Tag: হবিগঞ্জ

  • মাধবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ।

    মাধবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাধবপুর এর পক্ষ থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় দিকে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

    চৌমুহনী ইউনিয়ন’র মোঃ ইয়াছিন মিয়াকে ১ টি , বহড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ আব্দুল হামিদকে ১টি হুইল চেয়ার এবং রাজাপুর গ্রামের মোছাঃ চান বানুকে স্মার্ট সাদা ছড়ি তুলে দেওয়া হয়।

    এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধবপুর এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, মোঃ ইকবাল হোসেন খান, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন খান, সাংবাদিক মোঃ অলিদ মিয়া উপস্থিত ছিলেন প্রমূখ।

  • মাধবপুরে বিরল প্রজাতির গাছের চারা রোপণ।

    মাধবপুরে বিরল প্রজাতির গাছের চারা রোপণ।

    মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার অরণ্যে ঘেরা তেলমাছড়া বন বিট ও সাতছড়ি বন বিটে বন্যপ্রাণীর আবাসস্থল ও পশু খাদ্য উৎপাদন ও বনাঞ্চল বৃদ্ধির লক্ষে “টেকসই বন ও জীবিকা( সুফল) প্রকল্পের আওতায় ৩টি নার্সারিতে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে।

    এর মধ্যে একটি নার্সারিতে ৩০হাজার বিরল প্রজাতির চারা ও দুটি নার্সারিতে ১লাখ ৯৮হাজার দেশীয় প্রজাতির চারা রয়েছে।বিরল প্রজাতির মাঝে আছে উরিআম, কামদেব, তেলসুর,বাশপাতা, পিংজাম,বৈলাম, ডেউয়া, রক্তন,ফিফটি, নারিকেলি, মহুয়া ,কাজুবাদাম, কুম্বি সহ আরো অনেক প্রজাতি।দেশীয় প্রজাতির মাঝে আছে আমলকি, হরিতকি, বহেরা, চাপালিশ,জাম,ছাতিয়ান, কাঠবাদাম, শিমুল,মান্দার, পেয়ারা, পলাশ, বট, ডুমুর, কদম ইত্যাদি।

    সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, ২০-২১অর্থ বছরে তেলমাছড়া বন বিটে ৪৫ হাজার ও সাতছড়ী বন বিটে ৪৫ হাজার মোট ৯০ হাজার চার উৎপাদন করা হয়। ইতিমধ্যে তেলমাছড়া বন বিটে ২৫ হেক্টর ও সাতছড়ী বন বিটে ২৫ হেক্টর মোট ৫০হেক্টর জমিতে ৭৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।

    ২০২১-২০২২ অর্থ বছরে দুটি বন বিটে ৬০ হেক্টর করে মোট ১২০হেক্টর জমিতে ১লক্ষ ৯৫হাজার চারা রোপণ করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে। তিনি আরও বলেন সঠিক পরিকল্পনার ফলে বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্যপ্রাণীরা যাতে আবাসস্থল ও খাদ্য সমস্যায় না ভোগে আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।

  • মাধবপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ- দিশেহারা কৃষক।

    মাধবপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ- দিশেহারা কৃষক।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জে মাধবপুর উপজেলার কমলা নগর গ্রামের কৃষক হান্নান অভিযোগ করে বলেব শনিবারে তিনি ইউনিয়ন ডিলার লালা ট্রেডার্স থেকে ইউরিয়া সার প্রতি কেজি ৪ টাকা  টিএসপি ৬ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে।

    উপজেলার চৌমুহনী ইউনিয়নের চাষি কদর আলী,শফিক মিয়া,ইমান আলী,করিম হোসেন,আব্দুল মজিদ সহ বেশ কয়েকজন স্থানীয় চাষিরা জানান,চৌমুহনী ইউনিয়ন সারের ডিলার ও অন্যান্য সারের দোকান গুলোতে সরকারি নির্ধারিত দামের বাইরে টিএসপি,ইউরিয়া,এমওপি,ডিএপি র প্রতি কেজি সারে ৩ থেকে ৮ টাকা হারে বেশি দাম নিচ্ছেন। চাষিদের অভিযোগ,ডিলার সহ সারের দোকানগুলোতে সার পর্যাপ্ত থাকলেও বিক্রেতারা সারের সংকট দেখিয়ে দাম বেশি রাখছেন। এতে তাদের উৎপাদন খরচ বহুগুন বেড়ে যাচ্ছে। দাম বেশি হওয়ায় চাহিদা মতো সার ক্রয় করতে পারছেন না তারা।

    ফলে জমিতে সারের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হবার আশংকা রয়েছে। সরজমিনে গত রবিবার উপজেলার চৌমুহনী,ধর্মঘর,বহরা, শাহজাহানপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরে কৃষক ও সার বিক্রেতার সাথে আলাপ করে বেশি দামে সার বিক্রির তথ্য পাওয়া গেছে।

    চৌমুহনী ইউনিয়ন সারের ডিলার এর সত্বাধিকারী সারের দাম বেশি নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন,খুচরা পর্যায়ে সার দোকানিরা বেশি দামে সার বিক্রি করার কথা শুনেছি তবে আমার এখানে সরকারি রেটেই সার বিক্রি হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সাব ডিলারদের কাছে দোকানের মেম্যুর মাধ্যমে সার দেওয়া হলেও খুচরা পর্যায়ে সারের ক্রেতাদের কোনো মেম্যু দেওয়া হয় না।

    চৌমুহনী ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ জাহিদুল হোসাইন বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করে বলেন,আসন্ন রবি মৌসুমে এ অঞ্চলে সারের চাহিদা বেশি থাকে সে তুলনায় সারের কিছুটা সংকট রয়েছে। সে সুযোগে খুচরা সার বিক্রেতারা দাম কিছু বেশি রাখছেন বলে শুনেছি। তবে ডিলার সহ সার বিক্রেতাদের সরকারি মূল্যে সার বিক্রি সার্বক্ষণিক মনিটরিং করছি।

    মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান সারের সংকট থাকার কথা নয়, মাঠপর্যায়ে আমাদের উপ-সহকারি কৃষিকর্মকর্তারা বিষয়টি মনিটরিং করছে। কারো বিরুদ্ধে যদি বেশি দামে সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে বিধি অনুযাযী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানালেন মাধবপুর পৌর যুবলীগ।

    কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানালেন মাধবপুর পৌর যুবলীগ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা যুবলীগের বর্ধিত সভায় যাওয়ার পথে মাধবপুরে সড়ক ও জনপদ ডাকবাংলায় যাত্রা বিরতির সময় মাধবপুর পৌর যুবলীগের পক্ষ থেকে আহ্বায়ক একরামুল আলম লেবুর নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

    আজ শনিবার ০২ অক্টোবর সকাল ১১টার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জুয়ার্দার (সৈকত) সাংগঠনিক সম্পাদক ডঃ রেজাউল কবির (রকি)। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী,উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম মিসির আলি,সম্মানিত সদস্য অলিউল্লাহ সৈরভ।এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরুল আলম রিপন আহ্বায়ক কমিটির সদস্য বদরুজ্জামান অলি,সুমন রায়,আক্তার খান,আল মামুন, নিরব, রাখেশ দাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাল হোসেন,সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়া,২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রতন রায়, ৩ নং ওয়ার্ডের কামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহাগ দাস গুপ্ত,সাধারণ সম্পাদক টুটুল খাঁন,৬নং সভাপতি নিতাই দাস, সাধারণ সম্পাদক রতন পাল,৭ নং ওয়ার্ড সভাপতি সঞ্জয় রায়,৮ নং সভাপতি চাদমনি ঋষি,৯ নং সভাপতি নাহিদ হাসান,সহ পৌর ও ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রমূখ।

  • মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে হামদু মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের সিরাজ মিয়া’র পুত্র।

    শুক্রবার (১ অক্টোবর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মসজিদে কাজ করার সময় হামদু মিয়া বিদ্যুৎপৃষ্ট হয়।

    এতে গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকে মাতাম বইছে।

  • মাধবপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হাইওয়ে পুলিশ।

    মাধবপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হাইওয়ে পুলিশ।

    মাধবপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হাইওয়ে পুলিশ

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

    শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাজার গেইট এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কের উপর নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুলি উচ্ছেদ করা হয়।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন মহাসড়কের উপরে কোন অবৈধ স্থাপনা রাখা যাবেনা। পর্যায়ক্রমে মহাসড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

  • মাধবপুর পৌরসভায় রাস্তার বেহাল দশায় বেড়েছে জনদুর্ভোগ।

    মাধবপুর পৌরসভায় রাস্তার বেহাল দশায় বেড়েছে জনদুর্ভোগ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার রাস্তার বেহাল দশায় বেড়েছে জনদুর্ভোগ।

    বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৯নং ওয়ার্ড নোয়াগাঁও এলাকার ব্যস্ত একটি রাস্তার বেহাল অবস্থায় চলফেরা করছে প্রতিদিন শত শত যানবাহন চরম দুর্ভোগে জনসাধারণ মানুষ।

    স্থানীয় কালা মিয় জানান,মাধবপুর থানা রাস্তায় থেকে সোনাই নদী নতুন ব্রিজ ও নোয়াগাঁও গ্রাম পশ্চিম পাশে রাস্তা হইতে মনতলা রাস্তা পর্যন্ত বেহাল দশায় আমরা চলাফেরা করতে হচ্ছে প্রতিদিন। আমাদের এলাকাবাসীর দাবি এই রাস্তাটি খুবই দ্রুত মেরামত করে চলাফেরা উপযোগী করা।

    এই রাস্তায় বিষয়ে কথা হলে ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ দুলাল খাঁ তিনি বলেন রাস্তাটির দ্রুত সংস্কার করার হলে রাস্তাটি দিয়ে গর্ভবতী মহিলা অসুস্থ রোগী নেওয়া এবং আসা যায় ও রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক লোকজনের সমস্যা হয়। স্থানীয় ও এলাকার লোকজন আমাকে অভিযোগ জানালে আমি বলি মেয়র কে জানায়ব।

    রাস্তাটি বিষয়ে মাধবপুর পৌরসভা মেয়র হাবিবুর রহমান মানিক ফোন কলে জানান, নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাশের রাস্তাটি দুর্গাপূজা উপলক্ষে মাধবপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার কাজ করা হবে। পরবর্তীতে বরাদ্দ আসলে রাস্তার কার্পেটিং এর সংস্কার করা হবে।

  • মাধবপুরে করোনা টিকা গ্রহনে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়।

    মাধবপুরে করোনা টিকা গ্রহনে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়।

    নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  করোনাভাইরাসের টিকা গ্রহনের জন্য হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়,উপেক্ষিত স্বাস্থ্যবিধি।সেখানে ছিল না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

    বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর ৩ টা পর্যন্ত। এতে প্রায় ১৫৩৫ জন নারী পুরুষ প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন।

    সরজমিনে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়। সেখানে ছিল না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। অনেকের মুখে মাস্কও ছিল না। নারী ও পুরুষের আলাদা দুইটি বুথে দেওয়া হচ্ছে টিকা। এতে হাসপাতাল কর্তৃপক্ষ টিকা নিতে আসা মানুষদের সামাজিক দূরত্ব মানানোর চেষ্টা করলেও মানছে না।

    মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন বলেন, প্রথম ধাপে শুরুতে নানা ধরনের আশঙ্কার কারণে অনেকেই টিকা নিতে আগ্রহী ছিলেন না এবং সময়মতো টিকা না নিয়ে অনেকেই দ্বিতীয় ডোজের টিকা পাননি। কিন্তু দ্বিতীয় ধাপে সংক্রমন বেড়ে যাওয়ার পর টিকা নেওয়ার প্রতি আগ্রহ বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৮০০ জন টিকা গ্রহণ করছে। তবে টিকা নিতে আসা মানুষরদেরকে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করার কথা বললেও স্বাস্থ্যবিধি মানছেন না তারা।

  • মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন।

    মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন।

    নাহিদ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য জৈষ্ঠ্য কন‍্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ দোয়া মাহফিল আয়োজন করা হয়।আলোচনা শেষে কেক কেটে জন্মদিন পালন অনুষ্ঠানের শুচনা করা হয়।

    মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় মাধবপুর পৌরসভার পুরাতন গরু বাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক একরামুল আলম (লেবুর) সভাপতিত্বে ও আহবায়ক কমিটি সদস্য বদরুজ্জামান অলি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি সদস্যরা শোভন রায়,রাখেশ দাস, মোহন মিয়া, বিকাশ রায় আক্তার খান,মন্জু মিয়া, মনি মিয়া, আজাদ মিয়া, এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটি সব ইউনিট পৌর ৬নং যুবলীগের সভাপতি নিতাই দাস, সাধারণ সম্পাদক রতন পাল, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সঞ্জয় রায়,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাল হোসাইন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ বনিক, সাংগঠনিক সম্পাদক পরিতোষ মালাকার,৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহাগ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক টুটুল খাঁন, ৭নং ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি রুবেল মিয়া, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক অজিত ঋষি, পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ মিয়া (নাহিদ) সাধারণ সম্পাদক নিকেশ দেবনাথ, স্বপন রায় প্রমূখ।

    জন্মদিনের উপলক্ষে আলোচনা সভা শেষে মিলাদ দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মধুপুর উপজেলা জামে মসজিদের ইমাম।