Tag: সাংবাদিক

  • ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়।

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়।

    ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

    নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোন প্রকার প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

    সভায়  নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী (রাজস্ব), ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা ।

  • রামপালে সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের মতবিনিময়।

    রামপালে সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের মতবিনিময়।

    বাগেরহাটের রামপালে সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে রামপালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাজী মোনাওয়ার হুসাইন তামিম।
    তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট, ২০২৪ পতন হয় আওয়ামী লীগ সরকারের। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অপরাধগুলো আসবে সেগুলো
    স্বচ্ছতার সাথে আইনের সঠিক বিচার জনগণ পাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
    উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আরো চারজন আইনজীবী মোঃ মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
    আইনজীবী গাজী মোনাওয়ার হুসাইন তামিম বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী প্রখ্যাত জামায়াত নেতা শহীদ মাওলানা গাজী আবু বকার সিদ্দিকের ছেলে। সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর রামপাল ও মোংলা উপজেলা বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছে। তিনি রামপাল-মোংলার সাধারণ মানুষের পাশে সবসময় থাকবেন বলে জানিয়েছেন।
  • ঠাকুরগাঁওয়ে সাংবাদিকসহ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা।

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকসহ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা।

    ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা এবং হত্যার উদ্দেশ্যে মারপিট, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই সাংবাদিক ও ৩৫ আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।
    মামলায় বেসরকারি যমুনা টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি পার্থ সারথী দাস ও দেশ টেলিভিশন-আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শাকিল আহমেদ ও  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত, পৌর যুবলীগের সভাপতি আমির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, পৌরসভার প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরীসহ আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে।
    বুধবার দুপুরে শিক্ষার্থী মো. মামুন ইসলাম ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালত একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
    মামলার বাদী মো: মামুন ইসলাম (১৯) সদর উপজেলার দৌলতপুর সিঙ্গিয়া গ্রামের মো. তাজেল এর ছেলে।
    মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, ঠাকুরগাঁও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালার ছেলে ও জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব পোদ্দার শশী, সজীব দত্ত, ল্যাংড়া সাদ্দাম, মুন্সিপাড়ার ফরহাদ, আতাউর রহমান, পূর্ব গোয়ালপাড়ার সিদ্দিক, যুবলীগ নেতা আমির হোসেন রুবেল, আট-গ্যালারি এলাকার জাকারিয়া প্রমানিক, আশ্রম পাড়ার খোকন চৌধুরী, টেংগাঁ বাবু, পশ্চিম মুন্সিপাড়ার এলাকার বাবুর্চি রানা, শিল্পকলার এলাকার তনু, আশ্রম পাড়ার মিরাজ ইসলাম, মুন্সিপাড়ার রায়হান ইসলাম, মামুস রানা, ডিসিবস্তি এলাকার সোহাগ ইসলাম, ভুল্লী কুমার এলাকার সরকার আসাদুজ্জামান, শাসলাপিয়ালা এলাকার তাজউদ্দীন, আশ্রমপাড়ার উৎপল গুহ ঠাকুরতা, মুন্সিপাড়ার মিন্টু, রানা ইসলাম, জমি দাস, সুয়েল, বাপ্পি, কলেজপাড়ার  ইকবাল, বাপ্পী, দুওসুও ইউনিয়নের নোমান (অভি) শ্রী শচীন বর্মণ ও ভুল্লীর শাসলাপিয়ালা এলাকার রফিক মিয়া।
    মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে আসামিরা লাঠিসোঁটা, লোহার রড, ককটেল, হাতবোমা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামরা চালান। ছাত্রদের প্রতিহত করতে ককটেল ও হাতবোমা ছোড়েন। বেলা আড়াইটার দিকে মামুন ইসলাম শহরের আর্টগ্যালারি মোড়ে পৌঁছালে আসামিরা তাঁকে ঘিরে ফেলে ককটেল ও হাতবোমা ফাটান। পরে আসামিরা রামদা, চাইনিজ কুড়াল ও পিস্তল দিয়ে মামুনকে ভয়ভীতি দেখান। আসামি মো. সিদ্দিক তাঁর প্যান্টের পকেট থেকে ৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। তাজউদ্দিন নামে আরেক আসামি রামদা দিয়ে মামুনের মাথায় কোপ দেন। আসামি ফরহাদ চাইনিজ কুড়াল দিয়ে মামুনের পায়ে আঘাত করেন। ইকবাল লোহার রড দিয়ে বুকের পাঁজরে আঘাত করলে পাজরের হাড় ভেঙে যায়। পরে মামুনকে আসামিরা সমীর দত্তের চেম্বারে নিয়ে গিয়ে মামুনের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মামুনের বাবা ৩০ হাজার টাকা নিয়ে এলে আসামিরা তাঁর কাছ থেকে মামলা না করার শর্তে ফাঁকা নন–জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেন। পরে তাঁরা মামুনকে ছেড়ে দেন।
    এব্যাপারে মামলার বাদী মামুন ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।
    এই মামলায় যমুনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথি দাশকে ৩০ নম্বর আসামি ও দেশ টেলিভিশনের প্রতিনিধি শাকিল আহমেদকে ৩৪ নম্বর আসামি করা হয়েছে।
    মামলা প্রসঙ্গে পার্থ সারথি দাশ বলেন, ‘আমি সাংবাদিকতা করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা সব সময় ছাত্রদের পাশে থেকে সমর্থন দিয়ে এসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও আন্দোলনের এক ছাত্রকে মারধর করার পর অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো মামলায় নিজের নাম দেখে আমি বিস্মিত হয়েছি।’
    শাকিল আহমেদ বলেন, ‘মামুন ইসলাম নামের ওই শিক্ষার্থী কেন আমার বিরুদ্ধে এমন একটি মামলা করলেন, তা বুঝে উঠতে পারছি না। মামলার এজাহারে তাঁর মুঠোফোন নম্বরও নেই যে তাঁর সঙ্গে যোগাযোগ করব। রাজনৈতিক এই মামলায় দুই সাংবাদিকের নাম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক মহল।
    এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য ঠাকুরগাঁও সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।
    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ জানান, এখন পর্যন্ত মামলার কাগজপত্র হাতে পাইনি। পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
  • কানাইঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদের মতবিনিময়।

    কানাইঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদের মতবিনিময়।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ
    সিলেটের কানাইঘাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী বেলাল আহমদ এমবিএ কানাইঘাট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ২১ এপ্রিল রবিবার দুপুর ১২ টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদ বলেন, এলাকার সর্বস্তরের জনসাধারন,রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-উলামা, যুবক ও তরুণ সমাজ সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
    ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে কানাইঘাট বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করছেন এবং তাদের সমর্থনও পাচ্ছেন। মতবিনিময়কালে তিনি আরো বলেন, সিলেটের পূর্ব অঞ্চলের সীমান্তবর্তী অপরূপ সৌন্দর্য্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর জনপদ হচ্ছে কানাইঘাট। মহান স্বাধীনতা সংগ্রামে এ অঞ্চলের মানুষের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। পাশাপাশি যুগ যুগ ধরে অসংখ্য পীর-মাশায়েখ, আলেম-উলামা, জ্ঞানী-গুণী, প্রতিযশা ব্যক্তিদের পূণ্যভূমি হচ্ছে কানাইঘাট। কিন্তু সিলেট জেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উপজেলা হিসেবে সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও উন্নয়ন-শিক্ষা-সংস্কৃতি, যোগাযোগ,কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান থেকে অনেকটা পিছিয়ে রয়েছে কানাইঘাট। কানাইঘাটের একজন নাগরিক হিসেবে এ জনপদের মানুষের প্রত্যাশা প্রাপ্তি পূরণে এবং সবদিক থেকে এ অঞ্চলকে একটি সমৃদ্ধশালী এলাকায় পরিনত করতে তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ক্ষেত্রে প্রেসক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
    বেলাল আহমদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথমে কানাইঘাট উপজেলার গ্রামীণ পাকা-আধাপাকা ও কাঁচা সড়কগুলো ব্যাপক উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, কানাইঘাটবাসীর প্রধান সমস্যা নদী-ভাঙ্গন প্রতিরোধ, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, মান-সম্পন্ন শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে তোলা সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ, প্রবাসী অধ্যুষিত কানাইঘাটবাসীর জন্য প্রবাসী সেল গঠনের মাধ্যমে একটি গাড়ী দিয়ে বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য ফ্রি ব্যবস্থা করণ, মানুষের দীর্ঘদিনের দাবী গ্যাস সংযোগ স্থাপনে মানুষকে ঐক্যবদ্ধ করন, কৃষকদের কল্যাণে নানামুখী পরিকল্পনা গ্রহণ, মানুষের একমাত্র কর্মসংস্থান লোভাছড়া পাথর কোয়ারী পুণরায় চালু এবং ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যের আমূল পরিবর্তনের লক্ষ্যে সীমান্ত এলাকায় স্থলবন্দর নির্মাণ, ছোট-বড় মাঝারি খামার গড়ে তোলে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বি করার জন্য সরকারের কাছে জোর দাবী তুলে ধরব এবং বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলমতের উর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদ।
    তিনি আরো বলেন, কানাইঘাটের একজন নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সব-সময় কানাইঘাটের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ইমেজ ফাউন্ডেশন এর মতো সেবা মূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে উক্ত সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন থেকে নানা ধরনের মানবিক কাজ করে যাচ্ছি। আমার এসব কাজে সাংবাদিক সমাজ সহ সবাই অকুন্ঠ সমর্থন ও প্রেরনা দিয়েছেন।
    সব-সময় এলাকার মানুষের খোঁজ-খবর নিয়েছি এবং কানাইঘাটের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করেছি। মানুষের পাশে দাড়িয়ে তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে সেগুলো অনেক ক্ষেত্রে পূরণ করা সম্ভব। এ জন্য উপজেলা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদ উল্লেখ করেন।
    মতবিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা রফিক মিয়া, এলাকার মুরব্বী হেলাল আহমদ, বিলাল আহমেদ, জাপা নেতা নিজাম উদ্দিন, হাফিজ আব্দুল হালিম, যুবনেতা ফখরুল ইসলাম, নূরে আলম, নাসির উদ্দিন সহ আরো অনেকে।
    উল্লেখ্য যে, চেয়ারম্যান প্রার্তী বেলাল আহমদ বাড়ি হচ্ছে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে। তিনি ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইমেজ ফাউন্ডেশন গড়ে তুলে বিভিন্ন ভাবে মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। পাশাপাশি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এবং ঢাকা উত্তরা সিলেট সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন।
  • জামিনে মুক্তি পেলেন নকলার সাংবাদিক শফিউজ্জামান রানা।

    জামিনে মুক্তি পেলেন নকলার সাংবাদিক শফিউজ্জামান রানা।

    ডেস্ক নিউজঃ

    ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত দেশ রূপান্তর পত্রিকার শেরপুর জেলার নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানা (৪৫)নামের সাংবাদিক জামিনে মুক্তি পেয়েছেন।

    ১২ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় আপিল বিভাগের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার উভয় পক্ষের শুনানি শেষে তার সাংবাদিক রানাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। জামিন আদেশের পরপরই জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

    এ খবর নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মোঃ আরিফুর রহমান সুমন,আসামি পক্ষের আইজনজীবী আব্দুর রহিম বাদল ও এড. রফিকুল ইসলাম।

    বিকেলের শেষদিকে অনির্ধারিত ভাবে আদালত বসে ও জামিন আদেশের পরপরই সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক রানা। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার হুমায়ুন কবীর খান।

    জানা যায়,১২ মার্চ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজার বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুমের কাছে সাজা বাতিল ও জামিনের জন্য আপিল দায়ের করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে তিনি আইনজীবীদের আবেদন গ্রহণ করেন এবং শুনানির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের আদালতে পাঠান।

    সাংবাদিক রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজার আলোচিত ঘটনায় প্রকাশিত গণমাধ্যমের খবরের প্রেক্ষিতে ১০ মার্চ থেকে দু’দিনের জন্য সরেজমিন তদন্তে আসেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। ওই সময় জেলা কারাগারে বন্ধি সাংবাদিক রানা, নকলার বাসায় গিয়ে রানার স্ত্রী বন্যা আক্তার ও দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্র ছেলে মাহিম এবং নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও ইউএনও’র সিএ শিলা আক্তারসহ শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তের সাথে কথা বলেন।

    উল্লেখ্য, গত ৫ মার্চ মঙ্গলবার দুপুরে নকলার ইউএনও কার্যালয়ে প্রবেশ করে সিএ শীলা আক্তারকে নাজেহাল, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল তছনছ এবং উপজেলা পর্যায়ে দাপ্তরিক এক সভায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের কর্তব্য কাজে বাধাসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

    শফিউজ্জামান রানার পরিবার অভিযোগ করে বলেন সাংবাদিক রানা তথ্য অধিকার আইনে একটি প্রকল্পের তথ্য চাইতে গিয়ে ওই পরিস্থিতির শিকার হয়েছেন।

     

  • বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রানা’র মুক্তির দাবিতে মানববন্ধন।

    বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রানা’র মুক্তির দাবিতে মানববন্ধন।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ, সাংবাদিক রানার মুক্তি ও আইন অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।

    মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, জেলের ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম আটকানো যাবে না। ইতিপূর্বে জিডিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের হয়রানী করা হয়েছে। এখন ভ্রাম্যমান আদালত বসিয়ে করা হচ্ছে। কোনটাতেই ভয় পায় না সাংবাদিকরা। অনতিবিলম্বে সাংবাদিক রানাকে মুক্তি দিতে হবে। নয়তো আরও কঠোর আন্দোলন শুরু হবে।

    বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি  দৈনিক ভোরের কাগজের এন এম নুরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম চলবে। মামলা ও জেলের ভয় করিনা। মামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

    দৈনিক দেশরুপান্তর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার বলেন, সহকর্মীকে নি:শর্ত মুক্তি দিয়ে ইউএনও এবং এ্যাসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে হবে। সেই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের  আয়োজনে কর্মসূচিতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, দৈনিক দেশ রুপান্তরের ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রাসেল, দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, দীপ্ত টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি মঈনুদ্দিন তালুকদার হিমেল, দেশ বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, দৈনিক কালেরকণ্ঠের সাংবাদিক হারুন অর রশিদ, রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ-সাগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মিলন আকতার, প্রচার সম্পাদক মোতালিব সম্রাট, নির্বাহী সদস্য জুলফিকার আলী শাহ, সাংবাদিক মুনিরুজ্জামান অনিক প্রমুখ এতে বক্তব্য দেন।

    এ সময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের অন্যন্য সদস্যরা, শিক্ষক, সাংস্কৃতিক ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন পরিবারের আনন্দ ভ্রমণ।

    মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন পরিবারের আনন্দ ভ্রমণ।

    নিজস্ব প্রতিবেদকঃ
    উঁচু-নিচু পাহাড় ও চা-বাগানের আঁকা বাঁকা পথ হয়ে, লেবু ও আনারসের ফসলের বাগান পেরিয়ে বাস যতই এগিয়ে যাচ্ছে ততই কৌতূহল বাড়ছে উপস্থিত সাংবাদিকদের, বিপুল উৎসাহ আর আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের (রেজি: নং- মৌল-০৩৮) চা কন্যা রাজ্যে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৯ মার্চ ২০২৪ইং, সকল সাংবাদিকদের সরব উপস্থিতিতে মৌলভীবাজারের অদূরে চা কন্যা ও পাহাড় ঘেষা প্রকৃতির এমআর খাঁন চা বাগানের দার্জিলিং টিলায় দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
    সবুজের সাথে দূর বহুদূর সুউচ্চ পর্বতশ্রেণীতে মিলায়েছে হাত আর কিছু সুর, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে নির্ধারিত সময় সকল সাড়ে ১০টায় বাস যাত্রা শুরু করে এমআর খাঁন চা বাগান দার্জিলিং টিলায়।
    পাহাড় আর চায়ের নগরে তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন জেলার সাংবাদিকদের পরিবারখ্যাত মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যম কর্মীরা।
    পরে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি- দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি এ.কে.অলকের পরিচালনায় পুরস্কার বিতরণীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভির স্টাফ রিপোর্টার ও পাতাকুঁড়ির দেশ এর নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ,নিউজ-২৪ ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ইমন দেব চৌধুরী, আরটিভি প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি এম.এ.মুহিত, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা মোঃ জালাল উদ্দিন, প্রমুখ।
    আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সদস্য সিনিয়র সাংবাদিক আওয়াল কালাম বেগ, দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক নয়াদিন্ত পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মাইনুল হক পবন,দৈনিক ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন,দৈনিক খবরপত্র পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান ইবনে মোজাহিদ,ডেইলী অবজারভার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দীন শুভ, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, দৈনিক কালবেলা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, রমিজ আলী, আলম আহমেদ, সোহেল রানা, সৈয়দ মমশাদ আহমেদ প্রমুখ।
    এ সময় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম এর পক্ষ থেকে সৌজন্য টি-শার্ট বিতরণ করেন মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে আগত সকল সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের উপস্থিতি সদস্যদেরকে।
    আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী, মধ্যাহ্নভোজ এবং রেফাল ড্র এর আয়োজন করা হয়।পরে আয়োজিত খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
  • শেরপুরে সাংবাদিক কারাগারে-মৌলভীবাজার বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

    শেরপুরে সাংবাদিক কারাগারে-মৌলভীবাজার বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

    মৌলভীবাজার প্রতিনিধি:
     শেরপুরের নকলায় দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়ার ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও  প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)মৌলভীবাজার শাখা ।
    শনিবার( ৯ মার্চ)  দুপুরে ফোরামের মৌলভীবাজার জেলা শাখা উদ্যোগে স্থানীয় কোর্ট রোডে (প্রেসক্লাব পয়েন্ট) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই উদ্বেগ জানিয়ে এবং অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি দাবী দাবী করা হয়।
    ফোরামের জেলা শাখার সভাপতি আবুজার বাবলার সভাপতিত্বে সভায় সাংবাদিক জিতু তালুকদার, শাহনেওয়াজ সুমন, এম এ কাইয়ুম সুলতান,এলিসন সুঙ, শফিকুর রহমান, রুহুল আমিন রণী, সুধাংশু শেখর হালদার, মাইকেল নংরুম, আলতাফুর রহমান, মামুনুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
    বক্তারা বলেন সরকারী কেনাকাটার তথ্য চেয়ে আবেদন করার অপরাধে শেরপুরের নকলা ইউএনওর নির্দেশে এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে যে প্রক্রিয়ায় কারাদণ্ড দিয়ে সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাগারে পাঠানো হয়েছে তা গ্রহনযোগ্য নয়। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন সাংবাদিককে বিরুদ্ধে এই দন্ড অবাধ তথ্য প্রবাহকে বাধাগ্রস্ত করার পাশাপাশি কর্মক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করবে। যা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।
    সভায় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
  • দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময়।

    দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময়।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ১৭ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বহুতল ভবনের সভা কক্ষে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নয়া দিগন্ত পত্রিকার  সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। দেওয়ানগঞ্জ  প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোষ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র  আইনজীবি এডভোকেট ইউসুফ আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ডিভিসি চ্যানেল ও  বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক শুভ্র মেহেদী, নিউজ 24’র তানভির আজাদ মামুন, এনটিভি’ র  সাংবাদিক আসমাহুল আসিফ সহ অন্যান্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালেরকণ্ঠ সাংবাদিক তারেক মাহমুদ, ভোরের কাগজ সাংবাদিক বিল্লাল হোসেন, সমকাল সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা, আজকের পত্রিকা সাংবাদিক মহসিন রেজা রুমেল, চ্যানেল এসটিভি সাংবাদিক ফারুক মিয়া, রাজধানী টিভি সাংবাদিক  রশীদুল আলম শিকদার,সাংবাদিক দেলোয়ার হোসেন,রুদ্র বাংলা সাংবাদিক আনোয়ার হোসেন রুবেল,গণকন্ঠ সাংবাদিক ফরিদুল ইসলাম,দুর্জয় বাংলা সাংবাদিক হারুন অর রশিদ সহ অন্যান্য। বক্তাগন সাংগঠনিক অবস্থা, সাংবাদিকতার সেকাল, একাল, বর্তমান অবস্থা, সমস্যা, সংকট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছারাও দিক নির্দেশনা মুলক বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক নেতারা।
  • মৌলভীবাজারে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা-প্রতিবাদ সভা।

    মৌলভীবাজারে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা-প্রতিবাদ সভা।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক ইউনিয়ন (রেজি নং- মৌল-০৩৮) এর সভাপতি মোঃ জাফর ইকবাল, সাংবাদিক মোঃ সালেহ আহমদ এর বিরোদ্ধে হয়রানী মূলক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদ ও সুষ্ট তদন্তের দাবিতে মৌলভীবাজার কর্তব্যরত সাংবাদিক বৃন্দের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
    রবিবার ১১ জানুয়ারি ২০২৪ইং, মৌলভীবাজার চৌমুহনা চত্বরে দুপুর ১২টার সময় প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
    এ সময় প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, জগৎপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক নির্যাতনে শিকার হয়ে ঐ মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থী ছাত্রী গত ১৬ জানুয়ারি বিষ পান করে আত্নহত্যার চেষ্টার করে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মুমূর্ষ ভিকটিম তার নিকট আত্নীয়ের নিকট জবানবন্দি প্রদান করে ও তার পিতার অভিযোগের ভিক্তিতে ১৯ জানুয়ারি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জগৎপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিকদের হয়রানী করার উদ্দেশ্যে সিলেট সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। এই হয়রানী মুলক মামলার সুষ্ট তদন্ত ও ছাত্রী নির্যাতনের সাথে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেন মৌলভীবাজার জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
    প্রতিবাদ সভায় ডেইলী নিউনেশন পত্রিকার প্রতিনিধি মোঃ মছব্বির আহমেদ এর সভাপতিত্বে ও গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা সাংরাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ডেইলী বাংলাদেশ টুডে ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এ,কে,অলক, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দৈনিক আমাদের কন্ঠের পত্রিকার প্রতিনিধি মশাহিদ আহমদ, রাজনগর প্রেস ক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংবাদিক মমশাদ আহমদ, এনটিভি ইউরোপ মৌলভীবাজার প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক ভোরের ডাক মৌলভীবাজার জেলা সংবাদদাতা মোঃ জালাল উদ্দিন, দৈনিক ভোরের সময় নিজস্ব প্রতিনিধ সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, সাংবাদিক এম এ সামাদ, প্রমুখ।