Tag: ইউপি নির্বাচন

  • রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

    রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

    রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!


    এখনো হয়নি প্রতিক বরাদ্দ তবুও নেতাকর্মী সমর্থকদের সাথে করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে এসেছেনে ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করতে।

    একইভাবে ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের সামনে মনোনয়ন দাখিলে এমন আচরণ-বিধি লঙ্গনের হিড়িক হলেও তিনি অজ্ঞাত কারণেই নিশ্চুপ রয়েছেন প্রশাসন।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে
    চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ১৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৪ জনের মোট ২০১ মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার ২৮ জুন ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

    মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই প্রতিক বরাদ্দ ৮ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই। এ উপজেলায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন অফিসার।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন আ.লীগ সভাপতি এমজি গোলাম রব্বানী,  ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী মাস্টার ও আদিবাসী নেতা সুজন মুর্মু।

    অন্যদিকে ৫ নং বাঁচোর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক জীতেন্দ্রনাথ বর্মন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আজিজুল ইসলাম, সতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম শালমান শাহ, জ্যোতিষ চন্দ্র রায় মাস্টার ও আরজুনা বেগম।

    ৮নং নন্দুয়ার ইউনিয়নে আ.লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু সুলতান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি দিগেন্দ্রনাথ রায়, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাকী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদশা আলম এবং জামায়াত সমর্থিত নেতা শহিদুল্লাহ হাফেজ।

    এদিকে আ.লীগ এই ৩টি ইউনিয়নে দলীয় প্রতিকে মনোনয়ন দিলেও দুটি ইউনিয়নে আ.লীগের একাধিক প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এতে বিপাকে পড়েছে আ.লীগের নেতাকর্মিরা। অপরদিকে বিএনপি দলীয় প্রতিকে নির্বাচনে না গেলেও তাদেরও তিনটি ইউনিয়নে রয়েছে ৪ জন প্রার্থী।

    উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম  মুঠোফোনে বলেন,একজন প্রার্থী সর্ব্বোচ  ৫ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন। কখনোই বিশাল মিছিল বা শোভাযাত্রা ও প্রতিক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করা যাবে না। কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে আচরণ-বিধি লঙ্গনের বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্গলা বাহিনীকে দায়িত্ব দেওয়া রয়েছে।

  • দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

    দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

    আজ বুধবার ২ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশনেন সকল পদের প্রার্থী গণ সহ এলাকার হাজার হাজার জনগণ।
    জানা যায়, গত ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপ ইউপি নির্বাচনে ৩নং পাররামরামপুর ইউনিয়নে নির্বাচনের কথা ছিলো। এর ধারাবাহিকতায় নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যায় সকল পদের প্রার্থীগণ। এতে চাঞ্চল্যকর পরিবেশে প্রস্তুত ছিলো সাধারণ ভোটার গণ। ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্নের প্রস্তুতি নিচ্ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার। সকল কার্যক্রম ছিলো যথারীতি প্রস্তুত। ৩০ জানুয়ারী রাত ৭টায় আদালতের নির্দেশক্রমে নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার দেওয়ানগঞ্জ। এতে সাধারণ ভোটারদের মাঝে শুরু হয় নানান জল্পনা-কল্পনা আর সমালোচনা। ইউনিয়নের সকল প্রার্থী ও জনগণ স্থগিত নির্বাচনের প্রতিবাদে ও দ্রুত পুনঃনির্বাচনের দাবিতে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেব, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী করিফুল বেগম ও নুরানি বেগম সহ সাধারন মেম্বার প্রার্থীগণ।
    বক্তাগণ ভিন্ন ভিন্ন বক্তব্যের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পাররারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনঃ নির্বাচন দিয়ে জনগণের পছন্দসই প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
  • শেষ হলো ওসমানীনগরে ইউপি নির্বাচনী প্রচারণা।

    শেষ হলো ওসমানীনগরে ইউপি নির্বাচনী প্রচারণা।

    বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটর ওসমানীনগরে সাঙ্গ হয়েছে নির্বাচনী প্রচারণা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এতো দিন উপজেলা জোড়ে নির্বাচনী আমেজ বিরাজ করলেও আজ শনিবার রাত ১২টার পর থেকে আর কোন প্রচার প্রচারণা করতে পারবেন না প্রার্থী ও সমর্থকরা। ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচননে ১৪ জানুয়ারী প্রতিক পাওয়া পরই উপজেলায় নির্বাচনী আমেজ বইতে থাকে। শনিবার শেষ দিনে প্রার্থীরা বিশাল বিশাল জনসমাবেশর মধ্য দিয়ে দিনভর গনসংযোগে অংশ নিয়েছেন। আনন্দ উল্লাস এবং শ্লোগানে শ্লোগানে উপজেলায় যেন এক উৎসব বইছিলো। এদিকে, নির্বাচন উপলক্ষে প্রশাসনিক সকল কাজ শেষ করতেও সরকারী দপ্তর ছিলো ব্যস্ত। প্রতম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধুতিতে ভোট গ্রহন হওয়ায় ভোটারদের ঝামেলা এড়াতে কয়েকটি কেন্দ্রে শনিবার মক ভোটিং অনুষ্ঠিত হয়। রবিবার নির্বাচনী সারঞ্জাম কেন্দ্র কেন্দ্র পৌছে দেয়া হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

    এদিকে, ইউনিয়ন পরিষদ যান চলাচলের উপরও কিছু বিধি আরোপ করা হয়েছে। এক গন বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে নির্বাচনের দিন সোমবার রাত ১২ টা পর্যন্ত মটার সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার রাত ১২টা থেকে সোববার রাত ১২টা পর্যন্ত ট্রাকও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে, জরুরী সেবা প্রদানকারী ক্ষেত্রে পরিচয় প্রদান পূর্বক বিধি শিতিল করা হবে বলে গন বিজ্ঞপ্তিতে উল্যেখ।

    জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে প্রার্থী বা প্রার্থীর পক্ষে সমর্থকরা সভা সমাবেশসহ প্রচার প্রচারণা করতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করতে হবে। আগামী সোমবার উপজেরা ৮ ইউনিয়নে ভোট উৎসব অনুষ্টিত হবে। নির্বাচন উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়নে ৩৪জন চেয়ারম্যান প্রার্থী ৮৮ সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ২৭৮ সাধারণ সদস্যসহ মোঠ ৪০০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এই প্রতম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের ১ লক্ষ ৪৬ হাজর ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তার মধ্যে ৭৪ হাজার ৫৩৪ পুরুষ ও ৭২ হাজার ১৭০ জন নারী। ৭২টি ওয়ার্ডের ৭৮টি ভোট কেন্দ্রে ৪২৯টি বোথে সকাল ৮ টা থেকে এক যোগে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

    উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল বলেন, সোমবার নির্বাচন উপলক্ষে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। আশা করি উপজেলার ৮ ইউনিয়নে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গত ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি বাছাইয়ের দিনে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার শেষ দিনে ৪জন চেয়ারম্যান প্রার্থী ও ৫জন সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হলে প্রচার প্রচারণা শুরু হয়। আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রার্থীদের নিয়ে বিট পুলিশিং সভা।

    ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রার্থীদের নিয়ে বিট পুলিশিং সভা।

    রাঙ্গামাটির লংগদু উপজেলার আগামী ৭ফেব্রুয়ারি ইউপি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাইনীমুখ বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (২৬জানুয়ারী) দুপুর ১২টার সময় মাইনীমুখ বাজারে লংগদু উপজেলার সকল ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে লংগদু থানা পুলিশ।
    সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গমাটির অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,সহকারী পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল আব্দুল আওয়াল চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ  উপজেলার সকল চেয়ারম্যান, মেম্বার প্রার্থী ও জনসাধারণ।
    এসময় পুলিশ সুপার মাহমুদা বেগম আগামী ৭ফেব্রুয়ারি লংগদু উপজেলার বিভিন্ন ইউপিতে নির্বাচনকে কেন্দ্র করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন রকম আচরণ বিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপনাদের সহযোগীতা চাই। আপনাদের সমস্যা হলে আমাদের জানান আমরা ব্যবস্থা নিবো। নির্বাচনে যথেষ্টসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে বলেও জানান তিনি।
    বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, লংগদু উপজেলার ইউপি নির্বাচন হবে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন। এখানে কোন রকম আচরণ বিধি লঙ্ঘন করলে কেউ ছাড় পাবেনা।
    এসময় উপস্থিত প্রার্থীদের সকলকে মত প্রকাশের সুযোগ করে দেওয়া হয়,মত প্রকাশে সকলেই একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানিয়েছেন। অপর দিকে এতো সুন্দর ভাবে মত প্রকাশের সুযোগ করে দেওয়ায় লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনসাধারণ।
  • ইউপি নির্বাচনে আ’লীগ নেতা মাহবুব আলম হানিফের আসনে নৌকার ভরাডুবি।

    ইউপি নির্বাচনে আ’লীগ নেতা মাহবুব আলম হানিফের আসনে নৌকার ভরাডুবি।

    বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মাহবুব আলম হানিফ এর কুষ্টিয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়েছে মাত্র ১টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।এ নিয়ে কুষ্টিয়া জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষে বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের মুখপাত্র ও ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ বিষয়ে বলেন,‘কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

    এখনও পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে, তাতে আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে। সামনে যে নির্বাচন হবে, সেটি আরও ভালো হবে।

    অন্যদিকে মনোহরদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত একমাত্র প্রার্থী জিতেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফের এই আসনে নৌকার এমন শোচনীয় ভরাডুবিতে জেলা জুড়ে সমালোচনা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারী ও এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করেছে।

    স্থানীয়রা জানান,আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে যারা ব্যর্থ হয়েছেন তারাই ১১ টি ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলমত নির্বিশেষে জনসাধারনের প্রত্যক্ষ ভোটে ১০ জন নৌকার বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন করায় তাদের দল থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছিল। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন,পরাজিত অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে পারে।

  • তাড়াশে ইউপি নির্বাচনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

    তাড়াশে ইউপি নির্বাচনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী  মঙ্গলবার দুপুরে তাড়াশ হ্যালিপ্যাড মাঠে থানার উদ্যোগে  অফিসার ইনচার্জ ফজলে আশিক’র সভাপতিত্বে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    ৫ম ধাপে আগামী  ৫ জানুয়ারী ২০২২ তারিখে উপজেলার ৪টি ইউপি তালম,সগুনা,মাগুড়া বিনোদ ও দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের  নির্বাচন উপলক্ষে শান্তি ,নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার নিমিত্তে এ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এডিশনাল এস পি শরাফত আলী এবং ইয়াসমিন খাতুন, কামারখন্দ সার্কেল এ এস পি শাহিনুল কবির,তাড়াশ থানা (তদন্ত) ওসি নুরে আলম প্রমুখ।

  • ওসমানীনগরে ইউপি নির্বাচনে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    ওসমানীনগরে ইউপি নির্বাচনে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যরা মনোনয়ন দাখিল করেছেন।

    সংশ্লিষ্ট ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। উপজেলার ৮ ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের ১১সহ ৩৮জন চেয়ারম্যান প্রার্থী, ২৭৮ জন সাধারণ সদস্য ও ৮৮জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন।

    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার ৩ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন।

    উমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন রাজনৈতিক দলীয় ও ৩জন স্বতন্ত্র প্রার্থী, সাদিপুর ইউনিয়নে ১জন রাজনৈতিক দলীয় ও ১জন স্বতন্ত্র পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৩জন রাজনৈতিক দলীয় ও ২জন স্বতন্ত্র, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৬ জন স্বতন্ত্র ১জন রাজনৈতিক দলীয়, গোয়ালাবাজার ইউনিয়নে ৩জন স্বতন্ত্র ১জন রাজনৈতিক দলীয়, তাজপুর ইউনিয়নে ৪জন স্বতন্ত্র ১ জন রাজনৈতিক দলীয়, দয়ামীর ইউনিয়নে ৫ জন স্বতন্ত্র ১ জন রাজনৈতিক দলীয়, উসমানপুর ইউনিয়নে ৩ জন স্বতন্ত্র ২ জন রাজনৈতিক দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো ৩ জানুয়ারি। বাছাই ৬জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোট গ্রহন ৩১ জানুয়ারি।

    ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল জানান, সোমবার ৩ জানুয়ারী শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ন ভাবে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।

  • পীরগঞ্জে ইউপি নির্বাচনে সংঘর্ষে নিহতের মামলায় পুরুষ শুন্য দু’গ্রামের মানুষ।

    পীরগঞ্জে ইউপি নির্বাচনে সংঘর্ষে নিহতের মামলায় পুরুষ শুন্য দু’গ্রামের মানুষ।

    রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দুই গ্রামের শত শত মানুষের গ্রেপ্তার ও হয়রানি আতঙ্কে এলাকা ছাড়া তাদের গ্রেফতার আতঙ্ক এখনো কাটেনি। গ্রাম দুটির কয়েক’শ পুরুষ গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রাম পুরুষশূন্য হওয়ায় নারীরা কাঁধে তুলে নিয়েছেন সংসারের হাল।

    অভিভাবকহীন পরিবারগুলোর শিশু ও নারীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়।উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণার সময় কেন্দ্রে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।এ সময় বিজিবির গুলিতে কলেজ পড়ুয়া ছাত্রসহ তিনজন নিহত হন। আহত হন গৃহবধূ রহিমা বেগম সহ চারজন।

    ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাচনী সহিংসতার ঘটনায় পীরগঞ্জ থানার এসআই আবু হামিদ মণ্ডল ৭’শ জনকে আসামি করে মামলা করেন। এর পর থেকে গ্রেপ্তার ও পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন দুই গ্রামের কয়েক শত মানুষ।সিড ঘিডোব গ্রামের লাভলী বেগম বলেন, ‘স্বামী হারানোর শোকই কাটেনি,আবার পুলিশের হয়রানি।

    এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। শিশু সন্তান নিয়ে আমরা খুব কষ্টের মধ্যে আছি। তার ওপর মামলা। আত্মহত্যা ছাড়া হামরা কোনো উপায় নেই।’ একই ভাবে নিজের কষ্ট দুর্দশার কথা জানান বিজিবির গুলিতে নিহত শাহাবুলির স্ত্রী লুৎফা বেগম।

    স্থানীয়রা জানায়,এই দুজনের স্বামী ঢাকায় রিকশা চালাতেন। তাঁদের পাঠানো টাকায় চলত সংসার। গুলিবিদ্ধ হয়ে শাহাবুলি ও মজাহারুল নিহত হওয়ায় তাঁদের স্ত্রী-সন্তান নিরুপায় হয়ে পড়েছেন। কষ্টের মধ্যে তাদের দিন কাটছে।

    গুলিতে নিহত মজারুলের স্কুল পড়ুয়া মেয়ে মুন্নি আখতার জানায়,বাবা না থাকায় এখন তাকে মায়ের সঙ্গে মাঠে কাজ করতে হয়।বাবুল নামে এক গুড় ব্যবসায়ী জানান,কৃষির ভরা মৌসুম চলছে।এ এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। এ সময় চাষিরা বাড়িতে থাকতে না পারলে বিশেষ করে গম, ভুট্টা ও বোরো ধান উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে।

    ১ ডিসেম্বর ঘিডোব এলাকা পরিদর্শন করেন পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। পরে ঘিডোব বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সঙ্গে মতিবিনিময় করেন তিনি। এলাকাবাসী অতিরিক্ত ডিআইজির কাছে তাঁদের কষ্টের কথা তুলে ধরেন। তাঁরা জানান,গ্রেপ্তারের আতঙ্কে অনেকেই এলাকা ছেড়েছেন।

    এলাকাবাসীকে আশ্বস্ত করে অতিরিক্ত ডিআইজি জানান কোনো নিরপরাধ মানুষকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। আপনারা নির্ভয়ে নিজ বাসায় থাকতে পারেন। যারা এ ঘটনায় দোষী তাঁদের আইনের আওতায় আনা হবে।’ কিন্তু এরপরও থেমে নেই পুলিশের অভিযান ।

    এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম জানান কোন নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না। যারা প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের ভয়ভীতি কাটাতে কাজ করছি আমরা।’

  • লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মুরাদ হোসেন আলোচনার শীর্ষে।

    লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মুরাদ হোসেন আলোচনার শীর্ষে।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় আসছে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ও মেম্বার নির্বাচনে পছন্দের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার হিসাব-নিকাষ শুরু হয়ে গেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষতা ও যোগ্যতার মানদন্ড বিবেচনায় ৫নং পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা ২নং ওয়ার্ডের মুরাদ হোসেন রয়েছে আলোচনার শীর্ষে। এই বারও তিনি আলোচনার শীর্ষে আসার কারণ হল, তার মধ্যে রয়েছে কয়েকটি মানবীক গুন। তা হচ্ছে, যখন করেনা ভয়াবহ রুপ ধারণ করেছে তখন তিনি ভয়কে জয় অসহায় মানুষের বাড়ি ঘরে গিয়ে খাবার পৌঁছিয়ে দিতেন ও মাক্স বিতরণ করতেন।

    প্রকৃত দুস্থদের তালিকাপ্রণয়ন করে সরকারী সহায়তা পৌঁছিয়ে দিতেন। কোন রকম হয়রানি ছাড়া নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন। নিজের সাধ্য মতে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। ব্যাপক উন্নয়ন করেছেন।

    প্রতি ঈদে গরীব অসহায়দের মানুষের মাঝে ৫০০, জন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। শীতের সময় ৬০০, থেকে ১০০০, এক হাজার অসহায় মানুষের মধ্যে শীতের বস্ত্র বিতরণ করেন,বিগত ২০১২,ইং সাল থেকে রমজান ঈদে কোরবান ঈদের সময় অসহায় নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন আসছেন জনগণের যাতায়াতের সুবিধার্থে ৫নং পার্বতীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন নতুন কয়েকটি রাস্তা নির্মাণ করেছেন। অধিকাংশ কাঁচা সড়ক পাকা হয়েছে।

    রাস্তা-ঘাট ভেঙ্গে চলাচলে অনুপযোগী হয়ে পড়লেও এগুলো দ্রুত সংস্কার করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। এই ছাড়া তিনি ছাত্র জীবন থেকে বর্তমান দলের দলীয় প্রতিটি কর্মসূচিতে তার অংশগ্রহণ চোখে পড়ার মত। এলাকাবাসী চান পরিবর্তন একজন সৎ আদর্শবান যোগ্য প্রার্থী হিসাবে,মুরাদ হোসেনকে ২নং ওয়ার্ড বাসী চান মেম্বার হলে ২নং ওয়ার্ড বাসীর সুখে দুঃখে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন বলে এলাকাবাসী জানান।

    মুরাদ হোসেন বলেন, আমি ৫নং পার্বতীনগর ইউনিয়নে ২নং ওয়ার্ডের বিজয়ী হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে ও মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মাদক, নির্মূল, বাল্যবিবাহ ইভটিজিংসহ অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একহয়ে কাজ করবো ইনশাআল্লাহ

  • ইউপি নির্বাচনে ওসমানীনগরে আ.লীগ প্রার্থীদের দৌড়ঝাপ মঙ্গলবার দলীয় প্রার্থী বাছাই।

    ইউপি নির্বাচনে ওসমানীনগরে আ.লীগ প্রার্থীদের দৌড়ঝাপ মঙ্গলবার দলীয় প্রার্থী বাছাই।

    জিতু আহমদ,ওসমানীনগর প্রতিনিধিঃ ষষ্ঠ ধাপের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীরা নড়েচড়ে বসেছেন। দলীয় প্রতিক পেতে তফসিল ঘোষনার দিন রবিবার রাত থেকেই চালিয়ে যাচ্ছেন দৌড়ঝাপ। ইউপি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতিকি পেতে বিভিন্ন কৌশলে চালাচ্ছেন জুড় লবিং।

    আওয়ামীলীগের দলীয় প্রার্থী ছাড়াও বিএনপির প্রার্থীরা সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবেন। এছাড়া সতন্ত্র প্রার্থীরাসহ আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সমর্থন চেয়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাটিয়ে নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন।
    এদিকে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী নির্ধারণের জন্য বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ।

    আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আধুনিক কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্টিত হবে। বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থেকে দলীয় প্রার্থী নির্ধান করবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

    এক বিজ্ঞপিতে উপজেলার ৮ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতাকর্মীদের যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।

    জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন। তফসিল ঘোষনার পর পরই একাধিক আওয়াামীলীগের প্রার্থী কেন্দ্র মুখি হয়েছেন। নৌকা প্রতিকের একই ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় প্রার্থী বাছাইয়েও হিমশিম খেতে পারে বিশাল এই দল। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা উর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজ নিজ পক্ষে শক্তিশালী সমর্থক বলয় তৈরি করে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ব্যস্ত রয়েছেন।

    তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ভোট গ্রহন হবে ৩১ জানুয়ারি। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।