Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় পৌর মেয়র ও চেয়ারম্যানদের জিআর টাকার চেক বিতরণ।

    উল্লাপাড়ায় পৌর মেয়র ও চেয়ারম্যানদের জিআর টাকার চেক বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান ও পৌর মেয়রের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত জিআরের ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে ।

    সোমবার (২১জুন)বেলা ১১ টা দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত উপজেলার ১৪ টি ইউনিয়ন চেয়ারম্যান ও একটি পৌরসভার মেয়র এর হাতে এক লাখ টাকা চেক তুলে দেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবর রহমান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ ।

  • উল্লাপাড়ায় রাতের অন্ধকারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

    উল্লাপাড়ায় রাতের অন্ধকারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাখিল অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ধর্ষণ ঘটনায় ভুক্তভোগীর মা ৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

    এই ধর্ষণ ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামে। ভূক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসায় দাখিল অষ্টম শ্রেণিতে পড়ে।

    মামলা সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই ছাত্রী প্রাইভেট পড়ার সময় পথের মধ্যে মোড়দহ গাড়াবাড়ী গ্রামের রেজাউল করিম খাঁর ছেলে নাঈম উদ্দিন বিভিন্ন সময় উত্তাক্ত ও কুপ্রস্তাব দিতো। গত ৯ জুন আমার মেয়ে রেখে স্বপরিবারে আত্মীয়র বাড়ীতে বেড়াতে যাই।এ সুযোগে রাত ১১ টার সময় ঘরে ডুকে লম্পট নাঈম মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের পর চলে যাওয়ার সময় আমার মেয়ে কৌশলে নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করে। তার চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া আসিয়া নাঈমকে ঘরের মধ্যে আটক করে।

    ঘটনা জানাজানির পর সুষ্ঠ মিমাংশা দেয়ার কথা বলে তার স্বজনেরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

    অদ্যবদি পর্যন্ত কোন প্রকার বিচার শালিস না পেয়ে গত শনিবার(১৯ জুন)উল্লাপাড়া মডেল থানায় ভূক্তভোগীর মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা করেন।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আলা উদ্দিন জানান ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার(২০ জুন) ধর্ষিতা ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে পরিক্ষা করা হয়েছে। মামলার আসামীরা পলাতক রয়েছে।তাদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

  • উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিজানুর রহমান(৪৩) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক করেছে র‍্যাপিড এ্যাকশন র‍্যাব-১২’র সদস্যরা।
    আটককৃত হলেন নওগাঁর পোরশনার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে।

    রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
    প্রেস বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকার মা-বাবার দোয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মিজান দির্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

    এ সময় আটককৃতর নিকটে থাকা ১’শ ৯০ গ্রাম হেরোইন মোবাইল সেট উদ্ধার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • কর্দমক্ত সড়ক দিয়ে হাটতে হাটু পর্যন্ত ডেবে যাচ্ছে পাঁঃকষ্টে চলাচল করছে মানুষ।

    কর্দমক্ত সড়ক দিয়ে হাটতে হাটু পর্যন্ত ডেবে যাচ্ছে পাঁঃকষ্টে চলাচল করছে মানুষ।

    উল্লাপাড়া পাটবন্দর-সলপ রেলওয়ে স্টেশন সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।রাস্তাটি পাকাকরণের জন্য পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া অফিসের কাছে আবেদন জানালেও এখন পর্যন্ত পাকা হয়নি এই রাস্তাটি।

    পাকাকরণের অভাবে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন ও উল্লাপাড়া পৌরসভার প্রায় ২৫টি গ্রামের মানুষ দুভোর্গ পোহাচ্ছেন। বর্ষা মৌসুমে পুরো অংশ জুড়ে কাদায় পরিপূর্ণ থাকে এই রাস্তা।

    স্থানীয় বেতবাড়ী গ্রামের আব্দুল লতিফ, এনামুল হক দুলাল, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান মাস্টার ও পূর্ব সাতবাড়িয়ার গ্রামের আনোয়ার হোসেন, এই পথে চলা শিক্ষার্থী বিজলী খাতুন, আব্দুল আলিম ও জেরিন জানান,এই কাঁচা সড়কে প্রতিদিন বেতবাড়ী, পূর্ব সাতবাড়িয়া, রামকান্তপুর, চর সাতবাড়িয়া, বেতকান্দি, বড় লক্ষীপুর, ছোট লক্ষীপুর, উল্লাপাড়া পৌরসভাসহ প্রায় ২৫টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন।

    এসব গ্রামের দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী এই সড়ক হয়ে প্রতিদিন উল্লাপাড়া পৌরশহরে অবস্থিত সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল ও উল্লাপাড়া কামিল মাদ্রাসায় লেখাপড়া করে থাকে।

    বর্ষা বৃষ্টির দিনে এক হাঁটু কাদা জমে থাকে। রাস্তার মাঝে অসংখ্য গর্তের সৃষ্টি হয়।এ অবস্থায় এই রাস্তায় যাতায়াতকারী শিক্ষার্থীসহ স্থানীয়দের দুভোর্গ তখন চরমে ওঠে। বেশির ভাগ দিনে অনেক শিক্ষার্থী রাস্তার কাদার মধ্যে পড়ে গিয়ে জামা কাপড় খাতা বই সবই ভিজিয়ে ফেলে।তারা আরো জানান, গ্রামের কেউ অসুস্থ হলে সেখানে এ্যাম্বুলেন্স নেবার মত কোন অবস্থা নেই। অনেক সময় রোগীদেরকে হাসপাতালে নিতে বিলম্ব হলে রাস্তাতেই তাদের মৃত্যু হয়।

    এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাটবন্দর-সলপ রেলওয়ে স্টেশন কাঁচা সড়কে এলাকাবাসীর চলাচলের দুভোর্গের কথা স্বীকার করেন।

    এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিসের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জানান, ইতোমধ্যে তিনি উক্ত সড়কের দুরাবস্থার কথা শুনেছেন। দ্রুত তদন্ত করে রাস্তাটি পর্যায়ক্রমে পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন এই প্রকৌশলী।

     

  • উল্লাপাড়ায় বেহাল রাস্তা সংস্কারের দাবীতে ধানের চারা রোপন।

    উল্লাপাড়ায় বেহাল রাস্তা সংস্কারের দাবীতে ধানের চারা রোপন।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের পূর্বপাড়া চৌরাস্তা মোড় হতে ইউনিয়নে বিভিন্ন দিকে চলাচলকারি প্রায় পাঁচ মাইল কাঁচা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসি ধানের চারা রোপন, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করেছে ।

    গত( ১৬ জুন) বুধবার গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তার কাঁদায় ধানের চারা রোপন করে প্রতীকী প্রতিবাদ জানায়। এ সময় এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধসহ বিভিন্ন পেশার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নিয়ে পাকা রাস্তা তৈরির দাবিতে মিছিলসহ ধানের চারা রোপন কর্মসূচি পালন করেন। ঘটনাটির ভিডিও ফ্রুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাবাসির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

    খালিয়াপাড়া গ্রামের আবু রায়হান, রুবেল হাসান, আতিকুল ইসলামসহ অনেকে অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের বলেন, দীর্ঘদিন ধরে উল্লাপাড়া সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রাম থেকে র্চতুরদিকে গমনাগমনের প্রায় ৫ কিঃ মিঃ কাঁচা সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই রাস্তায় আধহাটু কাঁদা জমে যায়।

    ফলে ইউনিয়নের খালিয়াপাড়া, কামারপাড়া, বজ্রাপুর, মন্ডলজানি, চাঁদপুর, নতুন চাঁদপুর, দড়িপাড়া, শ্যামপুরসহ প্রায় ১০টি গ্রাম থেকে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবি ও নানা পেশাজীবির মানুষকে প্রতি নিয়ত এই রাস্তায় উল্লাপাড়া উপজেলা শহরে চলাচল করতে হয়। রাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় এলাকার কোন অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা জন্য আনা-নেওয়া মত কোন ব্যবস্থা নেই।

    তারা আরোও জানান, এলাকাবাসি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বারবার এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। বর্ষা মৌসুমের আগেই এই রাস্তাটি সংস্কারের দাবি জানান এলাকার ভুক্তভোগী জন সাধারণ। রাস্তার দাবিতে এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- খালিয়াপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম, ছাত্রনেতা মোঃ হাসান আহমেদ, লিটন হোসেন ও আলতাব হোসেন প্রামাণিক প্রমুখ।

    উল্লাপাড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য খালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক রাস্তার দুরাবস্থার কথা স্বীকার করে তিনি জানান, আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই রাস্তা পাকা করণের জন্য চেয়ারম্যান বরাবর বেশ কয়েকবার প্রকল্প দাখিল করেছি কিন্তু কোন ফল হয়নি।

    উল্লাপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি জানান, রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে রাস্তার পাকা করণের কাজ শুরু করা হবে।

    উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান ভুইয়া জানান, উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের এই রাস্তা পাকা করণের জন্য সরকারের কাছ থেকে কোন অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ভবিষ্যতে অর্থ বরাদ্দ পেলে রাস্তা তৈরির কাজ করা হবে।

  • উল্লাপাড়ায় চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ।

    উল্লাপাড়ায় চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ।

    সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার অবহেলিত চক চৌবিলা গ্রামে মান উন্নয়নে কাজ করে যাওয়া সেচ্ছাসেবী সংগঠন চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাব চতুর্থ বর্ষে পদার্পন।

    চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে চক চৌবিলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইয়াং জেনারেশন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জাকির ও সহ সভাপতি মোঃ ইউনুস আলী ।চক চৌবিলা গ্রামের ২০১৮ সালের ১৭ই জুন এক ঝাক তরুন প্রজন্মেকে নিয়ে প্রতিষ্ঠানিক যাত্রা শুরু করে ক্লাবটি।

    গ্রামের অবহেলিত রাস্তা ঘাট সেচ্ছা শ্রমে নির্মাণ সহ দুস্থ অসহায়দের চিকিৎসা সেবা প্রদান, গরিব ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান ও অসহায় বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সহ যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাখুলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে আসছে ক্লাবটি ।

    ইয়াং জেনারেশন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জাকির বলেন, আমারা অবহেলিত চৌবিলা গ্রামবাসীদের জন্য সেচ্ছাশ্রমে রাস্তাঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে থাকি।ক্লাবের সর্বোচ্চ দায়িত্ব পালন করে থাকে এই ক্লাবেরই সহ সভাপতি ইউনুস আলী ।

    এ ছাড়াও প্রত্যকটি সদস্য যথেষ্ট দায়িত্বশীল নিষ্ঠাবান । আমরা যুবসমাজ ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূল করে শিশু কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করে সুন্দর একটি আগামী প্রজন্ম উপহার দিতে চাই।

    আমারা ইয়াং জেনারেশন ক্লাবের মাধ্যমে এলাকার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও আমারা আরো ভালভালে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি এজন্য এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করি।

    ক্লাবের ক্রিড়া সম্পাদক আলাউদ্দিন মন্টু বলেন, করোনাকালীন লকডাউনে আমরা ক্লাবের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের কে সহায়তা প্রদান করেছি এবং সেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা সংস্কারের কাজ করেছি। আমারা সামনে এ ধরনের উন্নয়ন মূলক কাজ আরও হাতে নিয়েছি। ভবিষ্যতে আমারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে থেকে সুন্দর মাদক মুক্ত আগামী প্রজন্ম নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

    ক্লাবটির প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চকচৌবিলা গ্রামের সন্তান কালেরকন্ঠের সাংবাদিক আতিফ আতাউর তোতা বলেন চকচৌবিলা গ্রামে ইয়াং জেনারেশন ক্লাবটির মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নয়ন সেবামূলক কাজ করা হয়।

    ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে আগামীতেও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান ও জানান তিনি।

  • উল্লাপাড়ায় শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক র‍্যাব-১২’র সদস্যরা।

    উল্লাপাড়ায় শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক র‍্যাব-১২’র সদস্যরা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

    গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এরান্দহ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ এলাকায় র‍্যাব-১২’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

    এ সময় তাদের নিকটে থাকা ১’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও এ কাজে ব্যবহৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন সলঙ্গা থানার এরান্দহ উত্তর পাড়া গ্রামের আবু সামা তালুকদারের ছেলে মোবারক হোসেন(২৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিন শেখ(২২)।

    এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ এর সদর কোম্পানীর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে  সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা  থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় গলায় ভিতর বাঁশের আগা ডুকে শুভ(১০) নামের এক স্কুল ছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মণিরপুর গ্রামে। নিহত শুভ ওই গ্রামের আমজাত ছুতারের নাতি ও ওমর আলী(বাবু)’রছেলে।

    জানা যায় বাবুর বাড়ির পাশে বন্যাকান্দির হাট সংলগ্ন পাঁকা সড়কের সাথে বাঁশের বাগানটি কিছুদিন আগে বালি ফেলে সমতল করা হয়।বুধবার সকাল ১১ টার সময় নিহত শুভো ৩/৪ জন সমবয়সী বন্ধুদের নিয়ে ওই বাঁশ বাগানে ফুটবল খেলা শুরু করে।এ সময় ফুটবলকে লক্ষ করে দৌড়াতে গিয়ে নিজের অজান্তে বাঁশের আগা শুভোর গলায় বিদ্ধ হয়ে।

    এ সময় খেলার সাথীদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান বুধবার(১৬ জুন)সকালে মণিরপুর গ্রামের ওমর আলী(বাবুর)ছেলে সমবয়সী বন্ধদের সাথে বাঁশঝাড়ে ফুটবল খেলার সময় বাঁশে আঘাতে তার মৃত্যু হয়।তার মৃত্যে পরিবার শোকের ছায়া নেমে এছেছে।

  • উল্লাপাড়ার গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতারসহ ২টি গরু উদ্ধার।

    উল্লাপাড়ার গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতারসহ ২টি গরু উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    উপজেলার পৌরশহরের এনায়েতপুর গ্রামের মোতাহার হোসেন উল্লাপাড়া মডেল থানায় গত ১০ জুন ৪৫/৩৮০ ধারায় সন্দেহভাজন অজ্ঞাত নামাদের বিবাদী করে একটি চুরির মামলা দায়ের করেন।

    গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পৌরশহরের ঘোষগাঁতী গ্রামে একটি মেসে ও এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্য মতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ গাড়ীর ড্রাইভার লিটন হোসেনকে আটক করা হয়। পরে ঢাকার গাবতলীতপ অভিযান পরিচালনা করে চুরি চক্রের আরো ২ সদস্যকে আটকসহ দুইটি গরু উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পৌরশহরের ভট্রকাওয়াক গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে দয়াল (৪৫), সড়াতৈল গ্রামের মন্টুর ছেলে মোজাহার (৩৪), শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের মুত আমজাদ হোসেনের ছেলে হাজী জিল্লুর রহমান কসাই ( ৫৩),কায়েমপুর গ্রামের জামাল হোসেনের ছেলে লিটন হোসেন (২৩), জগন্নাতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে খলিল (৩৫), বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত আব্দুস সোবহান আকন্দের ছেলে আমিনুল ইসলাম (৫৫), চরমেটুয়ানি গ্রামের হোসেন মন্ডলের ছেলে বাবু মন্ডল (২৫), এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মোতাহার হোসেন সরকারের ছেলে ঝন্টু (৫০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপগঞ্জ নয়াপাড়া গ্রামের হাজিবুর রাহমানের ছেলে নাজমুল হোসেন (৩৫), নাটোর থানার তেবাড়িয়াহাট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে বাবলু মিয়া (৩৮)

    এ বিষয়ে নিশ্চিত উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান,গরু চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি চক্রের সকল সদস্যকে আটক করে আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার(১৬ জুন) সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

     

  • শিল্লকলা একাডমির শিল্পকলা পদক পেলেন উল্লাপাড়ার মলয় ভৌমিক।

    শিল্লকলা একাডমির শিল্পকলা পদক পেলেন উল্লাপাড়ার মলয় ভৌমিক।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, কলামিষ্ট ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘শিল্পকলা পদক-২০২০’ পাওয়ায় উল্লাপাড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ও সুধী ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছে।

    উল্লাপাড়ার কানসোনা গ্রামের প্রয়াত অধ্যক্ষ শিবেন ভৌমিকের মেজ ছেলে মলয় ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। শিল্পকলা একাডেমি নাটকে বিশেষ অবদান রাখায় তাকে এই পদক প্রদান করেছে।

    এর আগে ২০১৭ সালে তিনি নাটকে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারে ভূষিত হন। মলয় ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা কালে ১৯৭৯ সালে ‘অনুশীলন নাট্যদল’ নামে একটি নাট্যসংগঠন প্রতিষ্ঠা করেন এবং এখন পর্যন্ত তিনি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

    তিনি এর আগে বাংলাদেশ মুক্ত নাট্যদল কেন্দ্রীয় কমিটিরও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সাহিত্য ও নাট্যাঙ্গনে তার অসামান্য অবদান রয়েছে। যেসব সংগঠন ও ব্যক্তি মলয় ভৌমিককে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছে উল্লাপাড়া প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী উল্লাপাড়া শাখা, এসো গান শিখি, রিমঝিম কচিকাঁচার মেলা, সুর তরঙ্গ, উল্লাপাড়া থিয়েটার, স্পন্দন মিউজিক, কানসোনা মুক্ত নাটক দল এবং সরকারি আকবর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশহাবুল হক, সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সাহিত্যিক সেলিম রেজা, নজরুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ প্রমুখ।

    উল্লিখিত সংগঠনসমুহের সভাপতি ও সম্পাদক পৃথক পৃথকভাবে মলয় ভৌমিককে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।