Tag: উদ্বোধন

  • সিরাজগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন।

    সিরাজগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বহুলী বাজারে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সাথে অনুষ্ঠান সভা করা হয়েছে।

    বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উক্ত উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু।

    এসময় বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী খানসহ এবি ব্যাংক এজেন্ট আউটলেটের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন ।

  • সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পোনামাছ অবমুক্তকরণ।

    সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পোনামাছ অবমুক্তকরণ।

    “বেশী বেশী মাছ চাষকরি,বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে, পক্ষান্তরে মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণসহ ১৪ টি পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে ।

    সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রোববার (২৯ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, নাছিম রেজা নুর দিপু, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ তালুকদার জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) আহসান শাহিন সরকার প্রমুখ।

    এসময় সিভিল সার্জনের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী এবং জেলা মৎস্য দপ্তর, সিনিয়র সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায়-বিশেষ সন্মাননা পুরস্কার প্রদান করা হয় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান,চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআফসানা ইয়াসমিন এবং কার্প জাতীয় মাছ উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ সন্মাননা পান সদর উপজেলার কালিয়া হরিপুর কান্দাপাড়া গ্রামের মোঃ মোস্তাক আহমেদ ও পোনামাছ উৎপাদনে সাফল্যে স্বীকৃতি সন্মাননা পান,বেলকুচি উপজেলার গাবের পাড়ার মেঘুল্লা গ্রামের মোঃ শাহাদৎ হোসেন।

  • সিরাজগঞ্জ পৌরসভার কাটাখালী উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন।

    সিরাজগঞ্জ পৌরসভার কাটাখালী উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন।

    সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত কাটাখালি খালের পাড় ও সংযুক্ত সড়ক পাঁকাকরণ উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ নূরুল হক।এই উন্নয়ন প্রকল্পের অধীনে ১কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ২.৪ কিলোমিটার সড়কের পাকাকরণ ফুটপাত টাইলস লাগানোর ৯০ ভাগ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।

    রোববার (২২ আগষ্ট) সকালে এ উন্নয়ন প্রকল্পের অধীনে ইলিয়ট ব্রিজ সংলগ্ন ফজল খান রোডের পাকাকরণ কাজ চলছে। কাটাখালি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মিয়া।

    এ সময় প্যানেল মেয়র নুরুল হক জানান, সিরাজগঞ্জ পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাটাখালি উন্নয়ন প্রকল্পের অধীনে সড়ক উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে এরপর এই সড়কের বাকি অংশের ড্রেন নির্মাণ ও পাকাকরণ কাজ পৌরসভার নিজস্ব তহবিল শুরু করা হবে। চলতি মাসের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে জানান তিনি।

  • সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। ১৪ আগষ্ট শনিবর দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের পালাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    ওই স্কুলের সভাপত সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা  ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, ইউপি আ’লীগের সভাপতি প্রভাষক মঈনুল হক,সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের  সাবেক প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সেরাজ সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ, পালাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সহ অনেকে।

     

  • তাড়াশে ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্য্যক্রম উদ্বোধন

    তাড়াশে ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্য্যক্রম উদ্বোধন

    সিরাজগঞ্জের তাড়াশে কোভিড-১৯ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে এ গণটিকা প্রদান করা হচ্ছে।

    শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের কাউরাইল কমিউনিটি ক্লিনিকের আওতায় কাউরাইল-ইসাহাক তফের আলী টেকনিক্যাল এন্ড কলেজ কেন্দ্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, তাড়াশ থানা অফিসার ইনচার্জ  ফজলে আশিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার ও কাউরাইল-ইসাহাক তফের আলী টেকনিক্যাল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

  • শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগ সেবার উদ্বোধন।

    শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগ সেবার উদ্বোধন।

    সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডাঃ জাহিদ মালেক স্বপন এমপি।

    সোমবার (২ আগস্ট) বিকেল ৫টার সময় ঢাকা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এ হাসপাতালের বহি:বিভাগ সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেড় বছর ধরে করোনার প্রাদুর্ভাব চলেছে। এ সময়ের মধ্যে আমরা ১শটি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি, ৬৫০টি ল্যাবে ৫০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। একই হাসপাতালে সাধারণ রোগী, করোনা ও ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

    শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরের পাশাপাশি ইনডোরে করোনা রোগী চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেন তিনি।

    প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে বার বার স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোহাম্মদ নাসিম শুধু জাতীয় নেতা ছিলেন না, তিনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার হাতে গড়া এ প্রতিষ্ঠানটিতে মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সে লক্ষ্যেই আমরা কাজ করবো এবং আমার মানিকগঞ্জের আগে সিরাজগঞ্জের এই হাসপাতালটির কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করবো।

    সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সচিব(স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মোঃ আলী নূর, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম, সিরাজগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আমিরুল হোসেন চৌধুরী, সঞ্চালনায় ছিলেন লাইন ডাইরেক্টর ডাঃ সামিউল ইসলাম।

    ২০১৫ সালে ৮’শ ৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০.৯০ একর জায়গার উপর শহরের পাশেই শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫’শ শয্যার হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়। আগামী ডিসেম্বরে পূর্নাঙ্গভাবে চালু হবে হাসপাতালটি। তবে এক বছর পুর্বেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মেডিকেল কলেজের কার্যক্রম।

  • উপজেলা প্রশাসনিক ভবন ও ব্রিজ উদ্বোধন করলেন মোতাহার হোসেন এমপি।

    উপজেলা প্রশাসনিক ভবন ও ব্রিজ উদ্বোধন করলেন মোতাহার হোসেন এমপি।

    আজ ১০ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকার সময় পাটগ্রাম হাতীবান্ধা উপজেলার সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু জনাব আলহাজ্ব মোতাহার হোসেন এমপি মহোদয় পাটগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও করোনাকালীন সময় গণসচেতনতা সহ বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেন।

    তিনি এমন একজন মানুষ একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন সেনাবাহিনীর সাবেক মেজর, তিনি একজন উপজেলা চেয়ারম্যান, তিনি একজন সফল সংসদ সদস্য, তিনি একজন গরীব দুখী মেহনতী মানুষের নেতা, তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি মুক্তিযোদ্ধা জামুকা রংপুর বিভাগীয় উপদেষ্টা। তিনার গুণের কথা বলে শেষ করা যাবে না, তিনি এমনই একজন মানুষ সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন,

    পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজার সংলগ্ন ব্রীজটির শুভ উদ্বোধন করেন- মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি মহোদয়।

    সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ লালমনিরহাট জেলা শাখা ও সদস্য প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।

    উদ্বোধন শেষে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অষ গধসঁহ ঝযঁাড় এর বাবার কবর জিয়ারত করেন।

    এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, পাটগ্রাম উপজেলা ইউএনও জনাব সাইফুর রহমান, পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা প্রকৌশলী অফিসার মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা রাসেল, সহ আরো অনেকেই।

  • সেবা শাহজাদপুর নামের অনলাইন কোম্পানির শুভ উদ্বোধন করলেন।

    সেবা শাহজাদপুর নামের অনলাইন কোম্পানির শুভ উদ্বোধন করলেন।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘প্রয়োজনের প্রিয়জন’ স্লোগানকে সামনে রেখে ‘সেবা শাহজাদপুর’ নামক অনলাইন কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে সেবা শাহজাদপুরের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু।

    সেবা শাহজাদপুরের চেয়ারম্যান এম.জি. চৌধুরী শুভ্র’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজ সেবক শাহবাজ খান সানি, সাংবাদিক আল আমিন হোসেন, জহুরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মাসুদ মোশাররফসহ সেবা শাহজাদপুরের কর্মকর্তাবৃন্দ।

    বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে অনলাইন বাজার সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে, তারই অংশ হিসেবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শিল্পসমৃদ্ধ ভরপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর উপজেলা সেবা শাহজাদপুর অনলাইন বাজার এর কার্যক্রম খুবই প্রশংসিত হবে বলে মনে করছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  • ঢাকার সাভার মডেল থানা বিট নং-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

    ঢাকার সাভার মডেল থানা বিট নং-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

    পুলিশ জনতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সাভার মডেল থানার আয়োজনে উঠান বৈঠক বিট পুলিশ নং -২ সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন রাজ পথের লড়াকু যোদ্ধা সাভার পৌর আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মিদের প্রিয় ব্যক্তিত্ব সাভার পৌরবাসীর অত্যন্ত আস্থা ভাজন প্রিয় মানুষ সুযোগ্য অভিভাবক সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাভার পৌরসভার মেয়র জনাব জনাব হাজী আব্দুল গণি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাভার মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব কাজী মাইনুল ইসলাম পিপি এম।

    উক্ত অনুষ্ঠানে বিট পুলিশিং এবং এর কার্যক্রমকে কিভাবে আরো জনবান্ধব করা যায় সেই বিষয়ে সুস্পষ্ট আলোচনা পেশ করা হয়।

    অনুষ্ঠানে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা বলেন – চুরি- ডাকাতি, ছিনতাই – ইভটিজিং, মাদক – সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ ধরনের সাভারবাসীর সহযোগিতা চেয়েছেন।

  • শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি-তল ভবনের কাজ উদ্বোধন করলেন-এমপি স্বপন।

    শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি-তল ভবনের কাজ উদ্বোধন করলেন-এমপি স্বপন।

    সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের দ্বি-তল ভবনের কাজ উদ্বোধন করেছেন শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক শিল্প-উপমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি।

    বুধবার (২৩ জুন) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেস ক্লাবের দ্বি-তল ভবন উদ্বোধন করেন করেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

    এ উপলক্ষে শাহজাদপুর প্রেস ক্লাবের নবনির্মিত দ্বি-তল ভবন হলরুমে প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উপস্থিত গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানিয়ে বলেন, ‘প্রেস ক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগীতা প্রদান করা হবে এবং শাহজাদপুরের সাংবাদিকবৃন্দ যাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ অর্থ সহায়তা পান তার ব্যবস্থা করা হবে।

    উক্ত অনুষ্ঠানে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।