Tag: সড়ক

  • ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড়ের গাইডওয়ালে ভাঙ্গন।

    ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড়ের গাইডওয়ালে ভাঙ্গন।

    ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড়ের গাইডওয়ালে ভাঙ্গন।


    নীলফামারী ডিমলায় শৈল্যার ঘাট ব্রীজ সংলগ্ন সিংগাহারা নদীর পাড় ঘেষা ডোমার-ডিমলা সড়কটির ভাঙ্গনরোধে আরসিসি গাইডওয়াল নির্মান করা হয়।

    জানা গেছে,এলজিইডির অর্থয়ানে ২০১৯-২০২০ অর্থবছরে ডোমার-ডিমলা সড়কের পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির পূনঃনির্মানসহ সিংগাহারা নদীর পাড় ঘেষা ৩০০ মিটার গাইডওয়াল নির্মাণ কাজে ব্যয় ধরা হয় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা। কিন্তু নির্মান কাজ শেষ হতে না হতেই ফাটল সৃষ্টি হওয়ায় পরে মেরামত করা হয়। মেরামতের কয়েক মাসের মধ্যে আবারো তিনচার জায়গায় সড়কের গাইডওয়ালটি ভেঙ্গে পড়ে। স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান জানান, যখন কাজ করেছিল তখন একবার ভেঙ্গে গেছে এখন আবারো তিনচার জায়গায় ভেঙ্গে গেছে। গাইডওয়াল নির্মানের সময় ভালো ভাবে কাজ করা হয়নি ।

    ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড় ঘেষা গাইডওয়ালটি সহ পাঁকা রাস্তার অংশ ভারী বর্ষন ও নদীর স্রোতে যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। স্থানীদের অভিযোগ,নির্মানে ত্রুটি অপরিকল্পিত নক্সা ও নিম্ন মানের কাজের কারনে সড়কের গাইডওয়ালটি এ দুরবস্থা।

  • সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত,আহত মোটরসাইকেলের চালক ও আরোহী।

    সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত,আহত মোটরসাইকেলের চালক ও আরোহী।

    সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত,আহত মোটরসাইকেলের চালক ও আরোহী।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মুন্নি আকতার (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকালে বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের গোয়ালকারী এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত শিক্ষার্থী ওই এলাকার সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
    এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল আনাম ডন জানান, সকালে একটি মোটরসাইকেল লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গী আসার পথে পেছন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিক্ষার্থী মারা যায়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী দুজন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন।
  • রাণীশংকৈলে ৪০ লাখ টাকার সড়ক,নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং ! 

    রাণীশংকৈলে ৪০ লাখ টাকার সড়ক,নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং ! 

    রাণীশংকৈলে ৪০ লাখ টাকার সড়ক,নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং ! 

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং। উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার বনগাঁও-ভোলাপাড়ার কাঁচা সড়কের ৫ শ’ মিটার পাকা করণের কাজ চলতি বছরের ২০ মার্চ সমাপ্ত হয়। সড়ক নির্মাণের পরের দিন থেকেই পাথর উঠা শুরু করে। এছাড়াও সড়কের এজিং এ নিন্মমানের ইট দেওয়া হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

    জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কাজটি ৪০ লাখ ৬৫ হাজার ১৯৮ টাকা টেন্ডার বরাদ্দে গত বছরের ২৪ জুলাই কাজটি পায় “মা বাবার দোয়া ট্রের্ডাস” নামক দিনাজপুরের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। সে আবার কাজটি রাণীশংকৈলের স্থানীয় ‘সুলতান টেড্রার্স’ নামক ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। সে ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডারের নির্ধারিত শেষ সময় অনুযায়ী চলতি বছরের ২০ মার্চ কাজ সমাপ্ত করেন।
    সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কার্পেটিং উঠে অনেক স্থানে গর্ত হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর উঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিন্ম মানের ইটের এজিং দেওয়ায় তা বিভিন্ন স্থানে ভেঙে গেছে।
    স্থানীয় কৃষক হামিদুর রহমান বলেন, সড়কটি যখন থেকে নির্মাণ হয়। সেদিন থেকেই অনিয়মে ভরপুর সড়কের সাব-বেজ ও ডব্লিউ বিএম (খোয়া) এ নিন্মমানের খোয়া ব্যবহার করা হয়েছে। কার্পেটিং করার সময় দায়সারা ভাবে করা হয়েছে।
    স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলী বলেন, রাস্তাটি নিয়ম মেনে নির্মাণ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। একইভাবে অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিল উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি। তার সঠিক তদারকির অভাবে সড়কটির এমন দশা বলে মনে করেন তিনি।
    স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি আবু জাফর বলেন, কার্পেটিং তো উঠার কথা না । তারপরেও বিষয়টি আমি দেখছি।
    রাণীশংকৈল প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি বলেন, জুন মাস চলছে কাজে খুব ব্যস্ত আছি। পরে কথা হবে। তারপরেও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই রাস্তাটি কবে নির্মাণ হয়েছে তা সঠিক জানা নেই। জুন মাসের পরে আসেন তখন কথা হবে।
    রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানেন না।
  • রাজবাড়ীতে সড়ক দূর্ঘনায় বাঘার পরিমল নিহত।

    রাজবাড়ীতে সড়ক দূর্ঘনায় বাঘার পরিমল নিহত।

    রাজবাড়ীতে সড়ক দূর্ঘনায় বাঘার পরিমল নিহত।

    রাজবাড়ী জেলায় সড়ক দূর্ঘনায় নিহত হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার পরিমল কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি। রোববার (২২ মে) দুপুরে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ।  রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ট্রাফ নার্স মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।

    হাসপাতাল সূত্রে জানা যায় অজ্ঞাত পরিচয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। রিকসা থেকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। অজ্ঞাত পরিচয়ে দুপুর পৌণে একটায় হাসপাতালে নেওয়া পরে চিকিৎসাধীন অবস্থায় সোয়া এক টায় মারা যায়।  মৃত্যু আগে তাঁর দেওয়া নাম ঠিকানা অনুযায়ী কয়েকজনের ভিজিটিং কার্ড মধ্যে থেকে একজনের মুঠোফোনে যোগাযোগ করে তার পরিচয় জানা গেছে।
    পরিমল কুমার ঘোষ বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর খয়েরমিল গ্রামের মৃত যুগোল ঘোষের ছেলে।
    পরিবারের পক্ষে জানা গেছে, পরিমল কুমার ঘোষ সোমবার (১৭ মে) সকাল ৮টার দিকে কমিউটার ট্রেনে রাজশাহীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে আসেন। পরে রাজশাহীতে থাকবে বলেও মুঠোফোনে বাড়িতে জানান তিনি।  তবে কি কারণে ফরিদপুরের রাজবাড়ীতে গিয়েছিল,কিভাবে দূর্ঘটনা স্বীকার হলেন পরিবারের পক্ষ থেকে কিছুই জানাতে পারেনি। তবে এক মাধ্যমে জানতে পেরেছেন পরিমল রোববার দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ রাজবাড়ী হাসপাতালে পড়ে আছে।
    পরিমলে ভাই তাপস কুমার ঘোষ বলেন, বাবা-মা মৃত্যুর কয়েক বছর পর  মেজো ভাইও মারা গেছেন। বিয়ের কিছুদিন পরে সংসারের অভাব অনটনে  কারণে স্ত্রী থেকে আলাদা হয়ে যান ছোট ভাই পরিমল। বিয়ে করলেও কোন সন্তান নেই  তার। পরে আমার পরিবারের সাথে থাকেন। আমার সংসারে তেমন কোন আয় নেই। গ্রাম থেকে রাজশাহী শহরে ঘি বিক্রি করে সংসার চালায়। দিন এনে দিন খায় । ভাইয়ের মৃত্যুর বিষয়ে স্থানীয় সাংবাদিক আমানুল হক আমানের জানতে পেরে হাউ মাউ করে কেঁদে উঠেন তিনি। তবে অর্থের অভাবে সেখান থেকে নিজ বাড়িতে লাশ আনা নিয়ে সুচিন্তায় আছি জানান তিনি ।
    রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ট্রাফ নার্স মামুন হোসেন বলেন,তাঁর কাছে থাকা কয়েকজনের ভিজিটিং কার্ড মাধ্যমে যোগাযোগ করে লাশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ না করলে আঞ্জুমান সংগঠনের কাছে হস্তান্তর করা হবে।
    এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীয়াস বলেন, অস্বাভাবিক মৃত্যু বিষয়টি  সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
  • বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু

    রাজশাহীর বাঘায় ব্যাটারি চালিত ভ্যানের চাপায় আড়াই বছরের শিশুর সাজিনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২ উপজেলার বানিয়াপাড়া-জোতসায়েস্তা  সড়কের বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে  সামনে  এই দূর্ঘটনাটি ঘটে। সাজিন  বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের বাগসায়েস্তা  গ্রামের লুৎফর রহমানের ছেলে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, লুৎফর রহমান পরিবারের সকলকে নিয়ে বাঘা বাজারে এলাকায় বেড়াতে যাওয়ার জন্য বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের  সামনে পাঁকা সড়কে আসেন। সেখানে ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ছেলে হঠাৎ দৌড়ে সড়ক পার হতে গিয়ে লোক বোঝায় ভ্যানের নিচে পড়ে চাপায় আহত হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে । বিষয়টি নিশ্চিত করেন সাজিনের দাদা আব্দুল গণি।
    সাজিনের বাবা লুৎফর রহমান বলেন, লোকাল সড়কে এমন দূর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমার সব শেষ হয়ে গেল।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ দিয়ে দেওয়া হয়েছে পরিবারকে।
  • রাণীশংকৈলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ গুরুতর আহত ২।

    রাণীশংকৈলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ গুরুতর আহত ২।

    রাণীশংকৈলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ গুরুতর আহত ২।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক ৪’টি সড়ক দূর্ঘটনায় থ্রি-হুইলারের মুখোমুখি, মহেন্দ্র ট্রাকের ধাক্কায়, মোটরসাইকেল- থ্রি-হুইলারের, অপরটি মোটরসাইকেল ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।

    দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম জাহিদ ইকবাল ও বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার (২৮ এপ্রিল ) সন্ধ্যায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন (জাতরু) ( ৮৪) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন।

    দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন রাত সাড়ে ৮ টায় সে মারা যায়। সালমুউদ্দিনের বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।

    উপজেলার বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২২) মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বলিদ্বারা নলদিঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    অপরদিকে উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৭) বুধবার রাত সাড়ে ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে সেও মারা যায়।

    এছাড়াও এদিন রাতে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের আব্দুস সালামের ৬ বছরের মেয়ে শাম্মী আক্তার রাস্তা পাড়া পাড়ের সময় মহেন্দ্র ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

    এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।

  • মহিপুরে সড়ক ও জনপদ বিভাগ’র উচ্ছেদ অভিযান।

    মহিপুরে সড়ক ও জনপদ বিভাগ’র উচ্ছেদ অভিযান।

    মহিপুরে সড়ক ও জনপদ বিভাগ’র উচ্ছেদ অভিযান।


    পটুয়াখালীর মহিপুরে মঙ্গলবার দুপুরে শেখ রাসেল সেতুর নিচে এবং দু’পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এসেস্ট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় কোন প্রকার নোটিশ ছাড়াই মহিপুর প্রেসক্লাবের ভবন গুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাবের সদস্যরা। এছাড়া এসময় ফুটপাতে বসা দুই তরমুজ ব্যবসায়ীর প্রায় ৫ শতাধিক তরমুজ ক্ষতিগ্রস্থ করা হয়।
    সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এসেস্ট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

  • বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।


    রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান উল্টে ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ মার্চ বিকেল সাড়ে ৫ টার সময় রাজশাহীর নওহাটা আকবর আলীর ছোট মেয়ের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো গাড়ি যোগে নিজ বাড়িতে ফেরার সময় খড়খড়িয়া বাইপাস এলাকায় এলে অটো গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় ।এতে অটোর চালকসহ ৭ জন অটোর ছাঁদে থাকা আলু ভর্তি বস্তার নিচে চাপা পরে । এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় ।

    যানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ এলাকার উপর আতারপাড়া গ্রামের নিহত আকবর আলীর পরিবার জনান দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আকবর আলী(৬০) ও তার ভাবী মোছাঃ পিঞ্জিরা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।

    এঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোঁকের ছায়া নেমে আসে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের আরোও ৫ জন আহত হয়েছে।আহতরা হলেন, অটো চালক মোঃ আলাল উদ্দিন,মিনু বেগম,আনু বেগমসহ আরোও দুই শিশু ।

    এবিষয়ে আকবর আলীর বড় ছেলে মোঃ রহমত আলী বলেন, আমি ঢাকায় থাকি । গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জানতে পারি রাজশাহীর নওহাটা আমার ছোট বোনের বাসা থেকে বাড়ি ফেরার সময় আমার আব্বা ও চাচি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই খবর শুনে আমি বাড়ি চলে আসি । আজ ১৮ মার্চ শুক্রবার সকাল ৯ টায় আমার চাচির এবং সকাল ১১ টায় আমার আব্বার যানাজা সম্পন্ন হয়েছে ।

  • ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩।

    ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩।

    ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩।

    ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল নসিমন অপরটি মোটরসাইকেল ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।

    বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টার সময় বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে হলে ঘটনাস্থলে ১জন মারা যান। হাসপাতালে নিতে গিয়ে আরও ১ জন মারা যায় ।
    অপরদিকে দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ট্রলির ধাক্কায়-মোটরসাইকেলে থাকা ১জন মারা গেছে। দুই সড়ক দূর্ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
    দূর্ঘটনায় নিহতরা হলেন  সুজন ইসলাম (১৮) ও দেলোয়ার (২০) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে তাদের বাড়ি। অপর নিহত আরেকজন শহরের কালিবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০)।
    দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।
    প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি খায়রুল ইসলাম ডন জানান, সকালবেলা নৈশ্য কোচে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী আসেন নিহতের চাচাতো ভাই দেলোয়ার। তাকে মোটরসাইকেল যোগে বাসায় নিতে যান সুজন। বাসায় ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সুজন। আর আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। পথিমধ্যে খোঁচাবাড়ি নামক স্থানে সে মারা যায়।
    অপর দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে একজন মারা যায়। আহত হয় নাবিল নামে এক কিশোর।
    বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম
    জানান আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।
  • সড়ক দুর্ঘটনার কবলে বাঁশখালীর ইউএনও’র গাড়ী। 

    সড়ক দুর্ঘটনার কবলে বাঁশখালীর ইউএনও’র গাড়ী। 

    সড়ক দুর্ঘটনার কবলে বাঁশখালীর ইউএনও’র গাড়ী। 

    বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইদুজ্জামান চৌধুরী পুকুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি সড়কের কাজ দেখে সদরে ফেরার পথে, গতকাল ৯ মার্চ বুধবার সকাল ১১ টায় পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় গাড়িসহ দূর্ঘটনার শিকার হয়েছেন । তবে তিনি অক্ষত আছেন। গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

    জানা যায়, ইটবাহী একটি ড্রাম ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে পরে ইউএনও’র গাড়িটিতে আঘাত করে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।
    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাঁশখালীতে ঘনঘন সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক , পরিবহন নৈরাজ্য, অদক্ষ ও বেপরোয়া চালকদের দৌরাত্ম্য ইত্যাদি বিষয় নিয়ে বাঁশখালীর মানুষ প্রতিবাদ করে যাচ্ছে। তারা এর প্রতিকারে জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে আসছে।