Tag: সামগ্রী

  • গোয়ালন্দ ফাউন্ডেশন’র উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার সামগ্রী।

    গোয়ালন্দ ফাউন্ডেশন’র উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার সামগ্রী।

    রাজবাড়ী প্রতিনিধিঃ

    “ঈদ হোক সবার” এই প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ” “গোয়ালন্দ ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও ১৮ রোজা থেকে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করা শুরু করেছে।

    জানা যায়, গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা ১৮ রোজা থেকে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করে এই কার্যক্রম চলবে চাঁদ রাত পর্যন্ত। শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে দেয়া হচ্ছে এ ঈদ উপহার সামগ্রী। গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকেরা নিজ উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী অসহায় দরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে।

    ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুড়া দুধ, ১ পিছ  সাবান।

    ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আশরাফুল আলম বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগী করতেই গোয়ালন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা গোয়ালন্দ উপজেলার মধ্যে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায়, দরিদ্রদের চিহ্নিত করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    গোয়ালন্দ ফাউন্ডেশনের আরেক স্বেচ্ছাসেবক শোয়েব হাসান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিচ্ছি আমরা। গোয়ালন্দের মানবিক মানুষের আর্থিক সহযোগীতায় এই ঈদ উপহার গুলো আমরা অসহায় মানুষের মাঝে বিতরন করতে পারছি।

    ঈদ উপহার সামগ্রী পেয়ে পরিবারগুলো  সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন।

  • নলডাঙ্গা পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী-কাজ বন্ধ করালেন মেয়র।

    নলডাঙ্গা পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী-কাজ বন্ধ করালেন মেয়র।

    নলডাঙ্গা পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী-কাজ বন্ধ করালেন মেয়র।


    নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক উন্নয়নে নিম্নমানের ইটের ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পৌরসভার মেয়র।গত শনিবার বিকালে পৌরসভার ১ নম্বর ওর্য়াডে সড়ক সিসি ও এইচবিবি করন,৪ নম্বর ওর্যাডে সোনাপাতিল নতুন মসজিদের সড়ক সিসি ও এইচবিবি করন ও ৫ নম্বর ওয়ার্ডের হালতি বিলের সড়কে ঢালাই ও ঢালাই সড়কে দুই পাশে ইটের এইচবিবি করনে নিম্নমানের ইট ও সামগ্রীর ব্যবহার করায় পরিদর্শনে গিয়ে চলমান এসব কাজ বন্ধ করে দেন পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির।

    ব্যবহৃত ইট ও অন্য সামগ্রী যাচাই বাছাই ও পরীক্ষার পর আবার কাজ শুরু হবে বলে জানান মেয়র।এর আগে এসব কাজে স্থানীয়দের অভিযোগে তিন ঠিকাদারী প্রতিষ্ঠান কে সিডিউল মোতাবেক কাজ করার জন্য সতর্ক করে চিঠি দিয়েছিলেন পৌর কর্তপক্ষ।

    পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়,২০২১-২০২২ অর্থ বছরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওয়াতায় কয়েকটি প্যাকেজে দরপত্র আহবান করা হয়।পৌরসভার ১ নম্বর ওর্য়াডের কয়েকটি স্থানের ২ লাখ ৮৬ হাজার ৯৪৪ টাকা ব্যায়ে সড়ক সিসি ও এইচবিবি করনের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস শাওন এন্টারপ্রাইজ ঠিকারদার জিল্লুর রহমান।এ প্রকল্পের কাজ পরিদর্শনে দেখা যায়, সড়কের উপরে কিছু ভালো ইট থাকলেও নিচে ছিল নিম্নমানের ইট। ৪ নম্বর ওর্যাডে ৪ লাখ ৭১ হাজার ৪৫৩ টাকা ব্যায়ে সোনাপাতিল নতুন মসজিদের সড়ক সিসি ও এইচবিবি করন কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস আনোয়ার ট্রেডার্স ঠিকাদার আনোয়ার হোসেন। ৫ নম্বর ওয়ার্ডের ৬ লাখ ৯৮ হাজার ৬০২ টাকা ব্যায়ে হালতি বিলের সড়কে ঢালাই ও ঢালাই সড়কে দুই পাশে ইটের এইচবিবি করণ ও আব্বাসের বাড়ির সড়ক সিসি করন কাজ পায় ঠিকাদরী প্রতিষ্ঠান মের্সাস তাছমিন এন্টারপ্রাইজ ঠিকাদার মঞ্জুর আলম।

    হালতি বিলের এ সড়কে ঢালাই ও ঢালাই সড়কে দুই পাশে ইটের এইচবিবি করণে নিম্নমানের ইট সামগ্রীর ব্যবহার করায় চলমান এ কাজে দরপত্রের সিডিউল অনুযায়ী কাজ না করায় পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির বন্ধ করে কাজে নিয়েজিত শ্রমিকদের উঠিয়ে দেয়। এর আগে এসব কাজে স্থানীয়দের অভিযোগে এ তিন ঠিকাদারী প্রতিষ্ঠান কে সিডিউল মোতাবেক কাজ করার জন্য সতর্ক করে চিঠি দিয়েছিলেন পৌর কর্তপক্ষ।

    ঠিকাদরী প্রতিষ্ঠান মের্সাস তাছনিম এন্টারপ্রাইজের ঠিকাদার মঞ্জুর আলম নিম্নমানের ইটের ব্যবহারের কাজ বন্ধ করার কথা স্বীকার করে বলেন,এক নম্বর ইটের মধ্যে কিছু মিঠা (নিম্নমানের) ইট ছিল,সেগুলো বাছাই করে অপসারন করে ভালো মানের ইট দিয়ে কাজ করবো। ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস শাওন এন্টারপ্রাইজ ঠিকারদার জিল্লুর রহমান ও ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস আনোয়ার ট্রেডার্স ঠিকাদার আনোয়ার হোসেন বলেন,আমার প্রকল্পের কাজ নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে মেয়র। সিডিউল মোতাবেক কাজ করার জন্য চিঠি দিয়েছে।আমরা সে অনুযায়ী কাজ করবো।

    নলডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন,এসব প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ওই তিন ঠিকাদার প্রতিষ্ঠানের সিডিউল অনুযায়ী কাজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। নিম্নমানের যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে, তা অপসারণ করতে বলা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে।

    নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির বলেন,টেকসই উন্নয়নে সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশনা সব সময় দিয়ে আসছি।এমনকি দরপত্রের সিডিউল মোতাবেক কাজ করার জন্য চিঠিও দিয়ে যখন ঠিকাদার প্রতিষ্ঠান শুনছে না,তখন আমি নিজে প্রতিটি কাজ পরির্দশনে গিয়ে সত্যতা মিললে এই তিন ঠিকাদারী প্রতিষ্ঠানের চলমান কাজ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

  • হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় চিকিৎসা সামগ্রী ও খাবার দুধ বিতরণ।

    হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় চিকিৎসা সামগ্রী ও খাবার দুধ বিতরণ।

    হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিস বুধবার বিকেলে দুস্থ শিশুদের অভিভাবকদের মধ্যে খাবার দুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালিব এসব দুধ ও চিকিৎসা সামগ্রী তাদের হাতে তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র অফিসের সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন, অফিস সহকারী আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সমাজকর্মী অতুল সরকার, সুলতান মাহমুদ প্রমুখ।

    উপজেলা সমাজসেবা অফিসার জানান, দুস্থ অসহায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং দুস্থ শিশুদের খাবার দুধ অত্র অফিসের ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের’ মাধ্যমে প্রদান করা হয়। তিনি আরো জানান, এই খাতে যথেষ্ট সেবা দেবার সুযোগ রয়েছে। দুস্থ অসহায় রোগীদের ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং দুস্থ শিশুদের দুধের জন্য তিনি অত্র অফিসে যোগাযোগের জন্য অনুরোধ জানান।

  • মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা,উপহার সামগ্রী বিতরণ।

    মাধবপুরে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরণ

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রশাসনের কৃর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ এর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ১ ঘটিকার সময় উপজেলা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত পরিচালনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা রফিক ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারি কমিশন (ভূমি) মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খাঁ সহ প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ৪৫০ জনের হাতে উপহার শাড়ী লুঙ্গি ও খাবার সামগ্রী তুলে দেন।

  • বেলকুচিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

    বেলকুচিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের বেলকুচিতে সেচ্ছাসেবী সংগঠন সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ (সেপ্টেম্বর) মঙ্গলবার বিকালে সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রাতুল ভূইয়ার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, অত্রবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর আলী শেখ, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি রেজাউল করিম, কার্যকরি সদস্য নূর আলম সহগণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • জাতীয় শোক দিবসে ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

    জাতীয় শোক দিবসে ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবির উদ্যোগে অসহায় গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ১৫ আগস্ট রোববার সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ১২৫ টি
    অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এই শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ এসজিপি।

    এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন
    ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ নঈম রেজভী, সহকারী পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন। খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

  • বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
    করোনায় মোকাবেলায় সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ (আগস্ট) শুক্রবার বিকালে বেলকুচি থানা প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারসহ আরো অনেকেই।

  • যুব সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান-শওকাত ওসমান।

    যুব সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান-শওকাত ওসমান।

    ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’ এই প্রত্যয় নিয়ে যুব সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার সামগ্রী বিতরণ করলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান।

    শনিবার সকালে সোনতলা ক্লাবে ইউনিয়নের প্রতিটি গ্রামের বিভিন্ন মহল্লার শতাধিক খেলোয়াড়ের মধ্যে এই সমস্ত খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

    চেয়ারম্যান শওকাত জানান, মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবে দেশের সমস্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকায় শিক্ষার্থী ও যুব সমাজ ঘর বন্দী হয়ে পড়েছে। ফলে মোবাইল গেমস, মাদক ও অসামাজিক কর্মকান্ডের দিকে ঝুঁকে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে। একমাত্র খেলাধূলাই পারে তাদেরকে এ পথ থেকে উত্তরণ করতে।

    যুব সমাজই আমাদের আগামী দিনের সম্পদ। তাই যুব সমাজের অবক্ষয়রোধে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ইউনিয়নের প্রতিটি গ্রামের বিভিন্ন মহল্লায় প্রায় শতাধিক খেলোয়াড়ের মধ্যে জার্সি, বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। তারা অবসর সময়ে স্বাস্থ্য বিধি মেনে খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ে তুলতে পারে।

    এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিঃ মশিউর রহমান স্বপন, সাবেক ইউপি সদস্য সেখ জিল্লুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     

  • নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

    নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য এই সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়। তাদের পরিবার পরিজন নিয়ে যতটুকু পারেন ততোটুকুন সুরক্ষিত থাকবেন।

    জেলা পরিষদের অর্থায়নে বেলা ১১টায় পরিষদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত এর উপস্থিতিতে এই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান ও পরিছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার রয়েছে। এসময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারন সম্পাদক সহ-সভাপতি পরিতোষ চন্দ্র উপস্থিত ছিলেন।

  • গোয়ালন্দে দৌলদিয়ায় যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

    গোয়ালন্দে দৌলদিয়ায় যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

    (৩০ জুন) বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। কেকেএস শিশু প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কেকেএস বাংলা হেল্প ও এডব্লিউআর উদ্যোগে ৬০ জন যৌনকর্মীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

    কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্টন দাস ডিপার্টমেন্টাল কর্মকর্তা বিসিএসএফ,লুথার দাস ভলেন্টিয়ার প্রজেক্ট ফোকাল পার্সন বিসিএসএফ বাংলা-হেল্প , আব্দুর রহমান মন্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, শামীমা আক্তার মুনমুন সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখা।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাফফর হোসেন। ৬০ জন যৌনকর্মীর মধ্যে ত্রাণ সামগ্রী তালিকা ছিল, ২ কেজি চাউল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল,১ কেজি চিনি,১ কেজি লবণ,২ আলু,২ কেজি পেঁয়াজ, ১/২ কেজি গুঁড়ো দুধ,৩ টি গোসলের সাবান, ৩ টি কাপড় কাচার সাবান ও নগদ ৫’শ টাকা।

    ত্রাণ বিতরণ শেষে বিদ্যালয়ের বাগানে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়।