Tag: অনুষ্ঠিত

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৬ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি,জঙ্গীবাদ, ধর্ষণ, ইভটিজিং এ সকল ঘটনা যে কেউ ঘটালে,তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার এ সকল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের।শুধু প্রশাসনের ভরসায় বসে থাকলে চলবে না। আইন শৃংখলা বাহিনীকে সবার সহযোগীতা করতে হবে। তবেই দেশ থেকে উৎখাত হবে সকল ধরনের অপরাধ।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস,সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান,পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার,উদুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রমূখ।

  • রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামালের ৭২তম জম্মবার্ষিকী অনুষ্ঠিত

    রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামালের ৭২তম জম্মবার্ষিকী অনুষ্ঠিত

    রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা, মসজিদে মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন উপজেলার প্রশাসন।

    বৃহস্পতিবার সকাল ৮টার সময় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খান, ও উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র,থানার (ওসি),আওয়াামীলীগে নেতৃবৃন্দু সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

    শেখ কামালের ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে
    পরে বেলা ১১টার দিকে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের মাঠ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায়, আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আ’লীগের সভাপতি মোস্তাফা মুন্সী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নার্গিস পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমেন্ডার সামাদ মোল্লা,পৌর আ’লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জাল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ আলী মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দক খোকন প্রমুখ।

    আয়োজিত আলোচনা সভা শেষে দুপুরে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়।শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিকালে বৃক্ষরোপণ করেন উপজেলা প্রশাসন।

  • সিরাজগঞ্জে এনডিপি এনজিও’র ৩০তম বার্ষিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জে এনডিপি এনজিও’র ৩০তম বার্ষিক সভা অনুষ্ঠিত।

    স্বাস্থ্যবিধি মেনে সিরাজগঞ্জ জেলার অন্যতম বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র ৩০তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সংস্থার নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারপার্সন আলেয়া আকতার বানুথর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, এনডিপিথর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান।

    শনিবার (৩১জুলাই-২০২১) সকালে কামারখন্দ উপজেলার বাগবাড়ীতে অবস্থিত এনডিপি’র প্রধান কার্যালয়ে – উক্ত সাধারণ সভায় গত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন এবং সংশোধিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন একইসাথে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক কর্ম-পরিকল্পনা এবং বাজেট পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়।

    বার্ষিক সভায় এনডিপিথর নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য যে, এনডিপি বর্তমানে বাংলদেশের ১৮টি জেলায় প্রায় ৮ লক্ষ আওতাভূক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নে ৩৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

  • কলাপাড়ায় ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।।

    কলাপাড়ায় ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।।

    পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগথর নেতাকর্মীরা। শুক্রবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়।

    এসময় উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগথর শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, সরকারী মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ সভাপতি আসাদুজ্জামান হিরন। উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা, উপজেলা যুবলীগথর সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি সরদার , শহর ছাত্রলীগথর সম্পাদক জুয়েল রানা, শহর শ্রমিক লীগথর সাধারণ সম্পাদক রাহাত গাজী, শহর ছাত্রলীগ নেতা রিফাত, মেহদেী হাসান রাতুল, সাইফুল ইসলাম প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রি মহল। এতে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবী জানান বক্তারা।

  • বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে অভিবাসন বিষয়ে উপজেলা কর্মশালা অনুষ্ঠিত।

    বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে অভিবাসন বিষয়ে উপজেলা কর্মশালা অনুষ্ঠিত।

    বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে জড়ুধষ উধহরংয এর আর্থিক সহযোগিতায়- সিরাজগঞ্জের বেলকুচিতে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের- পুনরেকত্রীকরণ” বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৫ জুন)সকালে বেলকুচি উপজেলা পরিষদের সভাকক্ষে -উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান।

    অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নুরে আলম প্রমুখ ।

    এসময় বেলকুচি প্রেস ক্লাব সভাপতি মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

    ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সোশিও- ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা কর্মশালায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরদের-পুনরেকত্রীকরণ বিষয়ে সরকারি-বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠানের ভুমিকা ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    ৩ বছর মেয়াদী প্রকল্পটি ( জানুয়ারী, ২০২০ থেকে নভেম্বর,২০২২) সিরাজগঞ্জ জেলার ৪ টি উপজেলাসহ বাংলাদেশের অভিবাসন প্রবণ ১০ টি জেলার ৪০ টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে।

    প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তাসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করণে মাঠ পর্যায়ে কাজ করছে ।

    ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরনা -২ প্রকল্পের কাউন্সেলর মো:শাহরিয়ার কালাম বসুনিয়া এর সঞ্চালানায় কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইসউদ্দিন এবং পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আঃ মাজেদ। কর্মশালায় অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, ‘বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগন উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন।

    দেশের অগ্রগতি, উন্নয়ন ধারা অব্যহত রাখতে উপস্থিত সকলে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স যোদ্ধাদের জন্য সহযোগিতার বিষয়ে একমত পোষন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার অনুপ্রেরনা-২ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মোকাররম হোসেন, প্রত্যাশা প্রকল্পের জুয়েল রানা এবং স্বেচছাসেবক মনির হোসেন।

    কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান বলেন ব্র্যাক ২০০৬ সাল থেকে অভিবাসন নিয়ে কাজ করে আসছে। বিমান বন্দরে বিদেশ ফেরতদের জরুরী সহায়তা কার্যক্রম প্রসংশা পাওয়ার মত। তিনি বলেন- আরো নিরাপদ অভিবান নিশ্চিত করা গেলে বিদেশ ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ সম্ভব। তিনি ভাষা শিক্ষা এবং দক্ষতামুলক প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করেন। করোনায় ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরতদের পাশে থাকার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন করোনায় দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে চলছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তাদের প্রতি আমারদের অনেক করনীয় আছে।

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।উপজেলার যমুনা নদীর তীরে অসহায় ও হতদরিদ্র রোগীদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (২৫ জুন) সকাল ১১টায় যমুনা অববাহিকার ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাকিব হাসনাত, ডাঃ একেম সাইফুল্লাহ।

    এছাড়াও এস.এ.সি.এম.ও দুইজন, স্বাস্থ্য সহকারী দুজন ও সি.এইচ.পি ১জন ক্যাম্পে সহযোগীতা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, যমুনা তীরের সুবিধাবঞ্চিত রোগীদের জন্য করোনাকালীণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। যেখানে বিশেষজ্ঞ দুজন ডাক্তার রোগী দেখছেন। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এই মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে।