Tag: উল্লাপাড়া

  • উল্লাপাড়ায় মছের পিকআপ-লরির সংঘর্ষে নিহত-১ আহত-২।

    উল্লাপাড়ায় মছের পিকআপ-লরির সংঘর্ষে নিহত-১ আহত-২।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছের পিক-আপ ও লরির মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন(২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।এ ঘটনায় ২ জন গুরুত্বর আহত হয়েছে।

    মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

    নিহত ইয়াছিন ময়মনসিংহ মুক্তাগাছা থানার কাট গড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় মাছ ভর্তি পিক আপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাছ ব্যবসায়ী ইয়াছিন ঘটনা স্থলে মারা যায় এবং ২ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে।আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

     

  • উল্লাপাড়ায় সন্ত্রাসীদের আগুনে বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানঘর পুরে ছাই।

    উল্লাপাড়ায় সন্ত্রাসীদের আগুনে বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানঘর পুরে ছাই।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসীদের পেট্রোলের আগুনে আওয়ামীলীগ নেতার ছোট ভাই আজিজুল হকের বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান ঘর পুরে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের আজিজুল হকের বাড়িতে।

    সন্ত্রাসীদের আগুনে ব্যবসায়ীর বসতবাড়ি ও দুই লক্ষাধিক টাকার মালামালসহ দোকানঘর পুরে গেছে। এ বিষয়ে আজিজুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেছেন।

    মামলা সূত্রে জানা যায়,বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের মৃত নওয়াব আলী মণ্ডলের ছেলে মোঃআজিজুল হকের সঙ্গে একই গ্রামের তোরাব আলী গং এর জমি ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে তোরাব আলীর ছেলে মোঃখোরশেদ আলী ( ৪০),মোঃ খলিল (৩০), আক্কাস আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৩৫),মোঃ আলতাফ হোসেনের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৬), মোঃ আনসার আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম গং ১৯-১১-২০২২ ইং তারিখ বিকেল সাড়ে ৪ টার সময় আমার বসতবাড়ি সংলগ্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানে এসে আমাকে সহ পরিবার পরিজনদের মারপিট ও প্রাণনাশের হুমকি সহ বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবে বলে শাসিয়ে যায়।

    উল্লেখিত তারিখে মধ্যরাতে খোরশেদ,এরশাদ আলী,খলিল,আলাউদ্দিন,সাইফুলসহ বেশ ক’জন সন্ত্রাসী আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকান ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।এতে দোকান ও গোয়াল ঘরে পুরে যায়।

    বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিএসসি জানান, আজিজুল হক প্রতিদিনের মতো দোকানঘর বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ঘটনার দিন মধ্যরাতে খোরশেদ আলী গংরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন লাগার বিষয়টি আজিজুলের স্ত্রী আফরোজা খাতুন টের পেয়ে চিৎকার শুরু করেন।এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আজিজুলের দোকানে থাকা মূল্যবান ফ্রিজ,টিভি, ফ্যান,নগদ টাকাসহ দোকানের দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। দোকানঘর সংলগ্ন গোয়াল ঘরের এককাংশ পুড়ে যায়।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান এ ব্যাপারে আজিজুল হক বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে।পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • উল্লাপাড়ার নটাগাড়ী জলাবদ্ধ বিলকে মাছ চাষের উপযোগি করার দাবী এলাকাবাসী।

    উল্লাপাড়ার নটাগাড়ী জলাবদ্ধ বিলকে মাছ চাষের উপযোগি করার দাবী এলাকাবাসী।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আটার পাখিয়া ও লটাগাড়ী জলাবদ্ধ বিল মাছ চাষে উপযোগী হলে সফলতা পাবে এলাকার কৃষক। বর্ষা মৌসুমে বিলের নিচু জমি ও ডোবায় পানি ঢুকে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারের মৎস্য বিভাগের সহযোগিতা পেলে বিলটিতে সমবায়ের ভিত্তিতে মাছ চাষের অভরাণ্য হতে পারে। এ থেকে কৃষক ব্যাপকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারে। এই বিলে প্রায় ৫০০ বিঘা নিচু জমি ও মাছ চাষের ডোবা রয়েছে। পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সামান্য বৃষ্টি ও বর্ষার পানিতে তলিয়ে যায় এখানকার ফসল।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিলের বেশির ভাগ জায়গা ছোট ছোট ডোবায় ঘেরা এবং বাকী নিচু জমিগুলো এক ফসলি। তাতে বোরা ধানের চাষ হয়।জলাবদ্ধতার কারণে বোরো ধান ছাড়া অন্য ফসল চাষ করা যায় না। আবার বৃষ্টি হলে অনেক সময় ধান ঘরে তুলতে পারে না কৃষক। এতে জমির ধান পানিতে তলিয়ে যায়।

    বিনায়েকপুর গ্রামের কৃষক বিপু, আশরাফ, আফছার ও শরীফুল জানান, ওই বিলে আমাদের বেশ কয়েক বিঘা জমি রয়েছে। প্রায় ১০ বছর ধরে জলাবদ্ধ থাকায় বিলের জমিতে সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারছি না কৃষকেরা। বিলটিতে ধান চাষের পরিবর্তে মাছ চাষের উপযোগী করলে অধিক মুনাফায় লাভবান হবে এখানকার স্থানীয় কৃষক।

    বাঙ্গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা এই প্রতিবেদককে বলেন, ‘পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ১০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থেকে যাচ্ছে বিলের জমি। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

    উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, বিলটির জমি এক ফসলি। তাও জলাবদ্ধতার কারণে অনেক বছর ফসল তলিয়ে যায়। বিলের সাথে সংশ্লিষ্ট কৃষকদের অন্য কোন পদ্ধতিতে লাভবান করা যায় কি-না ভেবে দেখা হচ্ছে।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম জানান, এলাকার কৃষকের বিষয়টি তদন্ত প্রয়োহনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

  • উল্লাপাড়ায় রেল লাইনের পাশ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় রেল লাইনের পাশ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল লাইনের পাশ থেকে তানজিদ হাসান অনিক ওরফে নাঈম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকাল ১১ টায় ঢাকা- ঈশ্বরদী রেল লাইনের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বামনগ্রাম হাটখোলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাঈম সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার আব্দুল মোমিনের ছেলে ও সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিল।

    নিহত নাঈমের বাবা আব্দুল মোমিন জানান, গত সপ্তাহে তানজিদ হাসান অনিক লালমনিরহাট জেলার পাটগ্রামে তার চাচার বাসায় বেড়াতে যায়। নাইম চাচার বাড়ী থেকে মঙ্গলবার সকালে লালমনি একপ্রেস ট্রেনে সিরাজগঞ্জে নিজ বাসায় আসছিলো। তার বাবা আরও জানান, ট্রেনে ওঠার পরেও তার সাথে মোবাইল ফোনে নাঈমের কথা হয়। এরপর থেকেই নাঈম নিখোঁজ হন বলে তার পিতা মোমিন জানান।

    সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জানান, বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল লাইনের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বামনগ্রাম হাটখোলা এলাকার রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। লাশের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

  • উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ।

    উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ৩৩ জন নারী পুরুষের মাঝে ৫ লাখ ৯৪ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    চেক বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা প্রমূখ।

     

  • গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যবসায়ীদের পাট ক্ষতির পরিমান ১০ কোটি টাকা।

    গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যবসায়ীদের পাট ক্ষতির পরিমান ১০ কোটি টাকা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সোমবার গভীর রাতে উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় পাট বন্দরে আগুন লেগে ৬টি গুদাম পুড়ে গেছে। সেই সাথে এসব গুদামে রাখা প্রায় ১৫ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা হবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও গুদাম মালিকেরা।

    অগ্নিকান্ডের খবর শুনে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও পাবনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এখনও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিকান্ড স্থানে কাজ করছেন। তবে অগ্নিকান্ডের কোন কারন এখন পর্যন্ত জানা যায়নি। পাট ব্যবসায়ী আসাদুল ইসলামের পাট গুদাম থেকে রাত ২ টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

    ক্ষতিগ্রস্থ গুদাম মালিক ও পাট ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন বাসুদেব সাহা, আসাদুল ইসলাম, সোহেল, রজব আলী সরকার, ডাবলু, আইয়ুব আলী, ইউনুস আলী, রিপন সাহা, সঞ্জয় সাহা, রাশেদা খানম পাতা, তারাপদ কুন্ডু ও শহিদুল ইসলাম। ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন হাট থেকে পাট কিনে দেশের বিভিন্ন পাট মিলে বিক্রি করে থাকেন। এখন এখন পর্যন্ত মিলগুলো পাট ক্রয় শুরু না করায় ব্যবসায়ীরা তাদের পাট আগুনে পুড়ে যাওয়া গুদামে মজুদ করেছিলেন। কিন্তু অগ্নিকান্ডের ফলে পাট পুড়ে গিয়ে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। এই ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয় বলে জানান তারা।

    পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল ইসলাম ভুইয়া জানান, রাতেই তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করেন। ইতোমধ্যেই বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা গেলেও এখন পর্যন্ত গুদামগুলোতে পুড়ে যাওয়া পাটগুলোর মধ্যে থেকে ধুয়া বের হচ্ছে। তবে অগ্নিকান্ডের কোন কারন এখন পর্যন্ত তারা জানতে পারেননি। সহকারী পরিচালক আরো বলেন, ফায়ার সার্ভিস থেকেও অগ্নিকান্ডের কারণ তদন্ত করে দেখা হবে।

    ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী বাসুদেব সাহা ও আসাদুল ইসলাম জানান, তাদের নিজস্ব গুদামে নিজেদের প্রায় ৬ হাজার মন পাট ছিলো। কোন ভাবেই এসব পাট তারা বাঁচাতে পারেননি। তিনি আরো জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাট মিল বা অন্য কোন কাজে ব্যবহার করা যায় না।

    উল্লাপাড়া পাটবন্দর বনিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম আরজু জানান, অগ্নিকান্ডের সঠিক কারণ এখন জানা যায়নি। ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী ও গুদাম মালিকদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকান্ডের ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেলেন।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা জানান।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত না হয়ে এই মুহুর্তে তারা কিছুই বলতে পারবেন না। তবে এ ব্যাপারে দ্রুত তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    স্থানীয় সাংসদ তানভীর ইমাম ঘটনাস্থল পরিদর্শন ইতিমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী এবং গুদাম মালিকদের সঙ্গে কথা বলেন। উল্লাপাড়া নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এসময় উপস্থিত ছিলেন।

    এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর শফিকুল ইসলাম শফি,পৌর মেয়র এস এম নজরুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত ৫।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত ৫।

    নিজেস্ব প্রতিবেদকঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোচ-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরোও ৫ জন গরু ব্যবসায়ী আহত হয়েছে।রোববার বিকেল সাড়ে ৫ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের দবিরগঞ্জ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার শাহিকোলা গ্রামের আতাহার হোসেনের ছেলে মোঃ আব্দুস সালাম(৩৮) ও কসেরু খাঁর ছেলে ঠান্ডু মিয়া(৪০)।

    এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ বদিউল আলম। এ সময় তিনি গনমাধ্যমকর্মীদের জানান রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বোয়ালিয়া গরুর হাট থেকে কিছু গরু ব্যবসায়ী পিকআপ ভ্যানযোগে গরু নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে দবিরগঞ্জ নামক স্থানে পৌছা মাত্র রাজশাহী থেকে ন্যাশনাল ট্রাভেলের একটি বিলাস বহুল যাত্রীবাহী কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ২ জন গরু ব্যবসায়ী মারা যায় এবং ৫ জন গুরুত্বর আহত হয়।আহতদের দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।

  • উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালন।

    উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

    “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উল্লাপাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবসের কর্মসূচিতে জাতীয় ও সমবায় পতাকা তুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উল্লাপাড়া পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিসিএমপিএস এর সভাপতি মোঃ আব্দুল মান্নান, উল্লাপাড়া শিক্ষক সমবায় সমিতির সভাপতি ও নয়ানগাঁতী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী মন্টু, উল্লাপাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোছাঃ লুৎফুন্নেছা পূণম, হাটিকুমরুল (পিউনির) আশ্রয়ন প্রকল্প-২ সভাপতি মায়া খাতুন, একতা সঞ্চয় ও ঋণদাতা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ হাফিজ, উল্লাপাড়া স্বাস্থ্য সেবা পেশাজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আল আমিন হোসেন প্রমুখ।

    আলোচনা সভা শেষে সমবায়ের মাধ্যমে দেশে বিভিন্ন ক্ষেত্র অবদান রাখায় স্থানীয় সংগঠনের সদস্যবৃন্দুকে শুভেচ্ছা জানান স্থানীয় কর্মকর্তা। এ সময় তাদের মধ্যে সম্মাননা স্মারক ও উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

  • উল্লাপাড়ায় চুরি করে সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে গ্রেফতার ৬।

    উল্লাপাড়ায় চুরি করে সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে গ্রেফতার ৬।

    উল্লাপাড়ায় চুরি করে সরকারি রাস্তার গাছ কাটার অপরাধে গ্রেফতার ৬।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীণ জনপদের বিভিন্ন সরকারি রাস্তার লাখ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে চুরি করে কেটে নিচ্ছে উপজেলার একটি চোর সিন্ডিকেট চক্র।

    শনিবার গভীর রাতে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের উল্লাপাড়া – তাড়াশ সড়কের শিমলা ব্রীজের পূর্ব পাশ থেকে ইউক্যালেকটর সহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার সময় ধারালো অস্ত্র, গাছ বহন করা ট্রলিসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার প্রেক্ষিতে উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

    গ্রেফতারকৃতরা হলো উপজেলার গয়হাট্রা একান্তপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৬২), পারকুল গ্রামের হাজী আকবর আলীর ছেলে আইনুল হক (৫০), বিনায়েকপুর গ্রামের হাজী ওছমান গণির ছেলে মুনছুর আলী (৪৫), একই গ্রামের লবা সেখের ছেলে নুরুল ইসলাম (৩৫), ফজল প্রামানিকের ছেলে বাবু প্রামানিক (৪০) ও হাছেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক সাহেব গণি জানান, গ্রেফতার এই সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তার গাছ চুরি করে কেটে আসছিল। রাতের আধারে গাছ কাটা অবস্থায় এলাকাবাসীর অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, উপজেলা বন বিভাগের কর্মকর্তার মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নলসোন্দা মাঠে ‘রক্ত শপথ যুব সংসদ’ এই ফাইনাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার শাহ মকদুম ফুটবল একাদশ বনাম বেলকুচি উপজেলার কল্যাণপুর ফুটবল একাদশ অংশ নেয়। খেলাটি উদ্বোধন করেন জননেতা তানভীর ইমাম এম.পি।

    আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন জানান, তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে উর্ত্তীণ হয়ে শাহজাদপুর উপজেলার শাহ মকদুম ফুটবল একাদশ বনাম বেলকুচি উপজেলার কল্যাণপুর ফুটবল একাদশ ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা মুলক ফাইনাল ম্যাচটি উপভোগ করে এলাকার ফুটবল প্রেমিরা। খেলায় ২-০ গোলে বেলকুচি কল্যাণপুর ফুটবল একাদশকে হারিয়ে শাহজাদপুর শাহ মকদুম ফুটবল একাদশ বিজয়ী হয়। পুরো ফুটবল খেলার ম্যাচটি পরিচালনা করেন চৌকস পরিচালক এস. এম. জাহিদুজ্জামান কাকন।

    ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক সরকার আশিকুর রহমান ও প্রবীণ আ’লীগ নেতা বাবু খাঁ, আলহাজ্ব মোঃ আবু সাঈদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।