Tag: আওয়ামীলীগ
-
রামপালের রাজনগর ইউনিয়নে আ’লীগের কর্মী সভা।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ টায় রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল রঞ্জণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল হাসান জামু, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন (ময়না)।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, মোঃ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সকল উন্নয়ন হয়েছে তা সব কিছু আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ছিল এক সময়ে সন্ত্রাসী জনপদ। সে সন্ত্রাসী জনপদকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শান্তির জনপদে রূপান্তরিত করেছে। সারা দেশের মতো রামপাল মোংলায় ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে।নেতা কর্মীরা মনে করে এ অঞ্চলে বেগম হাবিবুন নাহারের বিকল্প নেই। আবারও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান। -
শেরপুর ৩ আসনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী নাইমের শোভাযাত্রা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের উদ্যোগে শেখ হাসিনার সরকারের উন্নয়নের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
“উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭অক্টোবর) বিকেলে শ্রীরবদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করা হয়।
শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আবু সাঈদের সভাপতিত্বে এবং ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি মোদকের সঞ্চালনায় এ শোভাযাত্রায় শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আ”লীগের ৪ বারের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ও আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি দানবীর জননেতা আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদীর পৌর ছাত্রলীগ সাবেক নেতা জুয়েল আহম্মেদ, পৌর ছাত্রলীগের সদস্য হারুন আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে দলীয় মনোনয়ন দিতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।আলোচনা শেষে আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের নেতৃত্বে প্রায় দুই সহাস্রাধিক নেতাকর্মিসহ আমজনতা শ্রীবরদী পৌর শহরের প্রধান সড়কে শোভা যাত্রাসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্রসংবলিত লিফলেট বিতরণ করা হয় ।
-
আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নবীরুজ্জামান বাবু’র সাংবাদিকদের সাথে মতবিনিময়।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বা
গেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় তিনি জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন যে, ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার।এ বিবেচনায় তিনি নিজেকে স্মার্ট নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। দল তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন দিলে তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট রামপাল-মোংলা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের আরও জানান যে, তিনি এর পূর্বেও দুই বার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। এবারও তিনি এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম কিনবেন। তিনি আরও বলেন যে, তিনি যদি এবার দলীয় মনোনয়ন না পা, তবে দল যাকে মনোনয়ন দিতে তিনি তার পক্ষে কাজ করবেন।মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিকসহ দলীয় নেতা-কর্মীরা। -
রামপালে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হুড়কার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীচিত্র বীর্য পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি কল্লোল বিশ্বাসসহ হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে উন্নয়ন হয়েছে ,তা কোন সরকারের আমলে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে দিয়েছেন, তা খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহার সুষ্ঠুভাবে সম্পাদন করে চলেছেন।সারা দেশের মতো রামপাল মোংলায় ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। রামপাল মোংলা ছিল এক সময়ে সন্ত্রাসীদের জনপদ। তালুকদার আব্দুল খালেক সে সন্ত্রাসী জনপদকে শান্তির জনপদে রূপান্তরিত করেছেন।সারা দেশের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট রামপাল-মোংলা গড়তে বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহারের বিকল্প নেই।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহারকে আবারও এ আসনে মনোনয়ন দেয়ার দাবী জানান। তারা আশা প্রকাশ করে বলেন যে, নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহারকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন। -
নাগরপুরে আওয়ালীগ নেতা শেখ শামছুল হক বহিষ্কার।
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ালীগের এক জরুরি সভায় সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক’কে সাময়িক বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো.কুদরত আলী।মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সকল ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদক সহ মোট ৪৯ জন উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বহিষ্কার ঘোষণা কন্ঠ ভোটে সমর্থন করা হয়। এতে পরবর্তীতে জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর বহিষ্কার অনুরোধের লিখিত অনুলিপি প্রেরণ করা হবে বলে জানানো হয়।নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী সভায় তার বক্তব্যে বলেন, গত ২৯ সেপ্টেম্বর সদর ইউনিয়ন আ.লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালন অনুষ্ঠানে উপজেলা আ.লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক উপজেলা আ.লীগ সভাপতি-সম্পাদক’কে মানেন না এবং অবাঞ্ছিত ঘোষণা করে, যা আ.লীগ গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য। এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য গঠনতন্ত্র ৪৭ ধারা অনুযায়ী আমরা উপজেলা আ.লীগ শেখ শামসুল হক’কে সাময়িক বহিষ্কার ঘোষণা করছি এবং স্থায়ী বহিষ্কারের জন্য লিখিত অনুলিপি অচিরেই জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর প্রদান করা হবে।উক্ত সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, সহ সভাপতি আজাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সম্মানিত সদস্য আওলাদ হোসেন লিটন, মো. হাবিবুর রহমান হাবিব, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা। -
বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।
ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও বেগমান করার লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করা হয়। এ সময় অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। এ সময় দলের নেতা কর্মী উজ্জীবিত হয়ে করতালি দেয়।
আলোচনা সভায়,চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
-
শেরপুর ৩ আসনে নৌকার মাঝি হতে আ’লীগ নেতার গণসংযোগ।
শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি চতুর্থবারের মতো ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে নাইম দলীয় মনোনয়ন পেতে জনসংযোগে মাঠে নামেন। দলীয় মনোনয়ন পেতে দীর্ঘ ২২ বছর ধরে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।
অপরদিকে দীর্ঘ ৫২ বছরে বড়ো কোন রাজনৈতিক দল ঝিনাইগাতীর মাটি থেকে এমপি প্রার্থী মনোনয়ন দেয়নি।
ফলে উন্নয়ন বঞ্চিত হওয়ার পাশাপাশি এমপির স্বাদ পাইনি ঝিনাইগাতী উপজেলা বাসি। এ ইসুকে কাজে লাগিয়ে উপজেলা বাসীকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করে আসছেন তিনি। উপজেলা বাঁসীও তার ডাকে সাড়া দিয়ে ঐক্যমত পোষণ করে আসছেন। এছাড়৷ এমপি এবং ক্ষমতার সাধ বঞ্চিত দলের তৃনমূলের নেতা- কর্মিরাও নাইমকেই এমপি হিসেবে পেতে চাইছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে ও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি।
অধিকার বঞ্চিত ঝিনাইগাতী উপজেলার উন্নয়নের স্বার্থে এ উপজেলার মাটি থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মী আমজনতার দাবি ৫২ বছর শ্রীবরদী উপজেলার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দাবি মানতে হবে। ঝিনাইগাতীর মাটি থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাইমকে দেখতে চায় তৃনমূল নেতাকর্মী ও আমজনতা ।
নাইম দলীয় মনোনয়ন পেতে গত ২২ বছর ধরে এ আসনের ২ উপজেলার ১৭টি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে দুই উপজেলার ১৭ টি ইউনিয়নের বিভিন্ন হাট- বাজার, গ্রামেগঞ্জে ও পাড়া মহল্লায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে তিনি জনসংযোগ করেন। নাইম বলেন ৫২ বছর ঝিনাইগাতীর মাটি থেকে এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তাই তিনি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত অধিকার বঞ্চিত ঝিনাইগাতী উপজেলার দিকে চোখ তুলে তাকাবেন। আর নেত্রীকে এ আসনটি উপহার দিবেন তিনি।
-
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রচারনায়- রামপালের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব তালুকদার আঃ খালেক মহোদয়ের নির্বাচনী প্রচারণায় দিনরাত কাজ করছেন রামপাল ও মোংলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় এ বছর ও নির্বাচনের শুরুতেই প্রিয় নেতার পক্ষে কাজ করার জন্য কর্মসূচী প্রণয়ন করা হয় । সে পরিকল্পনা অনুযায়ী নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবেপরিচালনার জন্য খুলনার রামপাল ও মোংলায় বসবাসকারীদের নিয়ে উপজেলা আ.লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন আহমেদকে আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামুকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। শুধু এ কমিটি নয়, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে রামপালের সকল ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধারাবাহিক ভাবে প্রতিদিন নির্বাচনী কাজ করে চলছেন। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে অনেক নেতা কর্মী খুলনায় অবস্থান করছে। যাদের খুলনায় বাসা নেই,তারা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য সুদুর রামপাল থেকে সকালে খুলনায় এসে নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ শেষে আবার রাতে রামপাল ফিরে যাচ্ছে।নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনায় ইতোমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডে টিম সহকারে সকাল-সন্ধ্যা নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে ।নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রামপাল ও মোংলা উপজেলার আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগের শত শত নেতা কর্মী নির্বাচনী প্রচারণায় অবিরত কাজ করে চলছেন। -
সরকারের উন্নয়ন তুলে ধরতে আ.লীগ নেতার উঠান বৈঠক।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় আলোচনার সভার মধ্য দিয়ে তিনি জনগনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন সম্পর্কে তুলে ধরেন।
আওয়ামী লীগ নেতা সুজন বলেন,
শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্র্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।বক্তব্য শেষে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের পক্ষ থেকে চাড়োল ইউনিয়নের দুুটি মসজিদে নগদ ১ লক্ষ টাকা অনুদান তুুলে দেন আওয়ামী লীগ নেতা সুজন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।