Tag: সড়ক

  • সাংবাদিকের উপর নৌকা সমর্থকদের হামলা;প্রতিবাদে সড়ক অবরোধ!

    সাংবাদিকের উপর নৌকা সমর্থকদের হামলা;প্রতিবাদে সড়ক অবরোধ!

     

    স্টাফ রিপোর্টারঃ সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিরাজগঞ্জের  সাংবাদিকরা নৌকা সমর্থকদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোলে সড়ক অবরোধ করেছে গণমাধ্যম কর্মীরা।

    আজ রোরবার (৭ নভেম্বর) বেলা ১০টার সময় সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ১০টা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে সাংবাদিকরা। সাংবাদিকদের এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিয়ালকোল বাজার বনিক সমিতি এক ঘন্টাব্যাপী দোকানপাট বন্ধ রাখে।

    এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে এসে লাঞ্চিত হবে, তাদের উপর অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হবে এটা কখনোই কাম্য নয়। আওয়ামীলীগ প্রার্থীর স্থানীয় সমর্থক ও কিছু বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। অবিলম্বে ওই হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।

    সাংবাদিক সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু,যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সরকার,সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল,জহুরুল ইসলাম,বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস,এসএ টিভির রহমত আলী,সেলিম শিকদার ও বদরুল আলম দুলাল প্রমূখ।

    প্রায় দেড় ঘন্টা অবরোধের পর পুলিশ সুপার আশ্বস্ত করলে সাংবাদিকরা তাদের অবরোধ তুলে নেন।

    পরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র চার প্রার্থী সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে বলেন,এখানে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে প্রতিদিনই মহরা দিচ্ছে। আওয়ামীলীগ প্রার্থী এক ভোট পেলেও চেয়ারম্যান হবে এমন ঘোষণা দিয়ে আসছে। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহিদুল ইসলাম বাবু, এরশাদ রানা, মঞ্জুর আলম, আব্দুস সালাম।

    প্রসঙ্গত, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেভেল পেয়িং ফিল্ড তৈরির দাবীতে স্বতন্ত্র ৪ প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে আসার পথে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলমকে বাঁধা প্রদান ও হামলা করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকেরা। এ সময় ছবি তুলতে গেলে প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুসহ সাংবাদিকদের উপর হামলা, হুমকি-ধামিক ও অস্ত্র প্রদর্শন করা হয়।

  • বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু।

    বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু।

    ফজলুর রহমান, বাগাতিপাড়া(নাটোর)সংবাদদাতাঃ

    নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় শারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

    রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার পাঁকা ইউনিয়নের চক গোয়াশ দক্ষিণ পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
    নিহত শাহারুফ উপজেলার চক গোয়াশ পূর্ব পাড়া গ্রামের মোঃ রাজদুলের ছেলে।

    থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে টুথব্রাশ মুখে নিয়ে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী একডালা বাজার যাওয়ার পথে চক গোয়াশ দক্ষিণ পাড়া মসজিদের কাছে অপরদিক থেকে আসা বাইসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শারুফ ও বাইসাইকেল চালক আব্দুল্লাহ (১৫) গুরুত্ব আহত হয়।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারুফের অবস্থা আশংকাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। আর আব্দুল্লাহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।ঘটনার নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মকবুল হোসেন বাদশা।
    আজ সন্ধ্যার পরে নিহত শারুফের দাফন সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন তার চাচা আকাশ।

  • রায়পুর পৌরসভার সড়কের বেহাল দশায় জনসাধারণের চরম দুর্ভোগ।

    রায়পুর পৌরসভার সড়কের বেহাল দশায় জনসাধারণের চরম দুর্ভোগ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রথম শ্রেণীর পৌরসভার দেড় কিঃমিঃ সড়কে যানবাহন চলাচলসহ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এছাড়াও পৌরসভার বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি পৌরসভার হলেও তত্বাবধানের কাজ করে থাকেন উপজেলা এলজিইডি। অন্যদিকে- সরকারি বরাদ্ধ আসলেও পৌর এলাকার ৩২টি রাস্তা সংস্কারের পক্রিয়াধীন রয়েছে বলে মেয়রের দাবি।

    পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো-রায়পুরে ট্রাফিক মোড় থেকে হাদরগঞ্জ সড়কের মার্চ্চেন্টস একাডেমির সামনে ২০ মিটার, পীর বাড়ির সামনে ও খাজুরতলা নামক স্থানে ১০০ মিটার জায়গায় বিশাল বিশাল গর্ত। নতুনবাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ১কিঃমিঃ করুন অবস্থা। বাসস্টান্ডের পিছনের রাস্তার ১কিঃমিঃ করুন অবস্থা। সরকারি হাসপাতালের পাশে টিএনটি সড়ক ১কিলোমিটার সহ কয়েকটি সড়কের নাজুক অবস্থা চোখে পড়ে।

    সড়কের বেশির ভাগ স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরকারি মার্চ্চেন্টস একাডেমির সামনের কয়েকজন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি তো দূরের কথা মানুষও হাটতে পারছেনা। শহরের সবচেয়ে ব্যস্ততম স্থান নতুন বাজার মোড়। সেখানে সৃষ্টি হয়েছে বহু গর্তের। বৃষ্টির সময় মোড় পার হতে গিয়ে যানবাহনের চাকা থেকে ছিটকে আসা পানিতে প্রায়ই পথচারীদের পোশাক নষ্ট হওয়ার ঘটনা ঘটে । এদিকে পৌর শহরের বেশির ভাগ রাস্তাই সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

    স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু নাসের বাবু অভিযোগ করে বলেন, নিজের পকেটের ২০ হাজার টাকা খরচ করে খাজুরতলা ২০ মিটার জায়গা জুড়ে বড় বড় কয়েকটি গর্ত ভরাট করেছি। সড়কটির নাজুক অবস্থার কারণে এলাকাবাসীর কাছে মুখ দেখানো যায় না।

    রায়পুর পৌরসভার উপসহকারি প্রকৌশলী শাখা সুত্রে জানাযায়, পৌরসভার মোট রাস্তার পরিমাণ ৯ দশমিক ৫ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৪ দশমিক ৫ কিলোমিটার পাকা আর ২ কিলোমিটার রাস্তা কাঁচা। ২ দশমিক ৫ কিলোমিটার কারফিটিং ও আরসিসি সাড়ে ৩ কিলোমিটার ও ২ কিলোমিটার কাঁচা ইট বিছানো। সহসাই পৌরসভার ৩২টি রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে। অনেকদিন ধরে বেশির ভাগ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

    পৌরসভার ক’জন কাউন্সিলর জানান, সাবেক মেয়র হাজি ইসমাইল খোকনের সময় দাতা সংস্থার সমন্বয়ে গঠিত আইইউআইডিপি-২ প্রকল্প-১-এর অন্তর্ভুক্ত হয়েছিল রায়পুর পৌরসভা। ওই প্রকল্পের আওতায় পৌরসভাকে প্রায় ১৪টি টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই অর্থ দিয়ে দারিদ্র্য বিমোচন, রাস্তা, নালা ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়।। যার মধ্যে ৬ কোটি টাকার কাজ হয়েছে এবং ৮ কোটি টাকার কাজ চলমান রয়েছে। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে যা একেবারে নগন্য বরাদ্ধ।

    পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, দেশি-বিদেশি দাতা সংস্থা কখনো দলীয় বিবেচনায় পৌরসভার উন্নয়ন প্রকল্প দেয় না। স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করতে হয়। সেই আস্থা অর্জন করেই উন্নয়ন কাজ করতে হয় বলে তিনি মন্তব্য করেন। আমার দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় তিনটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়। NGSP/CRDP/UGFiii- তিনটি প্রকল্পগুলোর আওতায় শতশত কোটি টাকার কাজ করতে পারবো।
    রায়পুরের ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কটি এলজিইডির তত্বাবধানে হওয়ায় তারাই দেখবেন। কেন গুরুত্বপুর্ণ সড়কটি সংস্কার করছেন না আমরা বলতে পারবো না।

    লক্ষ্মীপুর রায়পুর এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী তাজল ইসলাম বলেন, সহসাই রায়পুর থেকে হায়দরগঞ্জ গুরুত্বপুর্ণ সড়কের ট্রাফিক মোড় থেকে খাজুরতলা দেড় কিলোমিটার পর্যন্ত সড়কটি সংস্কারের কাজ করা হবে।

  • কানাইঘাটে সড়ক দূর্ঘটনায় অফিস সহকারী নিহত।

    কানাইঘাটে সড়ক দূর্ঘটনায় অফিস সহকারী নিহত।

    কানাইঘাট প্রতিনিধি: ঐতিহ্যবাহী কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শরিফ উদ্দিন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

    জানা যায়,রবিবার বিকাল অনুমান ২ টার দিকে মোটর সাইকেল যোগে দিঘীরপার ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। শরিফ উদ্দিনের সাথে থাকা নেওয়াজ শরিফ যখন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাট সড়কের বাজার ঈদগাহ মাদ্রাসার সামনে বাই সাইকেল আরোহি একজনকে বাঁচাতে গিয়ে তাদের মোটর সাইকেলটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে শরিফ উদ্দিন সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরত্বর আহত হন।

    দুর্ঘটনাটি দেখে আশপাশ এলাকা থেকে লোকজন এসে তাৎক্ষনিক আহত শরিফ উদ্দিন ও তার সাথে থাকা নেওয়াজ শরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অফিস সহকারী শরিফ উদ্দিনের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে,শরিফ উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য সি.ওমেক হাসপাতালে রাখা হয়েছে।

    এ দিকে এলাকার পরিচিত মুখ কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ চটিগ্রাম নিবাসী ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শরিফ উদ্দিনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অনেকে তাঁর বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনকে শান্তনা প্রদান করছেন।

    শরিফ উদ্দিন স্কুলের অফিস সহকারী হলেও তিনি নিয়মিত বিভিন্ন শ্রেণীর ক্লাস নিতেন। ছাত্রদের কাছে অত্যান্ত প্রিয় ছিলেন তিনি, এলাকায় সবাই তাকে শরিফ স্যার হিসাবে চিনে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর ও এক ছেলে সন্তান রয়েছে।

  • কানাইঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

    কানাইঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

    কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতি সীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টার দিকে কানাইঘাট থানা থেকে একটি র‍্যালি বের হয়ে কানাইঘাট বাজারে এসে এক পথ সভায় মিলিত হয়।

    কানাইঘাট ট্রাফিকের এটিএসআই ইউসুফ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,কানাইঘাট থানার এসআই রনজিত সরকার,ট্রাক পিকআপ কভার্ট ভ্যান চালক সমিতির কানাইঘাট শাখার সভাপতি জসিম উদ্দীন, দক্ষিন বাজার ৭০৭ সিএনজি শাখার সভাপতি জুনেদ হাসান জিবান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এসআই এসএম ময়নুল ইসলাম,পিযুষ দেবনাথ,ট্রাফিক সদস্য জনি তালুকদার সহ বিভিন্ন স্ট্যান্ডের চালক বৃন্দ।

    এ সমসয় বক্তারা বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না, ট্রাফিক আইন মেনে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া চালকরা চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন বক্তারা।

    এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের যানবাহনের ড্রাইভারবৃন্দ।

  • উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

    উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১। এ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক উপ-বিভাগীয় কর্যালয় পৌরসভার শ্যামলীপাড়ায় নির্মানাধীন ফুট ওভার ব্রীজ ব্যানার ও ফেস্টুন লাগিয়ে পরিবহন চালক, মালিক ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেন।

    এ বিষয়ে উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-প্রকৌশলী আবুল মনছুর আহমেদ জানান, জাতীয় সড়ক দিবসে সারাদেশেই নিরাপদ সড়ক চেয়ে নিরাপদ ভ্রমনের দীর্ঘদিন আন্দোলন করে আসছে সাধারণ মানুষ। আমরাও দেশবাসীর সঙ্গে একমত হয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছি । তিনি চালকদের উদ্দেশ্যে বলেন তারা যেনো গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলেন, এতে অনেকাংশে সড়ক দুর্ঘটনা রোধ হবে ।

  • ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই দিবস পালন।

    ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই দিবস পালন।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ“গতি সিমা মেনে চলি,সড়ক দূর্ঘটনা দুর করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে নিসচা উপজেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় পার্বতিপুর বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিসচা উপজেলা শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশ্রাফ ইসলাম, নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল,সহ-সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজ,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,সড়ক দুর্ঘটনা গবেষণা ও অনুসন্ধান সম্পাদক আব্দুল হানিফ সুজন প্রমুখ।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহানসহ আরো অনেকে।

    আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। শেষে মরহুমা জাহানারা কাঞ্চন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

    বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভায় যোগদান করে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর দিক নির্দেশনা মুলক বক্তব্য উপভোগ করেন উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

  • ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

    ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৫০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
    বৃহস্পতিবার ২১ অক্টবর বিকেল সাড়ে ৪ টার সময় ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রিজের উপর দিয়ে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

    নিহত মঞ্জুরুল ইসলাম পার্বতিপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাঠিকাঘাট গ্রামের মৃত মোঃ নজির সরকারের ছেলে।

    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো:আশ্রাফ ইসলাম বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রিজের উপর দিয়ে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে মটরসাইকেল আরোহী মঞ্জুরুল ইসলামকে একটি অটো রিক্সা ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় পিছন দিক থেকে আসা ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যান। অহত অবস্থায় স্থানীয়রা মটরসাইকেল আরহী মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থার অবনতি হলে দায়িত্বরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।

  • তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত-১।

    তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত-১।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুঘর্টনায় ১জন হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে।  জানা গেছে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলি’র মূখোমূখি সংঘর্ষে ট্রলি’র হেলপার আনোয়ার হোসেন (২৮) ঘটনাস্থলে নিহত হন।

    তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। ১৭অক্টোবর রবিবার  রাত ৮ টার দিকে ওই মহাসড়কে  তাড়াশের খালকুলা ব্রীজের সংলগ্নে এ ঘটনা ঘটলে তাড়াশ ফায়ার সার্ভিসের সদস্যগন সেখানে যান।
    ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার রেজাউল করিম  দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, ঢাকা থেকে রাজশাহী গামী দেশ ট্রাভেলস ও বিপরীতে মালবাহী  ট্রলির মূখোমূখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রলির হেলপার আনোয়ার হোসেন নিহত হন। লাশটি তার পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত।

    রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরহী রাজ আহমেদ(২২) নামের এক কলেজ ছাত্র মারা গেছে। মোটরসাইকেলের চালক সাব্বির আহম্মেদ গুরুতর আহত হয়।

    মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে মৌলভীবাজার রাজনগর সড়কে কদমহাটা এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায় যে,রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মটর সাইকেলের পিছনে থাকা রাজ ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    এই বিষয়টি নিশ্চিত করেন  রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ।