Tag: সড়ক

  • বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

    মসজিদ থেকে বের হবার পরই নরসিংদীর রায়পুরার ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা।এ ঘটবার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও তার অনুসারীরা সড়ক অবরোধ করেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
    আহত কাজল মিয়া রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি।

    ঘটনাস্হলে গিয়ে দেখা যায়”ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

    এলাকাবাসী সূত্র জানায়”সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান।ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

    রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিস্তারিত তথ্য এখন পাইনি।

  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে মতবিনিময় সভায় পুলিশ সুপার।

    সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে মতবিনিময় সভায় পুলিশ সুপার।

    কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন সম্প্রতি সময়ে সিলেটে সড়ক দুর্ঘটনা বেড়েছে, যার কারনে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, যা আমাদের কারো জন্য কাম্য নয়। কানাইঘাটে সড়ক র্দুঘটনায় গত কয়েক দিনে শিশু সহ ৫ জন নিহতের ঘটনা আমাকে মর্মাহত করেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন মেনে গাড়ী চালানো যেমন দরকার, তেমন করে আমাদের সবাইকে দুর্ঘটনা এড়াতে সাবধানে চলাফেরা করতে হবে এবং সচেতন হতে হবে।

    গতকাল শনিবার সকাল ১১টায় কানাইঘাট থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার হারিছ চৌধুরী অডিটোরিয়ামে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন সহ শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
    তিনি আরো বলেন, সিলেট-জকিগঞ্জ সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র গাড়ী পার্কিং, রাস্তা দখল করে বালু, পাথর ইত্যাদি মজুদ রাখা এবং বেপরোয়া গাড়ী চালানো ও ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। আমরা যদি সবাই সচেতন হই তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করা সহ পরিবহন চালকরা যাতে করে সরকারের পরিবহন আইন মেনে বিধি মোতাবেক যানবাহন চালানোর উপর সচেতনতা মূলক সভা-সমাবেশ শুরু হয়েছে।
    কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শিপুল আমিন চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট জেলার এডিশনাল পুলিশ সুপার ক্রাইম রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ সার্কেলের এডিশনাল পুলিশ সুপার মোঃ শাহ আলম, কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া।
    বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাও. কামাল আহমদ, নায়েবে আমীর মাও. ফয়ছল আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও. কাজী মোঃ জালাল উদ্দিন, সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আব্দুল মন্নান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা জালাল উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মামুনুর রশিদ, দিঘীরপাড় ইউপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রদল নেতা সাইদুল আলম মাছুম, সিলেট এম.সি কলেজের ছাত্রদলের যুগ্ম আহŸায়ক হাফিজ আহমদ সুজন, সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীম সালমান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুশাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।
    মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিদ্ধান্ত নেয়া হবে উল্লেখ করে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট সহ অন্যান্য থানা এলাকায় চোরাচালান হচ্ছে। তা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ মূলক কর্মকান্ড দমনে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি চোরাচালানের সাথে জড়িত সহ পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

  • শীতের দাপটে কাবু ছিন্নমূল মানুষ,ঘনকুয়াশার চাদরে ঢাকা সড়ক পথ বিপাকে যানবাহন চালক।

    শীতের দাপটে কাবু ছিন্নমূল মানুষ,ঘনকুয়াশার চাদরে ঢাকা সড়ক পথ বিপাকে যানবাহন চালক।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কনকনে শীতের কারণে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা।
    গত কয়েকদিন থেকে এ উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। পড়েছে বৃষ্টির মত পড়ছে শিশির বিন্দু। ঘন কুয়াশার কারণে মাঠ ঘাট, পথঘাট সব ঢাকা পড়েছে। বেলা বেড়েছে তবুও দেখা নেই সূর্যের।
    শুক্রবার রংপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়  ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়লেও কমেনি শীতের তীব্রতা।
    সরেজমিনে দেখা যায়, কয়েকদিন থেকে এ উপজেলার সকল এলাকা কুয়াশায় আচ্ছাদিত হয়ে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাফেরা করছে হেডলাইট জ্বালিয়ে। একদিকে কনকনে শীত অন্যদিকে হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু মানুষই নয় এই শীতের প্রভাব পড়েছে কৃষি ও প্রাণিজগতেও৷
    এদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষও নাকাল হয়ে পড়েছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলোর উত্তাপ পাওয়া যাচ্ছে না। ফলে কমছে না শীতের তীব্রতা। অনেককে খড়কুটো, কাঠ খড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছ।
    ঘনকুয়াশার চাদরে ঢাকা ঠাকুরগাওয়ের গ্রামাঞ্চল।
    এ বিষয়ে কথা হয় ভবান্দপুর এলাকার বাসিন্দা নাইম ইসলামের সাথে। তিনি বলেন, কনকনে শীতের কারণে আমার শিশু সন্তান অসুস্থ হয়ে পড়েছে। তাকে আমি হাসপাতালে ভর্তি করিয়েছি। শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের।
    অন্যদিকে হোটেল শ্রমিক নিতাই চন্দ্র বলেন, মানুষ শীতেই বাড়ি থেকে বের হয় না। এই শীতের কারণে আমরা তেমন কাজকর্ম করতে পারছি না। আমাদের আয় কমে গেছে। কেউ আমাদের খোঁজ খবর নেয় না।
    নেকমরদ এলাকার জুতা ব্যবসায়ী  সেকেন্দার আলী বলেন, হঠাৎ করে কয়েকদিন ধরে আবার দেখা দিয়েছে ঘন কুয়াশা ও শীত। কুয়াশার কারণে কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। শীত প্রতিবছরই আমাদের জন্য দুর্ভোগ নিয়ে আসে।
    কয়েকজন গাড়ি চালক বলেন, কুয়াশার কারণে সড়কে চলা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। ১০-১৫ গজ দূরে গাড়ির লাইটের আলোও কাজ করছে না।
    রিকশাচালক বসির উদ্দীন বলেন, ঠান্ডার কারণে এখন মানুষজন রিকশায় উঠতে চায় না। এ কারণে আমাদের আয়-রোজগার কমে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
    এবিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রকিবুল হাসান  বলেন, প্রতিবছরের মত এবারও শীতের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত মানুষ তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরে ও আবেদন করেছি শীতবস্ত্রের জন্য আবারও। আমরা চেষ্টা করছি প্রতিটি শীতার্ত মানুষ যেন শীত বস্ত্র পান এবার।
    এছাড়াও বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।
  • গাজীপুর কালিয়াকৈরে সড়কের পাশে বৃদ্ধর মরদেহ উদ্ধার।

    গাজীপুর কালিয়াকৈরে সড়কের পাশে বৃদ্ধর মরদেহ উদ্ধার।

    স্টাফ রিপোর্টার
    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর উত্তর গজারিয়া এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত হলেন, কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলার আব্দুল জলিলের ছেলে সাহেব আলী(৬০)  এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সূত্রাপুর গজারিয়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।
    পুলিশ খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় নাওজোড় হাইওয়ে পুলিশ ।এসময় নিহতের সাথে থাকা ভোটার আইডি কার্ডে থাকা পরিচয় পত্রের মাধ্যেমে ওই ব্যাক্তির পরিচয় সনাক্ত করে পুলিশ ।
    নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরির্দশক আল আমিন জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।নিহতের স্বজনদের খবর পাঠনো হয়েছে ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সড়ক র্দূঘটনায় নিহত হতে পারে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহৃ রয়েছে ।এ বিষয়ে আইনত ব্যবস্থা প্রক্রিয়াদীন ।
  • উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোঃ নজরুল ইসলাম(৩৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত চালক শাহজাদপুর উপজেলার কাউয়ুমপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায়,সকালে শ্যামলী পরিবহন হিনো কোচটি যাত্রী নিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বালসাবাড়ি বাসষ্টান্ড এলাকায় পৌছালে পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দেয়। বাস চাপায় চালক নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার পিছনে থাকা দুই আরোহী ছিটকে পরে গুরুতর আহত হয়। নিহত চালক নিজ বাড়ি কাইয়ুম পুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান ঢাকাগামী শ্যামলী পরিবহন উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌছালো পিছন থেকে ইজিবাইককে চাপা দিলে চালক ঘটনাস্থলে মারা যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকান ঘরের ভিতরে ঢুকে পরে।এতে কয়েকটি দোকান ঘর দুমরে মুচড়ে যায়। আহত ৩ যাত্রীকে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • নাগরপুরে সড়ক ও চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

    নাগরপুরে সড়ক ও চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

    স্টাফ রিপোর্টার :
    টাঙ্গাইলের নাগরপুরে কলিয়া- সরিষাজানি সড়ক, তেবাড়িয়া- পাইকশা বাজার, তেবাড়িয়া – নদীর ঘাট পর্যন্ত রাস্তা পাকাকরণ এবং মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। এছাড়া (২২ মার্চ) শুক্রবার  নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
    এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাসুম প্রধান,উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস,সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর,আবদুল আলিম দুলাল,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু প্রমুখ।
  • রামপালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত।

    রামপালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোঃ তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

    নিহত তালিম সরদার উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস এলাকার মোঃ ফজলু সরদারের ছেলে।

    রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২ টার দিকে তালিম (খুলনা-মোংলা) মহা-সড়কের  জিরোপয়েন্ট এলাকা থেকে ভ্যান চালিয়ে ভাগা বাজারের দিকে আসতেছিল। সে মালিডাঙ্গা নামক স্থানে পৌঁছালে  বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা  একটি মাহিন্দ্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগতেই তালিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তালিমকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ঘাতক মাহিন্দ্রা গাড়ির চালকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত -১।

    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর, গুরুতর আহত -১।

    আনোয়ার হোসেন আকাশ,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় রিসাদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার বন্ধু স্বন্দীপ।
    মঙ্গলবার (১৩ ফ্রেরুয়ারী) বিকালে রাণীশংকৈল-নেকমরদ  সড়কের কুমারগন্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রিসাদ রাণীশংকৈল উপজেলার পৌরশহরের ভান্ডারা এলাকার টিন ব্যবসায়ী  দবিরুল ইসলামের ছেলে। আহত বন্ধু স্বন্দীপ (১৯) একই এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। রিসাদ বগুড়ার একটি কলেজের  দ্বাদশ এবং সন্দীপ একাদশ শ্রেণির ছাত্র ছিল।
    বিষয়টি রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালবেলা মোটরসাইকেল যোগে দুইবন্ধু রাণীশংকৈল-নেকমরদ পাকা সড়ক দিয়ে যাওয়ার পথে কুমারগঞ্জ এলাকায় গেলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তাদের মাথা ও মুখে প্রচন্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাদ মারা যায়।
    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত স্বন্দীপকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্মরত চিকিৎসকরা।
    রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক  বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত রিসাদের লাশ ও তার মোটর সাইকেলটি উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।
  • মান্দায় আত্রাই নদীর ওপর সেতু-সংযোগ সড়ক নাই চরম দুর্ভোগ জনসাধারনের।

    মান্দায় আত্রাই নদীর ওপর সেতু-সংযোগ সড়ক নাই চরম দুর্ভোগ জনসাধারনের।

    মান্দা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মান্দায় জোতবাজার আত্রাই নদীর ওপর সোজা দাঁড়িয়ে আছে একটি সেতু। আর এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ গুটিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার জনসাধারন।প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এলাকবাসীর কোনো কাজেই আসছে না। এরমধ্যে খেয়াঘাট মাঝি ও স্থানীয়দের উদ্যোগে সেতু দিয়ে পারাপারের জন্য তৈরি করা হয়েছে বাশেঁর চাটাই। সেতুর সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে চাটাই বেয়ে পারাপার হচ্ছে মটর সাইকেল,ভ্যান ও সাধারণ মানুষ। চাটায় তৈরির খরচ জোগাতে সুবিধাভোগীদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে টোল। সেই সাথে বন্ধ হয়ে গিয়েছে জোতবাজার খেয়া ঘাটের পারাপার।

    স্থানীয়রা জানান, উপকরণের দাম বৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে সেতুটির নির্মাণ কাজ দফায় দফায় বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করা হলেও সংযোগ সড়ক না করেই কাজ গুটিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তাই এলাকাবাসী ও খেয়াঘাটের মাঝি কিছু মাটি কেটে তার উপরে বাশেঁর চাটাই তৈরি করে সেতু দিয়ে পারাপারের ব্যাবস্থা করে দেন। এরপর থেকে বাশেঁর চাটা বেয়ে সেতু দিয়ে চলাচল করছে মানুষ। কবে থেকে সম্পূর্ণ ভাবে চালু হবে সেতু তা নিয়ে রয়েছে ধোঁয়াসা। তবে সেতুটি পুরোপুরি সম্পূর্ণ করতে কয়েকবার সময় বৃদ্ধি করার পরও অসম্পূর্ণ রয়েছে কাজ। কাজ না করায় কারণে বাড়ানো সময়ও পার হয়ে গেছে। সেতুটি সম্পূর্ণ না করার কারণে চাটাই বেয়ে সেতুতে উঠতে গুনতে হচ্ছে টাকা। এলজিইডি প্রকৌশলী বারবার জাতীয় নির্বাচনের আগে সেতুটি সম্পূর্ণ করে ছেড়ে দেওয়ার কথা বললেও বিভিন্ন অজুহাতে তার কথা রাখতে পারিননি তিনি। টাকার বিনিময়ে সেতুদিয়ে পারাপার হতে পেরে অনেকটা খুশি এলাকাবাসী।

    উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব মান্দার বাসিন্দাদের পারাপারের সুবিধার্থে আত্রাই নদীর জোতবাজার খেয়াঘাটে ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ২৩ এপ্রিল। এতে ব্যয় হয়েছে ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।

    উপজেলা প্রকৌশলী শাইদুল রহমান মিঞা বলেন, সেতুর বাকি অংশটুকু সম্পূর্ণ করতে রিটেন্ডার হতে পারে। এলাকবাসী বাশেঁর চাটা দিয়ে সেতু পারাপারের কথা তিনি শুনেছেন। বারবার বাঁশ খুলে দেওয়া হলেও পরবরর্তীতে আবার তারা এসব তৈরি করেন।

     

  • কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-আহত-১।

    কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-আহত-১।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলর পিছনে থাকা রাসেল (২০) নামে একজন গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে পাঠানো হয়েছে।
    মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুর সাড়ে ১২টার সময় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে।
    স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় সরাসরি একটা গাড়ি এসে ধাক্কা মেড়ে ফেলে চলে যায়।
    এসময় ঘটনাস্থলেই নিহত হয় মোঃ আওলাদ হোসেনের। সাইকেলের পিছনে বসে থাকা রাসেল নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। এসময় গুরুতর আহত হওয়া রাসেলকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে পাঠানো হয়।
    সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগা গাড়িটি পালিয়ে যাওয়া গাড়িকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে পুলিশ।