Tag: আগুন

  • লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে বসতঘরে আগুন, আহত-২।

    লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে বসতঘরে আগুন, আহত-২।

    লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে বসতঘরে আগুন, আহত-২।


    লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেনের বসতঘর ও গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সময় ঘরে থাকা ১এক লাখ ২০বিশ হাজার টাকা আনতে গিয়ে সাদ্দাম ও তার ভাবি নুসরাত জাহান তানহা (অন্তঃসত্ত্বা) আহত হয়৷ আগুন লেগে দুটি গরু আহত হয়। এরমধ্যে একটি জবাই করে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চররুহিতা গ্রামের চিরোদ্দি বেপারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় ৬ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।

    ভূক্তভোগী সাদ্দাম একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও চা দোকানি। তিনি মৌসুমী গরু ব্যবসায়ী। সাদ্দাম চিরোদ্দি বেপারী বাড়ির রুহুল আমিনের ছেলে।

    সাদ্দামের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এই সময় চিৎকার চেচামেচিতে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই টিভি, ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্রসহ তার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে গোয়াল ঘরটিও পুড়ে যায়। এসময় দুটি গরু আগুন লেগে আহত হয়। এরমধ্যে একটি গরুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যটি জবাই করা হয়েছে। ঘরে থাকা ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করতে গিয়ে সাদ্দাম ও তার ভাবি তানহা আহত হয়। তারা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    সাদ্দাম আরও জানান, ঈদুল আযহা উপলক্ষে গরুর ব্যবসার জন্য সম্প্রতি একটি এনজিও থেকে তিনি ১ লাখ ২০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সেই টাকা ঘরে রাখা ছিলো। অন্যান্য মালামালের সঙ্গে টাকাগুলোও পুড়ে গেছে।

    ইউপি সদস্য সেলিম পাটওয়ারী বলেন, আমি এলাকায় ছিলাম না। ঘটনাটিও কেউ আমাকে জানায়নি।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘর পুড়ে গেছে ও দুটি গরু আহত হয়েছিল। ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

  • তাড়াশে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি।

    তাড়াশে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি।

    তাড়াশে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি।


    সিরাজগঞ্জের তাড়াশে আগুনে ১টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে মোটর সাইকেল মেকারের। বুধবার শেষ রাতে উপজেলার বারম্নহাস ইউনিয়নের বস্তুল বাজারে আবু হানিফের দোকান ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের পাশের বাসিন্দা সেলিম হোসেন বলেন, হঠাৎ করে ভোরে জনগনের চিৎকার শুনে বাজারে এসে দেখি আগুন ধরে দোকান ঘর পুড়ছে। আগুনের বিষয়টি ফোনে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের জানাই। প্রথমদিকে বাজারের ব্যবসায়ী ও আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    তাড়াশ দমকল বাহিনীর সাব অফিসার রেজাউল করিম বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে আমার সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছি। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। এ ছাড়া আগুনে পুড়ে ওই দোকানের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

  • হ‌বিগ‌ঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমা আগুনে পুড়ে ছাই।

    হ‌বিগ‌ঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমা আগুনে পুড়ে ছাই।

    হ‌বিগ‌ঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমা আগুনে পুড়ে ছাই।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। এখান থেকে প্রতিদিন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
    রবিবার ২৯ মে ২০২২ইং, সকাল ১০টার সময় হঠাৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত। এ সময় আশপাশে থাকা শিল্পকারখানাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
    বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোঃ রফি জানান, খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ব্রিগেডের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেন্দ্রের দুটি ট্রান্সফরমার জ্বলে যায়।
    হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদুৎকেন্দ্রে আগুনে ছোট–বড় দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন যে শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি ট্রান্সফরমার জ্বলে গেছে। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ এই মুহূর্তে তাঁরা নির্ণয় করতে পারেননি। তবে ঢাকা থেকে এ বিষয়ে বিশেষজ্ঞরা আসার পর বিষয়গুলো বোঝা যাবে।
    তিনি আরও বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
  • রামপালে আগুনে তিনটি ঘর ভষ্মিভূত।

    রামপালে আগুনে তিনটি ঘর ভষ্মিভূত।

    রামপালে আগুনে তিনটি ঘর ভষ্মিভূত


    বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে মিষ্টির দোকান সহ তিনটি অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়ে গেছে।

    বৃহস্পতিবার ১২ মে ২০২২ ভোর ৪.০০ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    এ অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে।

    ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, বৃহস্পতিবার ভোর রাতে মিষ্টির দোকান সহ পাশ্ববর্তী দুইটি রান্না ঘরে আগুন দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে পেড়িখালী বাজার মসজিদের মাইকে বাজারে আগুন লাগার খবর প্রচার করলে পাশ্ববর্তী শত শত লোকজন আগুন নেভানোর কাজে সাহায্যর হাত বাড়িয়ে দের।

    অগ্নিকাণ্ডে রনি ঘোষের মিষ্টির কারখানা এবং মিহির ঘোষ ও নিত্যে ঘোষের রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    অগ্নিকাণ্ডে পাশ্ববর্তী কয়েকটি বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

  • ডিমলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ড, ৮ টি দোকান ক্ষতিগ্রস্থ্য।

    ডিমলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ড, ৮ টি দোকান ক্ষতিগ্রস্থ্য।

    ডিমলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ড,৮টি দোকান ক্ষতিগ্রস্থ্য।

    নীলফামারীর ডিমলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে আটটি দোকান ক্ষতিগ্রস্থ্য হয়েছে। স্থানীয় সূত্রে যায় সোমবার (২ মে) রাত অনুমান ৩.১০ মিনিটে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের সুত্রপাতে অগ্নিকান্ডটি ঘটে।  এতে ৮ টি দোকান  ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

    ক্ষতিগ্রস্থ্যরা হলেন – মোসলেম উদ্দিন,পিতা জয়নাল হক মুদির দোকান ক্ষতির পরিমাণ ৬০০০০০/- (ছয় লক্ষ) টাকা, মোঃ রফিকুল ইসলাম, পিতা নাজির উদ্দিন, কবিরাজী ঔষুধের দোকান ক্ষতির পরিমাণ ১০০০০০/- ( এক লক্ষ) টাকা, আহমেদ দেওয়ান, পিতা মৃত্যু মজিদ দেওয়ান, এলোপতি ওষুধের দোকান ক্ষতির পরিমাণ ৫০০০০/-( পঞ্চাশ হাজার) টাকা, মোহাম্মদ সাজু  মিয়া, পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পান আরত দোকান ক্ষতির পরিমাণ  ১৫০০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, সেলিম মিয়া, পিতা মৃত ইয়াদ আলী টেইলার্স দোকান ক্ষতির পরিমাণ ২৫০০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতা মোহাম্মদ সুবহান আলী ইলেকট্রোনিক্স দোকান ক্ষতির পরিমাণ ১৫০০০০ /- ( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, আরদশ আলী, পিতা মৃত ইমান আলী সরকার পানের দোকান ক্ষতির পরিমাণ ১০০০০/- ( দশ হাজার) টাকা, মোঃ হাসু মিয়া, পিতা মৃত মাসের আলী পানের দোকান ক্ষতির পরিমাণ ১০০০০/-( দশ হাজার) টাকা।অগ্নিকান্ডে সর্বমোট আনুমানিক পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ্যরা সকলে পুর্বছাতনাই ইউনিয়নের বাসিন্দা।
    ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।  এসময়ে উপস্থিত ছিলেন পুর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ খান।
    উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করেন।
  • নলডাঙ্গায় আগুনে পুড়ে ক্ষতিগস্ত পরিবারের বাঁচার আকুতি।

    নলডাঙ্গায় আগুনে পুড়ে ক্ষতিগস্ত পরিবারের বাঁচার আকুতি।

    নলডাঙ্গায় আগুনে পুড়ে ক্ষতিগস্ত পরিবারের বাঁচার আকুতি।


    নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের মকবুল হোসেন। এক সময় পরিবারটির সব ছিল।অসহায় মানুষরা সাহায্য চাইলে সাহায্য দিতেন।কিন্তু,পরিবারটি এখন নিজেই নিঃস্ব। পরনে কাপড় ছাড়া গভীর রাতে আগুনে বসতবাড়ির ৪টি ঘরের সবকিছু পুড়ে যায় সর্বনাশা আগুনে।

    অন্যকে সাহায্য করা পরিবারটি এখন বাঁচার জন্য অন্যের কাছে হাত পাততে হচ্ছে।প্রতিবেশির দেওয়া খাবার খেয়ে রাতে পরিবারটির সদস্যরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন।

    গতকাল বুধবার উপজেলা প্রশাসন থেকে খাদ্য সামগ্রী ও নলডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে নগদ কিছু অর্থ দিয়ে সহয়তা করা হয়।এ সহয়তা পরিবারটির জন্য এ মহুর্তে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।কিন্ত গভীর রাতের আগুনে পুড়ে গেছে বসতবাড়ির ৪টি ঘরের ২০ বান্ডিল টিন,গচ্ছিত নগদ অর্থ, গবাদী পশু সহ ঘরের যাবতীয় আসবারপত্র পুড়ে ছাই হয়ে ৭-৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পুড়ে যায় চতুর্থ শ্রেণিতে পুড়–য়া মকবুল হোসেনের নাতনি মেঘার স্কুল ড্রেস, সব বই, খাতা ও কলম।এখন সেই মেঘার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।এ পরিস্থিতিতে দরিদ্র কৃষক পরিবারের ঘুরে দাড়াতে নতুন করে ঘরবাড়ি নির্মাণ করতে দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রয়োজন।

    কিন্ত এত টাকা এই মহুর্তে জোগার করা সেই পরিবারের পক্ষে অসম্ভব।কারন তাদের মাঠে কোন জমি নাই এমনকি যে যায়গায় বাড়ি করে আছে সেই আড়াই শতক জমি অন্যের দান করা। আগুনে নিঃস্ব ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মকবুল হোসেন পরিবারের ৫ সদস্য নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন।

    দরিদ্র কৃষক মকবুল হোসেন বলেন,গভীর রাতে আগুনে পুড়ে আমার সবকিছু হারিয়ে আমি দিশেহারা।এখন আমি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।প্রশাসন থেকে সামন্য খাদ্য সামগ্রী ও পৌরসভার পক্ষ থেকে নগদ কিছু অর্থ দিয়েছে।তাই দিয়ে পরিবার নিয়ে কোন মতে খেয়ে বেঁচে আছি।এখন নতুন ঘরবাড়ি নির্মাণ করতে প্রয়োজন দুই থেকে আড়াই লক্ষ টাকা,যা আমার পক্ষে অসম্ভব।আমি সরকারের কাছে দাবী করছি আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়ি দিলে আমি নতুন করে বেঁচে থাকার অবলম্বন হবে।

    নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির বলেন,আগুনে পুড়ে ক্ষতিগস্ত পরিবার কে নগদ কিছু অর্থ সহয়তা দিয়েছি।পরবর্তীতে আরো কোন সুযোগ সুবিধা আসলে সেগুলো পরিবারটিকে দেওয়া হবে।

    নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার বলেন,আগুনে ক্ষতিগস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি।এই মহুর্তে টিন বরাদ্দ নাই টিন বরাদ্দ আসলে কয়েক বান্ডিল টিন দেওয়া হবে।আর আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়ি দেওয়া যায় কিনা সে ব্যাপারে আরো খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য,গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাধবপুর নওদাপাড়া গ্রামের দরিদ্র কৃষক মকবুল হোসেনের ৪টি বসতঘর ও আলমগীরের ২টি ঘর বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৭-৮ লক্ষ টাকার ক্ষতি হয়।

  • সিরাজগঞ্জে কিসমত বিড়ির ফ্যাক্টারীতে আগুন-কোটি টাকার ক্ষতি।

    সিরাজগঞ্জে কিসমত বিড়ির ফ্যাক্টারীতে আগুন-কোটি টাকার ক্ষতি।

    সিরাজগঞ্জে কিসমত বিড়ির ফ্যাক্টারীতে আগুন-কোটি টাকার ক্ষতি।


    সিরাজগঞ্জের সদর উপজেলার কিসমত বিড়ির ফ্যাক্টারীতে আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

    শুক্রবার ২৫ মার্চ ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

    সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।এই আগুনের তিব্রতা আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ও কামারখন্দ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • গভীর রাতে ঘরবাড়িতে আগুন লেগে নিঃস্ব কৃষক পরিবার।

    গভীর রাতে ঘরবাড়িতে আগুন লেগে নিঃস্ব কৃষক পরিবার।

    গভীর রাতে ঘরবাড়িতে আগুন লেগে নিঃস্ব কৃষক পরিবার।


    নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ঘরবাড়িতে আগুন লেগে ঘরের যাবতীয় আসবারপত্র,চাল,নগদ টাকাসহ বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছেন দুই কৃষক পরিবার। আগুনে প্রায় ৭-৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে।

    মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার লোদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দুই কৃষকের নাম মকবুল হোসেন ও আলমগীর হোসেন।তারা উপজেলার লোদাপাড়া গ্রামের বাসিন্দা।

    নাটোর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার রাত ৩ টার দিকে উপজেলার লোদাপাড়া গ্রামে কৃষক মকবুল হোসেনের বাড়িঘরে আগুন লেগে মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে।ঘুমন্ত কৃষক পরিবার সন্তানদের ঘর থেকে বের করে প্রাণে রক্ষা করলেও ঘরের যাবতীয় আসবারপত্র,৪টি ছাগল,নগদ ৮ হাজার টাকা,চাল,ডাল,কৃষি পন্যসহ কিছুই রক্ষা করতে পারেনি।এ সময় মকবুলের প্রতিবেশি আলমগীরের ২টি বসতঘর পুড়ে ক্ষতি হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এর মধ্যে এই দুই পরিবারের সব পুড়ে ছাই হয়ে যায়।এতে কৃষক পরিবারের ৭-৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে।তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করে বলতে না পারলেও বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পাড়ে বলে স্থানীয়দের ধারনা।

  • চট্টগ্রাম হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।

    চট্টগ্রাম হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।

    চট্টগ্রাম হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।

    চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকার হকার্স মার্কেটে আগুন লেগেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল টিফেন্সের নয়টি ইউনিট কাজ করছে।

    আজ ১১মার্চ ২২,শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন।
    তিনি বলেন, হর্কাস মার্কেটে আগুনের সংবাদ আমরা পাই রাত সাড়ে নয়টার দিকে। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও (রাত সোয়া দশটা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
    তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
  • ঠাকুরগাঁওয়ে ৩টি বাড়ি আগুনে পুরে ছাই;৫ লক্ষাধিক টাকার ক্ষতি।

    ঠাকুরগাঁওয়ে ৩টি বাড়ি আগুনে পুরে ছাই;৫ লক্ষাধিক টাকার ক্ষতি।

    ঠাকুরগাঁওয়ে ৩টি বাড়ি আগুনে পুরে ছাই;৫ লক্ষাধিক টাকার ক্ষতি।


    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন টি বাড়ি। উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভাটপাড়া নামক গ্রামে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায় চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

    ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ৮ মার্চ বিকালে ভাটপাড়া গ্রামের মফিজুলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আরও দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে রাণীশংকৈল থানার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

    এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা সম্ভব না হলেও প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোরবান আলী। তার নগদ দুই লক্ষ টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান স্হানিয়রা ।মফিজুল ইসলামের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় ,আলমের প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

    ক্ষতিগ্রস্ত লোকজন জানান, ঘরে থাকা নগদ টাকা, চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। আগুনে সুখের সংসার তছনছ হয়ে গেল। এখন কী করবেন, কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।

    ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শরৎচন্দ্র রায় বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তিনটি ঘরের যাবতীয় আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ নাসিম ইকবাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। এতে তিন টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহরিয়ার আজম মুন্না বলেন, আগুনে বাড়ি ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি কালকে সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিদর্শনে আসবেন বলে জানান তিনি।