Tag: হবিগঞ্জ
-
হবিগঞ্জের ডাকাতের হামলায় ব্যবসায়ীর মৃত্যু-ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার।
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।”বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”গ্রেপ্তারকৃতরা হলো- মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর পুত্র ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার পুত্র রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২৪)।”পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় অবস্থানরত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমন করতে আসে। তাৎক্ষণিত পুলিশ তাদের ঘেরাও করে আটক করে।”এর আগে গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী একটি মামলায় দায়ের করেন।”শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কান্ত নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান- আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।” -
হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬, বসতবাড়ি লুট।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটেছে।,বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।,আহতরা হলেন কমলানগর গ্রামের নাজিম উদ্দিন শাহ (৬০), একই গ্রামের আব্বাছ উদ্দিন শিমুল (২৬), শাহেনা বেগম (৪০), পারভীন আক্তার (৪০), মাসুক মিয়া ৩৭), সাবিনা বেগম (৩৬)।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কমলানগর গ্রামে নাজিম উদ্দিন শাহ ও জহুর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উল্লেখিতরা আহত হন। সংঘর্ষের পর কমলানগর আসাদ আলীর বাড়িঘর লুটপাটের ঘটনা ও ভাঙচুর হয়েছে।,এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই এখনো অভিযোগ দেয়নি। -
বাহুবলে অটোরিকশার ভাড়া নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে-পুলিশসহ শতাধিক আহত।
অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে ৫ টাকা টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়ি-ঘর দোকানপাঠে হামলা ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে টমটম অটোরিকশার ৫ টাকা ভাড়া দেয়া-নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।
এদিকে, ঢাকা সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ চলায় সড়কের দু’পাশে আটক পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সাড়ি। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
-
হবিগঞ্জে মাধবপুর কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৫৫টি স্কুলের প্রায় ১৬৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়,নোয়াপাড়া ইটাখোলা দাখিল মাদ্রাসা ও মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা বলেছেন, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত।স্মর্ট বাংলাদেশ গড়তে এই কোমলমতি পরীক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা পালন করবে।উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন জানান,বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব শাহিন মিয়া জানান,প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ৫৫টি কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ১৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।আয়োজক কমিটি জানায়,এক জেলার পেপার দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোনো ধরণের অসচ্চতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার ও সনদ অর্জন করবে।বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে।পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান,মেয়র হাবিবুর রহমান মানিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,সাংবাদিক মিজানুর রহমান,নাহিদ মিয়া, শেখ শাহিন উদ্দিন মোঃ আল মাসুদ প্রমুখ। -
মাধবপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার।
মাধবপুর উপজেলার মনতলা-ধর্মঘর সড়কের দেবপুর নামক স্থানে অমূল্য নাথ (৬১) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলারধর্মঘর ইউনিয়নের দেবপুর পাকা সড়কের পূর্ব পাশে মাটি ভরাট চলমান কাজে নির্মানাধীন একটি বিল্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অমূল্য নাথ উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত হরকুমার দেবনাথের পুত্র।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। -
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমা আগুনে পুড়ে ছাই।
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমা আগুনে পুড়ে ছাই।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। এখান থেকে প্রতিদিন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।রবিবার ২৯ মে ২০২২ইং, সকাল ১০টার সময় হঠাৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত। এ সময় আশপাশে থাকা শিল্পকারখানাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোঃ রফি জানান, খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ব্রিগেডের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেন্দ্রের দুটি ট্রান্সফরমার জ্বলে যায়।হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদুৎকেন্দ্রে আগুনে ছোট–বড় দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন যে শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি ট্রান্সফরমার জ্বলে গেছে। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ এই মুহূর্তে তাঁরা নির্ণয় করতে পারেননি। তবে ঢাকা থেকে এ বিষয়ে বিশেষজ্ঞরা আসার পর বিষয়গুলো বোঝা যাবে।তিনি আরও বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে নিয়ন্ত্রনে নিয়ে আসেন। -
হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন।
নিজেস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো,সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) উল্লাপাড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্টদের আয়োজনে দুপুরে থানা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রদিপ কুমার সরকার, মো, আমিরুল ইসলাম ফারুক, মো, আজাদুল ইসলাম সবুজ, আয়ুব আলী ও মোতালেব হোসেন মুন্না প্রমুখ।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমরা এ হত্যার আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিদেওয়া জোর দাবী জানাই এবং তিব্র নিন্দা প্রতিবাদ করছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না, হলে আমরা আগামী দিনে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করবো।
-
হবিগঞ্জের মাধবপুরে বুদ্ধিজীবী দিবস পালিত।
নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহীনির বাংলার সকল মেধাবী মানুষদের কে নির্মমভাবে হত্যাকরে বাংলাদেশকে মেধাশূন্য করেছে তাদের আত্মার শান্তি কামনা করে হবিগঞ্জের মাধবপুরে ১৪ ডিসেম্বর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এ.এইচ.এম ইশতিয়াক আল মামুন,কৃষি কর্মকর্তা হাসান আল মামুন,মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুর রাজ্জাক,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী,প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,পল্লী উন্নয়ন অফিসার ফয়সাল চৌধুরী,জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির,মুক্তিযুদ্ধা এনাম খাঁ, সুকমল রায়,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান,যুগান্তর প্রতিনিধি রুকন উদ্দিন লস্কর,সমকাল প্রতিনিধি আইয়ুব খান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির,মাইটিভি রাজীব দেব রায় রাজু প্রমুখ।
-
মাধবপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জে হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার গুমোটিয়া পাকা রাস্তায় ও নবনির্মিত পলিটেকনিক্যাল কলেজের সামনে রাস্তা থেকে ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার দিবাগত রাত (২৪ অক্টোবর) ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এ এস আই ইমরান হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ রাসেল মিয়া ( ৩৮) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।সে উপজেলা ২নংচৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল মিয়া ছেলে।
এ বিষয়ে কথা হয় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে তিনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীকে বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।