Tag: আওয়ামীলীগ

  • ঠাকুরগাঁও-৩ আসনে আ.লীগ, জাপা ও সতন্ত্রসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    ঠাকুরগাঁও-৩ আসনে আ.লীগ, জাপা ও সতন্ত্রসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ- রানীশংকৈল) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি,বিকল্প ধারা বাংলাদেশ ও এক জন সতন্ত্র প্রার্থীসহ ৬ জন মনোয়নপত্র জমা করেছেন।
    তারা নিজ নিজ সমর্থক নিয়ে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।
    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শাহরিয়ার নজিরের কাছে মনোনয়ন পত্র জমা দেন ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক এবং পরে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হাফিজ উদ্দীন আহমেদ, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান ও ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দীনের পক্ষে সাফি আল আসাদ মনোনয়নপত্র জমা দেন।
    এদিকে এ আসনের অপর সহকারী রির্টানিং অফিসার ও রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের কাছে আশা মুনি নামে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে তার দপ্তর থেকে সিরাজুল ইসলামে নামে অরো একজন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি জমা দেননি।
    এই মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল ইসলাম।
    উল্লেখ্য, এ আসন টি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ।  মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং  মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।
  • আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মাহবুব আলীর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা।

    আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মাহবুব আলীর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ মাধবপুর -চুনারুঘাট আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মাহবুব আলীর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    বুধবার  (২৯- নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান এর কার্যালয়ে আওয়ামী লীগের  মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
    এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ  সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়,জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট ফজলে আলী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, বীর মুক্তিযোদ্ধা রহম আলী,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃএরশাদ আলী,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিম,চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রহমান নয়ন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল পাঠান,সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইফরান,শেখ শাহিন উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী গত ২ মেয়াদে হবিগঞ্জ -৪(মাধবপুর -চুনারুঘাট)  আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে,তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এই আসনেই পুনরায় তাকে মনোনয়ন দিয়েছে।
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী সুজনকে ফুলেল শুভেচ্ছা।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী সুজনকে ফুলেল শুভেচ্ছা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের (নৌকা) মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার মাঝি অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্থরের মানুষ।
    সোমবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে ফুলেল মালা দিয়ে বরণ করে নিয়েছে সুজনকে।
    এর আগে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মাঝিকে বরণ করতে নিজ আসনের প্রায় ২শ মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে শেষ হয়। পরে মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুজন।
    এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান বাবলু,সহ-সভাপতি খোকন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দের সাথে সর্বস্থরের মানুষ মাজহারুল ইসলাম সুজনকে ফুল দিয়ে বরণ করে নেয়।
    ঠাকুরগাঁও-২ আসনের নৌকার প্রার্থী অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, জনগণের জন্য পদ্মা সেতু ও রেল সহ কতো কিছু উপহার দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দেশের জন্য,মানুষের জন্য কাজ করে। একমাত্র নৌকায় ভোট দিলেই এসব উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই,কারণ তিনি আমার উপর আস্থা রেখেছেন। আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারো ঠাকুরগাঁও-২ আসনটি নৌকাকে বিপুল ভোটে বিজয় করে নেত্রীকে উপহার দিবো।
  • নীলফামারী-১ আসনে আ’লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার।

    নীলফামারী-১ আসনে আ’লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ নভেম্বর বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ কার্যালয় থেকে সারাদেশের ন্যায় ৩০০ আসনে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ। এরই ধারাবাহিকতায় নীলফামারীর-১ (ডোমার- ডিমলা) আসনের আ’লীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার। দুই দুই বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৫০ সালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের এমাজ উদ্দিন সরকার ও নাসরিন বেওয়ার কোল জুড়ে জন্মগ্রহন করেন ।

    আফতাব উদ্দিনের পিতা ইমাজ উদ্দিন সরকার ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্থানে চলে আসেন। ১৯৭১ সালে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় ভুমিকায় অংশগ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৭৩ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

    তিনি ১৯৮৭ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

    ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে বিজয়ী লাভ করে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

    বর্তমানে তিনি ডিমলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার তৃতীয়বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকে নীলফামারী-১(ডোমার ডিমলা) আসনে মনোনীত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রিয় নেতাকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।

  • সিলেট-৫ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন জুলিয়ান চৌধুরী রাহী।

    সিলেট-৫ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন জুলিয়ান চৌধুরী রাহী।

    মিজানুর রহমান লাভলু,কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট-জকিগঞ্জ (সিলেট ৫ আসন) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে প্রার্থী হতে চান তরুণ ও প্রতিশ্রুতিশীল রাজনীতিবীদ, যুক্তরাষ্ট্র নিউ জার্সি যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

    জুলিয়ান চৌধুরী রাহী যুক্তরাষ্ট্র নিউ জার্সি যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা। নির্বাচনী এলাকায় হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা, বিদ্যুতায়ন ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকায় নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে জুলিয়ান চৌধুরী রাহী (সিলেট-৫ আসন) থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। তখন শেখ হাসিনা তাকে এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দেন।

    জুলিয়ান চৌধুরী রাহী এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে তিনি প্রার্থী হতে চান।ছাত্রাবস্থায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকার পাশাপাশি এলাকার মানুষের পাশে ছিলেন বন্ধু হয়ে।যুক্তরাষ্ট্র তিনি যুবলীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। জুলিয়ান চৌধুরী রাহী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে যুবলীগের রাজনীতিতে অন্তঃপ্রাণ।জুলিয়ান চৌধুরী রাহী বর্তমানে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্র নিউ জার্সি যুবলীগের সভাপতি হিসাবে।

    আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমাদান শেষে জুলিয়ান চৌধুরী রাহী বলেন, কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারেন।

  • হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতা অসীম।

    হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতা অসীম।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    “‌‌ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান”স্মার্ট বাংলাদেশ” বিনির্মানের লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকার পক্ষে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করে নির্বাচনী মাঠ চোষে বেড়াচ্ছেন, হবিগঞ্জ জেলা  আওয়ামী লীগে’র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম। তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মৃত হাবিব আলী বাচ্ছু চৌধুরীর ছেলে।
    তিনি ১৯৮৭ইং এসএসসি পরীক্ষা শেষে শিক্ষা শান্তি প্রগতির শ্লোগানে উজ্জীবিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একনিষ্ট কর্মী হিসেবে সক্রিয় ভাবে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ততা। ১৯৮৮ সালে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য” তারপর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে প্রচার সম্পাদক নির্বাচিত। পরবর্তীতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে জেলার সকল কাউন্সিলরদের সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত। তারপরের কমিটিতে জেলার সকল ছাত্রলীগের কাউন্সিলারদের সরাসরি ভোটে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত।
    অতপরঃ জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক। ছাত্রলীগের রাজনীতি শেষ হতে না হতেই সেবা,শান্তি,প্রগতির শ্লোগানে মুখরিত সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। ২০০৩ সালে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য। ১০ বছর জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন।২০১৩ সালে জেলা আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলারদের সরাসরি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
    ৬ বছর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের পদে সফলতার সাথে দায়িত্ব পালন” ২০০৯ সালে আ’লীগের সমর্থিত প্রার্থী হিসেবে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।নির্বাচিত হবার পর মাধবপুর উপজেলার আইনশৃঙ্খলা যোগাযোগ শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বিশেষ সেবার উপহার স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃতিতে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।২০১৮সালে থেকে হবিগঞ্জ জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  দায়িত্ব পালন করছেন।
    এ ছাড়া তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছেন।তাঁর নির্বাচনী এলাকায় দিন-রাত দলীয় তৃনমূল নেতা-কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে অংশ গ্রহণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। ইতিমধ্যেই দলমত নির্বিশেষে সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
    মাধবপুর-চুনারুঘাট বিভিন্ন এলাকার তৃনমূল নেতা কর্মী-সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় মনোনয়নন প্রত্যাশী জাকির হোসেন চৌধুরী অসীমের বিকল্প দেখছেন না তৃণমূলের নেতা-কর্মীরা। তাই মাধবপুর -চুনারুঘাট নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ এ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিতে তাঁর প্রয়োজনীয়তা উল্লেখ করে নির্বাচনী এলাকায় জনসংযোগের পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে লিফলেট বিতরণ করছেন।
    আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন চৌধুরী অসীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচিত হবো। বঙ্গবন্ধুর আদর্শ-জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাসহ, অবহেলিত মাধবপুর-চুনারুঘাট আসনকে স্মার্ট বাংলাদেশের আওতায় আনাসহ স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ-অর্থনৈতিক ও সরকার। এছাড়াও সমাজ থেকে দূর্নীতি, দারিদ্র ও মাদক দূর করে স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি এলাকার চাহিদা অনুযায়ী রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ অবকাঠামো নির্মান ও সংস্কার করা। ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে সরকারী ও বেসরকারী সহযোগীতার উদ্যোগ নেয়া। এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করা, আমার গ্রাম-আমার শহর, প্রতিটি গ্রামে নগর সুবিধা নিশ্চিত করাসহ টেকসই উন্নয়ন অব্যাহত রাখাবেন বলে জানান দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন চৌধুরী অসীম।
  • বিএনপির ডাকা হরতাল মাধবপুরে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    বিএনপির ডাকা হরতাল মাধবপুরে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।
    বিএনপির ডাকা হরতালবিরোধী হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলা সদর বাস স্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আওয়ামীলীগ নেতা আপন মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম, সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আরশাফুল আলম টিটু,উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফকির জাবেদ,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, যুগ্ম আহবায়ক নূরুল আলম রিপন,বিদ্যুৎ মজুমদার,পৌর যুবলীগ নেতা নাহিদ মিয়া প্রমূখ।উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    এ সময় বক্তারা বলেন, বিএনপিকে একটি সন্ত্রাসী দল আখ্যায়িত করেন। তারা আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি নেতা-কর্মীরা একজন পুলিশ সদস্যকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে। আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। মাধবপুরবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এদের আন্দোলন বা দাবির সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই।
    এ সমশ বক্তারা আরো বলেন, বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘিন্ন করে বিএনপি জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত।
  • রামপালে আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ।

    রামপালে আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা,  ষড়যন্ত্র,  অগ্নিসংযোগ,  নৈরাজ্য ও অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রামপাল সদরের
    ডাক বাংলো এলাকা থেকে  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। এরপর থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায়  এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
    শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,   জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার,  সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন,  গাজী গিয়াস উদ্দিন,  গাজী আক্তারুজ্জামান, শেখ মোহাম্মদ আলীসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    শান্তি সমাবেশ  বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।
    বক্তারা আরও  বলেন,  সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।
  • উল্লাপাড়ায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র নজরুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সমাবেশ।

    উল্লাপাড়ায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র নজরুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার সনাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উল্লাপাড়া পৌর উম্মুক্ত মঞ্চে মেয়র এস এম নজরুল ইসলামের উদ্যোগে এই উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হেভেন এর সভাপতিত্বে নৌকা প্রতীকের ঐক্যবদ্ধ মঞ্চে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, অনুষ্ঠানের আয়োজক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী স্থানীয় পৌর মেয়র বিপ্লবী জননেতা এস এম নজরুল ইসলাম, আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, আ’লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংগ্রামী জননেতা ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, উপজেলা আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুজ্জামান অলক, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ এখন সারা বিশ্বে নজর কেড়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিন বদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারা বাহিকতার বিকল্প নেই। তারা আরো বলেন সারা দেশে উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্বের উন্নত দেশের নেতারা বাংলাদেশের উন্নয়ন চিত্র নিয়ে তুলনা করছে বিভিন্ন দেশে।

    বক্তারা আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সৎ, নির্ভীক ও আদর্শবান নেতাদের পাশে থাকার অনুরোধ জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান উন্নয়ন সমাবেশের বক্তারা।

    এ সময় মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে উন্নয়ন সমাবেশে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

  • রামপালের ভোজপাতিয়ায় আ’লীগের কর্মী সভা।

    রামপালের ভোজপাতিয়ায় আ’লীগের কর্মী সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালের ভোজপাতিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৫.০০ টার সময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেতকাটা বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ নুরুল আমিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স ও  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
    এসময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যত উন্নয়ন সারা দেশে করেছে,তা পূর্বের কোন সরকার করেনি। সারা দেশের মত বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সারা দেশের মতো স্মার্ট রামপাল-মোংলা গড়ার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী উপমন্ত্রী হাবিবুন নাহার দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাই নেতা কর্মীরা মনে করেন বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহারের কোন বিকল্প কেউ নেই। তাই নেতৃবৃন্দ আবারও এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।