Tag: উদ্বোধন

  • নাগরপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন এমপি টিটু।

    নাগরপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন এমপি টিটু।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন টাংগাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    বুধবার (১৩ অক্টোবর), উপজেলার গয়হাটা- বেকড়া রাস্তা,বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,ভূগোলহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,গরীব পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ধুবড়িয়া-বনগ্রাম রাস্তার উদ্বোধন করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।পর্যায়ক্রমে উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ, স্কুল কলেজের ভবন নির্মাণ করা হবে।নাগরপুর হবে উন্নয়নের রোল মডেল। আজ উপজেলার কয়েকটি ইউনিয়নের রাস্তা ও স্কুল ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন সাংসদ টিটু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ মাহবুবুর রহমান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ, শাহিদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,মামুদনগরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বেকড়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন,সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ।

  • লালমনিরহাটে দেববাড়ি পূজা মন্ডপ উদ্ভোধনে নেপালের উপ-রাষ্ট্রদূত।

    লালমনিরহাটে দেববাড়ি পূজা মন্ডপ উদ্ভোধনে নেপালের উপ-রাষ্ট্রদূত।

    মিঠু মুরাদ,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের দেববাড়ি পূজা মণ্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাষষ্ঠীর শুভ উদ্ভোধন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই।

    ১১ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় সাপটানা রোডের দেববাড়িতে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য,লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর,পুলিশ সুপার আবিদা সুলতানা,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,পুজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায় প্রমুখ।

    জমজমাট এ অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন দেববাড়ি পূজা মণ্ডপের সম্পাদক, সমাজ সেবক জয়ন্ত কুমার দেব।

    স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন,”ধর্ম যার যার, উৎসব সবার।”মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এবারো শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মালম্বীদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন জানাই।

    প্রধান অতিথির বক্তব্যে উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা বৈশ্বিক প্রেক্ষাপটে ভাবনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ উন্নয়নে বিশ্বের উদাহরণ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি,মানবসম্পদ উন্নয়ন,মেগা প্রকল্প সহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নতি হয়েছে। এখানে রেলপথ উন্নত হলে পর্যটনসহ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে।চমৎকার এই আয়োজনের জন্য তিনি জয়ন্ত কুমার দেব সহ তার পরিবারকে ধন্যবাদ জানান।

    রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন,দেববাড়ি পূজা মণ্ডপ কমিটির সম্পাদক জয়ন্ত কুমার দেবের প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি এ ধরনের চমৎকার একটি আয়োজনে আমাকে আমন্ত্রন জানিয়েছেন। শুধু তাই নয়, আজকের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই কে তিনি ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি এখানে এসেছেন। আমি মনে করি এর ফলে আমাদের বিরাট গৌরব এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

    পরে অতিথিগন দেববাড়ির সৌজন্যে এলাকার দুস্থ এবং অসহায় ৩’শ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

    এর আগে বেলা ১২ টায় উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কতৃপক্ষ শ্রী কুমার রাই কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

    পরে বুড়িমারী স্থলবন্দর হলরুমে স্থলবন্দর কতৃপক্ষ৷ এবং কাস্টমস প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • উল্লাপাড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন।

    উল্লাপাড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়কে অবস্থিত রাম সাহা মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্যাংকের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা।

    উল্লাপাড়া একটি আধুনিক ব্যবসা প্রধান এলাকা হওয়ায় এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জের শিয়ালকোল এনআরবিসি ব্যাংক শাখার ব্যবস্থাপক এভিপি হিমাদ্রী শেখর দোবে’র সভাপতিত্বে ব্যবসায়ীদের মধ্যে বাংকিং সেবা বিষয়ে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাহেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত কুমার কর্মকার, সুজিত সাহা, বিপ্লব কুমার দত্ত ও ব্যাংক ব্যবস্থাপক রাজিবুল হাসান সুমন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে এই আধুনিক ব্যাংক ব্যবস্থাপনার সকল সুযোগ সুবিধা তুলে ধরেন বক্তরা।

  • মৌলভীবাজার জুড়ীতে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সের ভবন উদ্বোধন।

    মৌলভীবাজার জুড়ীতে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সের ভবন উদ্বোধন।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলাতে শুভ উদ্বোধন হলো জুড়ী থানার আধুনিক কমপ্লেক্স ভবন।

    শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উম্মোচন মধ্যদিয়ে শুভ উদ্বোধনী করেন স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানা নবনির্মিত আধুনিক  কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যমণি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডি’আই’জি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি মোঃ নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। পরে থানা প্রাঙ্গনে একটি সুধী সমাবেশ  অনুষ্ঠিত হয়।

    বক্তব্য প্রধান অতিথি স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,বিদেশে বসে যারা সাইবারক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে, তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে।

    সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন, উপজেলার চেয়ারম্যান পৌরসভার মেয়র, সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন।

    বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন।

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনার তীরে দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলকুচি পৌর সভার সার্বিক সহযোগিতায় ও মুকুন্দগাঁতী গ্রামের উদ্যোগে এই ঐত্যহ্যিবাহী নৌকা বাইচ এর আয়োজন করা হয়। আব্দুল মজিদ প্রমানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংক ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, আমন্ত্রিত অতিথি ওসি গোলাম মোস্তফা প্রমূখ।

    লাখো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে এ নৌকা বাইচ হয়। বিভিন্ন বয়সের মানুষ যমুনা নদীর তীরে দাঁড়িয়ে ও শত শত নৌকা নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

    নৌকা বাইচ অনুষ্ঠানে ৫০টি মাঝির দল অংশ গ্রহন করেন। শনিবার নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবে বাজাজ ১২৫ সিসি মটর সাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবে ২৪ সেফটি ফ্রিজ, তৃতীয় স্থান অর্জনকারী পাবে ১৪ সেফটি ডিপ ফ্রিজ, চতুর্থ স্থান অর্জনকারী পাবে ৩২ ইঞ্চি মনিটর।

    ক্যাপশন:নৌকা বাইচ প্রতিযোগিতায় ধুকুরিযা এক্সপেস নৌকা সামনের দিক এগিয়ে যাচ্ছে। ছবিটি শুক্রবার বিকালে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনার নদীর তীর থেকে তোলা।

  • ওসমানীনগরের উমরপুরে উন্নয়ন কাজের উদ্বোধন।

    ওসমানীনগরের উমরপুরে উন্নয়ন কাজের উদ্বোধন।

    ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।

    বুধবার উমরপুর ইউনিয়নের খাদিমপুর কমিউনিটি ক্লিনিক ও শাহজালাল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন উমরপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম কিবরিয়া।

    উদ্বোধন পরবর্তী শাহজালাল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাদিমপুর এলাকাবাসীর আয়োজনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন,সিলেট জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাদিপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ।

    বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,সহ-সভাপতি আব্দুল হামিদ, প্রবীন আওয়ামীলীগ নেতা ও গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া। উমরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নানু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা শওকত আহমদ সায়মন,উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান চৌধুরী,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ,উপজেলা কৃষকলীগের সভাপতি মস্তাক আহমদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আরফিন চৌধুরী, উমরপুর ইউনিয়নের ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, রুকন আহমদ চৌধুরী,সৈয়দ মাসুদ আলী,সুহেল আহমদ,আব্দুল আলীম খুকন, সেলিম আহমদ,জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া,কৃষকলীগ নেতা মানিক মিয়া,অরবিন্দু সূত্রধর, এমরান আহমদ,সেচ্ছা সেবকলীগ নেতা আরিফুর রহমান চৌধুরী,জাকির আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কওসর আহমদ, যুবলীগ নেতা অজিত সূত্রধর, সালেহ আহমদ,রাজু আহমদ,জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান পুলক,ছাত্রলীগ নেতা জুবায়ের সিদ্দিকী,মিজানুর রহমান মিজান।

    আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুমন আহমদ, যুবলীগ নেতা মতিউর রহমান, আব্দুল আলীম, ফরহাদ আহমদ, সাবু মিয়া, সুমন আহমদ,সাজু আহমদ, জাকির আহমদ, মিজান আহমদ,নজরুল ছাত্রলীগনেতা রায়হান আহমদ, রাজন দেব, আরমান আলী, শাহ রাজ চৌধুরী, কামরুল ইসলাম টিপন,দানিছ মিয়া,ফাহিম আহমদ,নোমান আহমদ,রাজু আহমদ,এমরান, রুহুল উসমান, মঞ্জুর আলী,সুমন আহমদ,রনি সূত্রধর প্রমুখ।

    সভায় বক্তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড দেখে দিশেহারা হয়ে উঠে স্বাধিরতা বিরোধী প্রেতআত্মারা নানা সড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নয়ন বাধাগ্রস্থ করতে সদা তৎপর রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের মাধ্যমে বাস্থবায়িত উন্নয়ন কর্মকান্ড নিয়ে কোনো কুচক্রী মহলের রাজনীতি মেনে নেয়া হবে।স্বাধিনতা বিরোধী এসব ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দিতে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সদা প্রস্তুত রয়েছে।

    সাবেক এমপি আশরাফ আলীর নামে খাদিমপুর কমিউনিটি ক্লিনিক সীমানা প্রাচীরের নামফলক উদ্ধোধন করা হয়েছে। এই নামফলকে কেউ তুলে ফেলে স্বার্থশালী মহলের নাম ফলক লাগানোর চেষ্ঠা করলে উমরপুর ইউনিয়নের জনগন তা প্রতিহত করতে ঐক্যবদ্ধ্য।সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান নেতৃবৃন্দরা। সভায় ওসমানীনগর ও উমরপুর ইউনিয়ন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ নেতা মঞ্জুর আহমদ।

     

  • মাধবপুর পৌরসভায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতির উদ্বোধন।

    মাধবপুর পৌরসভায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতির উদ্বোধন।

     

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীন হাউজ গ্যাস নিঃসরন কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করা হয়।

    মঙ্গলবার(৫ অক্টোবর)দুপুরে ইঅঊঝ সোলার লিমিটেড এর পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি করে মোট ১১২টি সোলার লাইট দেয়া হয়েছে। পৌর ৩ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের রাস্তায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক।

    এ সময় আরো উপস্থিতি ছিলেন ইঅঊঝ সোলার লিমিটেডের চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির,এমডি আশরাফ আহমেদ চৌধুরী, ডিরেক্টর মাসহুদুল হাসান চৌধুরী,ডিরেক্টর রফিকুল হোসেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আমিনুল ইসলাম,পৌরসভা প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,কাউন্সিলর দুলাল খাঁ,বাবুল হোসেন, হাকিম মিয়া, মোবারক হোসেন,শেখ জহির,সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

  • দি বেস্ট ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন করলেন  অধ্যাপক এম এ মতিন এমপি।

    দি বেস্ট ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন করলেন অধ্যাপক এম এ মতিন এমপি।

    রোকন মিয়া,উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া ইউনিয়নে বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ মাঠে দি বেস্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

    এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর একাদশ বনাম রংপুর সদর একাদশ।

    এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন দি বেস্ট ফুটবল টুর্নামেন্টের এর প্রধান পৃষ্ঠ পোষক ও পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম,হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি শায়খুল ইসলাম নয়া, বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শাহীন সরকার, শ্রী অমল চন্দ্র, দি বেস্ট মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী মেডিকেল অফিসার শরীয়ত উল্লাহ,আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, গ্রাজুয়েট ক্লাব হাতিয়ার সমন্বয়ক আব্দুর রাজ্জাক সরকার, শিক্ষক আমিনুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী অপিজল হক প্রমুখ।
    এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলার ৮ টি দল নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।১৩ নভেম্বর এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জনা গেছে।
    উদ্বোধনী ম্যাচে কুড়িগ্রাম সদরকে ১ গোলে পরাজিত করে রংপুর সদর জয়লাভ করেন।

  • সিরাজগঞ্জে ভিক্টোরিয়া স্কুলে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন।

    সিরাজগঞ্জে ভিক্টোরিয়া স্কুলে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    আমাদের সিরাজগঞ্জ আমরাই রাখবো নিরাপদ সবুজ সিরাজগঞ্জ গড়ার লক্ষে,অটুট আমাদের পথ চলা। বাংলার আবহওয়া,বাংলার মাটি গাছ লাগিয়ে করবো ঘাটি এই স্লোগান কে সামনে রেখে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সিরাজগঞ্জ শহরের বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া রোডস্থ ভিক্টোরিয়া হাইস্কুলে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন, সিরাজগঞ্জ উদ্যোগে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে মোঃ আশিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
    এ সময় আরো উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃসাজেদুল ইসলাম,সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত রহমান হীরক প্রমূখ।

    ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির ও বিতরণ অনুষ্ঠানে দ্বিতীয় দিনে ভিক্টোরিয়া হাইস্কুলে তিন’শ ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।

    এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জ কে ধন্যবাদ জানাই তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী ৫ হাজার গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বনজ ফলজ ও ঔষধি গাছ আমরা বেশি বেশি করে লাগাবো।

    বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি, ফল ফলন্ত গাছ লাগানোর জন্য তিনি সকলে প্রতি অনুরোধ জানান।

  • সিরাজগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন-হাবিবে মিল্লাত এমপি।

    সিরাজগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন-হাবিবে মিল্লাত এমপি।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারাতে প্রিমিয়ার ফুটবললীগ খেলার শুভ উদ্বোধন করলেন-সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    এসময় তিনি অনু্ষ্ঠানে বলেছেন, সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধূলার আয়োজন করতে হবে। তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব।তিনি আরও বলেন, খেলাধূলার কারণে খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃংখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা ও শরীরচর্চা ।

    যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দেবেন দল মত নির্বিশেষে তার হয়ে কাজ করার আহবান জানান।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যাগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন,জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমূখ।

    এসময় সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম,১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল করিম লাহাব,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ,নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    উক্ত উদ্বোধনী খেলাতে মূলিবাড়ী ইয়াং স্টার ক্লাবকে দ্বিতীয়ার্ধের সময় ১-০ গোলে পরাজিত ছাতিয়ানতলী ক্লাব।