Tag: হবিগঞ্জ

  • মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ৬ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব‍্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    গত শুক্রবারের (১৫ অক্টোবর) সন্ধ্যায় ছয়টার সময় পৃথক অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে বহরা ইউনিয়নের দলগাও ব্রিজের নিকট অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেন।

    গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের উমর আলীর পুত্র মামুন মিয়া (৩৭), একই জেলার কুলিয়ারচর উপজেলার খরকমারা গ্রামের সেনু খানের পুত্র এজহার খান (ওরুফে)এরশাদ(৩৫),ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রামপুর গ্রামের জারু মিয়ার পুত্র রাজন মিয়া (৩১) ও একই জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল খালেকের পুত্র রুবেল মিয়া (৩৩)।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (১৬ অক্টোবর) বিকালে সাড়ে ৩টায় দিকে আদালতে পাঠানো হয়েছে।

  • পূজা মন্ডপ পরিদর্শনে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

    পূজা মন্ডপ পরিদর্শনে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক,সঙ্গে ছিলেন এস আই মমিনুল ইসলাম পি পি এম।

    মঙ্গলবার ১২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ১৪ টি পূজামন্ডপ ঘুরে পরিদর্শন করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।এ সময় তিনি বলেন দীর্ঘদিন ঢাকায় চাকরি করার সুবাদে জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা দেখেছি। এবার মাধবপুর থানায় প্রান্তিক জনপদের দুর্গাপূজা উৎসব দেখছি। এই প্রান্তিক জনপদের দুর্গাপূজায় যে আবেগ-উচ্ছ্বাস ভালোবাসা দেখলাম তা ঢাকার জাঁকজমকপূর্ন রঙিন আলোর পূজামণ্ডপে দেখিনি। খুবই ভালো লেগেছে এই এলাকার গ্রামের পূজামণ্ডপ গুলো পরিদর্শন করে।

    উৎসবমুখর পরিবেশে শেষ হোক এবারের শারদীয় দুর্গা উৎসব। উপজেলার মোট একশ বাইশটি পূজা মন্ডপ প্রতিটি পূজা মণ্ডপে প্রত্যেকটি মন্ডপে পরিদর্শন করা হবে।

    উপজেলার দূর্গা পূজার মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।সমাজের যাবতীয় অনাচার অবিচারকে দলিত করে ধর্ম ও মানবতা প্রতিষ্ঠায় সনাতন ধর্মের অনুসারীরা দুর্গাদেবীর আরাধনার মাধ্যমে করোনার দুযোর্গকালিন সময়ে দূর্যোগ থেকে মুক্তিসহ শোষনহীন সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রার্থনা করবেন।পূজা কমিটির লোকজন ও অন্যানরা উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে পলাতক দুই আসামী গ্রেফতার।

    মাধবপুরে পলাতক দুই আসামী গ্রেফতার।

    মাধবপুরে পলাতক দুই আসামী গ্রেফতার

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় থানার এস আই ওয়াহেদ গাজী,এস আই ইসমাইল সহ সঙ্গী ফোর্স নিয়ে শনিবার সকালে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত দুইজন আসামী হলো উপজেলা বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের মৃত ফুল মিয়া ছেলে মোঃ জসিম উদ্দিন(২৬) মোঃ জারু মিয়ার ছেলে মোঃ শারফিন মিয়া(১৯)।

    এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আব্দুর রাজ্জাক তিনি সততা নিশ্চিত করে আরো বলেন যে,গ্রেফতারকৃত দুই আসামী কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • মাধবপুরে নির্মান শ্রমিকের মৃত্যু।

    মাধবপুরে নির্মান শ্রমিকের মৃত্যু।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পানির(পাওনিয়ার ডেনিম) নির্মান কাজের স্টিলের কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে সোহেল মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুস সামোদ এর ছেলে।নিহত সোহেল মিয়ার ভাই খাইরুল মিয়া জানান,(০৯ অক্টোবর)শনিবার দুপুরে বাদশা কোম্পানিতে স্টিলের কাজ করার সময় আনুমানিক ৪০ ফুট উপর থেকে হঠাৎ পা পিছলিয়ে পড়ে গিয়ে মাথায় রক্ত জখম হয়।পরে তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি বলেন মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরন হয়ে মৃত্যু হয়েছে।এ বিষয় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি জানান হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মর্গে লাশ পাঠানো হয়েছে।

  • মাধবপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ।

    মাধবপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের শ্রমিকদের জীবন মান টেকসই উন্নয়নে এককালীন আর্থিক অনুদান ও অনুগ্রসর ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি চেক বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতা) হলরুমে পাচঁ হাজার করে পাচঁ জন্যকে চেক বিতরণের সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

    প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশন (ভূমি) কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।উক্ত চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা সমাজ-সেবা কর্মকর্তা আশরাফ আলী।এ সময় পাচঁ হাজার করে পাচঁ জনকে আর্থিক অনুদান চেক হস্তান্তর করা হয়।

    উক্ত সভা ব‍্যক্তব রাখেন শাহজাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌরসভার সাবেক প‍্যানেল মেয়র দুলাল খাঁ, সাংবাদিক শংক পাল সুমন, রাজিব দেব রায়, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সুজন রায়, পৌর পূজা উদযাপন কমিটি সভাপতি দুলাল মোদক, উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক লিটন রায় প্রমূখ।

  • মাধবপুরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থানাধীন এলাকা হইতে ২৫ (পঁচিশ) কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে উপজেলার ১নং জগদীশপুর ইউনিয়নের ৭নং বেরগর গ্রামের জনৈক শ্রী বাবুল চৌহানের রাজলক্ষী টায়ারের দোকানের সামনে ঢাকা টু সিলেট গামী হাইওয়ের পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা জব্দসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নির্ধন সরকার (২১), পিতাঃ শশী মোহন সরকার, গ্রামঃ সুলতানপুর,কে গ্রেফতার করে।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারা মূলে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও আলামত সমূহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে

  • মাধবপুরে ভাড়ী বর্ষন ও পাহাড়ী ঢলে ফসলের ব্যাপক ক্ষতি।

    মাধবপুরে ভাড়ী বর্ষন ও পাহাড়ী ঢলে ফসলের ব্যাপক ক্ষতি।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ভারী বর্ষন ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ী ঢলের ফলে টমেটো সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক শতাধিক একর জমির ফসল।

    এতে আগাম জাতের টমেটো ফসল ব্যাপক ক্ষতির মূখে পড়েছে। গত কয়েকদিনের থেমে থেমে ভারী বৃষ্টি পাতের কারণে ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিমনাছড়া,ত্রীপরাছড়া, তেলালিয়াছড়া সহ বিভিন্ন ছড়ার পানি উপচে শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া,লোহাইদ, নোয়াগাও,বনগাও, জালোয়াবাদ,শাহজাহানপুর, গোয়াসনগর,সহ বিভিন্ন এলাকার কয়েক’শ একর উঠতি শাক সবজি সহ মৌসমী ফসলি জমি বালি মিশ্রিত পানিতে নিমজ্জিত হয়েছে।

    পাহাড়ি ঢলের সঙ্গে বালি আসায় আন্দিউড়া ইউনিয়নে অনেক আমনধানী জমি বালিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু টমেটো ফসলের ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে জানা যায়। স্হানীয় কৃষকরা জানান, পানি ধিরে ধিরে নেমে গেলেও এতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

    শাহজাহানপুর গ্রামের রানা মিয়া জানান, তিনি ১ লাখ টাকা খরচ করে ৬০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন। এ এলাকার অনেক কৃষকের প্রধান আয়ের উৎস টমেটো। বানিজ্যেক ভাবে কৃষকরা আগাম জাতের টমেটো চাষাবাদ করে। হঠাৎ করে ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে টমেটো ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের টমেটো ফসল নষ্ট হয়ে গেছে।

    ভান্ডারোয়া চেয়ারম্যান বাড়ির নিপু মোল্লা বলেন তিনি দুই লাখ টাকা খরচ করে ১’শ ২০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন। আকস্কিক পাহাড়ি ঢলে টমেটো ক্ষেত পানিতে নিমজ্জিত হওয়ার ফলে টমেটো গাছ আর বাচাঁনো সম্ভব হবে না।পানি সরে গেলেও টমেটো গাছের শিকড়ে পানি লাগায় দু এক দিনের মধ্যে শেকড়ে পচন ধরে মরে যাবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা কৃষি কর্মকর্তা গত মঙ্গলবার ভারী বর্ষন ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরির্দশন করেছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান বলেন,পানি সরে গেলে টমেটো ছাড়া অন্য কোন ফসলের তেমন ক্ষতি হবেনা।

  • মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়া হলো শ্রমিক নেতার।

    মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়া হলো শ্রমিক নেতার।

    মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়া হলো শ্রমিক নেতার।নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় বকুল পানতাতী (৫০) নামের এক চা শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার নন্দকুমার পানতাতী’র পুত্র ও সুরমা চা বাগানের সাবেক পঞ্চায়েত।

    লস্করপুর ভ্যালি সভাপতি রাবিন্দ্র গৌড় জানান , বুধবার (৬ অক্টোবর)সকালে বকুল পানতাতি সাতছড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখানে হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন। কিছুক্ষণ রেষ্ট নেওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করলে তিনি সেখান থেকে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ নামক স্থানে আসার পর মোটরসাইকেল চলন্ত অবস্থায় তার আকষ্মিক মৃত্যু ঘটে।

  • মাধবপুরে দেশীয় অস্ত্রের মূখে ডাকাতি।

    মাধবপুরে দেশীয় অস্ত্রের মূখে ডাকাতি।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জে মাধবপুর উপজেলার বেজুড়া জিন্নতপুর গ্রামে ব্যাবসায়ী ওয়াসীম আকরামের বাড়ীতে গৃহস্বামী ও তার শিশু পুত্রকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বণার্লংকার, মোটর সাইকেল সহ ৯ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে । সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছ ।

    মঙ্গলবার সকালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,ডিবির ওসি আল আমীন , ওসি (তদন্ত) এস এম মাইনুদ্দিন,মমিনুল ইসলাম পিপি এম সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

    বেজুড়া গ্রামের হাজী একরাম হোসেনের ছেলে ব্যাবসায়ী ওয়াসীম আকরাম জানান সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তাদের জিন্নতপুরের নতুন বাড়ীতে দরজার লক ভেঙ্গে ৬ জন মুখোশদারী লোক ঘরে প্রবেশ করে । দরজার বিকট শব্দে তার শিশুপুত্র,স্ত্রী ও বৃদ্ধ মা ভয়ে চিৎকার শুরু করে । প্রথম তাকে প্রহার করে পরে তার ১৩ মাস বয়সী শিশুপুত্র য়ায়ান ও তাকে ছুরি ধরে জিম্মি করে ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা,৮ ভরি ওজনে স্বর্ণালংকার ও ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের সুজকি জিকচার এসএফ ১৫৫ সিসি মোটর সাইকেল নিয়ে গেছে । ঘরের বাহিরে আরো ৩/৪ জন লোক ছিল ।

    ঘরের ভিতরে থাকা ডাকাতদের হাতে চাইনিজ কোড়াল রামদা ও ছুড়ি ছিল বলে তিনি জানিয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

  • মাধবপুর পৌরসভায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতির উদ্বোধন।

    মাধবপুর পৌরসভায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতির উদ্বোধন।

     

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীন হাউজ গ্যাস নিঃসরন কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করা হয়।

    মঙ্গলবার(৫ অক্টোবর)দুপুরে ইঅঊঝ সোলার লিমিটেড এর পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি করে মোট ১১২টি সোলার লাইট দেয়া হয়েছে। পৌর ৩ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের রাস্তায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক।

    এ সময় আরো উপস্থিতি ছিলেন ইঅঊঝ সোলার লিমিটেডের চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির,এমডি আশরাফ আহমেদ চৌধুরী, ডিরেক্টর মাসহুদুল হাসান চৌধুরী,ডিরেক্টর রফিকুল হোসেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আমিনুল ইসলাম,পৌরসভা প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,কাউন্সিলর দুলাল খাঁ,বাবুল হোসেন, হাকিম মিয়া, মোবারক হোসেন,শেখ জহির,সহ স্থানীয় ব্যক্তিবর্গ।