Tag: আটক

  • ঢাবিতে যুবককে হত্যা: আটক বালিয়াডাঙ্গীর ফিরোজ, হয়রানি না করার আকুতি বাবা-মার।

    ঢাবিতে যুবককে হত্যা: আটক বালিয়াডাঙ্গীর ফিরোজ, হয়রানি না করার আকুতি বাবা-মার।

    ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) তোফাজ্জল নামে এক যুবকের হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে একমাত্র ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান ফিরোজ কবিরের বাবা ও মা।
    আজ শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় আমজানখোর ইউনিয়নের জুগিহার গ্রামে প্রতিবেদককে ফিরোজ কবিরের বাবা কাঠমিস্ত্রি ফাইজ উদ্দীন ও মা ফিরোজা বেগম এ কথা বলেন।
    ফিরোজের বাবা ফাইজ উদ্দীন জানান, গতকাল স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছেলের ছবি তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তালিকায় দেখে তাকে জানান। পরে তিনি বাড়ির পাশে স্কুলহাটে গিয়ে দোকানের টিভিতে খবরে ঘটনা সম্পর্কে অবগত হন। এর আগে তার ছেলে ফিরোজ কবির গত ৩ দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করেনি ।
    ফিরোজের বাবা আফসোস করে বলেন, আমি আমার পরিশ্রম, জায়গা-জমি বিক্রি করে ফিরোজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। পড়াশোনা শেষ করে ছেলে বিসিএস ক্যাডার হবে, এই স্বপ্নে সব কষ্ট ভুলে যাই। বাড়ির অবস্থা এত জরাজীর্ণ হওয়ার পরও ওর পেছনে সব ব্যয় করছি। গতকালকে ঘটনা শোনার পর থেকে নির্ঘুম দিন কাটছে। নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছি সবাই।
    ফিরোজের মা ফিরোজা বেগম জানান, ‘মোর বাপ তো সহজ-সরল, এলাকাত কাকো এরা জোড়ে কাথা কহেনি। সেই ছুয়াডা কাকো মারে ফিলাবে, এইডা মি বিশ্বাস করবা পারছু নি। মোর বাপের মোবাইল বন্ধ, তিনডা দিন গেল কুনো কাথা কহেনি মোর সঙ। মি কেংকরে ধরিম মোর বেটা কাকো মারে ফিলাইজে। যুদি মোর বেটা এমন কাজ করে, তাহলে ওয়াক শাস্তি দোক। না হইলে মোর বেটাক পড়াশোনা শেষ করবা দোক। হামারতো ফিরোজ ছাড়া কুনো সম্পত্তি নাই।’
    সরেজমিনে দেখা গেছে, বাঁশের বেড়া আর ছাউনি দিয়ে জরাজীর্ণ দুটি ঘরে বসবাস করেন ফিরোজের বাবা, মা ও দুই বোন। ফিরোজের ছোট বোন ফারজিনা আক্তার নবম শ্রেণিতে পড়াশোনা করে।
    ফারজিনা বলেন, ভাইয়ার এমন খবর শোনার পর থেকে বাবা-মা ভেঙে পড়েছেন। তাকে পড়াশোনা করাতে গিয়ে বাড়ি পর্যন্ত মেরামত করেননি বাবা। গোয়ালঘরের মত ঘরগুলোয় বসবাস করছি। তার ভাই জড়িত না থাকলে হয়রানি মুক্ত রাখার অনুরোধ করেন।
    ফিরোজের খবর গণমাধ্যমে আসার পর থেকেই তার বাড়িতে এসে সকাল থেকে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেধাবী ছিলেন ফিরোজ। এলাকায় তার আচার-ব্যবহারে মুগ্ধ ছিলেন সকলেই। তার এমন খবরে প্রতিবেশীরাও অবাক হয়েছেন।
    ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজ তার চাচা আইজ উদ্দীনকে ফোন করেছিলেন। তার চাচা জানান, ফিরোজ তাকে ফোন দিয়ে বাবা ও মাকে সান্ত্বনা দিতে বলেছেন। ঘটনার সময় ফিরোজ টিউশনিতে ছিলেন। বন্ধুরা তাকে ফাঁসিয়েছেন বলে চাচার কাছে দাবি করেছেন। তবে এরপর থেকেই ফিরোজের মোবাইল বন্ধ।
    ফিরোজের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন সহপাঠী শামীম উদ্দীন। গতকালের খবরের তিনিও দুপুরে এসেছেন সহপাঠীর বাড়িতে। তিনি বলেন, স্কুল-কলেজে কোনো ঝামেলায় জড়াতো না ফিরোজ। টিভিতে তোফাজ্জল হত্যায় জড়িতদের সঙ্গে তার ছবি দেখে সকলেই অবাক হয়েছি।
    তবে অনেক প্রতিবেশী ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন জঘন্য ঘটনা মেনে নেওয়ার মতো না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই। সেখানে ফিরোজ জড়িত থাকলেও। নাহলে পরিবারটিকে যেন হয়রানি না করা হয়।
    ফিরোজ কবির হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সমির উদ্দীন স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে ৪র্থ বর্ষে পড়াশোনা করছেন বলে পরিবার জানিয়েছে।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
    মামলার পর মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ ও ওয়াজিবুল আলম নামে ছয় শিক্ষার্থীকে আটকের পর গণমাধ্যমে আসে ফিরোজের নাম ও ছবি। এরপর থেকে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ফিরোজের কবিরের এলাকা।
  • শ্রীমঙ্গলের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ডিএসসিসির কাউন্সিলর আটক।

    শ্রীমঙ্গলের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ডিএসসিসির কাউন্সিলর আটক।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি রিসোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মুগদা এলাকা কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম ওরফে বিএম সিরাজুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানা যায়।
    শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেলে শ্রীমঙ্গল রাধানগর এলাকা থেকে আটক করা হয় তাকে। তার বিরুদ্ধে মুগদা থানায় মামলা রয়েছে।
    বিষয়টি নিশ্চত করে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের কাছে ইনফরমেশন ছিল যে তিনি আজ রাতেই মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবেন। তিনি মুগদা থানায় এজাহারভূক্ত মামলার আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুগদা এলাকায় ছাত্রদের ওপর যে হামলা করা হয়েছিল, তিনি ওই হামলায় সরাসরি নেতৃত্বে ছিলেন।
    তিনি আরো বলেন, আমাদের অভিযানিক দল প্রথমে তার অবস্থান নিশ্চিত করে। পরে তাকে আটক করা হয়। এখন তাকে আমাদের স্থানীয় থানায় রাখব। পরবর্তীতে তাকে আমরা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব।
    রিসোর্ট সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম শনিবার দুপুর ১২টার সময় তাদের রিসোর্টে উঠেন। তার সাথে আরো ১০ থেকে ১২ জন ছিলেন। সবাই এক দিনের জন্য চার-পাঁচটি রুম বুকিং করেন।
    এদিক মুগদা এলাকার বাসিন্দা মোঃ জাহিদ হোসেন বলেন, বি এম সিরাজুল ইসলাম মুগদা এলাকার সন্ত্রাসী বাহিনীর গডফাদার ছিলেন। বিগত সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর উনি নিজে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করতেন। সরাসরি উনি বিরোধী মতের মানুষদের ওপর নির্যাতন চালিয়েছেন।
    সর্বশেষ ছাত্র আন্দোলনের সময়ও তিনি ছাত্রদের ওপর সরাসরি হামলায় জড়িত ছিলেন। তিনি ঢাকার মুগদা এলাকার ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর এবং সাবেক ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন বলে জানান তিনি।
  • রামপালে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক।

    রামপালে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
    শুক্রবার (১৯ এপ্রিল) আটক তিন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ও জেল হাজতে প্রেরনের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
    আটককৃত মাদক কারবারিরা হলেন- শওকত মল্লিকের ছেলে সবুজ মল্লিক(২১), শহিদুল ইসলামের ছেলে শেখ বাঁধন(১৯) ও মৃত এয়াকুব আলী তরফদারের ছেলে অহেদ আলী তরফদার ছুটে(৪৯)। আটক সকল আসামির বাড়ি উপজেলার বাইনতলা ইউনিয়নের খেজুরমহল গ্রামে।
    ওসি সোমেন দাস জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউনিয়নের খেজুরমহল গ্রামের হালদার বাড়ি ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।
  • মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত মালামাল সহ দুই যুবক আটক। 

    মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত মালামাল সহ দুই যুবক আটক। 

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুন্ঠিত মালামাল সহ দুইজন ছিনতাইকারী যুবককে আটক করেছে পুলিশ।
    জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের ডাক্তার বাড়ি গেইট রাস্তা উপর হতে শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় স্থানীয় লোকজন সহযোগিতা মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ বাছির মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২৩), ও একই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে
    মোঃ উজ্জ্বল মিয়া (২০) কে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ ছিনতাইকারী পালিয়ে যায়।
    এ সময় আটককৃতদের তল্লাশি করে একটি সুইচ গিয়ার (চাকু)  ও লুণ্ঠিত নগদ ১ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার হওয়া ছুরি ও মালামাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
    এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে  ৪/৫ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০১৯ এর মামলা (১১) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক ২ জন আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
  • ডিমলায় জুয়া খেলার অপরাধে আটক-২।

    ডিমলায় জুয়া খেলার অপরাধে আটক-২।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় জুয়া খেলার অপরাধে দুই জন জুয়ারীকে আটকসহ মটরসাইকেল জব্দ করেছে ডিমলা থানা পুলিশ। ০৬ এপ্রিল (শনিবার) দুপুর ১টায় ডিমলা সদর ইউনিয়নের ছোটপুল নামক স্থানে বুড়িতিস্তা নদীর বাঁধে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের এ,এস,আই আঃ রহিম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এসময় সরদারহাট এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম হুলু (৪৫) এবং পচারহাট এলাকার মৃত সারদা চৌকিদার এর ছেলে  কালিদাস (৪৫) কে আটক সহ দুটি মটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয়রা জানান, অত্র ইউনিয়নের পচারহাট ৯নং ওয়ার্ডের চৌকিদার কেশব লাল এর সার্বিক নির্দেশনায় ও প্রত্যক্ষ নেতৃত্বে অত্র এলাকায় নিয়মিত জুয়া খেলা পরিচালিত হয়। স্থানীয়রা আরো জানান, জুয়া খেলার মুল হোতা আনিস, আঙ্গি, বিপুল, কালা ও  সুমনসহ আরো অনেকে। ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, জুয়া খেলার বিরুদ্ধে বিশেষ অভিযানের ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের  বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।  ডিমলা থানার পুলিশ এমন ভুমিকায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে।

  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় আটক ২০।

    রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় আটক ২০।

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টে ডাকাতির উদ্দেশ্যে আনসার সদস্য ও নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় জড়িত ২০ জনকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    শুক্রবার (৫ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক ও কারাগারে পাঠানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
    আটককৃতরা হলেন- উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠি এলাকার মুনছুর গাজীর ছেলে আছাবুর গাজী(৩০), রেজাউল শেখের ছেলে রাঙ্গা শেখ(৩৮), আজগর গাজীর ছেলে রাজু(৩৫), সিদ্দিক শেখের ছেলে মুক্তার(৩২), কাপাশডাঙ্গা এলাকার হাসান শেখের ছেলে মোঃ মানিক শেখ(৩৫),ওমর গাজীর ছেলে ফারুক গাজী(৪৭), জুলফিকার মোল্যার ছেলে জারিয়াত মোল্লা(৪৬), মৃত গোলাম মোস্তফার ছেলে এসকেন্দার শেখ(৪৩), হাবির ছেলে আহাদ আলী(৩৮), মৃত আনার আলী গাজীর ছেলে মোঃ ফজলু গাজী(৫৫), মোঃ হাফিজ শেখের ছেলে মোঃ সালাম শেখ(৩০), মৃত আনার আলী গাজীর ছেলে মোঃ মনি গাজী(৪০), সাইফুল শেখের ছেলে মোঃ নূরনবী শেখ(১৯), মৃত হাদী মোল্লার ছেলে মোঃ আহাদ মোল্লা(৩৩), মোঃ কুদ্দুস আলী গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ(৩৩), মোঃ বিল্লাল মোল্লার ছেলে মোঃ বাইজিদ মোল্লা(৩৭), ছায়রাবাদ এলাকার মোঃ তাহিদ শেখের ছেলে মোঃ রুবেল শেখ(২৬), গৌরম্ভা এলাকার মোঃ আবুল বাশার গাজীর ছেলে মোঃ মাজহারুল গাজী রাজ(২৮), বর্ণি এলাকার মোঃ শুকুর গাজীর ছেলে মোঃ আছাবুর গাজী(৩০) ও বড়দূর্গাপুর এলাকার পিরালী শেখের ছেলে আকরাম শেখ(৪৭)।
    ওসি সোমেন দাস বলেন, গত বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ  দল তাপবিদ্যুৎ কেন্দ্রের দামি জিনিসপত্র ডাকাতি করে নেওয়ার জন্য জোরপূর্বক প্রবেশ করে। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে তারা নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায়। তাদের ডাক চিৎকারে তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যরা এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি মারধর করে রক্তাক্ত জখম করে। রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    এ হামলায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
    দুষ্কৃতকারী দল হামলা চালিয়ে এ সময় তারা তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে বিভিন্ন সাইজের ১,৫৪২( এক হাজার পাঁচশত বিয়াল্লিশ) কেজি লোহার রড নিয়ে যাওয়ার চেষ্টা করে।
    তিনি আরও বলেন,  এ সন্ত্রাসী হামলার ঘটনার পর তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা-পুলিশের অভিযানে আটক ১১।

    রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা-পুলিশের অভিযানে আটক ১১।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে সন্ত্রাসী বাহিনীর হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
    হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় আশাবুল গাজী (২০) নামে এক ডাকাতকে আটক করেছে আনসার সদস্যরা।
    আনসার ব্যাটারিয়ন-৩ এর পরিচালক মোল্লা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করে জানান,
    বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে। আহত আনসার সদস্য ও গুলিবিদ্ধ ডাকাতকে খুলনা ও চার নিরাপরাপত্তা কর্মীকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    তিনি জানান আরও জানান, বুধবার রাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মেটারিয়াল ইয়ার্ড এর ৩ নম্বর টাওয়ারের পাশ থেকে ৩০-৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। তাদের প্রবেশের পথে নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা চোরদের ধাওয়া করে। এসময় চক্রের সদস্যরা আনসারদের উপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় ওই চক্রের আশাবুল গাজী নামে এক সদস্য গুলিবিদ্ধ হলে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। চক্রটির হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও আনসার সদস্য কামাল পাশা আহত হন। আহতদের বিদ্যুৎ কেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।
    এ হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১১ জনকে আটক করছে।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা এগারোটায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
    অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোন ডাকাতির ঘটনা নয়। চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ম্যাটেরিয়াল চুরি করতে এসেছিল। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
  • কানাইঘাটে করাতকলে আগুন ও ভারতীয় চিনি ভর্তি পিক-আপসহ দুই ব্যবসায়ী আটক।

    কানাইঘাটে করাতকলে আগুন ও ভারতীয় চিনি ভর্তি পিক-আপসহ দুই ব্যবসায়ী আটক।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের কানাইঘাটের সুরইঘাটে ভারতীয় চিনি আটক নিয়ে সুরইঘাট বাজারের পাশে অবস্থিত একটি করাতকলে গত বৃহস্পতিবার ৭টার দিকে চোরাকারবারীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
    এ ঘটনায় কানাইঘাট সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজ চাউরা উত্তর (বড়কান্দি) গ্রামের মৃত মুবশ্বির আলীর পুত্র করাতকলের মালিক তাজ উদ্দিন বাদী হয়ে থানায় চোরাকারবারী ৩০ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

    অপরদিকে কানাইঘাট থানা পুলিশের এক প্রেসনোটে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে থানা পুলিশ সদর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২৫ বস্তা চিনি সহ একটি পিকআপ গাড়ী আটক করা হয়। এ ঘটনায় পিকআপ গাড়ীতে থাকা নাজিম উদ্দিন, রামিম আহমেদ সহ গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পেরে দৌড়ে পালিয়ে যায়। পরে থানার এস.আই
    দেবাশীষ সূত্রধর চিনি ও গাড়ী জব্দ করে থানায় নিয়ে আসার পর বিশেষ ক্ষমতা আইনে নাজিম উদ্দিন ও রাহিম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

    থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, ভারতীয় চিনি ও পিকআপ আটকের মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
    আগুনে পুড়িয়ে দেয়া ক্ষতিগ্রস্ত করাতকলের মালিক তাজ উদ্দিন সহ তার পরিবারের লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার ভাই রামিম আহমদের ভারতীয় চিনি বোঝাই পিকআপ গাড়ী আটক করে। ভারতীয় চিনি বিজিবিথ সদস্যরা কর্তৃক আটকের সহযোগিতা করার অভিযোগ এনে চোরাকারবারী নাজিম উদ্দিন ও তার সংঘবদ্ধ
    চোরকারবারী চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রাত ৭টার দিকে সুরইঘাট বাজারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাজারের পাশে অবস্থিত তাজ উদ্দিনের মালিকানাধীন তাজ করাতকলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে করাতকল পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। খবর পেয়ে
    কানাইঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে করাতকলের আগুন নিয়ন্ত্রণে আনেন। করাতকলে আগুন ধরিয়ে দেয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে চিনি আটকের ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজারে তাজ উদ্দিনের ভাতিজাদের সাথে চোরাকারবারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। থানা পুলিশ তাজ উদ্দনের দুই ভাতিজা সহ ৪ জনকে আটক করলেও পরবর্তীতে দুথজনকে ছেড়ে দেয়।

    তাজ উদ্দিন বলেন তার অভিযোগের সাক্ষী হওয়ার অভিযোগ তুলে আলতাফ হোসেন নামে একজনকে গতকাল শুক্রবার সুরইঘাট বাজারে তার অভিযোগের বিবাদী চোরাকারবারীরা ধরে মারধর করে।

  • কাচা মরিচের ভিতরে লুকিয়ে গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী আটক।

    কাচা মরিচের ভিতরে লুকিয়ে গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় থেকে কাঁচা মরিচ দ্বারা বিশেষ কায়দায় লুকানো আট কেজি গাঁজা সহ রফিকুল ইসলাম(৩৭)কে আটক করেছে রামগড় থানা পুলিশ।
    বুধবার (২৭ মার্চ) সকালে পুলিশ সুপার মুক্তা ধর এক লিখিত প্রেস ব্রিফিংয়ে জানান, রামগড় থানার চৌকস আভিযানিক দল রামগড় থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও  বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে  রামগড় ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ড পশ্চিম বলিপাড়া বাজারস্থ নুর উল্ল্যাহ এর পান দোকানের সামনে থেকে মোঃ রফিকুল ইসলাম(৩৭) কে ০২টি সাদা প্লাষ্টিকের বস্তায় ০৮ কেজি গাঁজা সহ আটক করা হয়।
    আটককৃত ব্যক্তী দিঘীনালা উপজেলার মেরুং ইউপির ৪নং ওয়ার্ড বাঁচা মেরুং এলাকার মৃত ওমর আলী’র ছেলে রফিকুল ইসলাম।
    পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি-চোর চক্রের তিন সদস্য আটক।

    রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি-চোর চক্রের তিন সদস্য আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানী পাওয়ার প্লান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে আসামিদের নামে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার মোঃ নওয়াব আলী সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান সরদার(৩৫),পরম আনন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস(৩৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার আঃ মান্নান হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৮)।
    রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করার চেষ্টা করছিল ওই তিনজন। এসময় তাদের কাছে থাকা  ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত তারের বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, সোমবার ভোররাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার চুরি করে পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতদের আজ সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।