Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের ডুবডাঙ্গায় নির্বাচনী মতবিনিময় সভা।

    উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের ডুবডাঙ্গায় নির্বাচনী মতবিনিময় সভা।

    উল্লাপাড়া থেকে সাহেব আলীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজগঞ্জ সরকারি বিশ্বিবদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর হোসাইন গতকাল বৃহস্পতিবার রাতে ডুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীদের এক বিশেষ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ মতবিনিময় সভায় আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর হোসাইন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের গড়া আওয়ামী লীগের একজন বীর সৈনিক, আমি সত্য কে সত্য বলা, আর মিথ্যা কে মিথ্যা বলা, শিখেছি। স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও দূর্গানগর ইউনিয়নে অনেক চেয়ারম্যান হয়েছে কিন্তু কেউই কথা রাখেনি।এই ইউনিয়নের ডুবডাঙ্গা, ভাটবেড়া, রাউতানসহ বেশির ভাগ গ্রামই রাস্তা নেই। বছরে ছয় মাস থাকে পানির নিচে।

    আমাকে ইউনিয়ন বাসি আগামী ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি দূর্গানগর ইউনিয়নের রাস্তা-ঘাট স্কুল- কলেজের মানোন্নয়ন করাসহ আধুনিক মডেল ইউনিয়নে পরিনত করে দেওয়া হবে।
    এ সভায় আরও বক্তব্য রাখেন, অবঃ সাজেন্ট রবিউল করিম,অবঃ বিডি আর বাবর আলী,আলহাজ্ব তৈয়ব আলী,সানাউল্লাহ ও মাহতাব সরদার প্রমুখ।

  • উল্লাপাড়ার কয়ড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুখনের মনোনয়ন পত্র জমা।

    উল্লাপাড়ার কয়ড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুখনের মনোনয়ন পত্র জমা।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মাসুদ রানা সুখন।

    ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রিটানিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম শামসুল হকের কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমা দেন।

    চেয়ারম্যান প্রার্থী সুখন বলেন,আগামী স্থানীয় সরকার নির্বাচনে কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি। সুষ্ঠ গনতন্ত্র ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষে এবং জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

    এ সময় তিনি আরো জানান নির্বাচনে কোন হস্তক্ষেপ না হলে তার বিজয় সুনিশ্চিত। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে জনগণের ভালোবাসায় পথ চলবেন বলে জানান তিনি।

  • উল্লাপাড়ায় অস্বচ্ছল কৃষকের মধ্যে বীজ,সার ও কম্বাইন হারভেস্টার বিতরণ।

    উল্লাপাড়ায় অস্বচ্ছল কৃষকের মধ্যে বীজ,সার ও কম্বাইন হারভেস্টার বিতরণ।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে অস্বচ্ছল কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে রবি শষ্য উৎপাদনে বীজ ও সার বিতরণ করা হয়। সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই জন কৃষকের মধ্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ ও প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি প্রমুখ।

    ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি শষ্যের প্রণোদনা হিসেবে উপজেলায় ৫৭৪০ জন কৃষককে এ সহায়তা প্রদান করা হবে। সহায়তা হিসেবে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ, পেয়াজ মুগ ডাল, মসুর, খেসারী সহ বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রদান করা হবে।

  • উল্লাপাড়া প্রেস ক্লাবের দ্বিতল ভবনের উদ্বোধন করলেন তানভীর ইমাম এমপি

    উল্লাপাড়া প্রেস ক্লাবের দ্বিতল ভবনের উদ্বোধন করলেন তানভীর ইমাম এমপি

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেস ক্লাবের নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন করে এই ভবনের উদ্বোধন করেন।

    এ সময় উল্লাপাড়ার নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরু, সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন জয়, সমকাল প্রতিনিধি কল্যাণ ভৌমিক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সাহারুল হক সাচ্ছু, মানবজমিন প্রতিনিধি রাজু আহমেদ সাহান, আমার সংবাদ প্রতিনিধি সাহেব আলী সহ প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে উল্লাপাড়া প্রেস ক্লাবের নিজস্ব ভবন নির্মাণ করা হয়।

  • উল্লাপাড়ার সলপ ইউনিয়নে বিশেষ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ার সলপ ইউনিয়নে বিশেষ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া সলপ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ২৭ অক্টোবর বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে নির্বাচনী এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি উল্লাপাড়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সফল ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকাত ওসমান কে নৌকা মার্কা প্রতিক মনোনীত করেছেন। আমি সলপ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে উদাত্ত আহ্বান জানাই কেহ? নৌকা মনোনীত প্রর্থীর বিরোধিতা করবেন না। যদি কেহ বিরুধিতা করেন তাদের বিরুদ্ধে কঠোর ভাবে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে। দলের সকল নেতাকর্মীকে একজোট হয়ে প্রার্থীর পক্ষে কাজ করে বিপুল ভোটে বিজয় করে মাননী প্রাধানমন্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল ও তার হাতকে শক্তিশালী করবেন।

    এ আয়োজিত সভার সভাপতি সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সফল ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ শওকাত ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নৌকা মার্কা প্রতিকে মনোনয়ন দিয়ে ইউনিয়ন আওয়ামীসহ সকল জনসাধারণের মুখ উজ্জ্বল ও ধন্য করেছেন। আমি ইউনিয়ন আওয়ামী লীগ ও জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে দলের মধ্যে সকল মান অভিমান ভুলে সকল নেতাকর্মীকে একজোট হয়ে কাজ করে নৌকাকে বিপুল ভোটে বিজয় করতে হবে।

    আগামী ২৮ নভেম্বরে নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করে অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করে সলপ ইউনিয়নকে আধুনিক আধুনিক ও নান্দনিক হিসেবে গড়ে তোলা হবে।

    এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হসান সন্টু,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য দেওয়ান মফিজ উদ্দিন ভোলা,সলপ ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি সদস্য আলম খান, সলপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি শরিফুল ইসলাম লিটন, আসাদুজ্জামান রিটু, ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সভাপতি লিটন হোসেন বাবু, সলপ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি সজল প্রমুখ।

    এ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্ট।

  • উল্লাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

    উল্লাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকে সফল করার জন্য উপজেলা প্রশাসনকে পুলিশ ও পৌরসভা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

    উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান বলেন, উল্লাপাড়া পৌরশহরে অবৈধভাবে যে সমস্ত দোকানপাঠ গড়ে তোলা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। বুধবার উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়কে যৌথভাবে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ স্থাপনা ও দোকান পাঠ ভেঙে দেওয়া হয়। অনেক দিন ধরে শহরে অবৈধ স্থাপনা গড়ে একটি সুবিধা ভোগী মহল সাধারন মানুষের চলাফেরায় বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এই অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারি ও পুলিশ বাহিনীর সদস্যরা।

  • উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের সদস্য আটক।

    উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের সদস্য আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের সদস্য সেলিম রেজা ওরফে সেলিম ড্রাইভার(৪০)কে আটক করেছে পুলিশ।

    আটক সেলিম ড্রাইভার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর দাসপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।

    জানা যায় সেলিম চাকুরী দেওয়ার নামে বিভিন্ন সময় মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতরনা করে আসছে দীর্ঘদিন ধরে। কিছু দিন আগে নিয়োগ বাণিজ্য ঠেকাতে পুলিশ পরিদর্শক আইজিপি বেনজির আহমেদ নতুন পদ্ধতিতে পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যবস্থা করেন।সেটি বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে স্যোশাল মিডিয়ায় প্রচার প্রচারনা করা হয়েছিল।সেখানেও কিছু প্রতারক চক্রের সদস্য প্রতরনা করে।বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

    গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে প্রতারক সেলিমকে তার গ্রামের বাড়ি থেকে আটক করেন। এ সময় উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেকের ১২টি পাতা,১৫ জনের নামে এসএসসি বা সমমানের ১৫ টি সার্টিফিকেট,৩৯ জন লোকের স্বাক্ষরিত ১০০ টাকার নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্প,বিভিন্ন কোম্পানির ১৯ টি মোবাইলের সিমকার্ড, ১০ জনের ১০ টি বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রটমেন্টের এডমিড কার্ড।

    সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    এ সময় পুলিশ সুপার বলেন আটকৃত প্রতারক বিভিন্ন সময় মানুষকে সেনাবাহিনী ও পুলিশে চাকুরী দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে আসছে। এমন প্রতারনার কাজ করছে একটি সংঘবদ্ধ চক্র। সিরাজগঞ্জসহ আশেপাশের জেলায় আরো ৮/৯ জন এ ধরনের প্রতারনার সাথে জড়িত আছে। তদন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নূর আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃশরাফত ইসলাম, সিরাজগঞ্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • উল্লাপাড়ায় ১৫ দিনব্যাপী দেশের বৃহৎ হাতিম ফার্নিচার মেলার শুভ উদ্বোধন।

    উল্লাপাড়ায় ১৫ দিনব্যাপী দেশের বৃহৎ হাতিম ফার্নিচার মেলার শুভ উদ্বোধন।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহা ধুমধামে ১৫ দিনব্যাপী দেশের সর্ব বৃহৎ হাতিম ফানিচার মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উল্লাপাড়ার শ্যামলীপাড়ার জমিদার বাড়ী মার্কেটের দ্বিতীয় তলায় এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম (শফি)।

    উদ্বোধন অনুষ্ঠানে হাতিম ফার্নিচারের চেয়ারম্যান মোঃ আলী আজগর সাহেবের সভাপতিত্বে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তানভীর ইমাম এমপি মহোদয়ের একান্ত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক এস এম জাহিদুজ্জামান কাকন, পৌর কাউন্সিলর মোঃ রেজাইল করিম, হাতিম ফার্নিচারের ডিজিএম সঞ্জিত সরকার, উল্লাপাড়া হাতিম ফার্নিচার শো-রুমের প্রোঃ শাকিল আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানে হাতিম ফার্নিচারের চেয়ারম্যান আলী আজগর বলেন, উল্লাপাড়াবাসি জেনে খুশি হবে বাংলাদেশের মধ্যে হাতিম ফার্নিচার শো রুম আপনাদের উল্লাপাড়ায় সর্ব বৃহৎ আকারে পরিচালিত হচ্ছে। সারাদিন ব্যাপী ঢাক ঢোল ও বাদ্য বাজিয়ে হাতিম শো রুমের পক্ষ থেকে ক্রেতা – বিক্রেতাদের মধ্যে পণ্যের ও মেলার প্রচার করা হয়।

  • উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সেনাসদস্যর মৃত্যু। 

    উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সেনাসদস্যর মৃত্যু। 

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ট্রাকের সাথে বাড়ীখেয়ে মোটরসাইকেল আরহী মেহেদী হাসান শামীম(৩২) নামের এক সেনা সদস্যর মৃত্যু হয়েছে। নিহত শামীম পাবনার আতাইকুলা গঙ্গারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

    জানা যায় ২৪ অক্টোবর রবিবার রাত পৌনে ৮ টার সময় সেনা সদস্য মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালীয়া বাজার কবরস্থান সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় নিহত হয় ।

    আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত ও উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত সেনাসদস্য শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।

    নিহত চাকুরী থেকে হোন্ডা যোগে বাড়ী ফেরার পথে রোববার রাত পৌনে ৮ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া কবরস্থান এলাকায় পিছন থেকে অজ্ঞাত নামের একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে তার হোন্ডার চাকা রাস্তার গর্তে পড়ে ছিটকে ট্রাকের চাকায় পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে মারা যায়। ঘাত ট্রাককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

  • উল্লাপাড়ার পূর্ণিমাগাঁর্তীতে নৌকার মাঝি তপনের আগমনকে স্বাগত জানাতে নেতাকর্মীর ঢল।

    উল্লাপাড়ার পূর্ণিমাগাঁর্তীতে নৌকার মাঝি তপনের আগমনকে স্বাগত জানাতে নেতাকর্মীর ঢল।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ গভীর রাতকে উপেক্ষা করে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী পরিষদ নির্বাচনের নৌকার মাঝি রেজাউল ইসলাম তপন এর আগমনকে স্বাগত জানাতে হাজারো নেতা-কর্মীর ঢল নামে।

    তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন পেয়ে শনিবার রাতে তিনি ঢাকা থেকে উল্লাপাড়ার নিজ গ্রাম পূর্ণিমাগাঁতীতে এলে ফুল দিয়ে স্বাগত জানান নেতা-কর্মী ও সমর্থকরা। এ সময় মুহো মুহো করতালি ও মিছিলে মিছিলে মুখরিত হয় অঙ্গন।

    ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত সারাদেশের তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন পান দলের ত্যাগী নেতা রেজাউল ইসলাম তপন। মনোনয়ন পেয়ে তিনি ঢাকা থেকে নিজ গ্রাম পূর্ণিমাগাঁতীতে এলে হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা মিছিলে মিছিলে কম্পিত করে তোলে। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসান রাশেদ, ইউপি সদস্য আব্দুর রব ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

    জয় বাংলার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পূর্ণিমাগাঁতী। আ’লীগ দলীয় নেতা-কর্মীরা জানান, তিনি নৌকা মার্কার মনোনয়ন পাওয়ায় আগামী স্থানীয় সরকার নিবাচনে ব্যাপক ভোটে জয়লাভ করবে আওয়ামী লীগ।

    চেয়ারম্যান প্রার্থী তপন জানান, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আ’লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পাওয়ার আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন তা যেন আমি রক্ষা করতে পারি। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি। জয় বাংলা।