Tag: উদ্ধার

  • বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া দশ প্রজাতির বণ্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত।

    বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া দশ প্রজাতির বণ্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত।

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-৬’র অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া দশ প্রজাতির ২৬ টি বণ্যপ্রাণী মোংলার সুন্দরবনের করমলজে অবমুক্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এসব বণ্যপ্রাণী অবমুক্ত করে র‍্যাব,কোস্ট গার্ড ও বনবিভাগ।

    র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান,গত ১৮ জানুয়ারী যশোরের মনিরামপুর,সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারী খুলনার পাইকগাছার কপিলমনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী জব্দ করে র‍্যাব-৬ এর সদস্যরা। জব্দকৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি মেছো বিড়াল,১টি সজারু,২টি বানর,১টি গন্দগোকুল,১টি অজগর,২টি গোখরা সাপ,২টি ধুসর বক,৬ টি ডাহুক পাখি,১টি পানকৌড়ি ও ৯ টি সুন্ধি কচ্ছপ।

    এ প্রাণীগুলোর করমজলে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন,র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির।

    র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন,অবৈধ ভাবে একটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করেছিল। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রেখেছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে।

    এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

     

  • সুন্দরবনের শরণখোলায় মৃত বাঘ উদ্ধার ময়নাতদন্তের নির্দেশ।

    সুন্দরবনের শরণখোলায় মৃত বাঘ উদ্ধার ময়নাতদন্তের নির্দেশ।

    পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার রূপার খালের চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাগার উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সুন্দরবন বিভাগের বনরক্ষীরা নিয়মিত টহলকালে ১৫ থেকে ১৬ বছরের পূর্ন বয়স্ক পুরুষ এই বাঘটি খালে চরে পড়ে থাকতে দেখে। পরে বনরক্ষীর শব্দ করলেও বাঘটি নড়াচলা না করায় কাছে গিয়ে দেখতে পায় বাঘটি মরে রয়েছে। বাঘটি গায়ে কোন আঘাতের চিহ্ন বা দাত-নখ ও চামড়াসহ সকল অঙ্গপ্রতঙ্গ ঠিক রয়েছে।

    রবিবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারন জানতে শরণখোলা রেঞ্জ অফিসে ময়না তদন্ত হবে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।

    বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকায় বনরক্ষীরা নিয়মিত টহলকালে রূপার খালের চরে ১৫ থেকে ১৬ বছরের পূর্ন বয়স্ক একটি বাঘ পড়ে থাকতে দেখে। পরে বনরক্ষীর শব্দ করলেও বাঘটি নড়াচলা না করায় কাছে গিয়ে দেখতে পায় বাঘটি মরে রয়েছে। পুরুষ বাঘটি গায়ে কোন আঘাতের চিহ্ন বা দঁাত-নখ ও চামড়াসহ সকল অঙ্গপ্রতঙ্গ ঠিক রয়েছে। সে কারনে ধারনা করা হচ্ছে কোন চোরা শিকারীর হতে বাঘটি মারা যায়নি। চেরাশিকারীদের হাতে বাঘটি মারা পড়লে দঁাত-নখ ও চামড়া তারা তুলে নিয়ে যেত।

    একটি বাঘ সাধারনত ১৬ থেকে ১৭ বছর বেচেঁ থাকে সেকারনে ধারনা করা হচ্ছে পানি খেতে খালে চরে নেমে কাদায় আটকে ভাঘটির মৃত্যু হয়েছে। তারপরও বাঘটির মৃত্যুর সঠিক কারন জানতে রবিবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসে ময়না তদন্ত হবেও জানান এই বন কর্মকর্তা।

  • সিরাজগঞ্জে ব্যাগ থেকে নিহত নবজাতকের লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জে ব্যাগ থেকে নিহত নবজাতকের লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জে শপিং ব্যাগ থেকে নিহত ১দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

    বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার সময় সিরাজগঞ্জ সদর উপজেলার পৌরসভার জানপুর বটতলা নামক স্থান থেকে নিহত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

    এ সময় তিনি জানান,জানপুর বটতলা মহল্লায় বেইলি ব্রিজের পাশে অনাবাদি ক্ষেতের মধ্যে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

  • শাহজাদপুরে ইয়ারমিন হত্যার বিচার ও গুম সবুরাকে উদ্ধারে দাবীতে সংবাদ সম্মেলন।

    শাহজাদপুরে ইয়ারমিন হত্যার বিচার ও গুম সবুরাকে উদ্ধারে দাবীতে সংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী মোল্লাপাড়ার কৃষক শরিফুল ইসলাম ইয়ারমিন (৩৫) হত্যা মামলার বিচার দাবীতে রবিবার দুপুরে মোল্লাপাড়ার আউয়াল মোল্লার বাড়িতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

    এ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের চাচি ফাতেমা কামাল বেলী বলেন, গত ১৯ জানুয়ারি বুধবার সকালে পূর্ব বিরোধের জের ধরে বিনা উষ্কানিতে মো: আব্দুল লতিফ প্রামানিক গং অতর্কিতে দেশীয় অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের পাশাপাশি আমার ভাতিজা শরিফুল ইসলাম ইয়ারমিনকে নির্মমভাবে পিটিয়ে ও ফালাবিদ্ধ করে হত্যা করে।

    এরপর আসামীরা হত্যা মামলা থেকে নিজেদের রক্ষার কুটকৌশল হিসেবে ৮০ বছরের পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধা সবুরা খাতুনকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে গত ১৯ জানুয়ারি বুধবার রাত থেকে ওই বৃদ্ধাকে অজ্ঞাত স্থানে গুম করে রেখেছে। আমরা শত চেষ্টা করেও ওই বৃদ্ধার সন্ধান পাইনি। ওই বৃদ্ধাকে তারা নিজেরাই হত্যা করে আমাদের নামে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চলছে বলে আমাদের ধারণা। তাই দ্রæত সবুরা খাতুনকে উদ্ধার ও ইয়ারমিন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি।

    নিহত ইয়ারমিনের চাচা হাজী আব্দুল আউয়াল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন (২৬), ছেলে জুবায়ের (৭), ভাই মিজানুর রহমান মিন্টু, তৌফিকুর রহমান বলেন, ইয়ারমিন হত্যা মামলার প্রধান আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি। উল্টো তারা সবুরাকে হত্যার উদ্দেশ্যে গুম করে রেখে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এ থেকে রক্ষার জন্যে পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। তারা আরও জানান, এ গুমের ঘটনায় গত ২০ জানুয়ারি কামরুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। জিডি নং-১০৫৭। এদিকে, সংবাদ সম্মেলনে স্বামী হত্যার বিচার দাবী করে বারবার মূর্ছা যান নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন।

    উল্লেখ্য, ১৯ জানুয়ারি পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আব্দুল লতিফ গং পিটিয়ে ও ফালাবিদ্ধ করে কৃষক ইয়ারমিনকে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২০ জানুয়ারি নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন বাদী হয়ে নামিক ৯১ জনসহ অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার নামিক ২ আসামীকে গ্রেফতার করলেও প্রধান আসামীরা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে।
    এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শেখ মঈনুল ইসলাম বলেন,এ বিষয়ে খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • বাঘায়  অচেনা নারীর মরদেহ উদ্ধার।

    বাঘায়  অচেনা নারীর মরদেহ উদ্ধার।

    রাজশাহীর বাঘায় অচেনা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। বুধবার (১৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিম সড়কের পাশে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার হরিরামপুর গ্রামের মনিরুল ইসলাম নামের এক ভ্যান চালক অজ্ঞাত নারীকে মনিগ্রাম বাজারের পশ্চিমে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মেহেনাজ নাসরিন মৃত ঘোষণা করেন তাঁকে।

    উপজেলার হরিরামপুর গ্রামের মনিরুল ইসলাম বলেন, হলুদ রঙের পরিধেয় শাড়ির সাথে গায়ে চাদর গায়ে দিয়ে মনিগ্রাম বাজারের পশ্চিমে পড়ে ছিল। আমি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা করেন তাঁকে। সে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

    বাঘা থানার ভারপ্রাপ্ত (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ওই নারীর রাত ৮টা পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। এই লাশের বিষয়ে এলাকায় চেয়ারম্যানের মাধ্যমে প্রচার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ষ্টোক করে তাঁর মৃত্যু হতে পারে। এছাড়া তাঁর শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

  • রামগঞ্জে খালপাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার।

    রামগঞ্জে খালপাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার।

    লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা খালপাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

    শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দরবেশপুর বালুয়া চৌমুহনী বাজার সংলগ্ন খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    সত্তরোর্ধ্ব বয়সী ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। তিনি ভবঘুরে ছিলেন বলে জানিয়েছেন রামগঞ্জ থানা পুলিশ।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, বৃদ্ধ লোকটি ভবঘুরে। অনেকেই দেখেছেন রাতে তিনি বাজারে ঘোরাঘুরি করছেন। পরে সকাল বেলায় খালপাড়ে তার মরদেহটি পড়ে থাকতে দেখে রামগঞ্জ থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, শীতে বা স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।

  • মাধবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্বার।

    মাধবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্বার।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তবর্তী নিজনগর গ্রামের একটি  গাছ থেকে ছানাউল হক নিরু(৩৫) নামে এক যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার সকালে এক নারী খড় আনতে গিয়ে  বাড়ির পাশে একটি জামগাছে  নিরুর ঝুলন্ত লাশ দেখতে পান।
    তিনি ওই গ্রামের  আব্দুল মমিন মাষ্টারের ছেলে।সে  ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা করা হচ্ছে। তার পিতা মমিন মাষ্টার বৃহস্পতিবার রাতে নিরুর অসুস্ত মাকে নিয়ে  সিলেটে চিকিৎসা কাজে চলে যান।রাতের কোন এক সময় নিরু গলায় ফাস দেয়।
    পুলিশ জানান ,নিরুর বিরুদ্বে  গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়া একাধিক ডাকাতি,ও মাদক মামলায় ইতিপূর্বে সে একাধিকবার গ্রেফতার হয়।সমাজের লোকজন ভাল চোঁখে দেখতো না তাকে।
    সে হতাশাগ্রস্থ ও মাদকাসক্তছিলো।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক  সত্যতা নিশ্চত করে বলেন,সকালে খবর পাবার পর কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।চুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক বাবুল চৌধুরী জানান প্রাথমিক ধারনা এটা আত্মহত্যা। মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ  ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ  জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
  • রামপালে জরুরী সেবা ৯৯৯ এর সহায়তায় জেলের জালে আটকা পড়া কুমির উদ্ধার।

    রামপালে জরুরী সেবা ৯৯৯ এর সহায়তায় জেলের জালে আটকা পড়া কুমির উদ্ধার।

    বাগেরহাটের রামপালে জেলের জালে আটকেপড়া নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে চাদঁপাই রেঞ্জের বন বিভাগের বনরক্ষীরা। শনিবার (৮ জানুয়ারী) সকালে উপজেলার রাজনগর গ্রাম থেকে কুমিরটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে কুমিরটি আটকে যায়। সেসময় রাজু নামের এক যুবক ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ বন বিভাগকে বিষয়টি জানালে বন বিভাগ কুমির উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে।
    শনিবার সকালে বনের চাদঁপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রানী বিশেষজ্ঞ ও করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বনরক্ষীদের নিয়ে রামপাল উপজেলার রাজনগর গ্রাম থেকে জেলেদের জালে আটকেপড়া কুমিরটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া কুমিরটি এদিন দুপুরে  সুন্দরবনের করমজল খালের একটি ক্যানেলে অবমুক্ত করা হয়।
    করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বন্যপ্রাণী উদ্ধার ও রক্ষা করা, লালন পালন এবং সংরক্ষণ করাই আমাদের কাজ। রামপাল খাল থেকে জেলেদের জালে আটকে পড়া একটি বড় কুমিরকে এলাকাবাসীর হাতে থেকে উদ্ধার করা হয়েছে এবং পুনরায় সুন্দরবনের একটি খালের ক্যানেলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
    ৪ ফুট লম্বা কুমিরটির বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর বলে জানান তিনি।
  • বাঘায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।

    বাঘায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।

    রাজশাহীর বাঘায় প্রান্ত কুমার সরকার  (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রান্ত কুমার সরকার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোত জয়রামপুর গ্রামের ষষ্ঠি মহন সরকারের ছেলে।
    শনিবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় নিজ ঘরের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রান্ত কুমার সরকার  উপজেলা শাহদৌলা সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
    পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন থেকে প্রান্ত কুমার কারো সাথে কোন কথা বলতো না। এমনকি পরিবারের লোকজনের সাথেও না। সে মানষিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ির বাইরে পরিবারের লোকজন সাংসারিক কাজ করছিল। এ সময় তাঁর নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করেন।
    এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে  কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে
  • ভারত থেকে পালিয়ে আসা নীলগাই পীরগঞ্জে উদ্ধার।

    ভারত থেকে পালিয়ে আসা নীলগাই পীরগঞ্জে উদ্ধার।

    ভারত থেকে পালিয়ে আসা নীলগাই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উদ্ধার করা হয়েছে।শুক্রবার(৭ জানুয়ারি) বিকেলে ভারত থেকে পালিয়ে আসা নীলগাইটি উদ্ধার করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামের লোকজন। তারা চারপাশ থেকে ঘিরে ধরে নীলগাইটি ধরতে সক্ষম হন। পরে মাধবপুর থেকে ধুসর ছাই রংয়ের নীলগাইটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

    এনিয়ে ঠাকুরগাঁওয়ে গত চার বছরে পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে উদ্ধার হওয়া সবগুলো নীলগাই মারা গেছে। তবে এবারের উদ্ধার হওয়া নীলগাইটি সুস্থ আছে এবং বিজিবির জিম্মায় আছে বলে জানিয়েছেন বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান হিমু সরকার।

    ষষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলে,আমরা ১০ থেকে ১২ জন্য মাঠে খেলে বাড়ি ফিরছিলাম। এসময় দেখি নীলগাইটি মাঠে হাঁটছে। পরে আমরা জোরে ‘নীলগাই’, ‘নীলগাই’ বলে হই-হুল্লোড় করলে গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে এটিকে ধরে ফেলে।”

    স্থানীয় তমিজ মিয়া বলেন,অনেক চেষ্টার পর আমরা নীলগাইটি ধরতে সক্ষম হই। এটি অনেক শক্তিশালী, সামলানো যাচ্ছিল না। তাই দড়ি দিয়ে বেঁধে চেয়ারম্যানকে মোবাইলে খবর দিই।

    বটচুনা ইউপি চেয়ারম্যান হিমু সরকার জানান,বিকেলের দিকে নীলগাইটি ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী নীলগাইটি দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে রাখে। পরে আমাকে খবর দিলে বিজিবি ক্যাম্পে খবর দেই।

    পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপজেলা প্রাণী চিকিৎসক নীলগাইটি দেখেছেন।এটি সুস্থ রয়েছে নীলগাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রাণীটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নীলগাই উদ্ধারের খবরটি আমরা এখনও জানি না। খবরটি সঠিক হলে এটি হবে চলতি বছরের প্রথম উদ্ধার করা নীলগাই।তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাঁচটি নীলগাই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবকটি মারা গেছে।

    ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদ জাহাঙ্গীর বলেন দিনাজপুর,নওগাঁ, জয়পুরহাট এলাকায় নীলগাইয়ের বিচরণের ইতিহাস পাওয়া গেলেও ১৯৪০ এর পর থেকে বাংলাদেশে প্রাণীটি খুব একটা দেখা যায়নি। চেহারায় ঘোড়ার সাথে কিছুটা সাদৃশ্য থাকা এ প্রাণীটির অস্তিত্ব ভারতের অনেক এলাকায় থাকলেও বাংলাদেশে এখন বিলুপ্ত। এছাড়া পাকিস্তান ও নেপালেও এর দেখা মেলে। নীলগাই উদ্ধার হলে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে।প্রজননের মাধ্যমে ফের বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণীটিকে ফিরিয়ে আনা সম্ভব।

    এবিষয়ে শিঙ্গোর সীমান্ত বিজিবির নায়েক সুবেদার সাইফুদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।