Tag: অর্থ

  • ওসমানীনগরে শিক্ষক সমিতি‘র উদ্যোগে অর্থ বিতরণ।

    ওসমানীনগরে শিক্ষক সমিতি‘র উদ্যোগে অর্থ বিতরণ।

    ওসমানীনগরে শিক্ষক সমিতি‘র উদ্যোগে অর্থ বিতরণ


    সিলেটের ওসমানীনগরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখা। এরই ধারবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার প্রথমপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৬০টি পরিবারের হাতে অর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্যা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।

    সংগঠনের উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোজ কুমার দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর শাখার উপদেষ্ঠা সুজিত দেব, সাবেক সভাপতি প্রণেশ দাশ, বর্তমান কমিটির সহ-সভাপতি মলয় দেব, অজয় কুমার পাল, সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক সীমা রানী দাশ, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সহ-সাংগঠনিক সুবর্ণা রানী দত্ত, অর্থ সম্পাদক শেখর দেব, সাংস্কৃতিক সম্পাদক অরুপ দেব, সদস্য শংকরী রানী পাল, প্রধান শিক্ষক নুহেল আহমদ, মহেশ কুমার দাশ, আব্দুর রব, ইউপি সদস্য শেখ আসাদ্দুজামান জুবায়ের, সহকারী শিক্ষক পিংকু দেব প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি যে কোন দূর্যোগে আর্থমানবতার সেবায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছে এবং থাকবে। শিক্ষক সংগঠনের উদ্যোগে এ পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের অর্থিক সহায়তা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ওসমানীনগরে বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের শিক্ষক সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ।

  • লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।

    লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।

    লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।


    লক্ষ্মীপুরে ৩২ লাখ টাকা আত্মসাৎ মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ইউছুফ ছৈয়ালকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৪ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামছুল আরেফিন এই নির্দেশ দেন।

    বাদীর আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না জানান, বাদী ইউনুছ হাওলাদার রূপম অভিযুক্ত ইউছুফ ছৈয়ালের কাছে ৩২ লাখ টাকা পান। এনিয়ে কয়েকবার বৈঠকে বসলেও তিনি টাকাগুলো দেননি। সোমবার আদালতে হাজিরা ছিল। বাদীর টাকা না দেওয়ায় আদালত ইউছুফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দের।

    ইউছুফ ছৈয়াল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাদী রূপম হাওলাদার সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।

    মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, ২০২০ইং সালে রূপম হাওলাদার মেঘনা নদীর মজুচৌধুরীর হাট লঞ্চঘাট ইজারার জন্য ২৫ লাখ টাকার পে-অর্ডার নেন। ঘাটটি চেয়ারম্যান ইউছুফ ছৈয়ালের চররমনী মোহন ইউনিয়নে। এতে তিনি রূপমের সঙ্গে অংশীদার হয়ে কাজ করবেন ও তার নামেই ঘাট ইজারা নেওয়ার অনুরোধ করেন। রূপম তাতে রাজি হন। তখন চেয়ারম্যানকে ২৫ লাখ টাকার পে-অর্ডার ও আরও ১০ বিশ লাখ টাকা দেন রূপম। এতে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে ঘাটটি ইজারা পান। কিন্তু কাগজপত্রে ইউছুফ ছৈয়ালের পরিবর্তে তার ভাতিজা বাবুল ছৈয়ালের নাম দেখা যায়। কারণ জানতে চাইলে ইউছুফ তখন রূপমকে জানান, চেয়ারম্যান হওয়ার কারণে নিজ নামে তিনি ইজারা নিতে পারবেন না। এর কিছুদিন পরে রূপমের অংশীদারিত্বের কথা তিনি অস্বীকার করেন। টাকা চাইলেও দেবেন না বলে জানান। এতে বাধ্য হয়ে রূপম লক্ষ্মীপুর আদালতে ইউছুফ ছৈয়ালের বিরুদ্ধে ৩৩ লাখ টাকা পাওনা উল্লেখ করে মামলা দায়ের করেন।

    এই দিকে ঘটনাটি মীমাংসার জন্য একাধিকবার ইউছুফ ও রূপম সদর মডেল থানায় লোকজন নিয়ে বৈঠকে বসেন। বারবারই তিনি টাকা দেবেন বলে জানান। সবশেষ গত ইউপি নির্বাচনের আগ মুহূর্তে আদালতে মামলাটির হাজিরা ছিল। তখন বৈঠকের মাধ্যমে তিনি ঘটনাটি মীমাংসার কথা বললে জামিন পান। কিন্তু এরপরও তিনি টাকা ফেরত দেননি। আদালতে রূপম ৩২ লাখ টাকা পাওনা বলে প্রমাণিত হয়। ওই টাকা না দেওয়ায় আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন

  • নগদ অর্থ বিতরণ করলেন আনসার ও ভিডিপির মোস্তাফিদুল হক।

    নগদ অর্থ বিতরণ করলেন আনসার ও ভিডিপির মোস্তাফিদুল হক।

    নগদ অর্থ বিতরণ করলেন আনসার ও ভিডিপির মোস্তাফিদুল হক


    সিলেটের কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে নগদ অর্থ বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক,কমান্ডার ইসলাম উদ্দীন, ফরিদ আহমদ প্রমুখ।

    এসময় মোস্তাফিদুল হক বলেন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সার্কেল অ্যাডজুট্যান্ট, ও সহকারী অ্যাডজুট্যান্টদের আর্থিক সহায়তায় এ অর্থ বিতরন করা হয়।

  • টিসিবির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ।

    টিসিবির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ।

    টিসিবির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ।


    ঠাকুরগাঁওয়ে টিসিবির মালামাল ক্রয়ে কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণের সময় এমন অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।

    এ সময় তারা আরও বলেন, শুধু কার্ড লেখা বাবদ নয়, কার্ড পাইয়ে দিতে এক থেকে দুইশো টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, লেখা বাবদ দশ টাকা করে গ্রহণ করা হয়েছে। তবে কাউকে কার্ড পাইয়ে দিতে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অজানা।

    ওই ইউনিয়নের ৯১১টি পরিবারের মাঝে টিসিবির কার্ডের জন্য তালিকা করে সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ। তবে তালিকা তৈরির দুদিন পর টিসিবির মালামাল বিতরণ করা হলেও তালিকা অনুযায়ী কার্ড হাতে পৌঁছাননি দায়িত্বরত চেয়ারম্যান ও সদস্যরা। ফলে পণ্যবঞ্চিত হয়েছেন কার্ডধারীদের অনেকে।

    এ ছাড়া ইউপি সদস্য ইমান আলী সুবিধাভোগীদের কাছে কার্ড পাইয়ে দেওয়ার নাম করে এক থেকে দুইশো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন স্থানীয় জনতার কাছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

    অন্যদিকে সংরক্ষিত ইউপি সদস্য মিন্না রাণী বলেন, চেয়ারম্যানের নির্দেশে কার্ড লেখা বাবদ সুবিধাভোগীদের কাছ থেকে দশ টাকা করে আদায় করা হয়।

    ওই ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি লিজা বিশ্বাসসহ সুবিধাভোগীরা বলেন, ‘কার্ড লেখার নামে দশ থেকে পঞ্চাশ টাকা আর কার্ড পাইয়ে দিতে দুই থেকে তিনশো টাকা আদায় করেছে ইউপি সদস্যদের অনেকে। শুধু তাই নয়, কার্ড পাইয়ে দিতে অতিরিক্ত টাকা দিয়ে অনেকে পেয়েছেন নকল কার্ড। আমরা এর প্রতিবাদ জানাই। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। কারণ, সরকার বিনা মূল্যে কার্ড দিতে বলেছে। অথচ চেয়ারম্যান ও সদস্যরা টাকা ছাড়া কার্ড দেননি কাউকে।’

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বলেন, ‘দশ টাকার বেশি কারও কাছ থেকে আদায় করার কথা আমার জানা নেই। তবে প্রথম দিন সবার কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আগামী দিনে তা সংশোধন হবে।’

    আর সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. শামসুজ্জামান জানান, টিসিবির কার্ড প্রদানে সুবিধাভোগীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।

    মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।

    মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।

    হবিগঞ্জের মাধবপুর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (০২মার্চ) দুপুর ০২ ঘটিকার সময় উপজেলা হলরুমে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা সমাসেবা কার্যালয় হতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান (আতিক)।
     সহজীকরণ ও গতিশীলতা আনয়নের লক্ষে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন আলাউদ্দিন, মাসুদ খান, মাহবুর রহমান, মীর খুশিদ, মিজানুর রহমানসহ অন‍্যনরা উপস্থিত ছিলেন।
    এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর হবিগঞ্জ ডিসট্রিক্ট ম্যানেজার এমদাদ হোসেন প্রদানীয়া,ইউডিসি,মাইক্রোমার্চেন্ট,ইউনিয়ন সমাজকর্মি ও ব্যাংক এশিয়ার প্রতিনিধিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
  • বেলকুচিতে ফেসবুকের সংগৃহীত অর্থায়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ।

    বেলকুচিতে ফেসবুকের সংগৃহীত অর্থায়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ।

    বেলকুচিতে ফেসবুকের সংগৃহীত অর্থায়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ বেলকুচিতে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থায়নে ২ শত শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার সকালে সাংবাদিক মামুন বিশ্বাসের আয়োজনে বেলকুচি উপজেলার বেলকুচি ইউনিয়ন পরিষদ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

    কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ১ নং ওয়ার্ড মেম্বর নজরুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য এম, এ, মুছা, পারভেজ আলী, সবুজ সরকার প্রমূখ।

  • মৌলভীবাজারে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন।

    মৌলভীবাজারে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন।

    মৌলভীবাজার সংবাদদাতাঃ দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজনগর উপজেলা অধীনে প্রেম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফে আরা কে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    ১৪ ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের সামনে রাস্তায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ম্যানেজিং কমিটির সদস্য  তাহের মিয়ার   সভাপতিত্বে ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ও অভিভাবক  বিলাল মিয়া, আতাউর রহমান, মঞ্জুর মিয়া প্রমুখ।

    বক্তারা বলেন প্রায় বিশ বছর থেকে প্রধান শিক্ষিকা লুৎফে  আরা এই স্কুলে আছেন। তিনি দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে মনগড়া  বিল ভাউচার তৈরি করে  টাকা উঠিয়ে এবং ম্যানেজিং কমিটির সদস্যদেরকে কোন হিসাব না দিয়েই চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করে কোন সুরাহা পাওয়া যায়নি,তাই আজকে আমরা মানববন্ধন করছি। এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে এই স্কুল থেকে অপসারণ করা না হলে আমরা আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরেকে  আর  স্কুলে পাঠাবো না।  বক্তারা খুব দ্রুত এই প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে সরানোর আহ্বান জানান।

    অভিযোগের ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান আমার দপ্তরে এ সংক্রান্ত কোন অভিযোগ আছে কি না আমার জানা নেই। এ ব্যাপারে শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করলেন-তানভীর ইমাম এমপি।

    উল্লাপাড়ায় ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করলেন-তানভীর ইমাম এমপি।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করলেন উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    ১৬ অগাস্ট সোমবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে অসহায় দুস্থ  হত দরিদ্র ৫০ পরিবারের মধ্যে বিনামূল্যের সরকারী ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয় । এ সময় প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ঘর নির্মান বাবদ তিন হাজার টাকার চেক দেওয়া হয় ।

    বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি,উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন ।

  • সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরন। 

    সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরন। 

    সিরাজগঞ্জে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তআ দিবাসী,মুচি,কুলী ও দুঃস্থ ওঅসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জের অর্থায়নে স্বাস্থ্যবিধিমেনে বুধবার(১১ আগস্ট) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সিরাজগঞ্জের উক্ত আদিবাসী, মুুুচি,কুুুলী,দুুুুঃস্থ ও অসহায় ৪’শ পরিবারে ২’হাজার করে নগদ টাকা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুুুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মান্নান,এজিএম মোঃ সাজেদুল করিম সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক হেলাল আহমেদ।

    এসময় এনডিসিঅনিদ্য গুহ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি,রাশেদ হোসাইন, ইসরাত জাহান ও পরাগ সাহা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনেকে উপস্থিত ছিলেন।

    উক্ত বিতরণ অনুুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসকদ ড. ফারুক আহাম্মদ বলেন,লকডাউনে থাকা পরিবারকে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলো এগিয়ে আসছে। আমরা ধন্যবাদ জানাই ওই সকল প্রতিষ্ঠানকে যারা দেশের ক্রান্তিকালে সরকারের পাশে থেকে অসহায় মানুষকে সহযােগিতা করছে।

    এসময় মাস্ক পরিধান করা,সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান। পাশাপাশি সকল শ্রেণীর মানুষের টিকা নেয়ার জন্য আহবান করেন।

  • সিরাজগঞ্জে ১৫০ জন হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

    সিরাজগঞ্জে ১৫০ জন হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

    সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ১৫০ জন হরিজন সম্প্রদায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধিমেনে নগদ অর্থ বিতরণ করা হয়।

    বুধবার ( ৪ আগষ্ট ) দুপুরের অফির্সাস ক্লাবে ১৫০জন হরিজন পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।

    সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ,পরাগ সাহা, মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা কর্মহীন অসহায় দুঃস্থ হরিজন সম্প্রদায়ের মাঝে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
    সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। টিকা দিতে হবে। ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

    এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।