Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ৮ মোটরসাইকেল ভাংচুর।

    উল্লাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ৮ মোটরসাইকেল ভাংচুর।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আকমাল হোসেনের (মোটরসাইকেল প্রতিক) কর্মী সমর্থকদের ৮টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া ইউনিয়নের ভদ্রকোল ও নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে। আকমাল হোসেনের কর্মী সমর্থকরা ঘটনার সময় ভদ্রকোল গ্রামের রাস্তার পাশে তাদের ব্যবহৃত মোটরসাইকেল রেখে ভোটারদের বাড়িতে বাড়িতে ভোট চাইতে যান। এসময় আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী মোঃ আব্দুস সালেকের কর্মী ও সমর্থকরা এসে তাদের মোটরসাইকেলগুলো ভাংচুর করে চলে যায়।

    নির্বাচনী প্রচারনায় থাকা আকমাল হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, নৌকা প্রতিকের প্রার্থী আব্দুস সালেকের কর্মী ভদ্রকোল গ্রামের আল আমিনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের রাখা ৭টি মোটরসাইকেল ভাংচুর করে ফেলে রেখা যায়। এদিকে সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে আব্দুস সালেকের কর্মীরা তাদের আরেকটি মোটরসাইকেল ভাংচুর করেছে।

    এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আব্দুল সালেকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমার কর্মী সমর্থকরা এধরনে কোন ঘটনা ঘটায়নি।

    এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • উল্লাপাড়ায় স্বাধীনতার স্মৃতিসৌধকে ঘিরে নির্বাচনী ক্যাম্প।

    উল্লাপাড়ায় স্বাধীনতার স্মৃতিসৌধকে ঘিরে নির্বাচনী ক্যাম্প।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাধীনতার স্মৃতিসৌধকে ঘিরে নির্বাচনী ক্যাম্প বসানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পূর্ণিমাগার্তী ইউনিয়নের গয়হাট্টা বাজারে নির্মিত স্বাধীনতার স্মৃতিসৌধকে ঘিরে মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল আমীন সরকারের নির্বাচনী প্রচারনা ক্যাম্প বসানো হয়েছে।

    এলাকাবাসীর পক্ষে পূর্ণিমাগার্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আ’লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী রেজাউল ইসলাম তপন এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের রির্টানিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন উপজেলার গয়হাট্টা বাজারের স্বাধীনতার স্মৃতিসৌধে গত ২ সপ্তাহ পূর্ব হতে নির্বাচনী ক্যাম্প বানিয়ে প্রচারনা সভা সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল আমীন সরকারের কর্মীরা জুতা পায় দিয়ে অবাধে স্মৃতিসৌধে প্রবেশ করছে। এতে স্মৃতি বিজরিত সৌধের পবিত্রতা বিনষ্ট হচ্ছে ও মর্যাদাকে অসম্মান করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    সংশ্লিষ্ট রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা জানান, স্মৃতিসৌধের ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক হরিপদকে মারপিটের অভিযোগ।

    ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক হরিপদকে মারপিটের অভিযোগ।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক হওয়ায় নৌকার সমর্থকেরা সংখ্যালঘু সম্প্রদায়ের হরিপদ বাদ্যকার নামের এক ব্যক্তিকে মারপিট করে দেশান্ত করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী হয়ে শুক্রবার সকালে হরিপদ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে হরিপদ তার শ্যামাইল দহ গ্রামের জামে মসজিদের রাস্তা দিয়ে বাড়ী ফিরছিলেন।

    এমন সময় পিছন থেকে বেশ কয়েকজন দুবৃর্ত্ত হরিপদকে ঘিরে ধরে অর্তকিতভাবে কিল, ঘুষি ও লাথি মারিয়া গুরুতর আহত করে। মারার সময় দুবৃর্ত্তরা বলতে থাকে মটর সাইকেল মার্কার নির্বাচন করার সাধ মিটাইয়া দিচ্ছি তোকে। আমরা সোহেল চেয়ারম্যানের লোক। এরপরও যদি তুই মটর সাইকেল মার্কার নির্বাচন করিস তোকে যেখানে পাব সেখানেই হত্যা করিব মর্মে হুমকি দেয় দুবৃর্ত্তরা।

    হরিপদ’র বাড়ীঘর ভাংচুর ও গ্রাম ছাড়ার ভয়ভীতি দেখিয়ে তারা বীরদর্পে এ সময় চলে যায়। হরিপদ হামলাকারীর দু’জনকে চিনতে পান। একই গ্রামের মাঙ্গল আলী(৪০) ও আলতাব হোসেন (৫৫)।

    উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের হরিপদ বাদ্যকারকে মারপিট করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা আহত ৬।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা আহত ৬।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও তার কর্মীদের উপরে বুধবার হামলা,মারধর ও কোপানোর অভিযোগ আনা হয়েছে।

    এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন ও তার কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। এতে খোরশেদ আলমসহ তার ৬ কর্মী আহত হয়েছেন।

    এদের মধ্যে হাসুয়ার কোপে গুরুতর আহত ভদ্রকোল গ্রামের রকিব হাসানকে (৪৫) প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

    মুক্তিযোদ্ধা খোরশেদ আলমও সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।

    বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন, তিনি তার কর্মীদের নিয়ে বেলা সাড়ে ৯টার দিকে কয়ড়া এলাকায় নিবার্চনী প্রচার অভিযান চালিয়ে উল্লাপাড়ায় আসার পথে মানিকদহ গ্রামের সড়ক সেতুর কাছে পৌঁছিলে কয়ড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন তার কর্মীদের নিয়ে তাদের উপরে হামলা করে। এসময় খোরশেদ আলমসহ তার ৬ কর্মী আহত হন।

    হামলাকারীরা খোরশেদ আলমের কর্মীরা রকিব হাসানকে হাসুয়া দিয়ে কোপায়। তার অবস্থা এখন গুরুতর। তিনি বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

    এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান নৌকার প্রাথর্ী হেলাল উদ্দীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি খোরশেদ আলমের উপরে হামলার বিষয়টি অস্বীকার করেন। হেলাল উদ্দীন জানান, খোরশেদ আলম নিবার্চনে তার (খোরশেদ) প্রতি জনগনের সহানুভুতি আদায় এবং হেলাল উদ্দীনের প্রচারনাকে বাধাগ্রস্থ করতে সাংবাদিকদেরকে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হামলার খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ওসি আরো জানান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম থানায় মামলা দিলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন।

  • অপরাজিতা নারীদের সাথে সরকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা।

    অপরাজিতা নারীদের সাথে সরকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় অপরাজিতা বিভিন্ন পর্যায়ের নারীদের সাথে সরকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে অপরাজিতা প্রকল্পের আয়োজনে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অপরাজিতা প্রকল্পের খান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মিনতি রাণীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথির হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার।আরোও বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারীসহ ৭ টি সরকারী দপ্তরের কর্মকর্তারা।খান ফাউন্ডেশন অপরাজিতা প্রকল্পের সম্বনয়কারী কারিনা খাতুন ও মুজিবুর রহমান প্রমুখ।

    মতবিনিময় সভায় নির্বাচিত ও সাম্ভাব্য নারী প্রতিনিধিগন সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে নারীর অধিকার এবং সেবাপ্রধান প্রক্রিয়ায় কিভাবে কাজ করবে তা জানানো হয়।এর ফলে সরকারী সেবা প্রদানকারীর সাথে অপরাজিতাদের সমন্বয় বৃদ্ধি পাবে,যার মাধ্যমে তাদের নেতৃত্বের বিকাশ ঘটবে এবং দরিদ্র জনগোষ্ঠীর সেবা গ্রহনের সুযোগ বাড়বে।নারী প্রতিনিধিদের স্থানীয়ভাবে বিভিন্ন পর্যায়ের বিদ্যামান নারী নেটওয়ার্ক শক্তিশালী ও নারীর ক্ষমতায়ন ত্বরাম্বিত করা।এছাড় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ ও পারপারিক কাজের সমন্বয়ক এবং যোগাযোগ প্লার্টফম তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

  • উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীকে ভাতা বন্ধের হুমকি, ভয়ভীতি প্রদর্শণ।

    উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থীকে ভাতা বন্ধের হুমকি, ভয়ভীতি প্রদর্শণ।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ ও তার স্কুল শিক্ষক মেয়ের চাকুরী খেয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ও তার সমর্থকেরা এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

    মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ পত্রে বলেছেন, তিনি আসন্ন ইউপি নির্বাচনে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় প্রচারনা চালাতে গেলে তিন/চার দিন ধরে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও তার সমর্থকেরা প্রকাশ্যে তাকে এবং তার সমর্থকদেরকে প্রচারনা বন্ধ করতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও পেশী শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন।

    হুমকি দাতারা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে কেফায়েত উল্লাহর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ এবং তার প্রাথমিক স্কুল শিক্ষক মেয়ের চাকুরি খেয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। ছিড়ে ফেলা হচ্ছে তার ঘোড়া মার্কার বিভিন্ন পোষ্টার। এ অবস্থায় তিনি এবং তার কর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেফায়েত উল্লাহ অবিলম্বে তার নির্বচনী প্রচারনা নিরাপদ করতে এবং ভোটারদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে ভোট দেবার পরিবেশ সৃষ্টির ব্যবস্থা নিতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেবার অনুরোধ জানান। কেফায়েত উল্লাহ তার অভিযোগপত্রের কপি নির্বাচন সংশিষ্ট সকল দপ্তর ও উল্লাপাড়া প্রেসক্লাবকে প্রদান করেছেন।

    এব্যাপারে বাঙ্গাল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নির্বাচনে নিশ্চিত পরাজয় টের পেয়ে আমার নির্বাচনী প্রচারনা বাধাগ্রস্ত করতে এবং আমাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বিভিন্ন স্থানে দিয়ে যাচ্ছেন।

    এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম সঙ্গে যোগাযোগ করলে তিনি উক্ত অভিযোগের বিষয়টি অবহিত হয়েছেন বলে জানান। ইতোমধ্যেই তিনি উল্লাপাড়ার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন বলে উল্লেখ করেন।

  • উল্লাপাড়ায় ১২ বিদ্রোহী আওয়ামীলীগ নেতা বহিষ্কার।

    উল্লাপাড়ায় ১২ বিদ্রোহী আওয়ামীলীগ নেতা বহিষ্কার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২ বিদ্রোহী ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্প্রতিবার রাতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

    ওই বিজ্ঞপ্তিতে বলা হয় দলীর সিদ্ধান্তকে অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করায় উপজেলার ৮ টি ইউনিয়নের ১২ জন ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃতরা হলেন পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (লিটন),সলপ ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যকরী সদস্য মোঃ হেলাল উদ্দিন আকন্দ, দূর্গানগর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তারিকুল ইসলাম (তারেক), সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা হায়দার,সাংস্কৃতিক সম্পাদক বিপতব কুমার বর্মণ ও কার্যকরী সদস্য সুব্রত কুমার চাকী,উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম (রতন)ও কার্যকরী সদস্য মোঃ আকমল হোসেন,
    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার,বাঙালা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবু হানিফ,মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন, বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবু বক্কার সিদ্দিক।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান,বহিষ্কৃত নেতারা দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশকে অমান্য করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন।দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কারের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ইউনিয়নে মাইকিং করে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে উল্লাপাড়া উপজেলায় ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • উল্লাপাড়ায় ৪৯ পাউন্ডের কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    উল্লাপাড়ায় ৪৯ পাউন্ডের কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ)প্রতিনিধি; সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৯ পাউন্ডের কেক কেটে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ উল্লাপাড়া শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, ৪৯ পাউন্ড ওজনের কেক কর্তন,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে দলীয়কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    এ সভায় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন হিরু, প্রফেসার ইদ্রিস আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আরজু প্রমুখ।

  • ট্রেনযাত্রীদের যোগাযোগ উন্নত ও আধুনিকায়নে কাজ করছে সরকার উল্লাপাড়ায় রেলমন্ত্রী।

    ট্রেনযাত্রীদের যোগাযোগ উন্নত ও আধুনিকায়নে কাজ করছে সরকার উল্লাপাড়ায় রেলমন্ত্রী।

    স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার বেলা ১২ টায় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের মহাপরিচালক ডি এন মজুদার এতে সভাপত্বি করেন।

    রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের গরীব দুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধ বিধ্বস্থ দেশ পূর্ণগঠনের কাজ করছিলেন। কিন্তু দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধুকে সেই কাজ এগিয়ে নিতে দেয়নি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে এই গোষ্ঠী সপরিবারে হত্যা করে।

    এতে দেশ পিছিয়ে যায় সকল উন্নয়ন কর্মকান্ড। বিশেষতঃ এদেশের রেল বিভাগ হয়ে পড়ে সবচেয়ে বেশি অবহেলিত। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে ধ্বংসপ্রায় রেল বিভাগকে নতুন করে ছাঙ্গা করেন। তিনি রেলপথকে আধুনিক ও এর উন্নয়নে বহুমুখী কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। এই পরিকল্পনার ধারাবাহিকতায় আজ উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। নূরুল ইসলাম সুজন বলেন, ঈশ্বরদী-ঢাকা রেলপথে এখন ডাবল লাইন চালু করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীতে বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে শুধু ট্রেন যাতায়াতের জন্য একটি পৃথক সেতুন নিমার্ণ কার্যক্রম বাস্তবায়ন করছেন।

    রেলমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মগুলো ছিল খুবই নিচু। এতে ট্রেন থেকে যাত্রীদের ওঠানামায় অনেক অসুবিধা হতো। স্টেশনগুলোতে শিশু বাচ্চাদের মায়ের দুধ পান করার জন্য কোন ব্যবস্থা ছিল না। ফ্লাটফর্মগুলোও ছিল ট্রেনের তুলনায় অনেক ছোট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন সরকারের রেভিনিউ খাতের অর্থ থেকে প্রতিটি স্টেশনের ফ্লাটফর্ম উঁচুকরণ, সম্প্রসারন, শেড নিমার্ণ এবং শিশু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য ফিডিং সেন্টার নিমার্ণের ব্যবস্থা নিয়েছি। তিনি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের আবেদনের প্রেক্ষিতে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ও নীলফামারী এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রা বিরতির ব্যবস্থা নেবার ঘোষনা দেন। একই সঙ্গে উল্লাপাড়া স্টেশনে আরো একটি আইল্যান্ড ফ্লাটফর্ম নিমার্ণ করা হবে বলেও উল্লেখ করেন রেলমন্ত্রী।

    এসময় বাংলাদেশ রেলওয়ের সচিব মোঃ সেলিম রেজা, পশ্চিম রেলওয়ের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম, পাকশী রেলওয়ে বিভাগের রেলওয়ে ম্যানেজার শাহিদুল ইসলাম, পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকতার্ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময়,উঠান বৈঠক ও গণসংযোগ।

    উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময়,উঠান বৈঠক ও গণসংযোগ।

    সাহেব আলী,উল্লাপাড়া থেকেঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপের আসন্ন বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান প্রতাব, কুচিয়ামারা, ধরইল ও শিমলা মোড়দহসহ বিভিন্ন হাট-বাজারে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাঙ্গালা ইউনিয়নের নৌকার মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল রানা আগামী ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন।

    নৌকার বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল ও বাঙ্গালা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।