Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ার সলপ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিনের শোডাউনে মানুষের ঢল।

    উল্লাপাড়ার সলপ ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিনের শোডাউনে মানুষের ঢল।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিনের প্রচারণার শোডাউনে মানুষের ঢল নামে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনগণ ও নেতা-কর্মীদের কাছে হেলাল আলোচনার শীর্ষে রয়েছে। শনিবার বিকেলে সলপ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লার প্রায় ৫ হাজার ভোটার ও জনসাধারন তার শোডাউনে অংশ নেন। তিনি সলপ ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যনির্বাহী সদস্য ও পরিষদের সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন। হেলাল উদ্দিন ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইউনিয়ন ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এই নেতা।

    আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচার- প্রচারণা করে আসছি। নির্বাচনী মাঠে থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা মার্কা প্রতীকের ভোট ও দোয়া প্রার্থণার জন্য মানুষের দাঁড়ে দাঁডে ঘুরছি। আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন আমাকে দিলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই পরিষদের চেয়ারম্যান পদটি বিজয়ী করে তাকে উপহার দিতে পারবো বলে আমি শতভাগ আশাবাদী।

    ইউনিয়ন আ’লীগ নেতা আলী জানান, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হরেক রকম লোক প্রার্থী হয়ে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের অনেকের সাথে ভোটার ও জনগণের কোন সম্পর্ক নেই। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। সলপ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের কার্য্য নির্বাহী সদস্য হেলাল উদ্দিন আকন্দের রয়েছে তৃণমূল নেতা-কর্মী ও ভোটারের সাথে সুগভীর সম্পর্ক। হেলালকে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন দিলে তবেই চেয়ারম্যান পদটি বিপুল ভোটে বিজয়ী হবে। জননেত্রী শেখ হাসিনা দলের এই কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে ভোটার ও জনগণের এমনি ধারণা।

  • উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাপ্পি আলোচনার শীর্ষে।

    উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাপ্পি আলোচনার শীর্ষে।

    স্টাফ রিপোটারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বজলার রহমান বাপ্পি ভোটার, জনগণ ও নেতা-কর্মীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন।

    বুধবার বিকেলে বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও ভোটারদের জিজ্ঞাসাবাদে এমন অভিমত প্রকাশ করেছেন এ প্রতিবেদকের কাছে তারা। তিনি বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের দফতর বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাপ্পি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন।

    আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বাপ্পি জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মধ্যে নির্বাচনী মাঠে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারনার কাজ পরিচালনা করে যাচ্ছি।

    নির্বাচনী মাঠে থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা মার্কা প্রতীকের ভোট ও দোয়া প্রার্থনা করে চলেছি। আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই পরিষদের চেয়ারম্যান পদটি বিজয়ী করে তাকে উপহার দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী।

    ইউনিয়ন আ’লীগ নেতা দরদ আলী জানান,পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হরেক রকম লোক প্রার্থী হয়ে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের অনেকের সাথে ভোটার ও জনগণের কোন সম্পর্ক নেই। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা।

    বড়পাঙ্গাসী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক বজলার রহমান বাপ্পি’র রয়েছে তৃণমূল নেতা-কর্মী ও ভোটারের সাথে সুগভীর সম্পর্ক।

    তিনিই সকলের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন। বাপ্পিকে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন দিলে তবেই চেয়ারম্যান পদটি বিপুল ভোটে বিজয়ী হবে। জননেত্রী শেখ হাসিনা উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে ভোটার ও জনগণের প্রত্যাশা।

  • উল্লাপাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে অর্থ ও শাড়ি বিতরণ;তানভীর ইমাম এমপি।

    উল্লাপাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে অর্থ ও শাড়ি বিতরণ;তানভীর ইমাম এমপি।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ শারদীয় দূর্গাোৎসবের মহাষ্টমীতে ঘুরে ঘুরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। বুধবার রাতে পৌরসভার বিভিন্ন মহল্লার মন্দির পরিদর্শন করেন তিনি।

    বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এমপি তানভীর ইমাম বলেন, নির্ভয়ে আপনারা পুজা উদযাপন করুন । দলীয় নেতা-কর্মীরা আপনাদের সহযোগিতা করবে। ধর্ম যার যার উৎসব সবার। একটি মহল ষড়যন্ত্র করে দেশে সম্প্রতি নষ্ট করার পায়তারা করছে। আপনারা সচেতন থাকবেন তারা যেন এ ধরনের কাজ কোন ভাবেই করতে না পারে। সম্প্রতি নষ্টকারিদের কোন ভাবেই ছাড় দেবে না সরকার।

    পুজা মন্ডব পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু, পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম সরকার, মোঃ আজাদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ার মন্দিরে অনুদানের চেক বিতরণ,পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম।

    উল্লাপাড়ার মন্দিরে অনুদানের চেক বিতরণ,পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মন্দিরে মন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম। বুধবার রাতে পৌরসভার বিভিন্ন মহল্লায় অনুষ্ঠিত ২৭ টি পূজা মন্ডবে মেয়র এ সমস্ত অনুদানের চেক বিতরণ করেন।

    পৌরসভার ঘোষগাঁতী মহল্লার মাতৃমন্দিরে চেক বিতরণ অনুষ্ঠানে মেয়র নজরুল বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। বছর ঘুরে আবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা।

    দূর্গাপূজার এই মাহেন্দ্রক্ষনে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা ও শুভ শারদীয়া। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলাম বুধবার রাতে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপুজা উপলক্ষে পৌরশহরের ঘোষগাঁতী মহল্লার মাতৃমন্দিরে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

    মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী সুভাষ দত্তের সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর এস. এম. আমিরুল ইসলাম আরজু, রেজাউল করিম, আজাদ হোসেন প্রমুখ। পৌরসভার ২৭ টি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের চেক তুলে দেন মেয়র।

  • উল্লাপাড়ার সদরে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অলকের ব্যাপক গণসংযোগ

    উল্লাপাড়ার সদরে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অলকের ব্যাপক গণসংযোগ

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আমিনুজ্জামান অলকের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

    চেয়ারম্যান প্রার্থী অলক জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্লাপাড়ার সদর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারনার কাজ পরিচালনা করে যাচ্ছি। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা মার্কা প্রতীকের ভোট ও দোয়া চান ভোটার ও জনগণের মধ্যে।

    ইউনিয়নের আ’লীগ নেতা ভোটার আব্দুল মান্নান জানান, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হরেক রকম লোক প্রার্থী হয়ে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের অনেকের সাথে ভোটার ও জনগণের কোন সম্পর্ক নেই। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। সদর ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুজ্জামান অলকের রয়েছে তৃণমূল নেতা-কর্মী, জনগণ ও ভোটারের সাথে সুসম্পর্ক। অলককে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন দিলে তবেই চেয়ারম্যান পদটি বিপুল ভোটে বিজয়ী হবে। জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে জনগণের প্রত্যাশা।

  • উল্লাপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

    উল্লাপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মজনু মোল্লা নামের এক বৃদ্ধকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগ এনে মামলা দায়ের করেছে শিশুটির মা । ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামে।

    থানার মামলা সূত্রে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর চরবর্ধনগাছা গ্রামের মৃত্যু করিম মোল্লার ছেল প্রতিবেশির ৬ বছরের এক শিশু কন্যাকে দোকানের সদাই কিনে দেবার কথা বলে নিজ বাড়িতে ঘরের মধ্যে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে এমন সময় শিশুটির মাতা খুজতে ওই বৃদ্ধর ঘরে ঢুকে পড়ে।

    শিশুর মাতা কন্যাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধ মজনু মোল্লা পালিয়ে যায়।

    মঙ্গলবার ১২ সেপ্টেম্বর মামলা দায়ের হলে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস সালাম আসামি মজনুকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েদেন। শিশু কন্যাকে ধর্ষণের আলামত আছেকিনা জানার জন্য শিশুটিকে উদ্ধার করে পরিক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    উল্লাপড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান আইনী ব্যাবস্তার জন্য সকল প্রকৃয়া সম্পন্ন করা হয়েছে।

  • উল্লাপাড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন।

    উল্লাপাড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়কে অবস্থিত রাম সাহা মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্যাংকের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা।

    উল্লাপাড়া একটি আধুনিক ব্যবসা প্রধান এলাকা হওয়ায় এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জের শিয়ালকোল এনআরবিসি ব্যাংক শাখার ব্যবস্থাপক এভিপি হিমাদ্রী শেখর দোবে’র সভাপতিত্বে ব্যবসায়ীদের মধ্যে বাংকিং সেবা বিষয়ে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাহেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত কুমার কর্মকার, সুজিত সাহা, বিপ্লব কুমার দত্ত ও ব্যাংক ব্যবস্থাপক রাজিবুল হাসান সুমন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে এই আধুনিক ব্যাংক ব্যবস্থাপনার সকল সুযোগ সুবিধা তুলে ধরেন বক্তরা।

  • উল্লাপাড়ার কয়ড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দৌড়ে এগিয়ে আ’লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক।

    উল্লাপাড়ার কয়ড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দৌড়ে এগিয়ে আ’লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ নির্বাচন নয়, চলছে মনোনয়ন যুদ্ধ জয়ের পালা। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ দলীয় দুর্গে।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়ায় চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক,মিছিল,মিটিং ও শোডাউন। নির্বাচন নয়, মনোনয়ন যুদ্ধই যেন তাদের আসল নির্বাচন। পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় ও হাট-বাজারের চা আড্ডা আলাপনে ভোটার,জনগণ ও নেতাকর্মীদের মধ্যে সর্বত্রই চলছে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনার ঝড়। কে পাচ্ছেন, কয়ড়া পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন। অবসরে, খোস-গল্পে ও চা আড্ডায় হিসাব কষছেন নেতা-কর্মী ও ভোটাররা। বিভিন্ন প্রার্থীর ব্যক্তিগত জীবনী, পারিবারিক ইতিহাস এবং রাজনৈতিক ভাবে জনপ্রিয়তাকে ঘিরে মিলাচ্ছে মনোনয়নের হিসাব। জনমত জড়িপে স্থানীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছে দলের সাবেক ছাত্রলীগ নেতা, দুঃসময়ের কান্ডারী, যুব সমাজের আইডল, রাজপথের পরীক্ষিত সৈনিক, কয়ড়া ইউনিয়ন আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক ত্যাগী ও জয়প্রিয় নেতা ওমর ফারুক।

    সৎ বিনয়ী ও সদালাপী এই নেতা মনে করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ও স্থানীয় আ’লীগ তার জীবনের রাজনৈতিক কর্মকান্ডের সুবিবেচনা করে সৎ, যোগ্য, মেধাবী এবং দলের দুঃসময়ের ত্যাগী কর্মী হিসেবে তাকেই মনোনয়ন দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী। মনোনয়ন পেলে জনগনের ভালোবাসা ও দলীয় নেতাকর্মীদের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করে চেয়ারম্যান পদটি দলকে উপহার দিতে পারবেন বলে তার প্রত্যাশা।

    এ সময় তিনি আরো বলেন, আগামীতে নির্বাচিত হলে কয়ড়া ইউনিয়নকে শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, বাল্য বিবাহ মুক্ত, তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

    বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই তরুণ নেতা ওমর ফারুক ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদ লাভ করে ১৯৯৬ সালে বিএনপি’র ১৫ ফেব্রুয়ারীর প্রহসনের নির্বাচনকে প্রতিহত করে ১২ জুন সর্বদলীয় জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে অগ্রণী ভুমিকা পালন করেন এই পরীক্ষিত তরুণ নেতা। বিরোধী দল কতৃক নির্যাতিত এই নেতা উল্লাপাড়া উপজেলা আ’লীগের নেতৃত্বে লগি বৈঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। ১/১১’র আন্দোলন থেকে শুরু করে ২০১৪ সালের জামায়াত-বিএনপি’র অগ্নি সন্ত্রাস মোকাবিলায় তিনি ছিলেন রাজপথের অতন্দ্র প্রহরী। দলের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সর্বত্র রাজপথে অটল ছিলেন।

    বিপ্লবী, সময় উপযোগী ও সাহসী এই তরুণ নেতা ওমর ফারুক শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে ইউনিয়নের প্রতিটি মহল্লার মসজিদ, মন্দির, কবরস্থান, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে তার রয়েছে ব্যাপক অবদান।

    তিনি আশা করেন আগামী নির্বাচনে তার যোগ্যতা, সততা ও নিষ্ঠার সাথে দলীয় কার্যক্রমে দায়িত্ব পালন করার পাশাপাশি অবহেলিত জনপদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করার জন্য চেয়ারম্যান পদে দল তাকেই মনোনয়ন দেবেন।

    ওমর ফারুক তার দল আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী এবং ইউনিয়নবাসির দোয়া, সাহায্য, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করে বলেন, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে কয়ড়া ইউনিয়নকে জেলার অন্যতম মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

  • সলপ ইউপিতে তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলম।

    সলপ ইউপিতে তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলম।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার চরতারাবাড়িয়া শের-এ বাংলা সংসদ আয়োজিত তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চরতারাবাড়িয়া খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম লিটন।

    সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম লিটন জানান, ঐতিহ্যবাহী চরতারাবাড়িয়া ফুটবল মাঠে শের- এ বাংলা সংসদ আয়োজিত তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করায় আয়োজক কমিটিকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, খেলাধূলাই স্বাস্থ্য গঠনের পূর্ব শর্ত। খেলাধুলার মাধ্যমেই শরীর ও মন ভালো রাখা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আসুন খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত হয়ে সুন্দর জীবন গড়ি। উদ্বোধন অনুষ্ঠানে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সবুর, আব্দুল বাতেন, সোহেল রানা প্রমুখ।

  • উল্লাপাড়ায় প্রতিমায় রঙের শেষ আস্তরনে ব্যস্ত দুই কলেজ শিক্ষার্থী।

    উল্লাপাড়ায় প্রতিমায় রঙের শেষ আস্তরনে ব্যস্ত দুই কলেজ শিক্ষার্থী।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ শরতের কাশফুল আর শিশির ভেজা ভোর বাঙ্গালীর প্রাণে দোলা দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছে শারদীয় দূর্গোৎসবের আগমনী বার্তার কথা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোপূজাকে ঘিরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি ও বিভিন্ন রঙে আস্তরণ দেয়ার কাজ। প্রতিমা তৈরির শেষ আস্তরণে ব্যস্ত উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া মহল্লার দুই কলেজ শিক্ষার্থী স্বর্ণা ও পিয়াংকা পাল। তারা দু’জনেই উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বংশীও পেশা হিসেবে তারা বাবা-মাকে সহযোগিতা করতে বেঁছে নিয়েছেন এ প্রতিমা তৈরি ও রঙের আস্তরণের কাজ। গত ৬ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে দেবী দূর্গার আগমন ঘটছে মর্তলোকে। এবার দেবী দূর্গা আসবে ঘোড়ায় চড়ে, ফিরবেন দোলায়। মা কে বরণ করে নিতে অধীর অপেক্ষায় ভক্ত-অনুসারিরা। তাই পূজা মন্ডপগুলোতে প্রতিমা তৈরিতে নিরলস ব্যস্ততা মৃৎশিল্পীদের।

    মনের মাধুরি মিশিয়ে কারিগরদের সুনিপুন হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গতিনাশীনি দেবী দূর্গা এবং তার সঙ্গীয় লক্ষী, সরস্বতী, গনেশ, কার্তিক ও অনিষ্টকারী অশুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা।

    উপজেলা পূজা উদযাপন পরিষদ থেকে জানা গেছে, এ বছর উল্লাপাড়া উপজেলায় ৯২টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গোৎসব। এর মধ্যে পৌরসভায় ২৭টি, বাকীগুলো উপজেলার ১৪টি ইউনিয়নে। পঞ্জিকা অনুযায়ী ১১ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মধ্যদিয়ে শুরু হবে এ শারদীয় দুর্গোৎসব। দশমী পূজার মধ্য দিয়ে ১৫ অক্টোবর শেষ হবে এ মহা-উৎসব।

    সরেজমিন গিয়ে দেখা যায়, উল্লাপাড়ার মিলন মন্দির, বাজার মন্দির, মায়া মন্দির, শিব মন্দির, হালদারপাড়া কালী মন্দিরে পূজার প্রতিমা তৈরির কাজ শেষ করেই রং-তুলির আচঁড় করা হচ্ছে রঙের কাজ। প্রতিমা শিল্পী প্রদীপ পাল বলেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। আগামী দুই/এক দিনের ভিতর পূজা মন্ডবে মন্ডবে চলে যাবে। এ বছরে করোনা থাকা সত্ত্বেও উৎসব আয়োজনের ঘাটতি নেই। তবে কারিগরদের আছে হতাশা।

    প্রতিমা তৈরির অন্য কারিগর নিখিল পাল বলেন, পালপাড়ার অধিকাংশ মৃৎশিল্পীরা অনেকটাই বেকার হয়ে পড়েছেন বর্তমানে। তার পরও পূণ্য লাভের আসায় বাপ দাদার এ পেশা ধরে রেখেছেন তারা। এবার বাইরের শিল্পীরা পূজা তৈরীর কাজে আসতে ভয় পাচ্ছে। তাই কারিগর শিল্পীর সঙ্কটও রয়েছে এবারের পূজায়।

    উল্লাপাড়ার ঘোষগাঁতী মহল্লার পূরোহিত দুলাল চট্রপাধ্যায় জানান, এ বছরে দেবী দূর্গা পৃথিবীতে আগমন করবেন ঘোড়ায় চড়ে আর গমন করবেন দোলায়। ভাল বার্তা নিয়ে আমাদের মাঝে আসছেন দেবীদুর্গা। ফলে দেশে শান্তি শৃঙ্খলার উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে।

    উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবলু ভৌমিক বলেন, একটা মন্ডপে একাধিক পুরোহিত মালাকার লাগে। এবার তারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসতে চাইছে না। এরপর পূজা তৈরীর প্রতিটি জিনিষের দামও বেশ বেড়েছে। বেড়েছে খরচ তারপর করোনায় দেখা দিয়েছে নানা ধরনের আতঙ্ক। সবমিলিয়ে এবার পূজা উদযাপন করা খুব কঠিন হয়ে পড়েছে।

    উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম দত্ত বলেন, এবারের পূঁজাকে সার্বজনীন উৎসবে রূপ দিতে সনাতন ধর্মের সকল পর্যায়ের মানুষকে নিয়ে আনন্দ করতে চাই। অশুর বিনাসী দেবীর এই আগমন উপলক্ষে সাধ্যমত আয়োজন সম্পন্ন করার প্রাণান্তকর চেষ্টা চলছে আমাদের। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।