Tag: উপহার

  • কলাপাড়ায় ৪৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর বিতরন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় ৪৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর বিতরন-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা ৪৫০টি পরিবারের মধ্যে  প্রধানমন্ত্রীর  আশ্রয়ন-২ প্রকল্পের উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘরের দলিল হস্তান্তর করা হয়। উদ্বোধনী দিনে ২৩৫ পরিবারকে  ঘরের এ দলিল দেয়া হয়।

    উপজেলার ১২ টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার অসহায় এ পরিবারগুলো ঘরের দলিল পেয়ে খুশি ও আনন্দিত। তারা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. মাহবুবুর রহমান তালুকদার।

    বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সহকারী কমিশনার(ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির,লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন  তপন বিশ্বাস  প্রমূখ। এসময় উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

  • শাহজাদপুরে প্রধানমন্ত্রীর উপহার জায়গাসহ ঘর পেল ১৫০টি পরিবার-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে প্রধানমন্ত্রীর উপহার জায়গাসহ ঘর পেল ১৫০টি পরিবার-ভোরের কণ্ঠ।

    বাংলাদেশ ব্যাপি বিভিন্ন জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী এ উদ্ভোধনের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫০ টি গৃহের চাবি হস্তান্তর করা হয় ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে।

    মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা এ শ্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ – ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

    শনিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। শাহজাদপুর উপজেলায় মোট ১৫০ টি ঘর নির্মান করা হয়, প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরের দুটি রুম,একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেস রয়েছে।

    উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত প্রমূখ।

  • কাজিপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩৫টি ছিন্নমূল পরিবার-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩৫টি ছিন্নমূল পরিবার-ভোরের কণ্ঠ।

    ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহারথ- এই শ্লোগানকে সামনে রেখে এবং আমাদের দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার স্বপ্ন- বঙ্গবন্ধুর এই স্বপ্নকে বুকে ধারন করে  সিরাজগঞ্জের কাজিপুরে ভূমিহীন ও  গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি ও ২ শতাংশ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

    ২৩ জানুয়ারী শনিবার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের গৃহহীনদের জন্য ৬৬,১৮৯টি পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানসহ গৃহ প্রদান কাজ ভার্চূয়ারী উদ্বোধন করেন। একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার ৩৫টি ঘর গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

    উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভুমি) এবিএম আরিফুল ইসলাম।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র নিজাম উদ্দিন, নবনির্বাচিত মেয়র আব্দুল হান্নান তালুকদার, , ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শওকত হোসেনসহ ইউপি চেয়ারম্যানগণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একে,এম শাহ আলম মোল্লা।

    উল্লেখ্য যে, ভূমি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। কাজিপুরের উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানের সরকারি খাস জমি উদ্বার করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর নির্মান করা হয়েছে।

    ক শ্রেনীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমি পাকা ঘরগুলো জমিসহ প্রদান করা হয়েছে। ঘরের সাথে ২ শতাংশ খাস জমি বন্দোবস্তসহ প্রদান করা দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি সেমি পাকা ঘর নির্মানে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। গৃহহীন পরিবারের জন্য থাকছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষ বিশিষ্ট ঘর।

  • তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর।

    তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর।

    সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেজবাউল করিম। ২৩ জানুয়ারী ২০২১ তারিখে সারা দেশে একযোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সেমি পাকা বাড়ি ২ঘর বিশিষ্ট টয়লেটসহ ৬৬ হাজার ১শ ৮৯টি বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন।

    সেই সাথে তাল মিলিয়ে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মোট ১শ ৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে ইট দ্বারা নির্মিত সেমি পাকা বাড়ি ও দলিল হস্তান্তর করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে  ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়িসহ ২শতক জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় আরোও উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,টিএম আব্দুল্লাহেল বাকি,অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল,আব্দুল কুদ্দুস সরকার, মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, এসএম আব্দুর রাজ্জাক,আব্দুর রহমান,সাইদুর রহমান সাজু, উপজেলা প্রশাসন বিভিন্ন অধিদফতরের প্রধানগন,জাতীয় চার নেতা পরিষদের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজ সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান,বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিকবৃন্দ ও প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তরকারী উপকারভোগীরা