেও যদি কোন লোক জানতে চায় তাহলে বলবে আমাদের জানিয়ে ম্যানেজিং কমিটি গঠন হয়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইউব আলী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমান বলেন, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ইতোপূর্বে সম্পন্ন হয়েছে। এই কমিটি গঠন ও নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ২৫ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ।

    ২৫ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ।

    ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ এস এ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদারকে সাধারন সম্পাদক করে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার বিকেলে শহরের রৌজ গার্ডেন্ট রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বিজয় টিভির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তীর সভাপতিত্বে ও দৈনিক মুক্ত খবরের প্রতিিিনধ একে মিলন আহমদের সঞ্চালনায় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ তালুকদার,(ঢাকা প্রতিদিন), সহ সভাপতি অশোক তালুকদার,(মধুমতি টিভি),যুগ্ম সাধারন সম্পাদক একে মিলন আহমদ (দৈনিক মুক্ত খবর),সহ সাধারন সম্পাদক আব্দুল শহিদ(দৈনিক বিজয়ের কণ্ঠ),সহ সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন(দৈনিক আমার বার্তা),সহ সাধারন সম্পাদক মুহিবুর রেজা টুনু (দৈনিক আজকের বসুন্ধরা), দপ্তর সম্পাদক এমরান হোসেন (আনন্দ টিভি),প্রচার সম্পাদক-মিজানুর রহমান রুমান (দৈনিক হাওরাঞ্চলের কথা),নারী সম্পাদক জাকিয়া সুলতানা(দৈনিক প্রভাত),নির্বাহী সদস্য বিপলু রঞ্জন দাস(দৈনিক ডেসটিনি),আব্দুল কদ্দুস(দৈনিক আজকের প্রভাত),আবু হানিফ(দৈনিক আমার সংবাদ),তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ(দৈনিক আমার সংবাদ),ক্রীড়া সম্পাদক আলী হোসেন(দৈনিক আলোর বার্তা)। সদস্যবৃন্দগণ হচ্ছেন মো. মোশাহিদ আহমদ (দৈনিক দেশ জগত),মোশারফ হোসেন লিটন(দৈনিক বিশ্ব মানচিত্র), আব্দ্লু আলীম(দৈনিক দেশকাল),উস্তার আলী(দৈনিক বর্তমান সময়) এম তাজুল ইসলাম তারেক(দৈনিক সন্ধাবানী) মো. আব্দুল কাইয়ূম(দৈনিক প্রতিদিনের সংবাদ) মো. উজ্জল হোসেন(দৈনিক হাওর বার্তা) ও তুষার আহমদ টিপু(দৈনিক সিলেট এক্রপেস)।

  • ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন।

    ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন।

    ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক মনোজ কুমার দাশকে সভাপতি ও ডা. পান্ডব কুমার পালকে সাধারণ সম্পাদক এবং বিদ্যুত পালকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    এ উপলক্ষে সম্প্রতি সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের রাধা মধাব মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক চয়ন পাল, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব সংকর সেন। সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে মনোজ কুমার দাশ, সাধারণ সম্পাদক ডা. পান্ডব কুমার পাল ও সাংগঠনিক সম্পাদক পদে বিদ্যুত পালকে নির্বাচিত করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য স্বপন কুমার দাশ। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য শশাংক পাল ও শিক্ষক মনোজ কুমার দাশ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. নিরঞ্জন সূত্রধর, আহবায়ক কমিটির সদস্য শিক্ষক প্রানেশ দাশ, কাঞ্চন দে, শিক্ষক সংকর লাল সেন, রিপন নাগ, সজল দে, শিক্ষক অজিত দেব, নেপুর গুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অশোক কুমার দে, মোবারকপুর মহামায়া যুব সংঘের কোষাধ্যক্ষ দেবাশীষ তলুকদার ফটিক, রাধা মধাব আখরার সভাপতি অজিত কুমার দাশ ও সাধারণ সম্পাদক শিক্ষক নিখিল কুমার দাশ প্রমুখ।

  • এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন।

    এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠিত হয়েছে এবং এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ নর্থ টাউন হোটেল আনন্দঘন পরিবেশে জাঁকজমক ও স্বতঃস্ফুর্ত ভাবে -ওই বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠানে – প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    তিনি তার বক্তব্যে বলেন, সেবাই এপেক্স ক্লাবের মূল কার্যক্রম, আর্ত মানবেতার সেবা করা সহ মহামারী ও দূর্যোগকালীন সময়ে আন্তর্জাতিক এ সংগঠনটি ব্যাপকভাবে গুরুপূর্ণ ভূমিকা পালন করায় তাদের সাধুবাদ জানাই। এই বৈশ্বিক মহামারী করোনাকালে মানুষের মাঝে সচেতনামূলক বৃদ্ধি করার লক্ষ্যে – সিরাজগঞ্জে তারা লিফটেট, মাস্ক, হ্যান্ড সানেটারীজ, নেবুলাইজার মেশিন ও জরুরী ঔষধ বিতরন করা সহ কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে। অসহায় ও এতিম শিশু শিক্ষার্থীদের পোষাক, পবিত্র কোরান ও পুস্তক প্রদান করেছে – তারা এমনি ভাবে ভালোকাজের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক নারী দিবস পালন করা সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন অনু্ষ্ঠান করে দেশে ব্যাপক গুরুপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সুনাম অর্জন করছে এজন্য এপেক্স ক্লাবের আরো উত্তরাত্তোর সমৃদ্ধি কামনা করছি ।

    এতে সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ রায়হান কবীর মিঠু।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক আলী,এপেক্স ক্লাব অব নাটোরের ডিষ্ট্রিক নাইনের ডিজি ইলেক্টেড এপেক্সয়িান মোঃ তাজুল ইসলাম,পাস্ট ডিষ্ট্রিক গর্ভণর এপেক্সিয়ান অ্যাডঃ আব্বাস আলী,এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান হেলাল আহমেদ,এপেক্স ক্লাব অব বগুড়া’র পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডাঃ শফিকুল ইসলাম,ফাউন্ডার আনোয়ারুল ইসলাম বাচ্চু প্রমুখ।

    স্বাগত বক্তব্যে রাখেন,এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সেক্রেটারি এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান।

    প্রতিবেদন উপস্থাপন করেন,এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান মোঃ আল আমীন তালুকদার ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ ফরিদুল হক,এপেক্সিয়ান মাকসুদা খাতুন,এপেক্সিয়ান এ,এইচ এম মহিবুল্লাহ মুহিব, এপেক্সিয়ান মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা । অনু্ষ্ঠানে সর্বসম্মতক্রমে- এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের একবছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

    এতে প্রেসিডেন্ট এপেক্সিয়ান এ,এইচ,এম মহিবুল্লাহ মুহিব,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফরিদুল হক,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান,সেক্টেটারী এন্ড ডিএনই এপেক্সিয়ান আল- আমীন তালুকদার,আই পিপি এন্ড ডিরেক্টর এপেক্সিয়ান রায়হান কবীর মিঠু,ট্রেজারার এপেক্সিয়ান আনছার আলী,সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুস ছালাম,মেম্বারশীপ এন্ড এ্যাটেন্ড ডিরেক্টর এপেক্সিয়ান কামরুল হাসান সুইট,ফিলোশীপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান আনোয়ার হোসেন,পাবলিক স্পিকিং এন্ড ডেপেটিং ডিরেক্টর এপেক্সিয়ান এনামূল কবীর ও সার্জেন্ট এ্যান্ড আর্মস এপেক্সিয়ান কোরবান আলী।অনু্ষ্ঠানের শেষ পর্বে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন সহ ডিনার করা হয়।

  • বাঙলা কলেজস্থ রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন।

    বাঙলা কলেজস্থ রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন।

    সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি: রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ সরকারি বাঙলা কলেজ শাখার নতুন  কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির সভাপতি হিসেবে ফারহান তানভীর (অমি) ও সাধারণ সম্পাদক হিসেবে নয়ন হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার এ কমিটির অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
    ৬৯ সদস্যের ওই কমিটিতে সহ-সভাপতি হিসেবে জাকির হোসেন, ইমরান হোসাইন, মেহেদী হাসান (শিশির), মিজানুর রহমান (মিজান) আরিফুল ইসলাম জয়,ফয়সাল হোসাইন।
    যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান নয়ন,অস্কুর মাহমুদ, শামিম হোসেন,আব্দুললাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক পদে নিশাত মাহমুদ, ফয়সাল খান রিয়াল,আতিকুর রহমান, রাশেদ মন্ডল, ফয়সাল আহমেদ (শিশির) এর নাম ঘোষণা করা হয়।
    নব-নির্বাচিত সভাপতি ফারহান তানভীর (অমি) বলেন,সংগঠনের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম ধারাবাহিকতার সাথে পরিচালনা করে একটি গতিশীল সংগঠন  উপহার দেওয়া ও আলোকিত  রাজবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ  সব সময় পাশে থাকবে।
    রাজবাড়ী জেলা থেকে যেন সামনের বছরগুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী স্বপ্নের বাঙলা কলেজে চান্স পেয়ে রাজবাড়ী কে আলোকিত করতে পারে সেদিকটায় আমি গুরুত্ব দিবো।