Tag: উল্লাপাড়া

  • নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।

    নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও জীব যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দুস্থ শিক্ষিত বেকার নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার(৩ জুন) সকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্বরে ৮৫ জন দরিদ্র নারীদের মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ভুইয়া প্রমুখ।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার এ সময় বলেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়নসহ দুস্থ শিক্ষিত বেকার নারী যারা কোন কর্মের সাথে জড়িত নয়, তাদের জীবন যাত্রার মান উন্নয়ন ও বেকারমুক্ত করার লক্ষ্যেই এলজিএসপি-৩ অর্থায়ণে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

  • উল্লাপাড়ায় নদীর ঢাল দখল করে ইউপি সদস্যর পাঁকা বাড়ি নির্মাণ।

    উল্লাপাড়ায় নদীর ঢাল দখল করে ইউপি সদস্যর পাঁকা বাড়ি নির্মাণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার জঁপজপিয়া নদীর ঢালে খাসজমি দখল করে বাড়ি নির্মাণ করছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলী।

    স্থানীয়দের বাধা উপেক্ষা করেই তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তবে ইউপি সদস্যের দাবি, সরকারি নয়, নিজের কেনা জায়গায় বাড়ি করছেন তিনি।উল্লাপাড়া-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামে জঁপজপিয়া সড়ক সেতুর পাশে তিন বছর আগে বাড়ি নির্মাণকাজ শুরু করেন ইউপি সদস্য মোহম্মদ আলী। এর আগে স্থানীয়দের বাধার মুখে বেশ কয়েকবার বাড়ি নির্মাণ বন্ধ হয়ে যায়। তবে কয়েকদিন আগে আবার ওই নদীর ওপর বাড়ি নির্মাণকাজ শুরু করেছেন।

    বামনঘিয়ালা গ্রামের বাসিদের অভিযোগ, জঁপজপিয়া সড়ক সেতুর পাশে বাড়ি নির্মাণের স্থানটি তারা গোসল করার ঘাট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। অথচ ইউপি সদস্য ওই জায়গাটি তার নিজের কেনা সম্পত্তি দাবি করে সেখানে পাকা ভবন নির্মাণ করছেন। ভবন নির্মাণের জায়গাটুকু নদীর ঢালে অবস্থিত। এটি খাস সম্পত্তি হিসেবে গ্রামবাসী দীর্ঘদিন ধরে জেনে এসেছেন। স্থানীয়রা বারবার বাধা দিলেও শেষ পর্যন্ত মোহাম্মদ আলী তা শোনেননি। মোহাম্মদ আলী প্রভাবশালী হওয়ায় গ্রামের লোকজন এই ভবন নির্মাণ বন্ধ করতে পারছেন না।

    স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, তাদের পূর্বপুরুষের আমল থেকেই মোহাম্মদ আলীর দখল করা জায়গাটি গোসলের ঘাট হিসেবে ব্যবহূত হয়ে আসছে। বর্ষার দিনে এই ঘাটে গ্রামের লোকজন নৌকা ভিড়িয়ে যাতায়াত করে থাকেন। অথচ সেখানে ভবন নির্মাণ করায় তাদের এই ঘাটটি বন্ধ হয়ে গেল।

    এ ব্যাপারে ইউপি সদস্য মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভবন নির্মাণের স্থানটি তিনি কিনেছেন। তাই এখানে পাকা ভবন নির্মাণকাজ শুরু করেছেন।এখানে ভবন নির্মাণকাজে বাধা দেওয়ার কোনো এখতিয়ার নেই গ্রামবাসীর।

    এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অলিম্পিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি’র মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অলিম্পিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অলিম্পিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাগড় হোসেন(২৬)’র মৃত্যু হয়েছে। নিহত সাগড় জয়পুরহাট সদর উপজেলার নাকোরিয়া গ্রামের হারুনর রশিদের ছেলে ও অলিম্পিক কোম্পানির উল্লাপাড়া উপজেলার বিক্রয় প্রতিনিধি(এস আর)হিসেবে দায়িত্বরত কর্মকর্তা। কিন্তু ভাগ্যের কি? নির্মম পরিহাস শুক্রবার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের যুগলিদহ ব্রীজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

    জানা যায় শুক্রবার(২৮ মে)রাত ৮ টার সময় নিহত সাগর হোসেন অটোভ্যান যোগে উল্লাপাড়া রেলস্টেশনে তাগাদা শেষ করে শাহজাদপুর তাগাদার উদ্দেশ্যে যাচ্চিছিল।ঘটনাস্থলে অটোভ্যান উল্টে সে পাঁকা সড়কের উপর পড়ে যায়।এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।

    উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান আলী এ ঘটনার নিশ্চিত করে জানান,শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে গভীর রাতে পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

  • উল্লাপাড়ায় অনশনের ৫ দিনের মাথায় কলেজ ছাত্রী ময়না’র বিয়ে পূর্ণতা পেল ভালবাসার।

    উল্লাপাড়ায় অনশনের ৫ দিনের মাথায় কলেজ ছাত্রী ময়না’র বিয়ে পূর্ণতা পেল ভালবাসার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশনের পর বিয়ে হলো প্রেমিক প্রেমিকার। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামে।

    এই গ্রামের আব্দুল খালেকের ছেলে কলেজ ছাত্র মোঃ রানাথর (২০) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই গ্রামের আব্দুল কাদেরের কলেজ পড়ুয়া মেয়ে ময়না খাতুনের সঙ্গে। তারা দুজনই স্থানীয় ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

    স্থানীয় সূত্রে জানা যায়, রানার সঙ্গে ওই কলেজ ছাত্রী ময়না’র বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সূত্র ধরে গত রোববার রাতে রানা তার প্রেমিকার সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে।

    বিষয়টি মেয়ের বাড়ির লোকজন টের পেয়ে রানাকে আটকের চেষ্টা করে। পরে রানা কৌশলে মেয়ের বাড়ি থেকে পালিয়ে যায়। এই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। ওইদিন রাতেই বিয়ের দাবিতে প্রেমিক রানার বাড়িতে অনশনে বসে কলেজ পড়ুয়া ছাত্রী ময়না।

    এই ঘটনার পরপরই প্রেমিকা তার প্রেমিক রানার বাড়িতে হাজির হলে রানাসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। ৫ দিন আগে সে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসে।

    এই সময় গ্রামের লোকজন কৌতুলী হয়ে তাকে এক নজর দেখার জন্য ভিড় করে প্রেমিকের বাড়িতে। অনেকেই নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এসে ময়নাকে খেতে দেয়। রানার সাথে বিয়ে না হলে ময়না আত্মহত্যা করারও হুমকি দেয়।

    এ বিষয়ে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছেলের বাড়িতে গিয়ে মেয়ে ও ছেলের পরিবারের সাথে কথা বলে তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন।

    ১০ লাখ টাকা কাবিনের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে দেওয়া হয়। আর এতেই অনশনে বসা প্রেমিকার ভালোবাসার পূর্ণতা পায়।

  • উল্লাপাড়ায় যৌতুকের দাবি পূরন করতে না পাড়ায় গৃহবধুকে গলা কেটে হত্যার চেষ্টা।

    উল্লাপাড়ায় যৌতুকের দাবি পূরন করতে না পাড়ায় গৃহবধুকে গলা কেটে হত্যার চেষ্টা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর যৌতুকের দাবি পূরণ করতে না পারায় পারভীন নামের গৃহবধুকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে । স্বামী নাঈম হোসেন তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করলে প্রতিবেশীদের প্রতিরোধের মুখে স্ত্রী পারভীন রক্ষা পেয়েছেন।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মাঝিপাড়া গ্রামে। পারভীন বানিয়াকৈড় গ্রামের মৃত গোলবার হোসেনের মেয়ে। গোলবার হোসেন পারভীনকে ২ বছর বয়সে রেখে মারা যান। বাবা মারা যাবার পর পারভীনের মায়ের অন্যত্র বিয়ে হয়। পরে চাচা সোলায়মান হোসেন পারভীনকে প্রতিপালন করে বিয়ে দেন।

    গৃহবধু পারভীন গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, ৩ বছর আগে বাঙ্গালা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের হাসান আলীর ছেলে নাঈম হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। নাঈম তার খালাতো ভাই। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ১ লাখ টাকা ও ৮ আনা সোনার গহনা দেওয়া হয় তার স্বামীকে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে তার স্বামী ও স্বামীর পরিবার পারভীন খাতুনের বাবার কিছু পরিমান জমি অতিরিক্ত যৌতুক হিসেবে স্বামীর নামে লিখে দেবার জন্য চাপ সৃষ্টি করেন। পারভীনের পরিবার থেকে এতে আপত্তি তোলায় মাঝে মাঝেই স্ত্রীকে অমানুষিক নিযার্তন করতো স্বামী নাঈম হোসেন।

    এনিয়ে দাম্পত্য জীবনে তাদের মধ্যে চরম কলহ চলে আসছিল। ক’দিন ধরে নাঈম হোসেন তাদের দাবিকৃত জমির পরিবর্তে নগদ ১ লাখ টাকা বাড়তি যৌতুক হিসেবে দাবি করে পারভীন খাতুনের কাছে।

    পারভীনের পরিবার এই অর্থ দিতে ব্যর্থ হলে নাঈম হোসেন শুক্রবার সকালে তার স্ত্রী পারভীন খাতুনকে ধারালো চাকু দিয়ে নিজের শোবার ঘরে জবাই করার চেষ্টা করে। চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন পারভীন। পারভীনের আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে নাঈম পালিয়ে যায়। বর্তমানে পারভীন খাতুন স্থানীয় একটি হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।

    এ ব্যাপারে পারভীনের চাচা সোলায়মান হোসেন শুক্রবার দুপুরে উল্লাপাড়া থানায় নাঈম হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা চেষ্টার একটি অভিযোগপত্র দায়ের করেন।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক আশরাফী খাতুন নিযার্তিত পারভীনের পক্ষ থেকে অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেবে।

  • পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে চেয়ারম্যান আল আমিন সরকারের সভাপতিত্বে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব আমিরুল ইসলাম।
    ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করার সময় তিনি বলেন ৫ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৬’শ ৪ টাকা আয় এবং ৫ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৪’শ ৪ টাকা ব্যয় ধরা হয়েছে। পাশাপাশি বাজেটে ৯২ হাজার ২’শ টাকা উদ্বৃত্ত রাখা আছে ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার করোনা ফোকাল পারসোন ডাঃ আলামিন সরকার,পূনিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মমিন ভুইয়া,প্রচার সম্পাদক তাকমিদুর রহমান দুলাল প্রমুখ।

    এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে খোলামেলা বক্তব্য দেন। এসময় বাজেট নিয়ে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান আলআমিন সরকার । সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়।

  • উল্লাপাড়ায় খেয়াঘাটের যাত্রী ছাউনির বেহাল অবস্থায় জনদুর্ভোগ।

    উল্লাপাড়ায় খেয়াঘাটের যাত্রী ছাউনির বেহাল অবস্থায় জনদুর্ভোগ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া পাটবন্দর-সলপ রেলওয়ে স্টেশন আঞ্চলিক সড়কের মাঝে করতোয়া নদীতে বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের যাত্রী ছাউনিটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। উপরের চালের টিনগুলো ফুটো হয়ে গেছে। ভেঙ্গে গেছে চারপাশের দেয়াল ও টিনের বেড়া।

    ফলে বৃষ্টির দিনে ছাউনির ভিতর পানি পড়ে। এতে সেখানে দাঁড়াতে পারে না খেয়াঘাটে পারাপার হওয়া লোকজন। যাত্রী ছাউনির নিচের হাফ ওয়ালও নস্ট হয়ে গেছে। ফলে এই ছাউনিটি এখন এলাকার মানুষের কোন উপকারে আসছে না।

    এই পথে চলাচলকারী স্থানীয়রা জানান, খেয়াঘাটে বিশেষ করে বর্ষা বৃষ্টির দিনে পারাপার হওয়া লোকজনের অপেক্ষার জন্য কোন ছাউনি ছিল না। চরম ভোগান্তি সইতে হয়েছে এই পথের যাত্রীদেরকে।

    এই খেয়াঘাট পার হয়ে প্রতিনিদিন কয়েক হাজার শিক্ষার্থী উপজেলা শহরে অবস্থিত সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া কালিম মাদ্রাসা, এইচ টি ইমাম ডিগ্রি কলেজ, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কলে লেখাপাড়া করে থাকে।

    বছর সাতেক আগে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এখানে ছোট আকারের একটি যাত্রী ছাউনি তৈরি করা হয়।কিন্ত সেসময় নিম্নমানের সামগ্রী দিয়ে এটি তৈরি করায় অল্প কয়েক বছরের মধ্যে ছাউনিটি নষ্ট হয়ে যায়। বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই খেয়াঘাটের গুরুত্ব অনুযায়ী এখানে বড় আকারের একটি যাত্রী ছাউনি তৈরি করা প্রয়োজন।

    এই যাত্রী ছাউনির পাশে একটি বটগাছ রয়েছে। স্থানীয়দের দাবি বটগাছের চারিদিকে ইট দিয়ে বেঁধে দিলে এখানেও অনেক পারাপারের অপেক্ষমান লোকজন বসার সুযোগ পাবেন।

    এ বিষয়ে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটে বড় আকারের একটি যাত্রী ছাউনি তৈরি করা প্রয়োজন।খুব দ্রুত এ ব্যাপারে একটি প্রকল্প তৈরি করে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন।

    এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া জানান, উক্ত খেয়াঘাটের যাত্রী ছাউনির বেহাল অবস্থার বিষয়টি তিনি শুনেছেন।

    পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে এই ছাউনি যথাযথভাবে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। বসার জন্য বটগাছের গোড়ায় ইট দিয়ে বেঁধে দেওয়া হবে।

  • উল্লাপাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকা কলেজ ছাত্রী সোমবার থেকে প্রেমিক রানার বাড়িতে অনশন করছে। প্রেমিক রানা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং প্রেমিকা ঘোনা কুচিয়ামারা কলেজের ছাত্রী ও একই গ্রামের আব্দুর কাদেরের মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায় অনেক দিন পূর্বে থেকে মেয়েটির সাথে রানার প্রেমের সম্পর্ক চলে আসছে। রবিবার রাতে প্রেমের টানে প্রেমিক রানা প্রেমিকার সাথে তাদের বাড়িতে দেখা করতে আসে।বিষয়টি স্থানীয়রা টেরপেয়ে রানাকে আটকের চেষ্টা করে।এ সময় প্রেমিক রানা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনা গ্রামের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কলেজ ছাত্রী অন্য কোন উপায় খুঁজে না পেয়ে প্রতিবেশি প্রেমিক রানার বাড়িতে বিয়ের দাবী নিয়ে অনশন শুরু করে।

    প্রেমিকা কলেজ ছাত্রী গণমাধ্যমকে জানান প্রতিবেশি রানার সাথে স্কুল জীবন থেকে তার প্রেমের সম্পর্ক। কলেজ জীবনে গিয়ে রানা বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন বিয়ের কথা বল্লে অস্বীকৃতি জানিয় তালবাহানা শুরু করে। অন্য  কোন উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে উঠে পড়েছে।বিয়ে না হওয়া পর্যন্ত সে ওই বাড়ি থেকে অন্য কোথায় যাবে না। এ সময় বিষ/গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছে অনশনরত ওই কলেজ ছাত্রী। সে আরো জানায় বাড়িতে অবস্থান করার প্রথম দু’দিন রানা বাড়িতে ছিলো।বিয়ে পড়িয়ে দেয়ার কথা বলে রানাকে কৌশলে অন্যত্রে সড়িয়ে দিয়েছে তার পরিবারের লোকজন।

    বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা ঘটনা নিশ্চিত করে জানান প্রেমিক প্রেমিকা উভয় গ্রামের একই পাড়ার প্রতিবেশি।ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ওই গ্রামের সমাজপতিরা বিষয়টির সুরাহা করতে পড়েনি। মিমাংশার পরিবেশও তৈরি করতে পারেনি।কোন উপায় খুঁজে না পেয়ে ভুক্তভোগীর বাবা আব্দুল কাদের উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছে।আমি আইনের পক্ষে।

  • উল্লাপাড়ায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাপের কামড়ে তামিম হোসেন(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার সলংগা ইউনিয়নের দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের আব্দুল মমিনের ছেলে।

    সলংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন ও নিহতের পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার(২৫ মে)সন্ধার সময় বৃষ্টির মধ্যে পাশের পুকুর গোসল করতে যায়।গোসল শেষ অন্ধকারে চাপা গলি পথ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় তাকে বিষধর সাপ কামড়ায়। ছেলেটির আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখানে স্থানীয় এক ওঝাঁকে ডেকে ঝাড় ফুক দেওয়ানো হলেও ছেলেটির অবস্থা আরো খারাপ হতে থাকে। রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পথেই সে মারা যায়।

  • উল্লাপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্য আহত।

    উল্লাপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্য আহত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদেমুল ইসলাম নামের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে রাতে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্য রায়হান আলী গুরুতর আহত হয়েছেন।

    ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হর ইউনিয়নের ব্রক্ষ্মকপালিয়া গ্রামে।খাদেমুল ইসলাম ওই গ্রামের কাশেম সরকারের ছেলে।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান খাদেমুল ইসলাম দু’টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট হয়েছে।

    তিনি আরো জানান গোপন সূত্রে জানতে পারি খাদিমুল রাতে বাড়িতে অবস্থান করে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।পুলিশ বাড়ির চার পাশ ঘিরে ফেলে।

    আসামি বিষয়টি টের পেয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য রায়হান আলী গুরুতর আহত হয়।এ ঘটনায় আসামি নিজেও আহত হয় পরে তাকে গ্রেপ্তার করা হয়।

    আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে খাদিমুলের বিরুদ্ধে মামলা দ্বায়ের করেছেন। আসামীর চিকিৎসা শেষ করে মঙ্গলবার(২৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।