Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সুব্রত কর্মকার,সম্পাদক-মদন কর্মকার।

    উল্লাপাড়ায় জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সুব্রত কর্মকার,সম্পাদক-মদন কর্মকার।

    উল্লাপাড়ায় জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সুব্রত কর্মকার,সম্পাদক-মদন কর্মকার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের ঢাকা ক্লিনিকের তৃতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু।

    জুয়েলারী ব্যবসাকে গতিশীল, চলমান ও সুস্থ ধারায় পরিচালিত করার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রতিনিধি নির্বাচন করা হয়।

    সম্মেলনের প্রথম পর্বে নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক বাবু বিমলেস চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সিরাজগঞ্জ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ চন্দ্র কর্মকার, উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এস. এম জাহিদুজ্জামান কাকন, সিরাজগঞ্জ জুয়েলার্স সমিতির সহ সভাপতি প্রদীপ রায়, উপদেষ্টা সশধর সরকার প্রমুখ।

    দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য সমিতি পরিচালনার করতে জুয়েলার্স সমিতির ৪৫ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ৪৫ ভোটের মধ্যে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সুব্রত কুমার কর্মকার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভজন চৌধুরী পান ১৭ ভোট। ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মদন কুমার কর্মকার। নিকটতম প্রতিদ্বন্দ্বী অজিত কুমার কর্মকার পান ১৫ ভোট। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক রাজু আহমেদ সাহান।

  • উল্লাপাড়ায় স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জম্মদিন পালিত।

    উল্লাপাড়ায় স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জম্মদিন পালিত।

    উল্লাপাড়ায় স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জম্মদিন পালিত।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৫তম জম্মদিন পালিত হয়েছে। উপজেলা স্কাউটস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কেক কর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।

    সকাল ১১ টায় পৌর শহরে কয়েক শতাধিক স্কাউট সদস্যদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা স্কাউটস। এ সময় কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন স্কাউট সদস্যরা। পরে এইচটি ইমাম স্কুল এন্ড কলেজ চত্বরে ১৬৫তম জম্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। আয়োজিত সকল অনুষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।

    এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটসের কমিশনার অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সোনাতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর কুমার ঘোষ, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আব্দুর রাজ্জাক প্রমুখ।

  • প্রতারণা মামলায় উল্লাপাড়ায় মহিলা আওয়ামী লীগের সভাপতিকে জেলহাজতে প্রেরণ।

    প্রতারণা মামলায় উল্লাপাড়ায় মহিলা আওয়ামী লীগের সভাপতিকে জেলহাজতে প্রেরণ।

    প্রতারণা মামলায় উল্লাপাড়ায় মহিলা আওয়ামী লীগের সভাপতিকে জেলহাজতে প্রেরণ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা হক রাখিকে (৫৩) প্রতারণা মামলায় শ্রীঘরে পাঠিয়েছে সিরাজগঞ্জের আমলী আদালতের বিচারক জিয়াসমিন সুলতানা। বাদী রফিকুল ইসলামের দায়ের করা প্রতারনামুলক মামলায় রবিবার রাখি আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন।

    উল্লাপাড়া কালিগঞ্জের বাদী রফিকুল ইসলামের মামলা সুত্রে জানা গেছে, পঞ্চক্রোশি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে শামীমা হক রাখি পূর্ব শত্রুতার জের ধরে বাদীসহ তার বিরুদ্ধচারী অন্য ব্যক্তিদের কে হয়রানি করার জন্য বিজ্ঞ আদালতের সীল স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরি করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতো। তিনি আরো জানান, চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই রাখির বিরুদ্ধে। রবিবার রাখি আদালতে হাজির হলে তাকে জেল-হাজতে প্রেরণ করে আদালত।

    উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীবলী ইসলাম কবিতা জানান, রাখি উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছে। এমন ঘটনার সাথে তার জড়িত থাকার কথা তাদের জানা নেই।

    সিরাজগঞ্জের সিআইডি’র উপ-পরিদর্শক মোঃ জুলহাস আলী মৃধা জানান, বিজ্ঞ আদালতের পিটিশন মামলার অভিযোগ তদন্তে সত্য প্রমানিত হওয়ায় রাখি ও অপর প্রতারক মাজেদুল হক মজনুর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

  • উল্লাপাড়ায় ভাষা শহীদের স্বরণে কোভিড-এন নাইনটিন মাস্ক বিতরণে চেয়ারম্যান শওকাত ওসমান।

    উল্লাপাড়ায় ভাষা শহীদের স্বরণে কোভিড-এন নাইনটিন মাস্ক বিতরণে চেয়ারম্যান শওকাত ওসমান।

    উল্লাপাড়ায় ভাষা শহীদের স্বরণে কোভিড-এন নাইনটিন মাস্ক বিতরণে চেয়ারম্যান শওকাত ওসমান।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের দ্বিতীয় বারে নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শওকাত ওসমান গতকাল শনিবার সকালে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলনের শহীদদের স্মরণ উপলক্ষে নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নারী-পুরুষদের মাঝে কোভিড-এন নাইনটিন ১

    হাজার পিস মার্স্ক বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, পরিষদের সদস্য মো, জিল্লুর রহমান, মো, জুয়েল খানসহ আওয়ামী লীগের নেতাকর্মী।

  • ৩৭ বছর পর আবারো আলোর মুখ দেখবে উল্লাপাড়ার প্রথম শহিদ মিনার।

    ৩৭ বছর পর আবারো আলোর মুখ দেখবে উল্লাপাড়ার প্রথম শহিদ মিনার।

    ৩৭ বছর পর আবারো আলোর মুখ দেখবে উল্লাপাড়ার প্রথম শহিদ মিনার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলায় প্রথম নির্মিত শহিদ মিনারটি প্রায় ৩৭ বছর পর নতুন করে আলোর মুখ দেখছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকে এই শহিদ মিনারটি চারপাশের গাছপালা ও লতা গুল্মে ঢেকে যায়। বন্ধ হয়ে যায় এই শহিদ মিনার পাদদেশে অমর একুশের সব আয়োজন। এবছর উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের নিজস্ব উদ্যোগে অবহেলিত এই শহিদ মিনারটি সংস্কারের ব্যবস্থা নিয়েছেন। পরিস্কার করা হয়েছে মিনারটিকে আকরিয়ে ধরা লতাপাতা ও চার পাশে জন্মানো আগাছার জঙ্গল।

    ইতোমধ্যেই এর মিনারগুলোর সংস্কার শেষ করে প্রাথমিকভাবে সাদা রং করা হয়েছে। শুরু হয়েছে মিনার রাঙ্গানোর কাজ।

    স্বাধীনতার পর ১৯৭২ সালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় শহিদ মিনারটি নির্মান করা হয়। ১৯৮৫ সাল পর্যন্ত স্থানীয় বাসিন্দারা শহিদ মিনারটিতে একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় দিবসে ফুল দেওয়া ও নানা অনুষ্ঠানের আয়োজন করতেন। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী গাছপালা বড় হয়ে এদের ডালপালায় পুরো মিনারটি ছেয়ে যায়। অযত্নেঅবহেলায় লতাপাতা ও গুল্মে ঢেকে যায় মিনারের গা ও পাদদেশ। পুরো অন্ধকারে আচ্ছাদিত হয় শহিদ মিনারটি। বন্ধ হয়ে যায় সকল অনুষ্ঠান আয়োজন।

    উল্লাপাড়ার প্রথম শহিদ মিনার নির্মাতাদের মধ্যে বেঁচে থাকা কয়ড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম জানান, ৭২ এর প্রথম দিকে স্থানীয় নবগ্রাম গ্রামের সে সময়ের ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক মজনুর (প্রয়াত) নেতৃত্বে উল্লাপাড়ার সাবেক এমপি আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা (প্রয়াত), বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আলমগীর (প্রয়াত), বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মির্জা (প্রয়াত), বীর মুক্তিযোদ্ধা চৌধুরী ইফতেখার মবিন পান্না (প্রয়াত) এই শহিদ মিনারটি নির্মান করেন।

    পার্শ্ববর্তী তদানিন্তন পিডাবডি’র গুদাম থেকে রড সিমেন্ট সংগ্রহ করে এটি তৈরি করা হয়। এই শহিদ মিনার তৈরির মাস দেড়েক পর উল্লাপাড়া উপজেলা সদরে থানার মোড়ে অবস্থিত বর্তমানে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার হিসেবে পরিচিত শহিদ মিনারটি নির্মান করা হয়। আর উপজেলা সদরে পরে নির্মিত এই শহিদ মিনারটিতেই কয়েক যুগ ধরে একুশের সকল অনুষ্ঠান আয়োজন হয়ে আসছে।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, তিনি কিছুদিন আগে প্রথম নির্মিত অবহেলিত শহিদ মিনারটির বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন। এরপর ওই শহিদ মিনারটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এবছর একুশে ফেব্রুয়ারিতে এই শহিদ মিনারে আবারো স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

  • উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে৷ শুক্রবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। মেলা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মেলার আয়োজক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য মহোদয়ের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল, সার ডিলার সমিতির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এস. এম. আমিরুল ইসলাম আরজু প্রমুখ ৷ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল ও মোঃ সাহাবুদ্দি আহমেদ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন৷ আয়োজিত কৃষি মেলায় ১৭ টি স্টল স্থান পায়৷ উদ্বোধনের পরে অতিথিবৃন্দু মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন৷

  • এইচএসসিতে উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পাস শতভাগ জিপিএ ৫ পেয়েছে ৪৫৭।

    এইচএসসিতে উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পাস শতভাগ জিপিএ ৫ পেয়েছে ৪৫৭।

    এইচএসসিতে উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পাস শতভাগ জিপিএ ৫ পেয়েছে ৪৫৭।


    রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলায় সর্বোচ্চ ফলাফল করেছে। এই কলেজ থেকে মোট ৬৫২ জন শিক্ষাথর্ী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৫৭ জন। এই কলেজে পাসের হার শতভাগ।

    উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম তার কলেজের ভালো ফলাফলের খবর জানিয়ে বলেন, শুধু উল্লাপাড়া উপজেলা নয় বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলাতেও শীর্ষ ফলাফল অর্জন করেছে। অধ্যক্ষ আরো বলেন, করোনা মহামারিকালে তার কলেজে শিক্ষাথর্ীদের পড়ালেখা অব্যাহত রাখতে শিক্ষকগণ নিয়মিত অনলাইন ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা পরিচালনা করে এসেছে। ফলে কলেজটি ভালো রেজাল্ট করেছে।

    অপরদিকে উল্লাপাড়া পৌর শহরে সরকারি আকবর আলী কলেজও ভালো ফলাফল করেছে। কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক সহকারী অধ্যাপক শামীম হাসান জানান, আকবর আলী কলেজ থেকে মোট ৯১৫ জন পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে ৪৪৯ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এই কলেজে পাসের হার ৯৮.৮০।

  • উল্লাপাড়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সুতাহাটি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ নুর হোসেন নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ।

    বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার চৈত্রহাটি গ্রামের সুতাহাটি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় আটক মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে দেশীয় ২৯ লিটার চোলাই মদ ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।আটক মাদক ব্যবসায়ী উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের শিমলা গ্রামের মৃত কাদের আলীর ছেলে।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা রজু করা হয়েছে।

  • উল্লাপাড়ায় বিএনপি নেতা ও পৌরসভার মেয়র বেলাল হোসেন গ্রেফতার।

    উল্লাপাড়ায় বিএনপি নেতা ও পৌরসভার মেয়র বেলাল হোসেন গ্রেফতার।

    উল্লাপাড়ায় বিএনপি নেতা ও পৌরসভার মেয়র বেলাল হোসেন গ্রেফতার।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ বেলাল হোসেনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তিনি ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা।

    জানা যায় ৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধায় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফেরার সময় পথিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেন। তার গ্রেফতারের বিষয়ে পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রশাসনের কাছে তার বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সরকারি ইসলামীয়া কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।ওই সমাবেশকে কেন্দ্রে করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনাসহ ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনাও ঘটে।

    এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামীলীগ মামলা দায়ের করেন।সেই মামলার আসামি বেলাল হোসেনকে বাসা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ গত পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। বিএনপি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেন।

  • উল্লাপাড়ায় খাদ্য বিভাগ কর্মকর্তাদের ঝটিকা অভিযান।

    উল্লাপাড়ায় খাদ্য বিভাগ কর্মকর্তাদের ঝটিকা অভিযান।

    উল্লাপাড়ায় খাদ্য বিভাগ কর্মকর্তাদের ঝটিকা অভিযান।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন বাজারে সরকারের নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনার জন্য খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের সমম্বয়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর বাজারে স্বর্ণা ট্রেডার্স ও দহকুলা বাজারে একতা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে খাদ্য পণ্য ব্যবসায়ীদের সরকার অনুমোদিত লাইসেন্স, বিভিন্ন কাগজপত্র, নির্ধারিত পরিমান ধান, চাউল ও উৎপাদিত খাদ্যদ্রব্য ক্রয় এবং গদামের মজুত পরিদর্শন করা হয়।

    অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) দেওয়ান মওদুদ আহমেদ, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাসুদ করিমসহ গণমাধ্যমের বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ।