Tag: আগুন

  • মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে চায়ের গুদামে আগুন।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে চায়ের গুদামে আগুন।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে চায়ের গুদামে আগুন।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফিনলে চায়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার চা পাতা ও স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়েছে।

    শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ইং, ভোর ৫.১৫ মিনিটের সময় উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে কোম্পানীর মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটেছে। কর্তব্যরত সিকিউরিটি সদস্যরা প্রথম আগুন লাগার ঘটনা দেখে কারখানার ব্যবস্থাপক ও ফয়ার সার্ভিসে খবর দেয়।
    খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা দ্রুত এসে স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার শের্টিং রুম, ও প্যাকিং গুদামে থাকা বিপুল পরিমান মজুদ চা পাতা, মেশিন, টিনের চালা পুড়ে গেছে।
    এসময় ফিনলে কোম্পানির সিওও মোঃ তাহসিন আহমদসহ পদস্থ কর্মকর্তারা কারখানায় উপস্থিত হন। মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডেপুটি ডিরেক্টর মোঃ হারুন পাশা ঘটনাস্থলে এসে ফায়ার ফাইটিং কাজ পরিদর্শন করেন।
    মোঃ হারুন পাশা প্রাথমিক ভাবে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি টাকা ছাড়িয়ে যাবার আশংকা করা হচ্ছে বলে জানান কারখানার কর্তৃপক্ষ কর্মকর্তারা।
  • তাড়াশে আগুনে ভ্যান চালকের ঘর পুড়ে ছাই।

    তাড়াশে আগুনে ভ্যান চালকের ঘর পুড়ে ছাই।

    তাড়াশে আগুনে ভ্যান চালকের ঘর পুড়ে ছাই।


    সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে ভ্যান চালকের ঘরের আসবাবপত্র ও টাকা ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার পৌরসভার অন্র্Íগত কোহিত গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে। ফায়ার সার্ভিসের জনবল প্রায় ১ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনে। আরিফুল পেশায় ভ্যান চালক। ১৮ ফেব্রুয়ারী শুক্রবার ভোর ৫টার দিকে ওই ভ্যান চালকের ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্র ও টাকা পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

    ক্ষতিগ্রস্থ আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আমি আমার শশুড় বাড়ি বলভা গ্রামে যাই। রাতে শশুর বাড়িতেই অবস্থা করি। হঠাৎ করে ভোর রাতে খবর পাই আমার বাড়িতে আগুন লেগেছে। আমি সরকারের নিকট প্রাণের দাবী করছি আমাকে কিছু আর্থিক সহযযোগিতা করলে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে কোন রকম সংসার করতে পারবে।

    এ ব্যাপারে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার জহুরুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে জনবল নিয়ে দ্রুত সেখানে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আরিফুল ইসলামের ঘর পুড়ে এতে প্রায় ১ লক্ষ ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।

  • ক্যামিরুনের নাইট ক্লাবে আগুন লেগে ১৬ জনের মৃত্যু।

    ক্যামিরুনের নাইট ক্লাবে আগুন লেগে ১৬ জনের মৃত্যু।

    ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে শনিবার দিবাগত মধ্যরাতে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই নাইট ক্লাবের কর্তৃপক্ষ জানান ক্লাবে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৬ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরোও আট জন আহত হয়েছে।

    যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। নাইটক্লাবের আতশবাজির বিস্ফোরণের কারনে ওই নাইটক্লাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে অনুষ্ঠানস্থলে আরোও বিস্ফোরণ ঘটে।

    চারদিকে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা লোকজনের মধ্যে আতঙ্কের ছাপ দেখতে পান।
    তখনও সেখানে প্রচুর ধোঁয়ার পাশাপাশি আগুন সক্রিয় ছিল।

    ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন নিরাপত্তাকর্মী জানান, রোবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

  • উল্লাপাড়ায় বৈদ্যুতিক বিস্ফোরণে আগুন;বসতবাড়ি পুড়ে ছাই।

    উল্লাপাড়ায় বৈদ্যুতিক বিস্ফোরণে আগুন;বসতবাড়ি পুড়ে ছাই।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক আগুনে মোঃ আব্দুল লতিফ মন্ডলে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ের ৯ টার সময় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহিকোলা মন্ডল(পাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।

    আব্দুল লতিফ জানান শনিবার রাত সাড়ে ৯ টার সময় বিদ্যুৎ এর মিটারে হঠাৎ বিস্ফরন হয়ে আগুন জলে উঠে। চিৎকার করে উঠলে প্রতিবেশিরা আগাইয়া এসে আমাদের উদ্ধার করে।কিন্তু বিদ্যুৎ এর ভয়ে কেউ আগুন নিবানোর জন্য কাছে যেতে সাহস করেনি। আমার তিনটি ঘর ও ঘরের ভিতরের আসবারপত্র ও নগদ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    প্রতিবেশি মেরাজ আলী জানান গ্রামের মধ্যে মন্ডল পাড়াটা সবচেয়ে বেশি অবহেলিত। রাস্তাঘাট নাই,বিদ্যুৎও ছিলো না। গত বছর ৬০ টি আবাসিক ও সেচ মিটার আবেদন করে বিদ্যুৎ সংযোগ পেয়েছি।কিন্তু অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ এর লাইন ও সংযোগ দেওয়ার কারনে মিটার বিস্ফোরণ ঘটেছে।রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যথা সময়ে ঘটনাস্থলে আসতে পারেনি বলে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন ও পল্লীবিদ্যুৎ থেকে ঘটনার সঠিক তদন্ত করে বিহিত করার দাবী জানান।

    এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ জালাল উদ্দিন। তিনি জানান শনিবার রাত ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে। মুলসড়ক থেকে আগুন লাগারস্থান পর্যন্ত গাড়ি নেয়ার মত রাস্তা নাথায় গারি নিয়ে ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব হয়।পায়ে হেটে যতক্ষণে ঘটনাস্থলে পৌছিলাম ততোক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় তিনটি ঘর পুরে ছাই হয়ে গেছে।

  • বাঁশখালীতে আগুনে পুড়ে ২৩টি পরিবার নিঃস্ব,অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    বাঁশখালীতে আগুনে পুড়ে ২৩টি পরিবার নিঃস্ব,অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২২ পরিবারের নগদ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।

    বুধবার (১৯ জানুয়ারি২২) সাড়ে ১২টার সময় উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব-মনকিচর মোহাব্বত আলীপাড়া হরন্নিছা বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ১১ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ২২ পরিবার। এতে প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

    সংঘটিত এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- মৃত কুইল্যা মিয়ার ছেলে ফজল কাদের, আব্দুল মালেক, আব্দুল মোনাফ, আব্দুল মোনাফের ছেলে মু. আলমগীর, জাহাঙ্গির আলম, মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুল জলিল, লেদু মিয়া, লেদু মিয়ার পুত্র জাকের উল্লাহ্, শফি উল্লাহ্, মৃত ঠান্ডা মিয়ার ছেলে আনু মিয়া, সুফি আলম, মাহাবুব আলম, আনু মিয়ার ছেলে ইছহাক, কামালের ছেলে মুহাম্মদ আক্কাস, মৃত আঞ্জু মিয়ার ছেলে মুহাম্মদ হারুণ, মমতাজ বেগম, ইসলাম মিয়া।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাফরুল ইসলামের কাছ থেকে জানা যায়, পার্শ্ববর্তী শাহ্ আলমের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে।

    এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রহিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসিদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ১১টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তিনি।

    শীলকূপ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় আজ আনুমানিক দুপুর ১২.৪০ ঘটিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ২৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা প্রশাসন বাঁশখালীর পক্ষ হতে পরিবার প্রতি ২৫০০/- টাকা হারে সর্বমোট ৫৭৫০০/- টাকা বিতরণ করা হয় এবং শীত বস্ত্র হিসেবে ৫০ পিচ কম্বল বিতরণ করা হয়।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী নগদ আর্থিক সহযোগীতা ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

    ঘটনাস্থল পরিদর্শন করে শিলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ২১ হাজার টাকা প্রদান করেন।

  • উল্লাপাড়ায় মুদির দোকানে আগুন;পুড়ে ছাই হয়েছে মালামাল।

    উল্লাপাড়ায় মুদির দোকানে আগুন;পুড়ে ছাই হয়েছে মালামাল।

    নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মুদির দোকানে আগুন লেগে প্রায় ১৪/১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের আব্দুল হাই প্রামাণিক এর মুদির দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    ১১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে তার দোকানে আগুনের সূত্রপাত ঘটে। রাত ও বৈদ্যুতিক এর কারনে মানুষ আগুন নিভানোর কাজে সম্পৃক্ত হতে পারেননি।সে জন্য ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।এলাকার মধ্যে সবচেয়ে বড় আব্দুল হাইয়ের মুদির দোকান। দোকানের সকল মালামাল পুড়ে গেছে।

    আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ লক্ষকরে দেখি দোকানের ভিতর থেকে আগুন উপরের দিকে দাঁও দাঁও করে জ্বলে ওঠছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়া ও তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে দোকান ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।দোকানে থাকা কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

    তিনি আরোও জানান সবমিলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তবে সর্বস্ব হারিয়ে ক্ষতিগস্ত পরিবার সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।

    উল্লাপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার ছরোয়ার খান জানান সোমবার রাত সাড়ে ৯ টার সময় স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। বিদ্যুৎ থেকে আগুনের উৎপত্তির কারনে এলাকার জনসাধারন আগুন নিভানোর কাজ করতে পারেনি বিধায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

    সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

  • চট্টগ্রাম টেকনিক্যাল মোড়ে পোশাক কারখানায় আগুন।

    চট্টগ্রাম টেকনিক্যাল মোড়ে পোশাক কারখানায় আগুন।

    চট্টগ্রামের বায়েজিদ থানার টেকনিক্যাল মোড় এলাকায় পোশাক করাখানায় আগুন প্রায়  দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

    আজ মঙ্গলবার (১১ জানুয়ারি২২) সকাল পৌনে ৮টার দিকে আনোয়ারা গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বিষয়টি আমার জমিন কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আনিসুর রহমান। তিনি বলেন, ‘টেকনিক্যাল মোড়ের আনোয়ারা গার্মেন্টস নামে একটি  কারখানায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ২ ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ২ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    তিনি আরও বলেন, আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

    এর আগে,(১০ জানুয়ারি ২২) সোমবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকায় একটি পিটুপি নামের একটি আসবাবপত্রের কারখানায়  আগুনে দুইজন নিহত হয়েছিলেন।

  • চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২।

    চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২।

    চট্টগ্রামের পাহাড়তলী থানার কর্নেলহাটে ফার্নিচার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

      আজ সোমবার (১০ জানুয়ারি২২) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে পিটুপি নামক কারখানাটিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দশটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

    তিনি বলেন, কারখানার ভেতরে আটকে দুইজন মারা গেছেন। আগুন লাগার পর তারা বের হতে পারেননি। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।।

  • বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে নিঃস্ব ভ্যানচালক।

    বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে নিঃস্ব ভ্যানচালক।

    আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলমগীর নামের এক ভ্যানচালকের বাড়ি পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গবাদিপশুসহ বাড়ির আসবাব পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

    বুধবার রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে ওই ভ্যানচালক বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

    বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল্লাহ বলেন, ‘আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। গভীর রাতে আমরা পৌঁছানোর আগেই সব পুড়ে গেছে।’

    ভ্যানচালক আলমগীরের স্ত্রী নুরবানু বেগম ও স্থানীয়রা জানান, গভীর রাতে ভ্যানচালক আলমগীরের টিনের ঘরে কে বা কারা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিলে দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। ৫ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে যায়। এতে ১টি গরু,২টি ছাগলসহ পরিবারটি ৪টি ঘর,২টি রান্না ঘর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। ভ্যান গাড়াটি ছাড়া কোনো কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা।

  • বালীয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল আবাদি ৫ বিঘা জমির ধান।

    বালীয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল আবাদি ৫ বিঘা জমির ধান।

    আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে বাড়ির উঠানে স্তূপ করে রাখা পাঁচ বিঘা জমির পাকা আমন ধান ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা পিপলটলা গ্রামে এ ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান ও তাঁর ভাই নাজমুল হুদা জানান, প্রায় ১৫ বিঘা জমির আমন ধান কাটার পর মাড়াই কাজের জন্য বাড়ির উঠানে স্তূপ করে রাখা হয়েছিল। ভোরবেলা কে বা কারা এতে আগুন দিলে মুহূর্তে ছড়িয়ে পড়ে। পাঁচ বিঘা জমির ধান পুড়ে গেছে।

    বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন মুঠোফোনে জানান, রাত সাড়ে ৩টায় মোবাইলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগ রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে ধানের স্তূপে।

    বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানসহ বালিয়াডাঙ্গী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান মামলার প্রস্তুতি নিচ্ছেন।