Tag: সড়ক

  • ৩৩ বছর সড়ক ছাড়া একা দাঁড়িয়ে সেতু,দুর্ভোগে ১২ গ্রামের মানুষ!

    ৩৩ বছর সড়ক ছাড়া একা দাঁড়িয়ে সেতু,দুর্ভোগে ১২ গ্রামের মানুষ!

    সংযোগ সড়ক না থাকায় ৩৩ বছর ধরে একা দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর একটি সেতু। ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুটির দুই পাড়ের সংযোগ সড়কই ভেঙে যায়। এরপর থেকে সড়কবিচ্ছিন্ন সেতুটি একা দাঁড়িয়ে আছে। বর্ষা ও শুকনো মৌসুমে ১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তি নিয়েই ৩৩ বছর ধরে এই স্থান দিয়ে চলাচল করছেন।

    স্থানীয় খাড়িপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, এই স্থান দিয়ে চলাচল করতে বর্ষায় নৌকা অথবা বুক কোমর পানি পাড়ি দিতে হয়। আর শুকনো মৌসুমেও খাল পাড়ি দিতে নৌকা লাগে। অথবা পাশেই কোনো বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে হয়। সড়ক মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু পাওয়া গেছে শুধুই আশ্বাস।

    সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় খালের পূর্ব পাড়ের  গ্রামের সঙ্গে পশ্চিম পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  দীর্ঘদিন পার হলেও সড়ক আর মেরামত করা হয়নি। খালের মাঝখানে দীর্ঘ ৩৩ বছর ধরে একা দাঁড়িয়ে সেতুটি। এতে ১২টি গ্রামের কয়েক হাজার  মানুষ চরম ভোগান্তিতে পড়লেও নজর নেই কারো।

    এলাকাবাসীরা জানান, ১৯৮৭-৮৮ সালের বন্যায় সেতুর দুই পাশের সড়কের মাটি খালে বিলীন হয়ে গেছে। তারপরে সড়ক আর মেরামত করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১২ গ্রামের কয়েক হাজার মানুষ।

    সেতুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সাথে জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম দিক এবং বোচাগঞ্জ উপজেলার সঙ্গে যাতায়াতে মানুষ ভোগান্তিতে পড়ে।ওই এলাকার ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন, বাদল হোসেনসহ অনেকেই জানান, সড়ক না থাকায় ছেলে মেয়েদের বর্ষাকালে অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয়।

    সেতুটি মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কাজ হয়নি।  জনপ্রতিনিধিরা ভোটের সময় সংস্কারের আশ্বাস দিলেও পরে খোঁজ নেন না।

    এবিষয়ে যোগাযোগ করা হলে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, আগের যে প্রকৌশলী ছিলেন শুনেছি তিনি সেতুটির অবস্থা দেখে এসেছেন। আমি পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

    পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন দেরিতে হলেও সড়কটি মেরামত করা হবে। বিষয়টি আমি  ঠাকুরগাঁও-৩ আসনের স্হানীয় এমপিকে অবহিত করে দ্রুত কাজ শুরু করার আবেদন জানাবো।

    ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মণ মুঠোফোনে জানান, পরিত্যক্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটির পরে সে নদীতে আরও একটি বড় ব্রিজ নির্মাণ করতে হবে। সেটা করা না হলে এই ব্রিজটি মানুষের কোন উপকারে আসবে না। ব্রিজটির অনেকাংশ নষ্ট হয়ে গেছে।

  • সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবীতে শোকর‍্যালীও মানববন্ধন।

    সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবীতে শোকর‍্যালীও মানববন্ধন।

    রাজশাহীর তানোরে সানশাইন কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শাহরুক জাহান মুয়াজ সড়ক দুর্ঘটনায় নিহত ঘটনায় দ্রুত বিচার, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, নিহতের আত্মার মাগফেরাত কামনা শোকর‍্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    জানা গেছে, ১৩ জানুয়ারী বৃহস্প্রতিবার সানশাইন কিন্ডার গার্টেনের উদ্যোগে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, দ্রুত বিচার, নিহতের বিদেহী আত্তার মাগফেরাত কামনা, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনে শোকর‍্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ১০ জানুয়ারী সোমবার শেষ বিকেলে থানা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহরুখ জাহান মুয়াজ (১১) নিহত হয়। নিহত মুয়াজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের শাজাহান আলীর পুত্র। শাজাহান আলী ইউএসডিও সংস্থার তানোর শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা এদিন শিশুটি সাইকেল নিয়ে উপজেলার দিকে যাবার সময় জনৈক উত্তম কুমার (মুহুরী)নামের এক মোটরসাইকেল আরোহীর ধাক্কায় বিপরীত দিক থেকে ছেড়ে আশা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনা স্থলেই মারা যায়।

    এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি বলেন, ট্রাক জব্দ এবং চালক ইসমাইল ও হেলপার তারেক আলীকে আটক করা হয়েছে, মামলা তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বালিয়াডাঙ্গীর সাংসদ দিদারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত।

    বালিয়াডাঙ্গীর সাংসদ দিদারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত।

    ঠাকুরগাঁও-২ আসন বালিয়াডাঙ্গী উপজেলার জাতীয় সংসদ সদস্য দিদারুল ইসলাম নিজ নির্বাচনি এলাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

    সংসদ সদস্য দবিরুল সামান্য চোঁট পেয়ে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।সাংসদের বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আমার বাবা (মো. দবিরুল ইসলাম) তার নিজ নির্বাচনী এলাকায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী থেকে পাড়িয়া যাওয়ার পথে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

    আল্লাহর রহমতে তিনি এখন ভালো আছেন। সামান্য আহত হয়ে বাসায় চিকিৎসারত আছেন তিনি।

  • শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায়  অজ্ঞাত নারী মৃত্যু। 

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায়  অজ্ঞাত নারী মৃত্যু। 

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট  আঞ্চলিক মহাসড়কে, রাস্তা পারাপারের সময়  পরিচয়হীন এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।

    রবিবার(১২ ডিসেম্বর) বেলা ১ টার সময় শ্রীমঙ্গল  সখিনা সিএনজি রিফুয়েলিং কেন্দ্রের  সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, ৩৫-৪০ বছর বয়সী ওই নারী সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় হবিগঞ্জ দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ট্টাকটিকে আটক করে।

    এ সময় পুলিশ আটক ট্রাক ও মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। স্থানীয়রা কেউ নিহতের পরিচয় বলতে পারেনি।

    নিহতের পড়নে নীল রংয়ের বোরকা সাদৃশ্য কামিজ ও কালো প্রিন্টের ওড়না ছিল।

    হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইব্রাহিম বলেছেন, নিহত নারীর পরিচয় সনাক্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ করা হচ্ছে। দুর্ঘটনায় মুখাবয়ব বিকৃত হওয়ায় সনাক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে জানান ফাঁড়ি ইনচার্জ।

  • সিরাজগঞ্জে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিস্থাপন করলেন-এমপি ডাঃ হাবিবে মিল্লাত।

    সিরাজগঞ্জে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিস্থাপন করলেন-এমপি ডাঃ হাবিবে মিল্লাত।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ের বনবাড়ীয়া ঈদগাহ হতে মোড়গ্রাম পর্যন্ত নতুন সড়ক উন্নয়ন (চেইন ১১৮৪-১৭৪২ মিঃ) কাজের এবং সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা বাজার পূর্ব মোহনপুর পর্যন্ত সড়ক উন্নয়ন (চেইন-০০-৭০০মিঃ) কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে।

    এতে বাস্তবায়নে-স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) সিরাজগঞ্জ।

    শনিবার (৪ ডিসেম্বর) সকালে উক্ত ২টি সড়ক উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন এবং আলোচনা সভা অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার হলো উন্নয়নের রোল মডেল সরকার।
    সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ও ধারাবাহিকভাবে সকল রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট,শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করা হয়েছে। আরো বাকী উন্নয়নমূলক কাজগুলো শীঘ্রই করা হবে ।সয়দাবাদে মেরিন একাডেমী,শিয়ালকোলে এম,মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে,সয়দাবাদে অর্থনৈতিক অঞ্চল,কালিয়াপুরে শিল্পপার্কের কাজ চলছে।

    শেখ হাসিনার সরকার করোনাকালে দুস্থ,অসহায়,দরিদ্র কর্মহীন মানুষের পাশে ছিলো,ঔষধপত্র,ত্রাণ সামগ্রী বিতরন করেছে ।

    সিরাজগঞ্জ সদরে প্রায় ২০ হাজার লোকের মাঝে ত্রাণ সামগ্রী ও করোনা প্রতিরোধ সামগ্রি বিতরন করা সহ টিকা দেয়া হয়েছে। করোনা কালে অনেক বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। এতে অনেক পরিবার ও দেশের ক্ষতি হয়েছে। সন্তান ও শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে। পড়াশুনায় মনোযোগী করতে হবে। ভালো খেলাধূলায় উৎসাহীত করতে হবে। বাল্যবিয়ে মাদক, সন্ত্রাস প্রতিরোধ করতে হবে,সকল অনৈতিক কাজ বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

    তিনি আরো বলেন-বিগত বিএনপি-জামাত জোট সরকার সিরাজগঞ্জের উল্লেখযোগ্য উন্নয়ন করেনি।তারা বিদ্যুৎতের খাম্বা গেড়ে টাকা হরিলুট করেছে। নাশকতা করেছে,খুন করেছে।সাইফুল সহ আওয়ামীলীগের অনেক নেতা-কর্মীদের হত্যা করেছে ওই বিএনপি-জামাতের গুন্ড বা সন্ত্রাসী বাহিনীরা।সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ ভাবে হয়েছে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এলজিইডি সিরাজগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,সহকারি নির্বাহী প্রকৌশলী বদরুদ্দোজা,সদর প্রকৌশলী বাবলু মিয়া,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সয়দাবাদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম,কালিয়াহরিপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ প্রমুখ।

    এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল মান্নান, সৈয়দ বেল্লাল হোসেন,আলতাফ হোসেন,টি,এম,মাঈনুল ইসলাম,সয়দাবাদ ইউনিয়ন আঃলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,মোঃ রাশেদুল হাসান রাসেদ,ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাইদুল ইসলাম রাজা, কালিয়াহরিপুর ইউনিয়ন আঃ লীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ,সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সহ গণ্যমান্য ব্যক্তি বর্গের অনেকে উপস্থিত ছিলেন।

  • মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সড়কের শুভ উদ্বোধন। 

    মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সড়কের শুভ উদ্বোধন। 

    ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সড়ক এবং পশ্চিম নতুন পাড়া ফোরকানিয়া মক্তব এর ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার  (১ ডিসেম্বর)   এ সড়কটি উদ্বোধন ও মক্তব এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক।
    এ সময় উপস্থিত ছিলেন-পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম,পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র- ২ মোহাম্মদ আলী,নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি আমিন মিয়া প্রমুখ।
    মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের সব রকম সুযোগ সুবিধা বাড়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এর নামে সড়ক উদ্বোধন করেন।
    তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই দেশের ও মানুষের ভাগ্যোন্নয়ন হয়।
    অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেন নবজাগরণ সামাজিক যুব সংগঠন।
  • নাগরপুরে নির্বাচনী প্রচারনায় বাধা; সড়ক অবরোধ করে বিক্ষোভ।

    নাগরপুরে নির্বাচনী প্রচারনায় বাধা; সড়ক অবরোধ করে বিক্ষোভ।

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান খান শাকিল তার নির্বাচনী প্রচারনায় বাধার অভিযোগ তুলেছেন। এরই প্রতিবাদে ধুবড়িয়া তেরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থী শাকিলের সমর্থকরা।

    বুধবার( ২৪ অক্টোবর), দুপুরে ধুবড়িয়া তেরাস্তা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় চেয়ারম্যান প্রার্থী শাকিল বলেন,আমি ধুবড়িয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম।

    আজ কাচপাই এলাকায় আমার কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারনা চালাতে গেলে নৌকার প্রার্থী মতিয়ারের ছেলে সরোয়ার গং বাধা দেয় ও আমার কর্মীদের নানা রকম হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।একই সাথে মাননীয় ডিসি, এসপি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।

    এ সময় প্রায় ৪০ মিনিট টাংগাইল আরিচা আঞ্চলিক সড়কের ধুবড়িয়া তেরাস্তা রোড যানবাহন চলাচল বন্ধ থাকে।

    পরে স্থনাীয় প্রশাসন ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে ধুবড়িয়ায় উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে।

  • বড়লেখায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী গুরুতর আহত।

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী গুরুতর আহত।

    শাহরিয়ান আহমেদ শকিল,বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সুলতানা খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে।

    সোমবার (১৫নভেম্বর)সকাল সাড়ে ১০ টার সময় মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সুজানগর পাথরিয়া কলেজ গেইট সংগলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

    সুলতানা খাতুন সুজানগর পাথরিয়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও উপজেলার সুজানগর ইউনিয়নের তেরাকুড়িঁ গ্রামের লুৎফুর রহমানের মেয়ে।

    সুজানগর পাথরিয়া কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন বেপরোয়া গাড়ি চালানোর কারনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এবং আমাদের ছাত্রী সুলতানা গুরুতর আহত হয়েছে। তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালে পাঠান।

    সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালে সুলতানা বেগমের সাথে থাকা তার চাচাতো ভাই জানান, সুলতানার ডান পা ভেঙ্গে গেছে, বাম পা এবং ম্যাথায় প্রচন্ড চোট লেগেছে। বর্তমানে সুলতানা সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালের ওটিতে চিকিৎসাদীন অবস্হায় রয়েছে।

    ঘটনার সততা নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর হোসেন সরদার আমারজমিনকে বলেন,দুর্ঘটনা কবলিত গাড়িটি (মাইক্রবাস)পুলিশ হেফাযতে রয়েছে,এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

  • সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত।

    সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত।

    সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সমরেন্দ্রনাথ দেব (৫৫) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ঘর ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। নিহত সমরেন্দ্রনাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের নারায়নচন্দ্র দেবের ছেলে এবং বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

    প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সিংড়া উপজেলা সদরে আসার পথে চৌগ্রাম ব্রীজে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাল ঘর ব্রীজে ঢাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

    সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

    ঝলমলিয়া হাইওয়ে থানার উপ- পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম জানান, আমরা সরেজমিনে গিয়ে লাশটির সুরতহাল করি। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত না করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

  • শাহজাদপুরে ট্রাক উল্টে নিহত-২আহত-২০ জন।

    শাহজাদপুরে ট্রাক উল্টে নিহত-২আহত-২০ জন।

    নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর-জামিরতার আঞ্চলিক সড়কের ধান কাটা কৃষি শ্রমিক বহনকারী ট্রাক উল্টে ২ জন কৃষি শ্রমিক নিহত হয়েছে এঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

    মঙ্গলবার ৯ নভেম্বর দুপুরে উপজেলার জামিরতা গ্রাম থেকে উল্লেখিত আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাক যোগে রাজশাহীতে মাঠে ধান কাটার উদ্দেশ্য রওনা হন কয়েক জন কৃষক। তারা পারজামিরতা গ্রাম এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে পড়ে। এ সময় গুরুত্বর আহত হন বাশুরিয়া গ্রামের কৃষি শ্রমিক তনু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক(৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর আলী(৪৭)।

    স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।বিষয়টি নিয়ে এলাকায় শোকের মাতাম বইছে।

    এ ঘটনা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, জামিরতাসহ আশপাশের এলাকা থেকে অর্ধ শতাধিক কৃষি দিনমজুর ধানা কাটার জন্য ট্রাকে করে রাজশাহী যাচ্ছিলেন। পথে পারজামিরতা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

    শাহজাদপুর ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধার করেন।