Tag: কমিটি

  • বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দু‘গ্রæপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ২৮ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের পিকআপ ভাংচুর করা হয়েছে। এ সময় ১৫/২০ রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে পুলিশ।

    সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহন করেন। এর পর কোরআন তেলায়াত,গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে  পরিস্থিতি শান্ত হলে কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হয়। এতে সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন।
    জানা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা সম্মেলন মঞ্চের সামনে প্রবেশ করে আক্কাছ ভাই আক্কাছ ভাই বলে শ্লোগান দিতে থাকে। এ সময় তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সমর্থক ও আক্কাছ আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা, চেয়ার ভাংচুর, কাঠের বাটাম ,দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ব্যবহার করা হয়। প্রায় আধা ঘন্টা এই সংঘর্ষ চলে ।
    এ সময় সম্মেলনে আসা আগত লোকজন দৌড়া দৌড়ি ও ছুটা ছুটি করে সম্মেলন স্থল ত্যাগ করেন। এ সংঘর্ষে আহত হয়েছে, একজন নেতার প্রেস সহকারি এমএসএ রেজা, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,শাহরিয়ার হোসেন,সিরাজুল ইসলাম,সাইফুর ইসলাম,মুরাদ হোসেন,লিটন ভুঁইয়া,আলম হোসেন,সুজন আলী , বাঘা থানার এসআই তৈয়ব আলী, জাহাঙ্গীর হোসেন, এএসআই সাজদার রহমান, পুলিশ সদস্য শাজাহান আলী, মতিউর রহমান, তাজুল ইসলাম, মনি হোসেনসহ অন্তত ২৮ জন। এর মধ্যে আহত পুলিশদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    পরিস্থিতি শান্ত হলে ঘণ্টাখানেক পর হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে,সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার,  রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি),যুগ্ন সাধাারন সম্পাদক এ্যাড. লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।
    এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, বিনা উস্কানীতে চলমান সমাবেশে প্রবেশ করে  আক্কাছ আলী ও তাঁর লোকজন এসে হামলা করেছেন। আ.লীগের কেন্দ্রীয় নেতার সামনে অনেক নেতাকর্মীকে আহত করেছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
    এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, শান্তিপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। আমার নেতাকর্মীদের নিয়ে শ্লোগান দিতে দিতে সম্মেলন মঞ্চের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন বাধা দেন। এতে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
    এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একটি পিকআপ গাড়ী ভাংচুর করা হয়েছে। এ সময় ১৫/২০ রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
  • চেয়ারম্যান সুমনকে উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিভিন্ন মহলের অভিনন্দন।

    চেয়ারম্যান সুমনকে উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিভিন্ন মহলের অভিনন্দন।

    চেয়ারম্যান সুমনকে উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিভিন্ন মহলের অভিনন্দন।


    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী ভারশোঁ ইউনিয়ন পরিষদের তরুন উদীয়মান পরপর দুবারের নির্বাচিত চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন কে মান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। এখবরে ভারশোঁ ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উৎফল্লিত।

    চেয়ারম্যান সুমন জানান, আমার মত ক্ষুদ্র ব্যক্তিকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য করায় আমার রাজনৈতিক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী একাধিক বারের সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতি বিদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।তিনি আরো বলেন তার দিক নির্দেশনায় যাবতীয় উন্নয়ন কর্মকান্ড এবং দল পরিচালনা করার সুফল হিসেবে আমাকে কমিটিতে নেওয়া হয়েছে।

    তিনি বর্তমান সভাপতি নাজিম উদ্দীন মন্ডল ও সাধারন সম্পাদক এডভোকেট নাহিদ মোর্শেদ বাবুর উপরেও কৃতজ্ঞতা জানিয়েছেন ।

    সুমন বিগত ২০১৬ সালে দলীয় প্রতীকে প্রথম বারের মত নৌকা পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার উন্নয়ন গ্রাম্য আদালত পরিচালা এবং সেবক হয়ে কাজ করার জন্য নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা পান। তিনি চলতি বছরে পুনরায় নৌকা প্রতীক পেয়ে নানা প্রতিকূলতার অবসান ঘটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আপামর জনতার ভোটে। তারপরও বিদ্রোহী প্রার্থীর মামলার বেড়াজাল ভেঙ্গে, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শপথ নিয়ে পুনরায় দায়িত্ব নেন তরুন প্রজন্মের আইকন মোস্তাফিজুর রহমান সুমন। স্বাধীনের পর থেকে ভারশোঁ ইউপির পরপর দুবার কেউ নির্বাচিত হতে পারেন নি। কিন্তু সুমন সেই ইতিহাস ভেঙ্গে নির্বাচিত হয়েছেন।

    এছাড়াও তরুন এই চেয়ারম্যান কে উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করায় ভারশোঁ ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ বিভিন্ন মহল অভিনন্দন জানান।সেই সাথে চেয়ারম্যান সুমনের আগামীর তরুন প্রজন্মের আইকন নেতৃত্বে পরিনত হবেন বলে আশাবাদী ভারশোঁ ইউপি আপামর জনতা। তার সফলতা কামনা করেন ভারশোঁ ইউপির বীর মুক্তিযোদ্ধারা।

    চেয়ারম্যান সুমন জানান, আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুন মেধাবী নেতৃত্বের প্রয়োজন হয়ে পড়েছে।আমার অভিভাবক মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন প্রামাণিকের পরামর্শে ও দিকনির্দেশনায় কাজ করার জন্য ভারশোঁ ইউনিয়ন মডেল ইউনিয়নে পরিনত হয়েছে। আমি যে সব এলাকায় ভোট কম পেয়েছি সে সব এলাকা থেকে উন্নয়ন শুরু করেছি।আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। নিরপেক্ষ মনোভাব নিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি।হয়তো এজন্যই দল আমাকে মুল্যায়ন করেছে। ইউপির উন্নয়নের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তরুণ উদীয়মান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।

  • ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত।

    ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত।

    ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত।

    আজ (১১ মার্চ-২২) জুমাবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী জলদী দারুল করীম মাদ্রাসা মিলনায়তনে মাওলানা হাশরম বিন কাদের এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিম জিহাদীর সঞ্চালনা ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন অবিভক্ত চট্টগ্রাম জেলা সভাপতি: হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব।
    বিশেষ অতিথি ছিলেন, যুব আন্দোলন চট্টগ্রাম জেলা [দক্ষিণ] সভাপতি : মাওলানা ফয়জুল্লাহ,
    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সেক্রেটারী: মাওলানা জসিম উদ্দীন মিছবাহ।

    প্রধান বক্তা ছিলেন, যুব আন্দোলন চট্টগ্রাম জেলা [দক্ষিণ] সাধারণ সম্পাদক : মাওলানা আমান উল্লাহ হাসান।
    এছাড়াও উপস্থিত ছিলেন যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।

    সম্মেলন শেষে যুব আন্দোলন উপজেলা শাখার
    ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি সাহেব।

    নতুন কমিটিঃ
    সভাপতি : মাওলানা হাশেম বিন কাদের
    সহ-সভাপতি : মাওলানা আব্দুর রহিম জিহাদী
    সাধারণ সম্পাদক : মাওলানা খালেদ সাইফুল্লাহ

  • নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন,সভাপতি দুলাল, সম্পাদক জাহিদ ।

    নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন,সভাপতি দুলাল, সম্পাদক জাহিদ ।

    নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন,সভাপতি দুলাল, সম্পাদক জাহিদ ।


    বাংলাদেশ ছাত্রলীগ বগুড়ার নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের জন্য নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

    দুলাল হোসেন কে সভাপতি আল জাহিদ কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ (১মার্চ মঙ্গলবার ) এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি,রাকিব হোসেন,মিনহাজুল আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমুহ সাকিব কৌশিক, আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন।আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপজেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা ছাত্রলীগ।

    এদিকে পৌর ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি নতুন কমিটির সফলতা কামনা করেছেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

  • বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি গঠন।

    বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি গঠন।

    বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি গঠন।

    সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের (জিবিসিএসসি) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ড. ফের‌দৌসী খান আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

    এতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু রায়হান মো. ওমর ফারুককে সভাপ‌তি এবং একই বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক ক‌রে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
    ক‌মি‌টির অন্যান্য সদস্যরা হ‌লেন, সহ-সভাপ‌তি মকিবুল ইসলাম সিয়াম ও  ইহতি শামুন,যুগ্ম সাধারণ সম্পাদক বায়েদ, সাংগঠ‌নিক সম্পাদক মো. সাহেদুর রহমান (সোহাগ), দপ্তর সম্পাদক শফিক, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফসানা, সহ-প্রচার সম্পাদক ফারজানা আক্তার লিমা, জাতীয় সম্পর্ক বিষয়ক সম্পাদক শাওন আহম্মেদ (শুভ্র), প্রজেক্ট সম্পাদক মুত্তাকী, সহ প্রজেক্ট সম্পাদক মো. সেলিম, গবেষণা বিষয়ক সম্পাদক-নোমান ইসলাম, সহ-গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাদিকুর রহমান সজিব, তথ্য ও গনমাধ্যম সম্পাদক সাজরাতুল সাকিব, উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ সিয়াম, সহ-উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক শিশির আহমেদ, উচ্চ মাধ্যমিক দলনেতা মো. সৈকত, অলম্পিয়াড বিষয়ক সম্পাদক মো. আল আমিন।
    এছাড়া্র কার্য‌নির্বাহী সদস্যরা হ‌লেন, সেলিম, রাসেল,জুই, সজিব, এনামুল হক, জাহিদ হাসান,পিয়াস, রাজিন।
  • মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    হবিগঞ্জের মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের ৩য় তলায় মাসিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর উপস্থিতিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, নব-নির্বাচিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন।
    ধর্মঘর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল,আন্দিউড়া ইউপি”র চেয়ারম্যান আতিকুল রহমান (আতিক), জগদীপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খান,আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান কাসেদ চৌধুরী, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপস, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ , কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান সহ প্রমুখ।
    এতে বক্তারা বলেন, মাধবপুর উপজেলা হবে সুন্দর আধুনিক ডিজিটাল মাদক মুক্ত উপজেলা। বক্তারা আরও বলেন, সব সময় স্বাস্থ্য সচেতনতায় থাকতে হবে ও বাল্য বিবাহ রোধ করতে হবে।
  • ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ।

    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ।

    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ।


    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

    শুক্রবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকটে মোস্তাক আলম টুলু।

    এসময় নব-নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ অন্যান্য নব-নির্বাচিত নেৃতৃবৃন্দরা শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ শেষে বিদায়ী সভাপতি তানভির হাসান তানু নব-নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আউয়াল এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি তানভির হাসান তানুর সভাপতিত্বে শপথবাক্য পাঠ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট অরুনাংশু দত্ত টিটো।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহকারী নির্বাচন কমিশনার কামরুল হাসান প্রমুখ।

    এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।

    বক্তারা বলেন, সাংবাদিকদের এই সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিকের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। স্বাধীনতার স্বপক্ষে বস্তনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের অন্যতম একটি দায়িত্ব। সমাজের বিভিন্ন বিষয়ে আগাম তথ্য দিয়ে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরা। এই ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বলে আমরা আশা করছি।

    উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের নবাগত কমিটি গঠন।

    কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের নবাগত কমিটি গঠন।

    অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ এর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কমিটি (২০২২-২০২৩) গঠন করা হয়েছে।

     এ উপলক্ষে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায়   প্রথমেই পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
    অনুষ্ঠানে ২য় পর্বে সভাপতিত্ব করেন সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের প্রভাষক শাহরিয়ার জেবিন, প্রভাষক হামিদা খাতুন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, মণিপুরি ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, নারী উদ্যোক্তা মৌসুমী জাহান, কবি নির্মল এস পলাশ, সংগীত শিল্পী রমা কান্ত গোয়ালা প্রমুখ।
    আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৈনিক সমকাল জননন্দিত একটি পত্রিকা। ইতোমধ্যে পাঠকদের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জনগণের চাহিদা, মানুষের দুঃখ-দুর্দশা, চিন্তা চেতনার খোরাক যোগাচ্ছে। সেই পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বক্তারা আরো বলেন, নতুন কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গঠনে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পিন্টু দেবনাথকে সভাপতি, মো. মোনায়েম খানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিস্ট সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন- প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাস চন্দ্র সিংহ সহ-সভাপতি, এলিসন মুঙ যগ্মসম্পাদক, সেলিম আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক, আকাশ আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক, হামিদা খাতুন অর্থ সম্পাদক, মিজানুর রহমান দফতর সম্পাদক, শাহরিয়া জেবিন সাহিত্য সম্পাদক, দিপু আহমেদ রাসেল সহ সাহিত্য সম্পাদক, রমা কান্ত গোয়ালা সাংস্কৃতিক সম্পাদক, মৌসুমী জাহান নারী বিষয়ক সম্পাদক, সীতারাম বীন সমাজ কল্যাণ সম্পাদক, প্রতাপ চন্দ্র কর সহ-সমাজকল্যান সম্পাদক, সুমন রঞ্জন দাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, নাজমুল আহমদ পাঠচক্র সম্পাদক, নির্বাহী সদস্য: শাব্বির এলাহী, জয়নাল আবেদীন, নির্মল এস পলাশ, রাজকুমার সৌমেন্দ্র সিংহ, আহমেদুজ্জামান আলম, আলমগীর হোসেন, সালাউদ্দিন শুভ, মঙ্গলী কৈরীসহ ৪১ সদস্য বিশিষ্ট সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

  • রামগঞ্জে এস.এম.সি কমিটি গঠনে ভোটে জিতেও ছত্রলীগ নেতার হুমকিতে ৩ সদস্য বাড়ি ছাড়া।

    রামগঞ্জে এস.এম.সি কমিটি গঠনে ভোটে জিতেও ছত্রলীগ নেতার হুমকিতে ৩ সদস্য বাড়ি ছাড়া।

    লক্ষ্মীপুরের রামগঞ্জে নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রলীগ নেতা ফয়সালের অপছন্দের তিন অভিভাক সদস্য ভোটে বিজয়ী হন। পরবর্তিতে তাদের বাড়িতে গিয়ে ওই ছাত্রলীগ নেতা ফয়সাল প্রাণনাশ ও পুলিশে দেয়ার হুমকি দেন এতে তারা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।অপর দিকে নির্বাচনের ৩ দিন পর ভোট পুনরায় গণনা করে ফলাফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। এতে প্রথমদিনের ভোট গননায় বিজয়ী মোজাম্মেল হোসেনকে পরিবর্তন করে হুমায়ন কবির কে বিজয়ী দেখানো হয়। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভূক্তভোগী অভিভাবক সদস্য পানিয়ালা বাজারের মুদি দোকানি মোজাম্মেল এই অভিযোগ করেন।

    মোজাম্মেল বলেন,শনিবার ইউএনও অফিসে পুনরায় ভোট গণনা করা হয়। কিন্তু এই বিষয়ে আমাদের কোন কিছু জানানো হয়নি। এতে আমাকে বাদ দিয়ে হুমায়ুন কবিরকে চতুর্থ স্থানে নির্বাচিত ঘোষণা করা হয়। প্রথমদিনের গণনায় হুমায়ুন ১৪৫ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। আমি মারধরের ভয়ে পুনরায় ভোট গণনার বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ করতে পারছি না। ভয়ে তিনি নির্দিষ্ট কারও নামও বলেননি।

    পুনরায় ভোট গণনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সদস্য প্রার্থী হুমায়ুন কবির ও জাকির হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে সভাপতি পদের নির্বাচন রোববার (২৩ জানুারি) দুপুর ১২ টার দিকে উপজেলা কার্যালয়ে আয়োজন করা হয়েছে। কিন্তু সদস্যরা এতে আতঙ্কিত। তাদের ভাষ্যমতে, উপজেলা কার্যালয়ে যাওয়ার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়েই ভোটের আয়োজন করলে ভালো। পছন্দের প্রার্থীকে চাপিয়ে দেওয়ার পরিকল্পনাও শোনা যাচ্ছে।
    অভিভাবক সদস্যদের অভিযোগ, ২০ জানুয়ারি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক ভোট হয়। ভোট শেষে গণনায় ৯ জন প্রার্থীর মধ্যে ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও মোজাম্মেল হোসেনকে সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন। ওই রাতেই সভাপতি প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ কামরুল হাসান ফয়সাল মাল ও তার লোকজন নির্বাচিতদের বাড়িতে যায়। এই সময় আশপাশের লোকজনের কাছে ওই সদস্যদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে নির্বাচিত অভিভাবক সদস্যরা ওই রাত থেকেই বাড়িছাড়া বলে জানা গেছে।

    সূত্র জানায়, নির্বাচিত ৪ সদস্য, ১জন মহিলা সদস্য, ১ জন দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করবেন। সভাপতি পদে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, আল মদিনা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টি নেতা জাকির হোসেন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা কামরুল হাসান ফয়সাল মাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য নির্বাচনে জাকির হোসেনের প্যানেল নির্বাচিত হয়েছে।

    অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতা ফয়সাল কমিটির সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছেন। ফয়সাল লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খাঁনের অনুসারী হিসেবে পরিচিত। সেই সূত্রে তিনি প্রিসাইডিং অফিসারকে ম্যানেজ করে নিজের প্রার্থী হুমায়ুনকে জয়ী করতে ব্যালট পেপারে পরিবর্তন এনেছেন। পরে হুমায়ুনকে দিয়ে অভিযোগ করিয়ে ভোট পুনরায় গণনা করা হয়।

    মোজাম্মেল হোসেন অভিযোগ করে বলেন, ১৪৭ ভোট পেয়ে ৪র্থ স্থানে তিনি সদস্য নির্বাচিত হন। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বিজয়ীদের নামও ঘোষণা করেন। ওইদিন রাতেই কয়েকজন তাকে বাড়িতে খুঁজতে আসে এবং হুমকি দিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে হামলার ভয়ে তিনি রাতে বাড়িতে থাকছেন না। ভয়ে তাকে পালিয়ে থাকতে হচ্ছে।

    এই বিষয়ে জানতে সভাপতি প্রার্থী কামরুল হাসান ফয়সাল মালের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি। তবে তার ঘনিষ্ঠ একজন দাবি করছেন, অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।

    দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আবেদনের ভিত্তিতে ইউএনওর উপস্থিতি ভোটগ্রহণ হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) ১২টার দিকে উপজেলা কার্যালয়ে সভাপতি পদে ভোট গ্রহণ। কোন সদস্যকে কেউ হুমকি দেওয়ার বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। কাউকে যদি হুমকি দেওয়া হয়, থানা পুলিশকে জানালে তারা ব্যবস্থা নেবেন।

    এই ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, হুমায়ুন অভিযোগ করেছেন প্রথম দিন ভোট গণনায় ভুল হয়েছে। পুনরায় ভোটগ্রহণ করলে তিনি ভোটে জয়ী হবেন। তার অভিযোগের ভিত্তিতে পুনরায় ভোট গ্রহণ করলে তিনি জয়ী হন। এতে মোজাম্মেল বাদ পড়েন। পুনরায় ভোট গণনার বিষয়টি প্রত্যেক প্রার্থীকেই ফোনে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ গন্ডামারা ইউনিয়ন কমিটি পুনর্গঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ গন্ডামারা ইউনিয়ন কমিটি পুনর্গঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার আওতাধীন গন্ডামারা ইউনিয়ন  শাখার উদ্যোগ আজ ২০ জানুয়ারী-২০২২ বৃহস্পতিবার বাদে মাগরিব গন্ডামারা ইউনিয়ন ইসলমী আন্দোলন এর অঙ্গ ও সহযোগী সকল সংগঠন এর সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
    যৌথ মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন আইএবি গন্ডামারা ইউনিয়ন সভাপতি, মাওলানা গোলামুর রহমান সাহেব।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী: মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বাঁশখালী উপজেলা সভাপতি: মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী,ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি: মাওলানা হাশেম বিন কাদের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি: মুহাম্মদ ওমর ফারুক মঞ্জুর। এবং আন্দোলনের গন্ডামারা ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও নেতা কর্মীরা।
    অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গন্ডামার ইউনিয়ন শাখা পুনর্গঠিত কমিটি ঘোষণা করেন উপজেলা সভাপতি, শপথ বাক্য পাঠ করান জেলা সেক্রেটারী সাহেব।
    আন্দোলন গন্ডামারা ইউনিয়ন কমিটি
    ———————————————–
    সভাপতি : মাওলানা গোলামুর রহমান সাহেব
    সহ-সভাপতি : মাওলানা নেছার আহমদ
    সেক্রেটারী : মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল-নোমান।