Tag: আওয়ামীলীগ

  • নাগরপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক কুদরত আলী গ্রেফতার।

    নাগরপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক কুদরত আলী গ্রেফতার।

    স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের বর্বরচিত ঘটনায় ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদরত আলী (৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    নাগরপুর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা আজ ১৮ জানুয়ারী শনিবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, কুদরত আলীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে।

    অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনের সময় নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম, নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ২।

    নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় নাগরপুরের বাবনাপাড়া গ্রামের বারেকের ছেলে নাগরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) কে জুলাই ২০২৪ এর ২নং  মামলায় গ্রেফতার করা হয়েছে। সে এই মামলার এজাহার ভুক্ত আসামি। পরে, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলায় আওয়ামীলীগ নেতা সহ ৭ আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সমস্ত আসামিদের আটক করা হয়।

    আাসামিরা হলেন-উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ সরকার (৫৬),বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪০),বড়হর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫০),মোঃ আলাউদ্দিন (৪২), আ’লীগ নেতা মোঃ লেলিন খোরশেদ মামুন (৪৮)।

    এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি নিয়মিত মামলার ৫ আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • গণহত্যার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

    গণহত্যার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমল আদালতে এ দুটি মামলা রুজু হয়। মামলা নং- সি/আর ৪২৩/২৪ইং (শ্রী) ও সি/আর ৪২৪/২৪ইং (শ্রী)।
    শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর শহররের কালিঘাট রোড এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র একই এলাকার শাহদাত হোসেন পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।
    সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ ছাড়াও মামলার অপরাপর আসামীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ, কৃষকলীগ নেতা বদরুল আলম শিপলু, শ্রমিক লীগ নেতা মোঃ শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মামুন আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন সাহিন, ছাত্রলীগ নেতা মোশাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান সুজাদ, ছাত্রলীগ নেতা আইবুর রহমান আকাশ, আজিজুর রহমান নাঈম, মোঃ আজমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকাশ দেব জুয়েল, যুবলীগ নেতা শেখ নোমান, কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুতি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, কৃষকলীগনেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মিয়া, যুবলীগ নেতা ছাত্রনেতা সাদিকুল ইসলাম, মোঃ আজমান মিয়া ও আইবুর রহমান আকাশ, প্রমুখ।
    মামলার এজাহারে বলা হয়েছে, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচী চলাকালে কৃষিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমে ছাত্রলীগ যুবলীগের সশ্বস্ত্র নেতাকর্মীদের হামলা, জখম করা, বাড়িঘর ভাংচুর, নগদ অর্থ, স্বর্নলংকার লুটপাটের অভিযোগ করা হয়।
    মামলা দুটিতে শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
  • নাগরপুর উপজেলা আ,লীগের সাথেবাণিজ্য প্রতিমন্ত্রী টিটুর মতবিনিময় সভা।

    নাগরপুর উপজেলা আ,লীগের সাথেবাণিজ্য প্রতিমন্ত্রী টিটুর মতবিনিময় সভা।

    স্টাফরিপোর্টার:
    টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
    বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ বিকেলে আ,লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) আনিছুর রহমান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
    এ সময় প্রধান অতিথি টিটু বলেন আগামীতে দলকে ঢেলে সাজানো হবে। দলের মধ্যে কোন প্রকার গ্রুপিং থাকবে না, প্রতিযোগিতার  মাধ্যমে সঠিক নেতৃত্ব বের করে আনতে হবে। সেই সাথে সকলকে ঐক্য বদ্ধ হয়ে থাকার জন্য বলেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ, শেখ শামসুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল রহমান শাকিল, উপজেলা যুবলীগের আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ।
    এরপূর্বে প্রতিমন্ত্রী স্ব শরীরে নাগরপুর বাজার পরিদর্শন করেন সে-ই সাথে পাইকারি ও খুচরা ব্যাবসায়ীদের সাথে  বাজার নিয়ে ন্যায্যমুলে জিনিসপত্র বিক্রির জন্য সুপারিশ করেন।কথা বলতে গিয়ে  “”সুফল সম্পর্কে কিছু তথ্যতুলে ধরেন,রমজানের শুরুতে বাজারদর বাড়তি থাকলেও মনিটরিং করে এখন বাজার সরকারের নিয়ন্ত্রণে।
    এ সময় প্রতিমন্ত্রী টিটু বলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এই বাজার নিয়ন্ত্রনে রাখতে আমাকে দিকনির্দেশনা দিয়ে থাকেন। এ-সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃগোলাম মাসুম প্রধান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতি আহবায়ক হাবিবুর রহমান লিটন সহ স্থানীয় নেতা কর্মী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
  • মাধবপুরে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সমর্থন পেল এরশাদ আলী।

    মাধবপুরে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সমর্থন পেল এরশাদ আলী।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ আলী’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (০৪ মার্চ) দুপুরে দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রেমদাময়ী গার্লস হাইস্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মোঃ এরশাদ আলী’র সমর্থনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহেদ খাঁন, সঞ্চালনায় করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব খাঁন।
    প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ধর্মঘর ইউপির চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সুজন রায়, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ জাবেদ,পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ একরামুল আলম লেবু, ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবেদ আলী,সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, নোয়াপাড়া ইউনিয়নের সভাপতি কামাল হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান খোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউসার আহমেদ সুজন প্রমুখ।
    এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ এরশাদ আলী।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দরা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
  • আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    আ.লীগের যুব ও ক্রীড়া উপ- কমিটিতে রাণীশংকৈলের শাহারিয়ার আজম মুন্না।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কেন্দ্রীয়  নির্বাহী সংসদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি পদে দ্বায়িত্ত্ব পালন করেন। তিনি তিনি রাণীশংকৈল উপজেলার ৮ং নন্দুয়ার ইউনিয়ন আ.লীগের সদস্য এবং ঠাকুরগাঁও কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
    সাবেক এই ছাত্রনেতা বিভিন্ন ইস্যুতে রাজনীতিতে সরব ছিলেন। তিনি ২০০২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত রয়েছেন তিনি এরপর তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
    শাহারিয়ার আজম মুন্না ২০১৯ সালে রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ সালের ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
    গত শনিবার (১০ ফেব্রুয়ারি) আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। এতে আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
    এদিকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সদস্য মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
    শাহারিয়ার আজম মুন্না তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান সাবেক এই ছাত্র নেতা।
  • রামপালে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    রামপালে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    মল্লিক জামান(রামপাল)বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত গণপ্রজাতন্ত্রী হওয়ায়  আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী  সংগঠনের আয়োজনে রামপাল সদরে এ উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) মোতাহার রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান,  আওয়ামী লীগ নেতা মো. শরিফুল ইসলাম,  আরাফাত হোসেন কচি,  জালাল উদ্দীন দুলাল,  ইকরামুল কবীর কচি, হাওলাদার আবু তালেব,  কুদরতি ইনামুল বাশার বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।
    সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা পূর্বের কোন সরকারের আমলে হয়নি । এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে বলেই পঞ্চম বারের মত গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন।
    এ সময় জননেত্রী  শেখ হাসিনা পঞ্চম বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়।
  • বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ নেতা আল মুনসুর ইয়াবাসহ গ্রেফতার

    বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ নেতা আল মুনসুর ইয়াবাসহ গ্রেফতার

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
    আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হলেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের নেতা আল মনসুর। সোমবার (২৯জানুয়ারি) উপজেলা কলেজ রোড এলাকা থেকে তাঁকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
    ইয়াবাসহ আটক আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকার গোলাম রব্বানীর মাস্টারের ছেলে।
    এর আগে গত বছরের মে মাসে দেড় হাজার ইয়াবাসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে আটক হয়ে কারাগারে যান আল মনসুর। পরে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।
    ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, ‘বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে সকালে আমরা তার বাসায় অভিযান পরিচালনা করি। এ সময় তার ঘরে ৫০ ইয়াবা উদ্ধার করি। উপস্থিত লোকজনের সামনে আ.লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন।’ এ ঘটনায় আল মনসুরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।
  • জামালপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বিপুল ভোটে বিজয়ী।

    জামালপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বিপুল ভোটে বিজয়ী।

    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
    জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন- জাতীয় পার্টির প্রার্থী এস এম আবু সায়েম। উপজেলা নির্বাচন অফিস রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
    নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ নৌকা প্রতীকে পেয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা হতে ১লাখ ২৪ হাজার ৩৮৪ ভোট এবং  বকশিগঞ্জ উপজেলা হতে ১লাখ ৩ হাজার ৮৬৩ ভোট।মোট ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।আব্দুল্লাহ আল মামুন বাবু গামছা প্রতীকে পেয়েছে ২ হাজার ৭৫৯ ভোট।গোলাম মোস্তফা সোনালী আঁশ প্রতীকে পেয়েছে ১ হাজার ১১৭ ভোট, এবং নষ্ট হয়েছে ২ হাজার ৯৬৮ ভোট।এ আসনে মোট ভোট কাষ্ট হয়েছে ২ লাখ ৪১ হাজার ২০০।
    বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে।
    জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে,দেওয়ানগঞ্জ উপজেলায় ৭৪ টি এবং বকশিগঞ্জ উপজেলায় ৫৩ টি মোট ১২৭টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
    এ আসনে মোট ভোটার ৪ লাখ ১ হাজার ৪৯৯ ভোট।
    পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৭৪ ও মহিলা ভোটার ২ লাখ ১ হাজার ৯২৪।
    এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
  • মৌলভীবাজারে ৪ টি আসনেই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী।

    মৌলভীবাজারে ৪ টি আসনেই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনের মধ্যে সবগুলোতে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।
    রবিবার ০৭ জানুয়ারি ২০২৩ইং, রাতে ভোট গণনা শেষে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঊর্মি বিনতে সালাম বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
    মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ শাহাবুদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট।
    মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী মোঃ সফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীকে নিয়ে ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী একে এম শফি আহম্মদ ছলমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। আর তৃণমূল বিএনপির আর এম এম শাহীন সোনালী আঁশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৪৯টি।
    মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ জিল্লুর রহমান পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পাটির মোঃ আতাফুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট।
    মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুল মুহিত হাসানি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯০ ভোট।