ওসমানীনগরে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন।
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের এক টানা দুই বারের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম কিবরিয়ার পারিবারিক উদ্যোগে নির্মিত আহমেদ শফী মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রয়াত দাদা আহমেদ শফীর নামে এই মসজিদ ও এতিম খানার নাম করণ করা হয়েছে।
সিকন্দরপুর পশ্চিমগ্রামে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নিজ বাড়ির পাশে নির্মিত মসজিদ ও এতিমখানা সোমবার দুপুরে মিলাদ দোয়া মাহফিলের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন, হাইকোর্ট জামে মসজিদের খতিব আহমদ হাসান চৌধুরী।
মিলাদ শেষে উমরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রহমান আলা, কোষাধক্ষ্য শাহ-নূর রহমান শানুর, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মিছবা আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বাবলু মিয়া,শানুর আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সিতু রশিদ কামাল, বাবুল মিয়া, সাজ্জাদুর রহমান,আজিজুর রহমান, আলতাফুর রহমান,জেলা যুবলীগ নেতা মনির মিয়া,উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি চঞ্চল পাল,উপজেলা যুবলীগে সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, উমরপুর ইউনিয়নের সচিব মারতি নন্দন ধাম প্রমুখ।
সংক্ষিপ্ত সভায় বক্তরা বলেন, নৌকা প্রতিক নিয়ে গোলাম কিবরিয়া পুনরায় উমরপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন। উন্নয়নমুলক কাজ করায় ইউনিয়নবাসী গোলাম কিবরিয়াকে আবারো মূল্যায়ন করেছেন। এতিম শিশুদের কথা চিন্তা করে পরিবারের উদ্যোগে গোলাম কিবরিয়া আহমেদ শফী‘র নামে দৃষ্টিনন্দন মসজিদ ও এতিমখানা নির্মান করেছেন সেটা সত্যি প্রশংসনীয়।
এই মসজিদ ও এতিমখানা নির্মানে এতিম শিশুরা ধর্মীয় শিক্ষা ও আশ্রয় পাবে। মসজিদ ও ও এতিমখানার পাশাপাশি ইবাদতবন্দিগীর পাশাপাশি আরো অনেক সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে। পারিবারিক ভাবে এতো বড় একটি মহতী কাজ করায় চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।